গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শান্ত রাজ, ৫৯ বিজিবির মেজর ইমরুল কায়েশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
গোমস্তাপুরে দিনমজুরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে দিনমজুরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকা থেকে প্রীতম কুমার দাস নামে এক দিনমজুরের গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর ৩ নং ওয়ার্ডের রহমতপাড়া মহল্লার দীপক কুমার দাসের ছেলে। পুলিশ জানায়, আজ সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটনে কারণে প্রীতম আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তার পরিবারের প্রতি অভিমানও ছিল। তার পরিবার পুলিশকে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দরজা ভেতর থেকে আটকিয়ে শুয়ে পড়ে প্রীতম। পরে আজ ভোররাতে তার মা ও স্ত্রী ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঘরের ছাদের তীরের সাথে ঝুলন্ত দেখতে পায়। গোমস্তাপুর থানার উপ-পরির্শক এসআই ফজলে বারী বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মামলার তদন্ত শুরু হয়েছে।
গোমস্তাপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু গোমস্তাপুরে পুকুরে ডুবে আনিরা খাতুন নামে ৬ বছরের ১শিশুর মৃত্যু হয়েছে। সে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম আনারপুর গ্রামের আসাদুল হকের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সমবয়সীদের সাথে খেলা করছিল আনিরা। এর এক পর্যায়ে সে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে তাকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর পাঢ়ে তার সেন্ডেল দেখতে পান স্থানীয়রা। এ সময় পুকুরে খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা হাত বাড়ালেন পৌর মেয়র

রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা হাত বাড়ালেন পৌর মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। আজ সকালে রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে এসে সহায়তা করেন। তিনি ব্যবসা পরিচালনার বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এ সময় উপস্থিত ছিলেন ৩ ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর মোজাহার আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকান্দুডে টি দোকান পুড়ে যায়। এতে ২ টি দোকানে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সূত্রে জানা যায়।
রহনপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রহনপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড উদয়নগর হইতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর তৈমুর রহমান তবু, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ গণ্যমান্য বৃক্তিবর্গ। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউআইডিপি-২ এর অর্থায়নে ৭৮ লাখ ১৯ হাজার ৫ শত ২৫ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়ক ও ড্রেনটি নির্মিত হচ্ছে।
গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন কারফিউ জারির পর ১০দিনে দেশের প্রায় সকল নৌ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরসহ প্রায় সকল স্থলবন্দর চালু হলেও গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে প্রবেশ করে নি কোনও আমাদানী পন্যবাহী ভারতীয় ট্রেন (মালবাহী ওয়াগনের র্যাক)। গত ১৯ জুলাই শেষ আমদানী পণ্যবাহী ট্রেন রহনপুরে প্রবেশ করে। তবে কারফিউ জারির পূর্বে রহনপুর বন্দর দিয়ে প্রবেশ করা আমাদানী পন্যবাহী (খইল বা ডিওপি-ড্রাই ওয়েল কেক যা মাছ ও পশু খাদ্য) বোঝাই ৩টি ট্রেন যেগুলো রহনপুর রেলবন্দর পথে বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যাবার জন্য সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে ষ্টেশনে অপেক্ষমান ছিল তার মধ্যে ২টি কারফিউ এর মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। এদিকে গত ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আঞ্চলিক রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল হয়। সরকার দেশে গত ১৯ জুলাই ট্রেন চলাচল বন্ধের পর গত ২০ জুলাই দেশে কারফিউ জারি হয়। এরপর থেকে জেলায় সকল শ্রেণির যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জেলায় বর্তমানে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কারফিউ জারি রয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা।
গোমস্তাপুরে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোমস্তাপুরে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৪ টায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন তিনি। পরে একই স্থানে মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম কৃষিক্ষেত্রে রপ্তানীযোগ্য উৎপাদনে (এআইপি) জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ার তাকে সম্মানা দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৩ দিনব্যাপি এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করছে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রহনপুরে উন্নয়নমূলক রাস্তার কাজের উদ্বোধন

রহনপুরে উন্নয়নমূলক রাস্তার কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত উন্নয়নমূলক রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সমাজ সেবক মুশা মার্চেন্ট, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, নারী কাউন্সিলর শেফালী বেগমসহ অন্যরা। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউআইডিপি-২ এর অর্থায়নে ২৯ লাখ ২৮ হাজার ৯০০ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়কটি নির্মিত হবে।
গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলার চারটি ইউনিয়নে ১০৯ দরিদ্র আদিবাসী মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সাইকেলগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলগুলো বিতরণ করেন। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য পার্বতীপুর ইউনিয়নের ৩৭ জন, রাধানগর ইউনিয়নে ৩৫ জন, রহনপুর ইউনিয়নের ২৬ জন, গোমস্তাপুর ইউনিয়নের ১১ শিক্ষার্থীমোট ১০৯ জন দরিদ্র আদিবাসী মেধাবী শিক্ষার্থী মধ্যে এই সাইকেল বিতরণ করা হয়।
গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরির্শন, থানা পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণসহ ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসব পরিদর্শন ও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আজ সকালে প্রথমে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর মোড় হতে ফকিরপাড়া গালর্স স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ দেখেন। এরপর তিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষাবৃত্তি কার্যক্রম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২০ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি এবং কলেজ পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে সাড়ে নয় হাজার টাকা অর্থ তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ওইসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম), পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।