গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল
আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল নাচোলে সোমবার ব্যস্ত সময় পার করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এ দিন তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিএমডিএ’র কর্মকর্তা রেজাউল করিম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বরেন্দ্র ভূমির গভীর নলকূপের পানির স্তর, পুকুর লিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও মান উন্নয়ন, আমনুরা রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়নোর দাবি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ভূমিহীন ও খাস জমি বন্দোবস্ত, ব্যবসা-বাণিজ্য, মসজিদ-মন্দিরসহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সকল সরকারি দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮ লাখ ৯ হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভা পরিদর্শন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।
গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা
গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগনকে সম্পৃক্ত ও সচেতনা বৃদ্ধিকরন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। চৌডালা ইউনিয়ের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সচিব রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধ আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শেষে ডেঙ্গুমশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।
গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ
গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার রবিশস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষে ১২ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, রইস উদ্দিন, ইব্রাহিম খলিলসহ কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ১২ হাজার ৫০৫ জন কৃষককে রবিশস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৫ হাজার ৮২০ জন, গম ৬ হাজার ২০০ জন, ভুট্টা ১২০ জন, চিনা বাদাম ২০ জন, শীতকালীন পেঁয়াজ ৮০ জন, মসুর ১১০ জন, খেসারি ১৩৫ জন, অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হবে।
পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল
পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে মৎস দপ্তরের অভিযানে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮১ কেজি ইলিশ জব্দ হয়েছে। এ ছাড়া জেলার গোমস্তাপুর উপজেলায় পূণর্ভবা নদীতে অভিযানে জব্দ হয়েছে নিষিদ্ধ ১৫টি চায়না দুয়ারী বা রিং জাল ও ১টি সুতি জাল। জব্দ এসব জালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জব্দ মাছ বিভিন্ন মাদ্রাসা, আশ্রঅয়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ জাল নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আজ দিনব্যাপী ও গতকাল গভীর রাতে এসব অভিযান চালানো হয়। সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন ও শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকি বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম,রাজশাহী বিভাগীয় মৎস কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা মৎস কর্মকর্তারা পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযান চালান। অভিযানে সহয়তা করেন প্রশাসনের কর্মকর্তারা, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ্র সহ বিজিবি,পুলিশ সহ সংশ্লিস্টরা। অভিযানে জব্দ হয় ৩ হাজার মিটার জাল ও ৮ কেজি ইলিশ। এর আগে বুধবার সকালে শিবগঞ্জের বিভিন্ন ঘাটে ও বাজারে জব্দ হয় ৭০ কেজি ইলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলায় পদ্মায় জব্দ হয় ২০ হাজার টাকার ৩টি ১হাজার মিটারর কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ। গোমস্তাপুর উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূণর্ভবা নদীর কাজীগ্রাম এলাকায় অভিযানে পৌনে ২ লক্ষ টাকার ১৫টি রিং ও ১টি চায়না দুয়ারী জাল জব্দ হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
গোমস্তাপুরে হাত ধোয়া দিবস পালিত
গোমস্তাপুরে হাত ধোয়া দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শোভাযাত্রার আয়োজন করে রহনপুর পৌরসভা। এতে অংশ নেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌর প্রশাসক নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, এলজিইডির সিডিএ কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশালী আব্দুল মালেক, কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান টেক্কাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে ধ্বংস করা হয়েছে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল
গোমস্তাপুরে ধ্বংস করা হয়েছে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৌনে দুই লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে অভিযান চালিয়ে জালগুলো আটক করে। অভিযানে ১৫টি চায়না দুয়ারি জাল ও ১টি সুতি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো রহনপুরস্থ বুড়িতলা ঘাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপস্থিত হয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসিরউদ্দিন, বিজিবির রহনপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো. কালামসহ অন্যরা। গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বুধবার পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে অভিযান চালায়। অভিযানে ১৫টি চায়না দুয়ারি জাল ও ১টি সুতি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পৌনে দুই লাখ টাকা। এই অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেয়া হয়। পরে জব্দকৃত জালগুলো বুড়িতলা ঘাটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিশাত আনজুম অনন্যার নির্দেশনায় পুড়িয়ে ফেলা হয়।
গোবরাতলায় প্রশিক্ষণ ও ফলের চারা বিতরণ
গোবরাতলায় প্রশিক্ষণ ও ফলের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ এবং খরাসহিঞ্চু ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশায় অবস্থিত রেডিও মহানন্দার সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র কনসালটেন্ট (ক্রপ স্পেশালিস্ট) কৃষিবিদ জহুরুল ইসলাম। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন অফিসার সোহেল রানা, কমিউিনিটি মোবিলাইজেশন অফিসার প্রসেনজিৎ কুমার সাহা। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্যের মধ্যে বরই গাছের চারা বিতরণ করা হয়।
গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরি কারখানার উদ্বোধন
গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরি কারখানার উদ্বোধন গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরির কারখানা উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের মড়িচাডাঙ্গা শিমুলতলায় এই কারখানার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরির উদ্যোগটি নিয়েছে মেসার্স আতিয়া ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডি’র গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ ও ফরিদ খাঁনসহ অন্যরা। অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ বান্ধব ও নির্মাণে ব্যবহৃত কনক্রিট ব্রিকস, ইউনিপেভার কার্ভস্টোন হলোব্রক, পার্কিং টাইলস উৎপাদন করবে এই প্রতিষ্ঠানটি।
নিখোঁজের ৩ দিন পর মহানন্দা থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর মহানন্দা থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহানন্দা নদী থেকে তন্ময় কর্মকার (১৬) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তন্ময় রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার জয়দেব কর্মকারের ছেলে। তন্ময়ের স্বজনরা জানান, দুর্গাপূজার শেষদিন গত রবিবার রাতে সে রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাটে পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে পরদিন সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল জানান, গোমস্তাপুরের দিক থেকে একটি মৃতদেহ ভাসতে ভাসতে যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় আসে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, গত ১৩ অক্টোবর রাতে নিখোঁজ হয় তন্ময় কর্মকার। গত কয়েকদিনে মৃতদেহে পোকা ধরে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।