রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজকর্ম উপর নিয়ে টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোয় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রহনপুর রহনপুর পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ও এই সফরের দলনেতা মি. কিয়াথু, সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মি. কারলস বাটারডা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ প্রকল্পের অন্য কর্মকর্তা,পরামর্শকগণসহ অন্যরা। এদিকে তারা রহনপুর পৌরসভা উন্নয়নকাজসহ চলমান কাজগুলো ঘুরে দেখেন। এছাড়া মতবিনিময় সভাগুলো ঘুরে দেখেন।
অ*নৈতি*ক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আ*গুন বিক্ষুব্ধ জনতার

অ*নৈতি*ক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আ*গুন বিক্ষুব্ধ জনতার গোমস্তাপুরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল রাত ৮টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তার বাড়ি-সংলগ্ন ছেলের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন একই ঘটনা ঘটায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকাবাসী জানায়, আলমপুর গ্রামে এক নারী দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এলাকাবাসীর কোনো বাধা-নিষেধ মানতেন না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এরই প্রেক্ষিতে গতকাল রাতে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা পার্শ্ববর্তী তার ছেলের বাড়িতেও একই ঘটনা ঘটায়। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন, গতকাল রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই ইউনিয়নের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী বেগপুর কায়েমপুর এলাকায় এই পূজা পালন করা হয়। বেগপুর শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির আয়োজিত এই পূজায় পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শনার্থীরা অংশ নেন। স্থানীয় ও দর্শনার্থীরা জানান, অনেক বছর ধরে রঘুনাথ পূজা হয়ে আসছে। এ পূজা উপলক্ষে সকলে উপস্থিত হয়েছেন বিশ্বাসের সাথে ভক্তি করে শান্তিতে বসবাসের জন্য। পূজা উপলক্ষে শ্রীমদ্ভগবদ গীতা এবং রামচন্দ্র কিছু অংশ পাঠ করা হয় বলে তারা জানান। শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দিরের সভাপতি বাহাদুর কেন কেত জানান, অনেক বছর থেকে এই স্থানে পূজা করা হয়। ভক্তরা এই রঘুনাথ পূজা উপলক্ষে বিভিন্ন মানত করে থাকেন। রঘুনাথ মন্দিরের উপদেষ্টা নির্মূল কুজব বলেন, বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি এই পূজা উদ্যাপন। বিভিন্ন এলাকার ভক্তরা রঘুনাথ পূজায় এসে অংশ নেন।
গোমস্তাপুরে খালে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে খালে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে খালের পানিতে ডুবে রিশাদ (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামে এই ঘটনা ঘটে। ২০ মাস বয়সী রিশাদ বেগম নগর গ্রামের নবির উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, রিশাদ হাঁটতে শিখেছে। পরিবারের অজান্তে সকালে খেলতে খেলতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়। পরে শিশুটি ভেসে উঠলে পরিবারের লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি।
গোমস্তাপুরে এসএসসি ও সমমনা পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৩৮ জন

গোমস্তাপুরে এসএসসি ও সমমনা পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৩৮ জন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে গোমস্তাপুরে মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এরমধ্যে এসএসসিতে ২৩জন ও দাখিল পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মজিদ পরীক্ষায় ১৫ জন দাখিল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।
গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় ইসমাইল নামে এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদশীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বংপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা ইসমাইলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অটোরিকশাটির চালক ও রিক্সাটিকে আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয় স্থানীয়রা।
গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ

গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখা কার্যালয়ে এই দাবির চেক বিতরণ করা হয়। জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইনচার্জ আনারুল হক মরণোত্তর দাবির চেক মৃত নারীর স্বামী মোহাম্মদ আলী পান্নার কাছে তুলে দেন। রহনপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর শাখার ডিএম ইনচার্জ ফরহাদ আলী। এ সময় বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনিমুল ইসলাম,রহনপুর শাখার সাবেক ইনচার্জ মুজিবুর রহমানসহ অন্যরা। উল্লখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী পান্নার স্ত্রী বীমাগ্রাহক নাসরিন বেগম ৫ টি প্রিমিয়ার দিয়ে মারা যান। এরই প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন নমিনি তার স্বামীকে ৩ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকার চেক আজ তুলে দেওয়া হয়।
গোমস্তাপুরের ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী

গোমস্তাপুরের ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় গোমস্তাপুরে মোট ৩ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে এসএসসিতে ২৬৩০ জন ও দাখিল পরীক্ষায় ৫১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৫ জন, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬২ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫১৩ জন দাখিল পরীক্ষায় অংশ নিবে।
চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও উপসচিব উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা মৎস্য অফিসার মাবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন। শোভাযাত্রাতে বাঙালী ঐতিহ্য তুলে ধরার বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। সেই সাথে পহেলা বৈশাখের আয়োজন বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও’র অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হবে এবং সেটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় বাঙালীয়ানার বিভিন্ন সাজ যেমন, জেলে, কৃষক, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ি, পালকি ইত্যাদি রাখার বিষয়ে আলোচনা ও সীদ্ধান্ত গৃহীত হয়। পরে ঐদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, ঝান্ডি গান, আদিবাসী নৃত্য, আলকাপ, গম্ভীরা, লাঠি খেলা সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হবে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতি সভা পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা । সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শিক্ষক আব্দুল অহাব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম রানু সহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।
ফিলি*স্তিনে ইস*রাইলের গ*ণহ*ত্যা প্রতিবাদে গোমস্তাপুরে মার্চ ফর প্যালে*স্টাইন

ফিলি*স্তিনে ইস*রাইলের গ*ণহ*ত্যা প্রতিবাদে গোমস্তাপুরে মার্চ ফর প্যালে*স্টাইন ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপি গড়ে উঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গোমস্তাপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে রহনপুরের তাওহিদী জনতা নামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও পথসভা। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলোনী মোড়ে এসে শেষ করে। সেখানে পথসভায় বক্তব্য দেন আমিরুল মুমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজালাল, হিজবুল্লাহ, পিয়াস আহমেদ, নাফিস, শুভসহ অনেকে।