চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ

রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করছে মানবতার সেবায় রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সকালে রহনপুরস্থ উপজেলা ডাকবাংলো চত্বরে ছাতাগুলো বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম প্রধান অতিথি থেকে ট্রাফিকদের মধ্যে ছাতাগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ খান, কোষাধ্যক্ষ আইনাল হক সুমন, সদস্য ফিরোজ কবির, মুনিরুল ইসলাম, খায়রুল আনামসহ অন্যরা। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম বলেন, রোদ ও বৃষ্টিতে ট্রাফিকদের দায়িত্ব পালন করা একটি কষ্টসাধ্য কাজ। রাস্তায় শৃঙ্খলা, যাত্রীদের নিদিষ্ট গন্তব্যে যেতে ও যানবাহনের যানজট নিরসনে কাজ করে থাকেন তারা। তাদের একটু কষ্ট দূর করতে এই সামান্য প্রচেষ্টা।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫ গোমস্তাপুর উপজেলায় একটি ট্রাকের সাথে একটি যাত্রীবোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের আহসান হাবিবের ছেলে ও অটোরিক্সার চালক জাহিদ হাসান এবং বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের মিঠুন আলীর ছেলে হাসান আলী। এ ঘটনায় আহত আরও ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা ইউনিয়নের গড়িয়াবাজার এলাকায় শিবগঞ্জের কানসাট বাজার থেকে গোমস্তাপুরের দিকে আসা একটি অটোরিক্সার সাথে বিপরীতে শিবগঞ্জমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। তাঁদের নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার পরিচয় নিশ্চিত হয়। অপরদিকে রাজশাহীতে চিকিৎসাধীন অটোচালক জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ট্রাক আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়িতে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্ট (এইচএসিসিপি)’র মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÍ রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেনÍ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ১ম দিন ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদেও চাল দেওয়া হয়।
গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহাম্মদের ছেলে জাইদুল হক (৫৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুসলিমপুরের আয়নাল হকের ছেলে হযরত আলী (৪০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাইদুল হক। পথে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রবিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালক হযরত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নালা ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দায় ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন— শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি দক্ষিণপাড়া এলাকার মো. জলিল মিয়ার ছেলে মো. জুনায়েদ (৭) গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সোমবার দুপুরে শিশু জুনায়েদ নানির বাড়ির পাশে সবার অজান্তে খাড়ি পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খাড়িতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ইয়াসিন আল ইসলাম রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যায়। তার সন্ধানে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ডুবুরিদল এসে আজ (গতকাল) সোমবার সকাল ৯টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।