গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রয়াস মানবকি উন্নয়ন সোসাইটির ১০ জন মৎস্যচাষির মধ্যে গুলসা ও দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে রহনপুর ও নাচোল শাখার সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এইসব পোনা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রহনপুর ও নাচোল শাখার ব্যবস্থাপক জামাল হোসেন ও কাউসার আলী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ প্রদান করেন।

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল অব্যাহতির ৪ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে। আজ অনুষ্ঠিত পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত রবিবার তাদের চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে সোমবার অব্যাহতি পাওয়া কর্মচারীরা পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার শরণাপন্ন হলে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। এখন তারা স্ব-স্ব পদে কাজ করতে পারবে।

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল জব্বার, সংরক্ষিত ইউপি সদস্য রেবিনা খাতুন, লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ এসিস্টেন্ট আজিজুর রহমান, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ প্রিয়াঙ্কা রানী, কামরুন নাহার, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুননহ অন্যরা। এসময় তারা কমিউনিটি ক্লিনিকের সমস্যার কথা জানান এর মধ্যে ক্লিনিকের বাউন্ডারি না থাকা, নিচু জায়গায় ভরাট করা ও পানির জন্য মটারের ব্যবস্থা করা। এসকল সমস্যা দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। সমন্বয় সভায় স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। এসময় হাসপাতালের কিছু সমস্যা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের পরিদর্শন করা কিছু এজেন্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চিহ্নিত করে জমা দেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন কৃষিপণ্য না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিন চলেই চালুর ৭ দিনের মাথায় ট্রেনটি বন্ধ করা হলো। রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি বন্ধ থাকবে। কি কারণে ট্রেনটি বন্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের শনিবার ২৬ অক্টোবর রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সেদিন কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি। ফলে কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, কৃষিপণ্য না পাওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার রহনপুর-ঢাকা রুটে চলাচল শুরু হয়েছিল। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামের এই ট্রেনটি চালু করা হয়। দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধার কথা বলা হয়। কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে এই স্পেশাল ট্রেন চালু করা হয় বলে জানায় রেল বিভাগ। প্রথম খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পেশাল ট্রেনটি। পরে গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি সেদিন। আর এরপরই রহনপুর থেকে ট্রেনটি চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান। স্বগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া বেগম, মতিউর রহমান, মো.গাজী প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল সহ সমবায় কর্মী, বিভিন্ন সমিতির সমবায়ী ও সংশ্লিস্টরা। অন্যদিকে, গোমস্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সম্পাদক জামিল আলম কাদির, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক মুনসুর আলী, কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মনিমুল আহসান, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন। শিবগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্যে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমদ এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় হামলার শিকার হন তারা। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। এঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় আজ একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।  

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবকরা’ প্রতিপাদ্যে আজ  চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন. জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলার নয়াগোলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, নেজারত ডেপটি কালক্টর মীর আলমনসুর শোয়াইব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মাহবুবুল ইসলাম, প্রয়াস মানিক উন্নয়ন সোসাইটির ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষসহ অন্যরা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  আবুল কালাম সহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম. প্রশিক্ষণার্থী তাসমিনা খাতুনসহ অন্যরা। শেষে ৩ যুবক ও যুব মহিলাকে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক ও ৬ জনকে ২ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেক এবং সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন অতিথিবৃন্দ।

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল  নাচোলে সোমবার ব্যস্ত সময় পার করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এ দিন তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিএমডিএ’র কর্মকর্তা রেজাউল করিম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বরেন্দ্র ভূমির গভীর নলকূপের পানির স্তর, পুকুর লিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও মান উন্নয়ন, আমনুরা রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়নোর দাবি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ভূমিহীন ও খাস জমি বন্দোবস্ত, ব্যবসা-বাণিজ্য, মসজিদ-মন্দিরসহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সকল সরকারি দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮ লাখ ৯ হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভা পরিদর্শন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।

গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগনকে সম্পৃক্ত ও সচেতনা বৃদ্ধিকরন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। চৌডালা ইউনিয়ের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সচিব রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধ আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শেষে ডেঙ্গুমশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।