গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন সভাপতিত্বে, বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব হোসেন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি জুয়েল রানাসহ অন্যন্যরা।

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন যুগ্মসচিব তৌফিক ইমাম

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন যুগ্মসচিব তৌফিক ইমাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ১) মো. তৌফিক ইমাম। এ সময় তিনি বলেন, উন্নয়ন তো জনগণের জন্য। তাই রেলস্টেশনের উন্নয়ন প্রয়োজন। তিনি রেলস্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নসহ অন্যান্য বিষয়ে পরিদর্শনের জন্য এসেছেন বলে জানান। শনিবার বিকেল ৩টায় রহনপুর স্টেশনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রেলস্টেশনের কর্মকর্তারা। পরে তৌফিক ইমাম রেলওয়ে স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ, টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন ও স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেনÑ গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পশ্চিম রেলের (রাজশাহী) সহকারী প্রকৌশলী এ এম রিয়াদুল ইসলাম, রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদসহ অন্যরা। রহনপুর রেলস্টেশন সংলগ্ন জায়গায় উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ী নেতা আশরাফুল হক আশরাফ যুগ্মসচিবকে অবহতি করলে তিনি জানান, জিএম সাহেব স্টেশনে আসবেন, তখন এ বিষয়ে তিনি কথা বলবেন। ধাপে ধাপে তারা রেলস্টেশনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।

গোমস্তাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত

গোমস্তাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত গোমস্তাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন বহিপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম। আজ উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেলা ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ। অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিয়াউল হক মুকুট পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ৯৭ টি কৃষক সংগঠনের প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

গোমস্তাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার গোমস্তাপুরে সেবি খাতুন নামে এক গৃহবধূর মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোররাতে তার বাড়ির পিছনের আমবাগানে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা দারাবাজ গ্রামের বাসিন্দা রেসিম আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায় গত ভোররাতে হোগলা দারাবাজ গ্রামের রেসিম আলীর স্ত্রী সেবি, পরিবারের অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বৃষ্টির মধ্যেই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রইসউদ্দিন বিপ্লব, আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, মধ্য আলিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানা, হাজি আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে আবেহাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবির যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাস (২য় বিভাগ), বেতন গ্রেড ১৩তম। যেখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভার পান ১২তম গ্রেডে। এমন বৈষম্যের অবসান চান তারা। শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি মেনে নেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীব।

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলার বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নাচোল উপজেলার মানবতার ফেরিওয়াল আব্দুল গনি ফিটু। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।

গোমস্তাপুরে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস খোসা উদ্ধার

গোমস্তাপুরে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস খোসা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়ায় মরিচা ধরা ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দিয়াড়াপাড়া গ্রামের মৃত তামাজুল আলীর ছেলে আব্দুল লতিব বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের আমবাগানে গোয়ালঘর তৈরি করার জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচ থেকে গুলিগুলো দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে ওসি শহীদুল ইসলাম ঘটনাস্থলে এসে ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা ও মহানন্দায় পানি কমছে ৮ সে.মি. পুনর্ভবায় বেড়েছে

পদ্মা ও মহানন্দায় পানি কমছে ৮ সে.মি. পুনর্ভবায় বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ৯টা থেকে আজ (গতকাল) শনিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর পানি কমেছে ১৩ সেন্টিমিটার। শনিবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে একই সময়ে মহানন্দা নদীর পানি কমেছে ৫ সেন্টিমিটার। খালঘাট পয়েন্টে মহানন্দার পানি বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। রহনপুর পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ২২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার গত কয়েকদিন আগে জানিয়েছিলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৯৩২ হেক্টর মাসকালাই, ৫ হেক্টর রোপা আউশ, ৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৫ হেক্টর সবজি ও ৩ হেক্টর চিনা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বড়হাদিনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাহান আলী রহনপুর হতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোগাড়ির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাহান আলী মারাত্মকভাবে আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।