চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু

গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। আজ সদর উপজেলার রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল। সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড় সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ৩ নার্স সাময়িক বরখাস্ত

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ৩ নার্স সাময়িক বরখাস্ত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় আয়ান ইসলাম নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার আমিন আলির ছেলে। আজ সকাল ৭টার দিকে শিশুটির মৃত্যুর পর হাসপাতালে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, এ ব্যাপারে তদন্ত হবে এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে নার্সিং কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ঘটনাটি উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তভার দেয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্তানূযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনের মধ্যে দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কাউট দীক্ষা, কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ বিকেলে কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের নতুন সদস্যদের দীক্ষা পাঠ ও ব্যাচ লাগিয়ে দেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সহসভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, স্কাউট সদস্য তাহমিদ সরকারসহ অন্যরা। এ সময় এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরসহ অন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। উল্লেখ্য, রহনপুর মুক্তমহাদল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্কাউটিয়ের পাশাপাশি সরকারী-বেরকারী অনুষ্ঠানে সহযোগী ও প্রাকৃতিকবিপর্যয় অংশগ্রহণ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা পালন করে চলেছে ।  

গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন

গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেল আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে উপজেলা সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ চন্দ্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোড়ল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তিনি গোমস্তাপুর ইউনিয়ন ভূমি অফিস, রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করেন।

গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় কল্যানরাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীলসহ অনেকে। আলোচনা শেষে চারজনকে প্রতিবন্ধী হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯ জন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারী উন্নয়ন সংস্থাসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুরে চাষিদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ কার্প ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য প্রয়াসের ১০ জন সদস্যকে মাছ চাষের হিসেবে চুন, রোটেনন, ঝাঁকি জাল, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ এবং রেকর্ড বুক দেয়া হয়। সেই সঙ্গে সদস্যদের মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যস্থাপনায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রয়াসের রহনপুর শাখার অধীনস্থ সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (অডিট) অলোকা রানী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেন।

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ গোমস্তাপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ছাত্রীদের শ্রেণীবিন্যাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের নোটিস বোর্ড মেধানুসারে এই ফলাফল প্রকাশ করা হয়। ক ও খ শাখায় ৬৪ জন করে ও গ শাখায় ৫৮ জনকে চুড়ান্ত করে ফল প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত ২৯ ডিসেম্বর লটারি মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীচ্ছু ছাত্রীদের বাছাই করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেধাফলে নির্বাচিত ছাত্রীদের ভর্তি করা হবে। তাদেরকে ৫ম শ্রেণির প্রশংসাপত্র সঙ্গে নিয়ে এসে ভর্তি হতে বলা হয়েছে।