কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলে পরাজিত করে নারী কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। এনিয়ে নবমবারের মত মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জেতার কৃতিত্ব দেখালো সেলেসাওরা। ইকুয়েডরের এস্তাদিও রডরিগো পাজ ডেলগাডোর ফাইনালে কলম্বিয়া তিনবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি। প্রতিবারই দারুনভাবে ব্রাজিল ম্যাচে ফিরে আসে। ব্রাজিলিয়ান লিজেন্ড মার্তার ইনজুরি টাইমের গোলে ব্রাজিল সমতায় ফিরে। এরপর আবারো ১০৫ মিনিটে মার্তা গোল করে ব্রাজিলকে জয়ের পথে নিয়ে যান। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন লেইসি সান্তোস। অতিরিক্ত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টির প্রয়োজন হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আমান্ডা গুটিয়ারেস ম্যাচ শেষে বলেছেন, ‘আমি মনে করি নারী ফুটবল অনেকটাই এগিয়ে গেছে। প্রতিদিনই এখানে প্রতিযোগিতা বাড়ছে। আজকেরও ম্যাচটিও তারই প্রমান। সবাই দিনের শেষে এই ধরনের একটি ম্যাচ আশা করে। কলম্বিয়াকেও অভিনন্দন। এই শিরোপা আমাদের জন্য বিশেষ কিছু। আমি বিশ্বাস করি ব্রাজিলের নারী ফুটবল এর মাধ্যমে আরো একধাপ এগিয়ে যাবে। আমরা কখনই ম্যাচ ছেড়ে দেইনি। এটাই ব্রাজিল। এটাই ব্রাজিলের গর্ব করার জায়গা।’ উভয় দলই ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দিয়েছে। ২৫ মিনিটে কলম্বিয়ার লিন্ডা কেইসেডো লো ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এ্যাঞ্জেলিনা ব্রাজিলকে সমতায় ফেরান। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার টারকিয়ানের আত্মঘাতি গোলে কলম্বিয়া আবারো এগিয়ে যায়। ম্যাচ শেষের ১০ মিনিট আগে গুটিয়ারেস ব্রাজিলকে সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল। আট মিনিট পর দ্রতগতির একটি কাউন্টার এ্যাটাক থেকে মাইরা রামিরেজ কলম্বিয়াকে আবারো লিড এনে দেন। ম্যাচের শেষভাগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে মার্তা ব্রাজিলকে রক্ষা করেছেন। স্টপেজ টাইমের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোলে তিনি ব্রাজিলকে সমতায় ফেরান। যে কারনে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৫ মিনিটে এ্যাঞ্জেলিনার অসাধারণ ক্রসে মার্তা ব্রাজিলকে এগিয়ে দেন। তবে ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। সান্তোসের দুর্দান্ত ফ্রি-কিক কোনাকুনি ভাবে জালে জড়ালে কলম্বিয়ান শিবিরে স্বস্তি ফিরে আসে। এ্যাঞ্জেলিনার শুরুর মিসে কলম্বিয়া পেনাল্টি শ্যুট আউটে লিড পায়। কিন্তু ম্যানুয়েলা পাভি গোল করতে ব্যর্থ হবার পর সান্তোসের শটটি রুকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। মার্তার সামনে সুযোগ এসেছিল জয় নিশ্চিত করার। কিন্তু তার শটটি রুখে দেন ক্যাথরিন টাপিয়া। সাডেন ডেথে কারাবালির মিসে ব্রাজিলের শিরোপা নিশ্চিত হয়।
এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা আগামী ৬ আগস্ট থেকে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুপুরে লাওসের বিমানে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।
শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি

শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা সন্ধ্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে। পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থাকায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম অর্ধ। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়ায় পারো এফসি। ৫১ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন শ্যারন ফুং। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের নিয়তি বদলে দেন ঋতুপর্ণা। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পারো এফসি। এই জয়ে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।
নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর চূড়ান্ত ড্র অনুষ্ঠান, যেখানে একসাথে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার অফিসিয়াল ব্র্যান্ড এবং ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২টি দেশের অংশগ্রহণে এবারের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্বমানের ভেন্যুতে-সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে, যা নিশ্চিত করছে এক মাসের দুর্দান্ত নারী ফুটবল উৎসব। আগামী ১ মার্চ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নারী ফুটবল টুর্নামেন্টের ২১তম আসরের। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের অভিষেক ম্যাচ-যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।
উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। ৯ আসরের মধ্যে ৮ বারই শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা। আজ দশম আসরে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা। আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: কঠিন গ্রুপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: কঠিন গ্রুপে বাংলাদেশ আগামী বছরের ১ থেকে ২৩ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ ২০২৬। এবারই প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে জমকালো আয়োজনের মাধ্যমে ১২ দলের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাগতিক অস্ট্রেলিয়াসহ তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের কোচ ও খেলোয়াড়রা। কিন্তু বাংলাদেশের পাশাপাশি জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইনের কোনো প্রতিনিধি এই ড্র অনুষ্ঠানে ছিল না। পিটার বাটলারের শিষ্যরা রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ—চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে: অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান, ফিলিপাইন। আর ‘সি’ গ্রুপে: জাপান, ভারত, ভিয়েতনাম, চাইনিজ তাইপে। এই এশিয়া কাপ শুধু একটি মহাদেশীয় টুর্নামেন্ট নয়, বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার মঞ্চ। কোয়ার্টার ফাইনালে উঠলেই বাংলাদেশের সামনে খুলে যেতে পারে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ফিনালিসিমা ২০২৬: আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল

ফিনালিসিমা ২০২৬: আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। সেই সূচিতেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে, তবে এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। কয়েক সপ্তাহ আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লৌজানের মধ্যে একটি সমঝোতা হয়, যাতে ম্যাচটি ১৭ থেকে ২৫ মার্চ ২০২৬ এর মধ্যে আয়োজনের কথা বলা হয়। তবে এটি নির্ভর করছে স্পেনের বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ওপর। স্পেন যদি তাদের গ্রুপ (যেখানে আছে তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) দ্বিতীয় হয়ে শেষ করে, তবে মার্চ মাসেই তাদের প্লে-অফ ম্যাচ পড়বে। সে ক্ষেত্রে ফিনালিসিমা আয়োজনে জটিলতা তৈরি হবে। একমাত্র বিকল্প তখন বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্ত, যা উভয় দলই এড়িয়ে চলতে চায়, কারণ তখন প্রস্তুতির সময় খুবই অল্প থাকবে। ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছিল, বিশ্বকাপের প্রাক-ঘোষণা হিসেবে। তবে কাতার ও সৌদি আরবও ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে, ম্যাচটি এশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে। এই ম্যাচে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল—দুজনের প্রথম মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা এই দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলবে।
নাটকীয় টাইব্রেকারে সেরা ইংল্যান্ড, স্পেনের স্বপ্নভঙ্গ

নাটকীয় টাইব্রেকারে সেরা ইংল্যান্ড, স্পেনের স্বপ্নভঙ্গ স্পেনের আধিপত্য, দারুণ গোল, আর তারপর ইংল্যান্ডের প্রত্যাবর্তন; সব মিলিয়ে উইমেন’স ইউরো ২০২৫-এর ফাইনাল ছিল এক উত্তেজনার নাট্যমঞ্চ। ম্যাচে দারুণভাবে এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু শেষ হাসি হেসেছে ইংল্যান্ড, যারা টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে আবারও ইউরোপীয় চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মুকুট অক্ষুণ্ণ রাখল। গতকাল দিবাগত রাতে ঐতিহাসিক এই লড়াইয়ে শুরু থেকেই স্পেন ছিল আগ্রাসী মেজাজে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই জয়ে ইংল্যান্ড ইউরোর ইতিহাসে তৃতীয় দল হিসেবে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল। এর আগে কেবল জার্মানি ৮ বার এবং নরওয়ে ২ বার এই কীর্তি গড়েছিল। বিশ্বকাপজয়ী স্পেনের সামনে ছিল প্রথম ইউরো শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ, কিন্তু টাইব্রেকারে হোঁচট খেয়ে সোনার স্বপ্ন অধরাই রয়ে গেল। অন্যদিকে, ইংল্যান্ড নারী ফুটবলের এক নতুন অধ্যায় রচনা করল। সংগ্রামের মাঝেও আত্মবিশ্বাস আর ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।
গার্দিওলা-জাভির ‘আবেদনপত্র’ ভুয়া, জানাল ভারতের ফুটবল ফেডারেশন

গার্দিওলা-জাভির ‘আবেদনপত্র’ ভুয়া, জানাল ভারতের ফুটবল ফেডারেশন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজ আবেদন করেছেন— এমন দাবিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন জানায়, এই দুই স্প্যানিশ কোচের নাম ব্যবহার করে যেসব আবেদন পাঠানো হয়েছে, সেগুলোর কোনও সত্যতা পাওয়া যায়নি। এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এমন কিছু ইমেইল পেয়েছি যেখানে পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে আবেদন জমা দেওয়া হয়। যাচাই করে দেখা গেছে, এই আবেদনগুলো ভুয়া। এগুলোর পেছনে কারা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ’ এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এআইএফএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, কোচ হিসেবে জাভির নামও আবেদনকারীদের তালিকায় দেখা গেছে। তবে ফেডারেশনের এক টেকনিক্যাল কমিটির সদস্য জানান, জাভিকে নিয়োগ দেওয়া এআইএফএফ-এর জন্য ‘অত্যন্ত ব্যয়বহুল’ হবে বলে বিষয়টি গুরুত্ব পায়নি। গত বছর জুনে ইগর স্টিমাচকে বরখাস্ত করার পর ভারত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। কিন্তু তিনি চলতি মাসেই পদত্যাগ করে পুনরায় আইএসএল ক্লাব এফসি গোয়ার কোচের দায়িত্বে ফিরে গেছেন। ফলে নতুন করে কোচ খুঁজছে এআইএফএফ। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৭০টি আবেদন পেয়েছে তারা। প্রাথমিক বাছাইয়ের পর মাত্র তিনজনকে শর্টলিস্ট করা হয়েছে। সেই তালিকা নিয়েই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।
বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন

বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন আইতানা বোনমাতির অতিরিক্ত সময়ের চোখ ধাঁধানো এক গোলে ইউরো ২০২৫-এর ফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানিকে। ফলে ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরো ফাইনালেও—স্পেন বনাম ইংল্যান্ড। পুরো ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর ১১৩তম মিনিটে জাদুকরী এক টার্ন নিয়ে বলের নিয়ন্ত্রণ নেন দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি। তারপর দারুণ এক ফিনিশে জার্মান গোলরক্ষক অ্যান-ক্যাথরিন বার্গারকে পরাস্ত করেন তিনি। শেষ দিকে মরিয়া আক্রমণ চালায় জার্মানি। তবে স্পেনের গোলরক্ষক কাতা কোল দুর্দান্ত এক ডাইভ দিয়ে লেয়া শুলারের শট ফিরিয়ে দেন এবং নিশ্চিত করেন স্পেনের প্রথম ইউরো ফাইনাল। ২০২৩ নারী বিশ্বকাপে ওলগা কারমোনার একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবার সেই দুই দলের মধ্যে আবারও বড় মঞ্চে দেখা হচ্ছে। সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধে স্পেন বলের দখল ধরে রাখলেও গোল পাননি, বরং ক্লারা বুল এবং জিওভানা হফম্যান কিছু দারুণ সুযোগ হাতছাড়া করেন জার্মানির পক্ষে। দ্বিতীয়ার্ধে স্পেন আরও দাপট দেখালেও, ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১০ জন নিয়ে ১০০ মিনিট খেলা জার্মান রক্ষণ একটুও ভাঙেনি। ৯০ মিনিটের শেষ মুহূর্তে ক্লারা বুলের ডিফ্লেক্টেড এক শট কোলের মাথার ওপর দিয়ে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু সময়মতো সেটি ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক। এরপর কার্লোটা ওয়ামসারের শটও ঠেকিয়ে দেন অসাধারণ দক্ষতায়। শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেন সেই খেলোয়াড়, যিনি টানা দুবার বিশ্বের সেরা হয়েছেন—আইতানা বোনমাতি। তার নিখুঁত টার্ন ও গোলেই ইউরোর ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠলো লা রোহা।