আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে
আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে অবশেষে অপেক্ষার অবসান। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাবুতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হল লস ব্লাঙ্কোসদের হয়ে ফরাসি এই তারকার পথচলা। এমবাপ্পেকে অভ্যর্থনা জানাতে এদিন প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পাঁচ বছরের চুক্তি শেষে তিনি স্টেডিয়ামে প্রবেশ করতেই দর্শকরা হাততালি দিয়ে এই ফরোয়ার্ডকে বরণ করে নেন। স্টেডিয়ামের ভেতর মাঠে তৈরি করা হয়েছিল নীল রঙের মঞ্চ। তার ওপরে সারি সারি করে রাখা রিয়ালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দর্শক আসনে এমবাপ্পের মা ফাইজা লামারিকেও চোখ মুছতে দেখা যায়। সন্তানের এই অর্জনে আবেগ ভর করেছিল লামারির মনে। অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, ‘আমার জন্য আজকের দিনটি স্মরণীয়। ছোটকাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আজ আমি এখানেই। যেটার মানে আমার কাছে অনেক কিছু। ’এমবাপ্পে মঞ্চে ওঠার আগে রিয়াল সভাপতি বলেন, ‘রিয়ালের প্রতি নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমার চ্যারিটি ফাউন্ডেশনের কারণে ফ্রান্স থেকে হাজারো খুদেরা এসেছে। এসব দেখে খুব গর্ব লাগছে। কিলিয়ান, ঘরে তোমাকে স্বাগত, রিয়াল মাদ্রিদে স্বাগত।’
২ বছরের নিষেধাজ্ঞায় স্পেনের ফুটবল প্রধান
২ বছরের নিষেধাজ্ঞায় স্পেনের ফুটবল প্রধান গত রোববারই ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হলো না দেশটির ফুটবল প্রধানের জন্য। আচরণবিধি ভঙ্গের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পেদ্রো রোচাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত (টিএডি)। আগেই গুরুতর অসদাচরণের জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএডি। অবশেষে গতকাল রায় ঘোষণা করে আদালত। মূলত আরএফইএফ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা। অথচ তিনি দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক বেশ কয়েকজন সিনিয়রকে বরখাস্ত করেন। পাশাপাশি নিজের ক্ষমতার বাইরেও সিদ্ধান্ত নেন। যে কারণে এখন সভাপতি পদও থাকছে না তার। সঙ্গে গুণতে হবে ৩৩ হাজার ইউরো জরিমানাও। গত বছরের আগস্টে এক বিতর্কিত কাণ্ড করে বসেন সাবেক স্পেন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বন করে বসেন তিনি। পরবর্তীতে চাপের মুখে পড়ে করেন পদত্যাগ। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। গত এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি।
মেসিকে ছাড়াই কাপ নিয়ে দেশে ফিরলেন দি মারিয়ারা
মেসিকে ছাড়াই কাপ নিয়ে দেশে ফিরলেন দি মারিয়ারা কোপা আমেরিকা জিতে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এই বহরে ছিলেন না লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, হুলিয়ান আলভারেস, নিকোলাস ওতামেন্দি ও জেরনিমো রুইয়ি। তারা প্রত্যেকেই রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শেষের তিনজন অবশ্য যোগ দেবেন প্যারিস অলিম্পক গেমসে। চার্টার ফ্লাইটে করে সোমবার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েনস আইরেসে পা রাখে লিওনেল স্কালোনির দল । তাদের বহন করে আনা বিমানে লেখা ছিল, ‘আমরা দুইবারের চ্যাম্পিয়নদের নিয়ে আসি। ‘ বিমান থেকে ট্রফি হাতে নিয়ে নামেন সহঅধিনায়ক আনহেল দি মারিয়া। তার পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। বিমানবন্দর থেকে এসেইসায় অবস্থিত লিওনেল মেসি এফএ ট্রেনিং ক্যাম্পের দিকে যায় পুরো দল। রাস্তার দুই প্রান্তে তাদের স্বাগত জানাতে ভিড় করেন হাজারো সমর্থক। আর্জেন্টিনায় এখন শীতের মৌসুম। গতকাল তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি। এমনকি বইছিল হিমশীতল বাতাসও। কিন্তু তা উপেক্ষা করে পতাকা হতে নিয়ে ফুটবলারদের অভিবাদন জানান শিশু থেকে বুড়োরা। সেই পতাকা বিক্রি হয়েছে প্রায় ৯০০ টাকায়। এছাড়া শিশুদের জন্য ২ হাজার ও প্রাপ্ত বয়স্কদের ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে জার্সি। গত রোববার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ও রেকর্ড ১৬তম কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে গোড়ালির চোটের কারণে ৬৫ মিনিটের বেশি খেলতে পারেননি মেসি। একটু সুস্থ হওয়ার পর পরিবার নিয়ে দেশে ফিরবেন তিনি। এদিকে পুরো দেশকে খুশির উপলক্ষ্য এনে দেওয়ায় ফুটবল দলকে রাষ্ট্রীয় বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ের মিলেই। যদিও দি মারিয়ারা সেই আমন্ত্রণে যাবেন কি না, এখনো নিশ্চিত করা হয়নি।
চোট নিয়েও যেভাবে মার্তিনেসের গোল উদযাপন করলেন মেসি
চোট নিয়েও যেভাবে মার্তিনেসের গোল উদযাপন করলেন মেসি নির্ধারিত সময়ের ৯০ মিনিটে হলো না কোনো গোল। তাই খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও আর্জেন্টিনা-কলম্বিয়ার সমানে সমানে লড়াই। টাইব্রেকারে যাওয়াটাই যখন নিয়তি মেনে নিয়েছিলেন অনেকে, ঠিক তখনই আর্জেন্টিনাকে আশার আলো দেখালেন লাউতারো মার্তিনেস। অতিরিক্ত সময় শেষ হওয়ার আট মিনিট আগে তার গোলেই কোপা আমেরিকার শিরোপার ধরে রাখে আলবিসেলেস্তেরা। সেই গোলের সময় মাঠে ছিলেন না লিওনেল মেসি। ডাগআউটে থেকেই উদযাপন করতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ককে। গোল হওয়ার পর প্রথমে দুই হাত উঁচিয়ে ধরেন তিনি। এরপর চোট পাওয়া গোড়ালিতে খুব একটা ভর না করে আস্তে আস্তে হেঁটে কোচিং স্টাফের সদস্য রবের্তো আয়ালাকে আলিঙ্গন করেন এই ফরোয়ার্ড। ভাগাভাগি করে নেন আনন্দ। এরপর তাকে এসে জড়িয়ে ধরেন লো সেলসো, কিটম্যান মারিও দে স্তেফানো, ট্রেনার দাদি দি’আন্দ্রেয়া ও লুইস মার্তিন। মেসি মূল উদযাপনে যোগ দিতে না পারলেও লাউতারো ঠিকই এসেছেন তার কাছে। আলিঙ্গনের পর মেসিকে গোল উৎসর্গ করতে কোনো দ্বিধাবোধ করেননি এই ফরোয়ার্ড। গোড়ালিতে চোট পাওয়ার কারণে ফাইনালে পুরোটা সময় খেলতে পারেননি মেসি। প্রথমার্ধেই ব্যথা পেয়েছিলেন। লম্বা শুশ্রূষা নেওয়ার পর মাঠে নামেন। এরপর প্রথমার্ধের বাকি সময়টা খেলেছেন ঠিকঠাক। দলের সঙ্গে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। কিন্তু এই দফায় লম্বা সময় মাঠে থাকতে পারেননি। কোনো রকম আঘাত ছাড়াই মাটিতে লুটিয়ে পড়েন। ৬৫ মিনিটের দিকে মাঠ ছা]ড়তে হয় তাকে। মেসির জায়গায় নামেন নিকোলাস গনসালেস। মাঠ ছাড়ার সময়ই আবেগী হতে দেখা যায় মেসিকে। দুই হাতে মুখ ঢেকে রাখেন। এরপর বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। মেসির পায়ে তখন বরফ দেওয়া ছিল।
আরও ১৫ বছর আর্জেন্টিনার কোচ থাকতে চান স্কালোনি
আরও ১৫ বছর আর্জেন্টিনার কোচ থাকতে চান স্কালোনি আর্জেন্টিনার সব দুঃখের অবসান ঘটিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। জাদুর কাঠি হাতে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খড়া কাটিয়ে সাফল্যে ভরে দিলেন দলকে। আজ কলম্বিায়কে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ম্যাচ শেষে জানিয়েছেন আরও ১৫ বছর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করতে চান তিনি। স্কালোনির সঙ্গে আরও দুই বছরের চুক্তি রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে আমার আরও দুই বছরের চুক্তি রয়েছে। আমি প্রেসিডেন্টকে বলবো এই চুক্তি আরও ১৫ বছরের জন্য বৃদ্ধি করতে। সে রাজি হলে আমি তাকেই সাক্ষর করবো। ’ আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ এবং একটি ফিনালিসিমার ট্রফি জিতিয়েছেন স্কালোনা। এমন সাফল্যমন্ডিত কোচের সঙ্গে নিজেদর চুক্তি বাড়াতে চাইবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। ফাইনালে অপ্রীতিকর ঘটনার জন্য খেলায় দীর্ঘ বিরতী দিতে হয়েছে। দর্শকদের জন্য খেলায় প্রায় এক ঘন্টার বেশি সময় বিরতী ছিল। অন্যদিকে বিরতীর সময় শাকিরার পারফরম্যান্সের কারণেও দেরিতে খেলা শুরু হয়েছে। এই সব কারণে দুই দলের খেলোয়াড়দেরই বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘খেলার আগে যা হয়েছে তা সত্যিই খুব অদ্ভুত। এটা বলে বোঝানো যাবে না। খেলোয়াড়রা তাদের পরিবার নিয়ে চিন্তায় ছিলেন। এরমধ্যেই তাদের খেলা চালিয়ে যেতে হয়েছে। তারা দীর্ঘ অপেক্ষা করে খেলতে নেমেছে। এটাতে শরীরের উপরও প্রভাব পড়েছে। এছাড়া সমর্থকদের এমন পরিস্থিতে কি হতে পারে এটা সকলেরই জানা আছে। কলম্বিয়ার খেলোয়াড়দেরও একই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। ’ টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জয়ের পর এবার সামনে আরও ভালো কিছুর জন্য মুখিয়ে আছেন স্কালোনি। সামনে লা ফিনালিসিমায় খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হবে স্পেন। সেই শিরোপাও ঘরে তুলতে মুখিয়ে আছেন স্কালোনি।
কোপার ফাইনালের এক টিকিটের দাম লাখ টাকা
কোপার ফাইনালের এক টিকিটের দাম লাখ টাকা কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কলম্বিয়াও আসর জুড়ে উপহার দিয়েছে দুর্দান্ত ফুটবল। দুই দলের লড়াইটা যে জমজমাট হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এমন লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকেরাও। টিকিটের জন্যও গুনতে হচ্ছে চড়া দাম। আসরের সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। যার ধারণ ক্ষমতা ৬৫ হাজার। সেই তুলনায় টিকিটের চাহিদা অনেক বেশি। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের সঙ্গে চুক্তিবদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে। যদিও টিকিটের দাম অনেক বেশি। শুরুতে টিকিটের দাম দর্শকের নাগালের মধ্যেই ছিল। মেসির দলে ফাইনালে ওঠার পরপরই বাড়তে শুরু করে টিকিটের দাম। টিকিট বিক্রির অফিসিয়াল ওয়েবসাইট টিকিটমাস্টার থেকে জানা গেছে, ফাইনাল ম্যাচের জন্যে গোলপোস্টের পিছনের আসনগুলোর টিকিটের মূল্য সর্বনিম্ন ১২৫০ ডলার থেকে শুরু। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দেড় লাখ টাকা। ছাদের নিচের টিকিটের দাম উঠছে ১৮০০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশী টাকার অংকে যার পরিমাণ দুই লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত। মাঠের খুব কাছাকাছি বসে মেসিদের খেলা উপভোগ করার জন্য গুনতে হবে ৩ হাজার থেকে ৫ হাজার ডলার বা সাড়ে ৩ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত।
ফাইনালের আগে আর্জেন্টিনাকে ‘হুমকি’ কলম্বিয়ার
ফাইনালের আগে আর্জেন্টিনাকে ‘হুমকি’ কলম্বিয়ার বিশ্বমঞ্চে প্রতিটা লড়াইয়ের আগেই দুই দল কথার লড়াইয়ে মত্ত হয়। কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের ফাইনালকে সামনে রেখে এবার কথার লড়াইয়ে মত্ত হলো কলম্বিয়া। আর্জেন্টিনাকে হারানোর আগাম হুমকি দিয়ে রাখলেন কলম্বিয়ার সাবেক স্ট্রাইকার অ্যাডোলফো ভ্যালেন্সিয়া। কোপার এবারের আসরে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা দুই দলই ফাইনালের মঞ্চে পা রেখেছে। আর্জেন্টিনা, কলম্বিয়া—দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। কলম্বিয়ার দিকে তাকালে দেখা যায়, টানা ২৮ ম্যাচ অপরাজিত তারা। এবারের আসরে পাঁচ ম্যাচে তাদের গোল ১২টি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট রয়েছে কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজের। দলের একতাবদ্ধ শক্তির দিকটা উল্লেখ করে টিওয়াইসি স্পোর্টসকে ভ্যালেন্সিয়া বলেন, ‘আমরা জানি যে আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তবে ছেলেরা (কলম্বিয়ার) কী তাহলে? ছেলেরা খুবই আত্মবিশ্বাসী (জয়ের ব্যাপারে)।’এবারের আসরে মেসি নিজেকে খুঁজে পাচ্ছেন না। চার ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। অসুস্থতা নিয়েও তাঁকে খেলতে দেখা গেছে। গোলরক্ষককে একা পেয়ে গোল যেমন মেসি মিস করেছেন, তেমনি পেনাল্টি থেকেও গোল আদায় করতে পারেননি। আর্জেন্টিনাকে খোঁচা দেওয়ার জন্য এ দিকটাই বেছে নিলেন ভ্যালেন্সিয়া। মেসি প্রসঙ্গে ভ্যালেন্সিয়া বলেন, ‘বার্সেলোনায় আমরা যে মেসিকে দেখে অভ্যস্ত, সে আর আগের মতো নেই। একাই ছয়-সাত খেলোয়াড়কে টপকে যেতে পারতো। বছরের পর বছর ধরে সে তার শক্তি হারিয়েছে। মেসিকে এখন যে কেউ আটকে রাখতে পারবে।’ তবে মেসিকে বাদ দিলেও যথেষ্ট শক্তিশালী আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আছেন লাওতারো মার্টিনেজ। ৫ ম্যাচে ৪ গোল করেছেন লাওতারো। তাছাড়া গোলপোস্টে অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ তো আছেনই। টুর্নামেন্টে লিওনেল স্কালোনির দল হজম করেছে ১ গোল। আর্জেন্টিনা যে কতটা শক্তিশালী তা তো স্পষ্টই।
চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ‘শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে, অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, সালেহ উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নূর ইসলাম, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ২৪ ফুটবল দল অংশগ্রহণ করছে।
মেসির রেকর্ড ভেঙ্গে পেলেকে ছুঁলেন কলম্বিয়ার রদ্রিগেজ
মেসির রেকর্ড ভেঙ্গে পেলেকে ছুঁলেন কলম্বিয়ার রদ্রিগেজ কোপা আমেরিকার শুরু থেকেই কলম্বিয়া দলকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। দলটি টানা অপরাজিত থেকে টুর্নামেন্ট খেলতে আসে। ব্রাজিলের গ্রুপে পড়েও ব্রাজিলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। সেমিতেও তারা প্রমাণ করলো কেন তারা এবারের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। আর সে লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির অধিনায়ক হামেশ রদ্রিগেজ। কোপা আমেরিকায় যেন পুনর্জন্ম হয়েছে হামেশ রদ্রিগেজের। ২০১৪ সালের বিশ্বকাপে দুর্দান্ত খেলে তাক লাগিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। অনিয়মিত থেকে এখন ব্রাজিলের ক্লাবে খেলছেন এই মিডফিল্ডার। লিওনেল মেসির নাম সামনে আসলেই মনে হয় কোন অজেয় রেকর্ডের মালিকের নাম; কিন্তু মেসির রেকর্ডও যে ভাঙা যায় তা করে দেখালেন হামেশ রদ্রিগেজ। এক কোপা আমেরিকায় সর্বোচ্চ এসিস্ট করার রেকর্ড গড়লেন তিনি। ২০১৫, ২০১৬, ২০১৯ ও ২০২৪ সালের কোপাতে অংশ নিয়ে এই প্রথমবার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন হামেশ। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ছয়টি এসিস্ট করেছেন হামেশ। ২০২১ সালে ৫টি এসিস্ট করে রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। তিন বছর পর সেটিকে নিজের করে নিলেন সাবেক এই বায়ার্ন ও এভারটনে খেলা তারকা। শুধু তাই নয়, কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের একটি বিরল রেকর্ডেও ভাগ বসালেন হামেশ। পেলের ৫৪ বছর পর বড় কোনো এক টুর্নামেন্টে ৬টি অ্যাসিস্টের রেকর্ড গড়লেন কলম্বিয়ান এই তারকা। ১৯৭০ বিশ্বকাপে সর্বশেষ ৬টি অ্যাসিস্ট করেছিলেন পেলে। এবার এক ম্যাচ হাতে রেখেই পেলের সেই রেকর্ড ছুঁলেন হামেশ রদ্রিগেজ। ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হামেশ। ‘আজকের ম্যাচটি দুর্দান্ত ছিল। তবে রেফারি ভালো ছিল না। রক্ষণভাগ যারা সামলেছে তার অসাধারণভাবে কাজটি করেছে। আমি জাতীয় দলের হয়ে ১৩ বছর খেলছি এই মুহূর্তটার জন্য। আমরা খুব খুশি।’ টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আগামী ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিজের ‘শেষ’ কোপা খেলার ইঙ্গিত মেসির
নিজের ‘শেষ’ কোপা খেলার ইঙ্গিত মেসির আগেই শেষবারের মতো কোপা আমেরিকা খেলার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। এবার নিজের সঙ্গে যুক্ত করলেও আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিকেও। এবারের কোপার ফাইনালে উঠে এবারের আসরকে শেষ যুদ্ধ হিসেবেই দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার সেমিফাইনালে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সবশেষ আট আসরে এটি তাদের ষষ্ঠ ফাইনাল। ২০০৭ থেকে প্রতিটি আসরেরই খেলে আসছেন মেসি। তবে এবারের আসরকে তিনি দেখছেন শেষ হিসেবেই। দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির কথা উল্লেখ করে মেসি বলেন, ‘ইদানিং সবকিছু যেভাবে দেখছি, এটিও (কোপা আমেরিকা) সেভাবে দেখছি। দারুণ উপভোগ করছি। ফিদেও (আনহেল দি মারিয়া) ও ওতার (নিকোলাস ওতামেন্দি) মধ্যে যা চলছে, এগুলো যে শেষের লড়াই, সে সম্পর্কেও সচেতন আছি। ’শেষের লড়াইকে অবশ্য খুব বেশি সহজ হিসেবে নিচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে দলের খেলা উপভোগ করার কথা তিনি জানিয়েছেন ঠিকই। মেসি বলেন, ‘দল হিসেবে আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, চলুন উপভোগ করি। আবারও ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করা সহজ নয়। ’ আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে কলম্বিয়া অথবা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।