গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত; নাচোলে আহত ১

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত; নাচোলে আহত ১ গোমস্তাপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নুর আহমেদ নামে এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে নাচোলে এক ভ্যানচালক আহত হয়েছেন। নিহত শিশু নুর আহমেদ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের জসিমউদ্দিনের ছেলে। গত কাল সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, বাবা-মায়ের সঙ্গে নুর আহমেদ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় শিশুটি হঠাৎ করে দৌড় দিলে রহনপুর থেকে ছেড়ে যাওয়া আড্ডাগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নুর আহমেদের মৃত্যু হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি নাচোল উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকারা হতে ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আমিনুলের ভ্যানে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।
গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দারসহ গ্রেপ্তার আরও ৪; আদালতে ২ জনের স্বীকারোক্তি

গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দারসহ গ্রেপ্তার আরও ৪; আদালতে ২ জনের স্বীকারোক্তি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর এলাকায় আড্ডা থেকে রহনপুরগামী আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী চার্জার ভ্যানে গত ১১ মার্চ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দার সহ আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২জন আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এনিয়ে ওই ঘটনায় সরসারি ডাকাতি ও লুণ্ঠিত মালামাল ক্রয়ের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে ৩ জন গত ১৯ মার্চ ও ২ জন গতকাল আদালতে দায় স্বীকার করেছে। এদিকে এ ঘটনার পর অব্যহত পুলিশ অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে কেড়ে নেয়া ভ্যানগাড়ী ও ১টি মোবাইল ফোন। গ্রেপ্তাররা পেশাদার অপরাধী ও এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার বিপিএম – সেবা রেজাউল করিম। তিনি জানান, গত ১১ মার্চ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আজইর গ্রাম থেকে গোমস্তাপুরের পার্বতীপুর জগত গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভাড়া যায় ভ্যানটি। রাত ৮টার দিকে চালক, নারী, শিশুসহ ৯ যাত্রী নিয়ে নাচোল ফেরার পথে নজরপুরে ডাকাতের কবলে পড়ে ওই ভ্যান। দেশী অস্ত্র সজ্জিত মুখে কালো কাপড় বাঁধা ৮-১০ডাকাত চালক ও যাত্রীদের মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে সড়ক পাশের গাছে বেঁধে রেখে ভ্যান,স্বর্নালংকার,নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল কেড়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরদিন ১২ মার্চ ভ্যানচালক ও নাচোলের নুরপুর গ্রামের মৃত ইসরাইলের ছেলে রফিকুল ইসলাম অজ্ঞাতনামাদের আসামী করে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন। এরপর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েক দফায় গত ২০ মার্চ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় খন্ডিত ভ্যান ও একটি মোবাইল ফোন। এরপর চলমান অভিযানে ডিবি গত ১ এপ্রিল থেকে ঘটনায় জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আরও ৪ জনের মধ্যে রয়েছে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং আন্ত:জেলা ডাকাত দল সর্দার ও গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী, জেলার শিবগঞ্জ উপজেলার টোকনা গ্রামের মৃত সিকিম আলীর ছেলে আল আমিন, জেলার নাচোলের খলসি সিন্দুর মুচিখাড়ি এলাকার একরামুল হকের ছেলে আব্দুল মাতেন ওরফে মতিন এবং নাচোলের বড়িয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নাইম ইসলাম। এদের মধ্যে ডাকাত সর্দার মানিক ও আল আমিন স্বীকারোক্তি দিয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তার ও অন্য মামলাল উদ্ধার অভিযান চলছে।
গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয়

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয় ‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ এই স্লোগানে গোমস্তাপুরে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করে প্রভাতী রক্তদান সংগঠন। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব দেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বার্ষিক মিলনমেলায় সহস্রাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন।
গোমস্তাপুরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা

গোমস্তাপুরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, উপজেলা ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক আঃ অহাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ন আহবায়ক রাসেল আলীসহ অনন্যরা।
রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এবিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে।
ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মুগ ডালের বীজ বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মুগ ডালের বীজ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিকদের মাঝে বিনামূল্যে মুগ ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইসউদ্দীন,রাকীব উদ্দীন, গানিউল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মোমিনুল ইসলাম,শেখ আল ফুয়াদসহ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মুগ বীজসহ ১৫ কেজি রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।
গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এ বিষয়ে কর্তব্যরত রেলস্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনাকবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন জানান, রহনপুর রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে হিরুপাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ক্ষতিগ্রস্ত ট্রাক্টরসহ মরদেহ উদ্ধার করি।
গোমস্তাপুরে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

গোমস্তাপুরে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সারাদেশের ন্যায় গোমস্তাপুরেও জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুইঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়ালসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচি পালনকালে নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা বলেন সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তর ও বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্তাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার জন্য জোর দাবি জানান তারা।
গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা ওই চার্জার অটোভ্যানে থাকা ৬-৭ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অটোভ্যানটি নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নজরপুর বাজারের পাশে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই অটোভ্যানটি দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় তারা যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালং র এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন।