রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টার দিকে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সমিতি, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আতাউল্লাহ, ওই হাসপাতাল পরিচালনা পরিষদের সাবেক সদস্য ডা. সুলতান আহমেদ ও সানোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আইনুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে মোমিনুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে জনগণকে বিভান্তি করছেন। হোমিওপ্যাথিক চিকিৎসকের নিজস্ব আইন রয়েছে। সেই আইন মেনে তারা চিকিৎসা করে যাবেন বলে উল্লেখ করেন। তারা আরো বলেন—স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তারা স্বীকৃত, বিগত সরকার আমলে তা গেজেট হিসেবে প্রকাশ হয়েছে। কিন্তু বতর্মানে কিছু মহল সেটা নিয়ে ষড়যন্ত্র করছে। রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবীবুল্লাহ বলেন, এমবিবিএস ও বিডিএস ডাক্তাররা ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। সেই রিট পিটিশনে উল্লখ ছিল এমবিবিএস ও বিডিএস ডাক্তার ব্যতিত অন্য কোনো ডাক্তার নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবেনা। ওই বছর তাদের পক্ষে রায় আসে। সেই বছর হোমিওপ্যাথিক বোর্ড ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। হোমিওপ্যাথিক চিকিৎসকরা ডাক্তার লেখার অধিকারসহ রায় পান। সেই রায়ের প্রেক্ষিতে জাতীয় সংসদে ২০২৩ সালে সেটা স্বীকৃতি দেওয়া হয়। বক্তারা স্বাস্থ্য ও প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে ২০২৩ সালের হোমিওপ্যাথিক ডাক্তারকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই আইনকে বহাল রাখার আহ্বান জানান।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা । মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। আজ দুপুরে গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব আরো বলেনÍ কিছু অসাধু লোক সারের কৃত্রিম সংকট বলে প্রচার করছে। তাদের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেনÍ অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। তা রোধে কাজ করছে সরকার। তিনি বলেনÍ কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকি হিসেবে। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ভূগর্ভস্থ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলে তিনি জানান। কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকবে, তেমনি ভূগর্ভস্থ পানির ব্যবহার যেন করা না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের এই সচিব আরো বলেনÍ প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আগে তিনি মহানন্দা ও পুনর্ভবা নদীর মোহনা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি নদীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রকল্প পরিকল্পনার কথা জানান। পরে কৃষি সচিব গোমস্তাপুর উপজেলা বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন। বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অন্য কর্মকর্তারা।

গোমস্তাপুরে নদী ভাঙনের কবলে ব্রজনাথপুর গ্রাম

গোমস্তাপুরে নদী ভাঙনের কবলে ব্রজনাথপুর গ্রাম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের মহানন্দা নদী তীরবর্তী ব্রজনাথপুর গ্রাম এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। আতঙ্ক আর চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন পার করছে ওই এলাকার পরিবারগুলো। কয়েকশ ঘরবাড়ি, গাছপালা, ফসল ও একটি মসজিদ নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বর্ষা ও বন্যার কারণে মহানন্দা নদীতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে অনেক ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসি আশঙ্কা করছেন এভাবে নদীর তীর ভাঙ্গতে থাকলে হয়তো রাতের আঁধারে তলিয়ে যেতে পারে ব্রজনাথপুর গ্রামের নদীতীরবর্তী এলাকাটি। এমনকি ভাঙ্গনের ফলে একসময় ইউনিয়নের মানচিত্র থেকে এলাকাটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গত কয়েকদিনে দেখা গেছে ওই এলাকার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে পড়েছে অর্ধ শতাধিক পরিবার। ব্রজনাথপুর গ্রামের পঞ্চাশোর্ধ্বো বাসিন্দা জয়েস আলি বলেন, নদী ভাঙনে তার প্রায় ৫ বিঘা জমির মধ্যে মাত্র ৩ কাঠা জমি রয়েছে। আর সেই অবশিষ্ট জায়গায় এখন বসবাস করছি। সারাজীবনে সঞ্চয়টুকু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণ, বাতাস ও পানি প্রবাহ বৃদ্ধির ফলে তার ঘরসহ এই গ্রামের অনেকে ভাঙনের এই হুমকির মধ্যে রয়েছেন। এলাকার কৃষক দোলোয়ার আলী জানান, যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে তার বাড়িসহ কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এখন তিনি চরম হতাশার মধ্যে দিন পার করছেন। দিন আনা দিন খাওয়া পরিবারগুলো নদী ভাঙন থেকে রক্ষার্থে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। রহিমা বেগম নামে এক বৃদ্ধা বলেন, তাকে দেখার কেউ নেই। সরকারের কাছে তিনি দাবি করেন নদীভাঙন রোধে ওই এলাকায় একটি বাঁধ নির্মাণে। তারা সাহায্য সহযোগিতা চাই, নদীটাকে বেঁধে দিক এটাই চাই। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, জেলার মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর ভাঙন কবলিত বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। অধিক গুরুত্বপুর্ণ জায়গাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শ্রীঘই ওই কাজগুলো শুরু করা হবে।

গোমস্তাপুরে চাঞ্চল্যকর জেসমিন হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

গোমস্তাপুরে চাঞ্চল্যকর জেসমিন হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার গোমস্তাপুরে চাঞ্চল্যকর জেসমিন হত্যার ঘটনায় তার দ্বিতীয় সাবেক স্বামী এবং ঘটনার প্রধান সন্দেহভাজন আসামী আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনারুল গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যব্রজনাথপুর গ্রামের মৃত রফিকের ছেলে। আজ ভোররাতে নিজবাড়ি থেকে আনারুলকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যায় তাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাঁর ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গতকাল রাতসাড়ে ৮টার দিকে নিহতের প্রথমপক্ষের ছেলে আলমগীর অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। এদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত সোমবার রাতে একটি বিলের ধারের নির্জন আমবাগান থেকে অজ্ঞাত হিসেবে জেসমিনের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃ*ত্যু

গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃ*ত্যু গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৬ বছর বয়সী রুপাইয়া খাতুন নামে এক শিশুর মৃ*ত্যু হয়েছে। রপাইয়া জেলার শিবগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের রহমত আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বোয়ালিয়া ইউনিয়নের দরবারপুর গ্রামে বাবা-মা’র সাথে নানা শরিফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রুপাইয়া। ওইদিন বিকাল ৩টার দিকে সে নানাবাড়ির পাশে একটি দোকানে জুস কেনার জন্য সড়ক পারাপারের সময় ভ্যানের ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোর সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দারেশ আলী বলেন, ঘটনার পর ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮

গোমস্তাপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কেডিসিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও কাস্টমস সদস্যরা সমন্বিতভাবে অংশ নেয়। অভিযানে জব্দ হয় ৮’শ ৪০পিস ইয়াবা, ১’শ ৪০ গ্রাম ও ৪’শ ৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, হেরোইন পরিমাপক মিটার ৩টি এবং মাদক বিক্রির নগত ৫৬ হাজার ১’শ ৭৫ টাকা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে আটক ৮ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীণ এবং অপর ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা

গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উপজেলা কৃষি বিভাগ জানায়, রাত ৯টার দিকে মেসার্স শাজাহান ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৪১ বস্তা ডিএপি, ৪৫ বস্তা ইউরিয়া ও ৮৮ বস্তা এমওপি সার পাওয়া যায়। এসময় বিনা লাইসেন্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে কীটনাশক ব্যবসায়ী শাজাহান আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ সকালে এই অভিযান পরিচালনা করেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনঘণ্টা ব্যাপি এ অভিযান চালিয়েছেন। এসময় রোগীদের সেবা, চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন খাতে অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখেন। অভিযানে টিম লিডারের নেতৃত্ব দেন- দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। সদস্য হিসেবে তার সঙ্গে ছিলেন, ওই কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহাবুবুর রহমান। অভিযানের সময় দুদক কর্মকর্তারা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তারা জানায়, হাসপাতালের চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার। অভিযান শেষে সহকারী পরিচালক ইসলামাইল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীররা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে ৬ বছর বয়সী মায়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর আড়াইটার দিকে রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের পার্শ্ববর্তী বিলে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা এজাবুলের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু মায়া খাতুন বাড়ির পাশে বিলের পানিতে পরিবারের অগোচরে পড়ে যায়। বেলা আড়াইটার দিকে ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।