গোমস্তাপুরে প্রাথমিক উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

গোমস্তাপুরে প্রাথমিক উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে শিক্ষকদের উদ্দেশ্যে অমর্যাদাকর বক্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয় পরিষদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন, ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ খোকন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরী সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি শিক্ষকদের বলব, যদি সমাজে আপনাদের যে শ্রদ্ধার জায়গা আছে, সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। যারা মনে করবেন যে, না আমার পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান।” স্বৈরাচারের ভাষায় এই মন্তব্য করেছেন তিনি। তাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন।

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন “খেলায় তৃপ্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি অন্তঃজেলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুনার্মেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম। শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের আহবায়ক ইফতেখারুল আলম রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান মতি, নিজাম উদ্দিন মেম্বার, কাহাফিল হক পনি, গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন তোতাসহ অনেকে। টুনার্মেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় নওগাঁ এস.আর.এফ.সি বনাম সিরাজগঞ্জ ফুটবল দল অংশগ্রহণ করেন। এতে নওগাঁ এস.আর.এফ.সি ৩-১ গোলো সিরাজগঞ্জ ফুটবল দলকে পরাজিত করেন।

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার রহনপুরে কৃষি ইউনিট (মৎস্য খাত)’ এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার রুমি। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেনসহ ফিল্ড অফিসারগণ। আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষী, উদ্যোক্তা, আড়ৎদার, মহাজন, খুচরা পাইকার, ভ্রাম্যমান মাছ বিক্রেতা, মৎস্যপণ্য উৎপাদনকারী, ইত্যাদি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

বাল্যবিয়ে প্রতিরোধে গোমস্তাপুর ও নাচোলে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

বাল্যবিয়ে প্রতিরোধে গোমস্তাপুর ও নাচোলে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরের হঠাৎ পাড়া, ইসলামনগর, কাজীগ্রাম, ষাড় বুড়–জ, নন্দীপুর, কসবা, পুনরা চাঁদপুর, নাচোল উপজেলার কেন্দবোনায় এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুরের ব্যবস্থাপক জামাল উদ্দীন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

গোমস্তাপুরে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুরে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো ধান সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপপ্ল্যন্টার যন্ত্র দ্বারা চারা রোপণ কার্যক্রমের চাষাবাদের জন্য উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার। রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, রইসুদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, চলতি ইরি-বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন রাইহোগ্রাম মাঠে ৫০ একর জমিতে ৪৫০০ প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। এবার ব্রি ধান ৮৮ রোপন করা হয়। ২৫-৩০ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রে‘তে চারা উৎপাদনে জমির পরিমাণও কম লাগে। ট্রে‘তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যেমে জমিতে চারা রোপন করা হয়। প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল ঘরে তুলতে সময় বেশি লাগে কিন্তু কৃষক এই পদ্ধতিতে চাষাবাদে করে কম সময়ে ফসল ঘরে তুলতে পারছে। ওই ব্লকের ৫৫ জন সুবিধাভোগী কৃষক এই পদ্ধিতে চাষাবাদ করছেন। উপ পরিচালক ড. পলাশ সরকার বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মাড়াই সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইটি উপজেলায় গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সমলয় পদ্ধতিতে ১০০ একর জমিতে চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থ ও সময় সাশ্রয় হবে। একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে। কেউ আগে কেউ পরে রোপণ করবে তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই একই সময় একটা প্লটে একই জাতের ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটার সময় সুবিধা হবে। কৃষিতে যান্ত্রিকরণ হওয়ার কারণে শ্রমিক সংকট নিরসন ও ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা। তাই এই অঞ্চলের কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেন।

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার রহনপুরে টিভি, ফ্রিজ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর এবি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গোমস্তাপুর ফুটবল দল বনাম আলিনগর ফুটবল দল অংশ নেন। এছাড়া অন্য খেলায় চৌডালা ফুটব দল বনাম ফোকলোর আইটি রহনপুর, কাকল কলেজ ফুটবল দল বনাম মেঘনা যুব সংঘ অংশ নেন। উল্লেখ্য, এই এলাকার ফুটবল খেলাকে সামনের দিকে অগ্রসরে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে রহনপুর প্রভাতী ফুটবল দল এই টুনার্মেন্টের আয়োজন করে।

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই কলেজে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। ড. আতিকুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, রহনপুর ইউসুফ আলি সরকারী কলেজের প্রভাষক আহসানুল্লাহ সোহেল, সফল উদ্যোক্তা রফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি কলেজ চত্বরে দিনব্যাপি উদ্যোক্তা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

যুগ্ম সচিবের রহনপুর রেলস্টেশন পরিদর্শন

যুগ্ম সচিবের রহনপুর রেলস্টেশন পরিদর্শন রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের যুগ্মসচিব ড.মো: জিল্লুর রহমান ও ভূমি অধিশাখা উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। আজ সকালে স্টেশনে আসলে তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় পাকশী রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, স্টেশন মাষ্টার মামুনুর রশীদসহ রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে টিকিট বিক্রির সিস্টেম, পার্কিং নির্মাণ, রেলের বেদখল হওয়া জায়গা, অবৈধ স্থাপনাসহ রহনপুর স্টেশনের কার্যক্রম বিষয়ে কথা বলেন। যুগ্মসচিব ড.মো: জিল্লুর রহমান বলেন, সারাদেশে রেলস্টেশনের উন্নয়ন হচ্ছে। এই স্টেশনের সামনে গাড়ি পার্কিং হবে। আপনারা সহযোগীতা করবেন। যদি না করেন নিদিষ্ট সময় পর আমরাই ভেঙ্গে দিব। এ সময় তিনি গণমাধ্যম কর্মী, ব্যবসায়ীনেতা, ব্যবসায়ী, স্থানীয়লোকজন ও রেলকর্মকর্তাদের সঙ্গে সমস্যা সমাধানে কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। আজ সদর উপজেলার রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল। সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড় সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।