গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক গোমস্তাপুরে ৯ বছরের ১ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার খান আজহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ওই শিক্ষক ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার শিকার শিশুটির মা জানায়, তার ছেলে গতকাল দুপুরে তাকে অবহিত করলে তিনি বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই শিক্ষককে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার হুজরাপুর বেগুনবাড়ি মহল্লার পাশে পূণর্ভবা নদীতে ডুবে আল আমিন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জালালের ছেলে। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মায়ের পিছু পিছু বাড়ির পেছনের নদীর ঘাটে যায় শিশুটি। পরে শিশুর মা কাজ শেষে বাড়ি ফিরলেও পিছে যাওয়া শিশুটির খোঁজ করতে ভুলে যায়। পরে শিশুটির খোঁজ শুরু করে দুপুর পৌনে ১২টার দিকে ঘাটের নিকট নদীতে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গোমস্তাপুরে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকেরা এই প্রণোদনা পেয়েছেন। পরে একই স্থানে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষিকর্তা ফজলুর রহমানসহ কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলায় এবার ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার দেয়া হচ্ছে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের সুবিধাভোগী কৃষকের মধ্যে এগুলো তুলে দেওয়া হয়। পর্য়ায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও রহনপুর পৌরসভার নির্ধারিত কৃষকদের মধ্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে তিনি জানান।

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। র‌্যাব জানায়, আজ ভোরে নিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল পেশাদার শীর্ষ অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালের ১ জুন অস্ত্র বহনের সময় সে হাতেনাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়। পরে ওই আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। ২০২৪ সালের ৩০ জুন আদালত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও আরও ৭ বছর করাদন্ডে দন্ডিত করেন। গ্রেপ্তার জহিরুলকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী। সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিবের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতি সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনসহ অন্যরা। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তসহ ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

গোমস্তাপুরে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন

গোমস্তাপুরে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন নাচোল উপজেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরে BD Rural WASH for HCD প্রকল্পের আওতায়, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে গোমস্তাপুর উপজেলার হোগলায় শ্রোতাক্লাব পরিদর্শন করেন এবং এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-৪ চৌডালা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুল ও সোনিয়া শীল এবং সহকারী প্রযোজক শ্যামল কুমার বাঁধন। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে।

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ বিভিন্ন দাবিতে নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে। দাবির মধ্যে রয়েছে নিরাপত্তা,ভূমি ও পুকুর জবর দখল রোধ,বসত উচ্ছেদের চেষ্টা ও ভীতি প্রদর্শণ বন্ধ করা, সমতলের আদিবাসিদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করা ও অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আদিবাসি সংক্রান্ত দায়িত্ব দেয়া। আজ দুপুরে সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। নাচোল সদর বাসষ্ট্যান্ড মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়ার মাধ্যমে কর্মসূচী শুররু হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশ হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সভাপতি হিংগু মুর্মু,সাধারণ সম্পাদক প্রভাত টুডু, জহরলাল এককা,নাচোলের রানী ইলা মিত্র সংসদ আহব্বায়ক বিধান সিং,নাচোল পুজা উদযাপন পরিষদ নেত্রী রঞ্জনা বর্মন, নির্যাতিত আদিবাসী গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের বিথি তুরি সরদার প্রমুখ। বক্তরা বলেন, রানৈতিক পট পরিবর্তণের পর আদিবাসীরা বারবার নির্যাতিত হয়। কিন্তু তাৎক্ষনিকভাবে কেউ এগিয়ে আসেনা। কিন্তু এদশে তো আদিবাসীদেরও। এদমে জন্মেছি। এদেশে মরব। দেশ ছেড়ে কোথাও যাব না। তারা আদিবাসিদের প্রতি বঞ্চনা বৈষম্যর প্রতিবাদ করেন। শেষে ্উপজেলা নির্বাহী অফিসারের মাধমে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়।

কৃষিতে সম্ভাবনা প্রযুক্তি পলিনেট হাউজ গোমস্তাপুরের দুই উদ্যোক্তার স্বপ্ন

কৃষিতে সম্ভাবনা প্রযুক্তি পলিনেট হাউজ গোমস্তাপুরের দুই উদ্যোক্তার স্বপ্ন গোমস্তাপুরে  দুইজন কৃষক স্বপ্ন দেখছেন পলিনেট হাউজ চাষবাদ নিয়ে। তারা পলিনেট হাউজের উৎপাদিত ফসল ও বীজ বাণিজ্যিকভাবে ব্যবসা করবেন বলে জানিয়েছেন । তাদের ওই দুটি হাউজে টমোটো, ফুলের গাছসহ বিভিন্ন ধরণের বীজ রোপণ করা হয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছেন সম্ভাবনা এই প্রযুক্তি। জলবায়ুর বিরূপ প্রভাব কাটিয়ে নিরাপদ সবজি ও বীজ উৎপাদন হচ্ছে এই পলিনেট হাউজের মাধ্যমে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার সাদিকুল ও শামিম রেজা দু’জই পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে পলিনেট হাউজ । শুরু করেছেন চাষাবাদ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের এই উদ্ভাবন টেকসই কৃষি ব্যবস্থাপনার নতুন রূপান্তর। পলিনেট হাউজ তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ ধরণের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্ষতিকর রশ্মি প্রভাব পড়েনা। পোকামাকড় আক্রমণ তেমন করতে পারেনা। গ্রিন হাউজের আদলে এটি তৈরি করা হয়েছে। দেশি কৃষি ব্যবস্থার নতুন সংযোগ। শীতকালের সবজি ফসল যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে তেমনি গ্রীষ্মকালের ফসল শীতকালে উৎপাদন করা যাবে। পলিনেট হাউজে রোগবালাই আক্রমণ খুবই কম । জমির মান থাকে নিয়ন্ত্রনে। সাদিকুল ইসলাম নামে উদ্যোক্তা জানান, তিনি একজন ফুলচাষী। তার ফুলবাগানে কৃষি কর্মকর্তা পরিদর্শনে যান। পরে তাকে অফিসে ডাকা হয়। তার আগ্রহের কথা শুনেন। ওই সময তিনি পলিনেট হাউজ নেবার আগ্রহ প্রকাশ করেন। পরে এই প্রকল্পটি তিনি পান। পলিনেট হাউজটি তৈরি করে গেছেন রাজশাহী থেকে আসা ঠিকাদার। হাউজটি তৈরিতে যা যা প্রয়োজন তারা এসে করে গেছেন। ২৫ বছর ধরে চলবে এই প্রকল্পটি। তার পলিনেট বাগানে চন্দ্রমল্লিকা ফুলের গাছ ও টমোটোর গাছ লাগানো হয়েছে। খরচ বাদে টমোটো থেকে বিঘাতে এক লাখ টাকা লাভবান হবে বলে তিনি ধারণা করছেন। উপজেলা কৃষি অফিস সব সময় পরামর্শ দিয়ে থাকে। তারা সার্বিক সহযোগীতা করে আসছে। তিন অন্য কৃষকদের এভাবে চাষাবাদে এগিয়ে আসতে বলেন। খরচ কম উৎপাদন হবে ভাল। কৃষক লাভবান হবেন। আরেক উদ্যোক্তা শামীম রেজা বলেন, পাশে ফুলচাষী সাদিকুল ইসলমের পলিনেট হাউজের প্রকল্পটি দেখে অনুপাদিত হই। পরে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে আবেদন করি। বিভিন্নভাবে যাচাইবাছাই করে তাকে দেওয়া হয়েছে। বংপুর বেলখরিয়া মৌজার ২৫ শতক জমিতে এই প্রকল্পটি করা হয়েছে। জুন মাস থেকে শুরু হয়েছি কাজটি। চারা তৈরি ও টমোটো নিজ খরচে করছেন। তিনি বাণিজ্যিকভাবে চারা বিক্রি করবেন। টমোটো বীষমুক্ত ভাবে নিরাপদ হিসেবে উৎপাদিত হবে। সহজপদ্ধতি চাষাবাদ করা হচ্ছে। নিরাপদ সবজি উৎপাদন করে তা বিক্রির করার সময় উচ্চ দরে দাম পাওয়া যাবে। এই পদ্ধতি চাষাবাদ করে ভাল স্বপ্ন ও সম্ভাবনা দেখছেন। এখান থেকে মাসিক ৫০ হাজার টাকা আয় করা সম্ভব বলে তিনি ধারণা করছেন। এ প্রযুক্তির মাধ্যমে তিনি সমস্যা পড়েননি। পড়লে কৃষি কর্মকর্তাদের সহযোগীতা নিবেন। বংপুর এলাকার সড়কের পাশে হওয়ায পলিনেট হাউজ দেখতে অনেকের কৌতুহল জাগে। অনেকে দাড়িয়ে দেখে,কেউ ছবি তোলে। কেউ আবার বীজ কিনতে দেখা গেছে। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন পলিনেট হাউস রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদন ও উন্নতমানের চারা তৈরি করা হয়। অতিবৃষ্টি, খরা,শীতে যেসব ফসল মাঠে চাষ করতে পারে না, ওইসব ফসল এখানে করা সম্ভব। টমোটো তাদের ভাল হয়েছে। পলিনেট হাউজে বিভিন্ন ধরনের বীজ তৈরি করে বিক্রি শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুরের কৃষিতে পলিনেট হাউজ আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন। প্রত্যাশা করছি,এটির মাধ্যমে কৃষি আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা অনুপ্রাণিত হবে।

সাংবাদিকদের সঙ্গে রহনপুর পৌর মেয়রের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে রহনপুর পৌর মেয়রের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার সকালে পৌর ভবনে মেয়রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, শান্তির শহর রহনপুরকে শান্ত রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলকে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তনের সময় তিনি বাসায় থেকে অফিস করেছেন। রবিবার রহনপুর পৌর কার্যালয়ে এসে তিনি অফিস করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুড়ইল বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ইজারাদাররা। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. বিশু। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম মেনেই বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে চুড়ইল বদ্ধ জলমহালটি ইজারা গ্রহণ করেছি। ইজারা নেয়ার পর থেকেই জলমহাল এলাকা সংলগ্ন আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কিছুসংখ্যক দুর্বৃত্ত জোর করে মাছ শিকার করে। এতে প্রায়শই আর্থিক ক্ষতির সম্মুখীন হই। গত ৫ আগস্ট দেশের সাম্প্রতিক পটপরিবর্তনের ফলে ওই এলাকার বেশ কিছু দুর্বৃত্ত গত ১১ আগস্ট তাদের ইজারাকৃত বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে। ওই দিন তাদের প্রায় ২৫ লাখ টাকার মাছ শিকার করে আর্থিক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনে মো. বিশু আরো জানান, এরই মধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গোমস্তাপুর থানার ওসি ও বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন এবং মৌখিকভাবে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।