গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা ওই চার্জার অটোভ্যানে থাকা ৬-৭ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অটোভ্যানটি নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নজরপুর বাজারের পাশে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই অটোভ্যানটি দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় তারা যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালং র এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন।
গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক উপজেলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহতিকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু মাসুদ খান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বর্মন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। উল্লেখ্য, উপজেলার ১৯৪ টিকা কেন্দ্রে আগামী ১৫ মার্চ থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ৪৫৯ জন ও ১২-৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৯৩৭ জন শিশুকে এ-প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দ্বিতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ, ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ অব্যহত রয়েছে। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ সকালে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এ কর্মসূচীর আয়োজন করে। এতে যোগ দেন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ, শিশু রোগ বিশেষঞ্জ মাহফুজ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন খান, স্বেচ্ছাসেবী ওয়ালিদ হাসান, ওয়ালিদ হাসান মাইনুল, মশিউর রহমান, আবু সালেক , নার্সিং শিক্ষক রোকাইয়া খাতুন প্রমুখ । বক্তরা বলেন,ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর এই অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। সাম্প্রতিককালে দেশে বিবেকহীন ধর্ষণকান্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তরা বলেন, দেশবাসী লজ্জায় ডুবে গেছে। তীব্র ঘৃনা প্রকাশ করছেন বহু মানুষ। এখন দরকার কঠোর ও জরুরী প্রশাসনিক পদক্ষেপ। এদিকে, মাগুড়াতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থবৃন্দ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন ,জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন গোমস্তাপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর যুব, সেচ্ছাসেবক, ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ, গোমস্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পিয়ারুল ইসলাম, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রতন, সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক আসিফ আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সুমাইল, যুবনেতা হৃদয় ও ছাত্রনেতা তন্ময়সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই সব ধর্ষনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফঁসির রায় কার্যকর করতে হবে নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিনসহ অন্যরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অুনষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। এছাড়াও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়নের কার্য-সহকারী শাহিন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস কর্মী এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক। এছাড়া সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালন করা হয়।
জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন। পুলিশ সুপার রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারিয়াডাঙা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরান হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন। এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ। আলোচনাসভায় স্বাগত বক্তব্যে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি। প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”
গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামের শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের জয়নালের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ও স্থানীয়রা জানান, আব্দুল মতিন গ্রামে গ্রামে ঘুরে সরিষার তেল বিক্রি করার পাশাপাশি কবিরাজি করতেন। রবিবার রাতে শুকুর উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে তার (শুকুর উদ্দিন) স্ত্রীর ‘জ্বিন-ভূত’ রোগের চিকিৎসা দিতে গিয়ে হয়তো অসামাজিক কাজে লিপ্ত হন। ওসি বলেন, ধারণা করা হচ্ছে সে কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গা কোপানোর চিহ্ন রয়েছে। ওসি আরো বলেনÑ সোমবার সকালে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে শুকুর উদ্দিন ও তার স্ত্রীসহ পরিবার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বচান অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক তথ্য ও নির্ভূল তথ্য দেয়া উচিত। গোমস্তাপুর: গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপপরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। শিবগঞ্জ: শিবগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা রোভার স্কাউটের সহসভাপতি রবিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাহাদাত ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলমসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ২২ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক রহনপুর শাখা বাব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদসহ অন্যান্যরা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্য সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
রহনপুর রাবেয়া বালিকা ও জ্ঞানচক্র একাডেমীতে বিদায় অনুষ্ঠান

রহনপুর রাবেয়া বালিকা ও জ্ঞানচক্র একাডেমীতে বিদায় অনুষ্ঠান রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানচক্র একাডেমীতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাওসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াযেব আলী, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক লোকমান হাকিম, শিক্ষক মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাসেল আলী, আনসার আলী, বিদায়ী ছাত্রী রাইসা রাইদা, জিনিয়া আক্তার সুহা, প্রত্যাশা, ১০ম শ্রেনীর শিক্ষার্থী নওশিন তাসফিয়া, হুমায়রা খাতুন সহ অন্যান্যরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে রহনপুর জ্ঞানচক্র একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পিঠা উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিক হয়। সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রহনপুর জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারওয়ার হাববিবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডাঃ মুঃ খলিলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজর সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, রহনপুর মহিলা কলেজ প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিনসহ অন্যরা।