ব্যালন ডি’অরে বিজয়ী হওয়ার দৌড়

ব্যালন ডি’অরে বিজয়ী হওয়ার দৌড় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর -এর ৬৯তম আসরের বিজয়ী ঘোষণা হবে আজ। ফ্রান্সের প্যারিসে, ঐতিহাসিক থিয়েত্র দ্যু শাতলে মঞ্চে জমকালো আয়োজনে দেওয়া হবে এ বছরের সেরা ফুটবলারের পুরস্কার। শুধু পুরুষ নয়, অনুষ্ঠানে সেরা নারী খেলোয়াড়, গোলরক্ষক, তরুণ ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা ও কোচদেরও সম্মাননা জানানো হবে। দীর্ঘদিন ধরেই ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বাধিক ৮ বার জিতেছেন মেসি এবং ৫ বার জিতেছেন রোনালদো, তিনি রেকর্ড ১৮ বার মনোনয়ন পেয়েছেন। তবে এবারের আসরে নেই এই দুই মহাতারকার নাম। ২০২৫ ব্যালন ডি’অরের জন্য ৩২ জন পুরুষ ফুটবলারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন- জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়র, মোহামেদ সালাহ, ডেক্লান রাইস, ভার্জিল ফন ডাইক, পেদ্রির মতো তারকারা। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের মতে, এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন দুজন। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ঘরোয়া কাপ সব মিলে পিএসজিকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা ছিল তার। মৌসুমে করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে হয়েছেন সেরা খেলোয়াড়। ফলে ব্যালন ডি’অরের জন্য প্রথম ফেভারিট মনে করা হচ্ছে এই ফরাসি উইঙ্গারকে। মাত্র ১৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালও আছেন আলোচনার কেন্দ্রে। বড় ম্যাচে গোল, অ্যাসিস্ট আর পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। মেসির পরে বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সিধারী হয়ে উঠেছেন দর্শকদের আবেগের প্রতীক। সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। সেরা খেলোয়াড়দের মুকুট উঠবে কার মাথায়, তা জানার জন্য ফুটবলবিশ্ব তাকিয়ে আছে প্যারিসের মঞ্চের দিকে।

যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা

যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা গাজায় ধারাবাহিকভাবে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলোকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামীকাল নির্বাহী কমিটির বৈঠকে এ প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। এই ভোটের ওপর নির্ভর করছে ইসরায়েলের ফুটবলের ভাগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপা লিগে অংশ নেয়া ম্যাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলো এবং ইউরোপীয় বাছাইপর্বে খেলা ইসরায়েলি জাতীয় দল নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কারণ, কাতারের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ উয়েফাকে এ পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কারণ, ইউরোপ ফুটবলের বেশির ভাগ স্পন্সরই আসে মধ্যপ্রাচ্য থেকে। ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি ও স্পেনসহ বিভিন্ন দেশে ইসরায়েলি দলের বিরুদ্ধে খেলতে অনীহা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা

যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া আফগান নারী ফুটবলাররা নতুন করে গঠিত আফগান নারী শরণার্থী দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। ফিফা আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে নিরাপত্তাজনিত কারণে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। চলতি বছরের মে মাসে ফিফা অনুমোদিত আফগান নারী শরণার্থী দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় পাওয়া আফগান খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দল ফিফার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার শর্তে ফিফা ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও ইউরোপে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দের জন্য একই ব্যবস্থা করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে থাকা অন্তত ২২ জন আফগান ফুটবলারের মধ্যে ১০ জন হিউস্টনে বসবাস করেন। তাদেরই একজন সাবেক অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ও হিউস্টন শাইন এফসির ফরোয়ার্ড জাহরা সুলতানি বলেন, ‘ফুটবল সবসময় আমার পরিচয়, আমার স্বাধীনতা, আর বিশ্বমঞ্চে আফগান নারীদের প্রতিনিধিত্বের উপায়। ক্যাম্প বাতিল হওয়ার খবর আমার হৃদয় ভেঙে দিয়েছে। ’ প্রথম আফগান নারী জাতীয় দলের সদস্য সোদাবা খানজানি (২৮) মন্তব্য করেন, ‘এটি অগ্রহণযোগ্য এবং কোনো অর্থ বহন করে না। অস্ট্রেলিয়া বা ইউরোপের খেলোয়াড়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের কোনো পার্থক্য নেই। আমরা উপেক্ষিত ও অসম্মানিত বোধ করছি। ’আরেক খেলোয়াড় নিলোফার মুমতাজ (২৪) বলেন, ‘আমরা চার বছর ধরে পরিবার ছাড়া যুক্তরাষ্ট্রে আছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ক্যাম্প হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে নয়। আমরা কাঁদছি, তবুও হাল ছাড়ব না। ’ ফিফা জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আইনি ও লজিস্টিক জটিলতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই প্রক্রিয়া এগোচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দেরও ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ’ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হয়। ফিফা, ফিফপ্রো ও আন্তর্জাতিক সহযোগিতায় শতাধিক নারী খেলোয়াড় ও তাদের পরিবার বিদেশে আশ্রয় পান। বর্তমানে আফগান নারী জাতীয় দল ফিফার বিশ্ব র‍্যাংকিংয়ের বাইরে। জাতিসংঘ ইতোমধ্যে তালেবানের নারীবিরোধী নীতিকে ‘লিঙ্গভিত্তিক বৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছে।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে শিবগঞ্জের জয়

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে শিবগঞ্জের জয় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অুনষ্ঠিত হচ্ছে। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। শুক্রবার নতুন স্টেডিয়ামে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা দলের মধ্যে খেলা অুনষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়া খেলা। টাইব্রেকারে ৪—২ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জায় পায় শিবগঞ্জ উপজেলা দল। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা

জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচেই জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। তার দারুণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল। সেন্ট জেমস পার্কে গতকাল রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য আর ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নভেম্বরে স্পেনের বিলবাওতে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে বাস্ক জাতীয় দল। এই দলটি ফিফার স্বীকৃত না হলেও তাদের নিজস্ব ফুটবল ফেডারেশন রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের ১৫ তারিখ, সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি আয়োজিত হবে বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। গাজায় প্রাণ হারানোদের স্মরণে আয়োজন হওয়া এই ম্যাচকে ফিলিস্তিনি ফেডারেশন উদযাপনের উপলক্ষ হিসেবে দেখছে। এর আগে আথলেতিক বিলবাওয়ের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙান। ব্যানারে বাস্ক ভাষায় লেখা ছিল, ‘আজ থেকে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। ’ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যে স্পেন প্রথম দিকের দেশগুলোর একটি যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড ও বেড়ে চলা মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। অবনমন হয়েছে ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। সেপ্টেম্বরের শুরুতে একুয়েডরের বিপক্ষে আর্জোন্টিনার ১-০ গোলে হার এই র‍্যাংকিংয়ে ধরা হয়নি। তবে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র এবং ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ফলাফল ধরা হয়েছে। তবুও অবশ্য ফ্রান্স ও স্পেন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের টপকে গেছে।চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে, জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ, তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম, স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২-০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ‍দুই দফায় স্কোয়াড ঘোষণা করেছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। দু’বারই ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। যদিও শেষবার চোটের সমস্যা নয়, কৌশলগত কারণে ডাক না পাওয়ার অভিমত জানান এই তারকা। যা নিয়ে ব্রাজিল কোচের সঙ্গে নেইমারের দ্বিমত দেখা দেয়। নতুন করে তার জাতীয় দলে ঢুকতে পুরোনো শর্ত-ই জুড়ে দিয়েছেন আনচেলত্তি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯) হওয়ার কীর্তি গড়েন নেইমার। এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে পরের মাস থেকেই তিনি এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান। এরপর আল-হিলাল হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ম্যাচ খেললেও, এখনও জাতীয় দলে ফেরা হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ক্যারিয়ারজুড়েই ছিল ইনজুরির হানা। যা তার শেষ সময়ে এসেও বারবার ব্যাঘাত ঘটাচ্ছে। চলতি মাসে (সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার জন্য আনচেলত্তির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। কিন্তু ম্যাচের দু’দিন আগে চোটে পড়ায় চূড়ান্ত দলে তার জায়গা মেলেনি। এর পেছনে চোট ও ফিটনেসজনিত সমস্যার কথা উল্লেখ করেছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমারের ভাষ্য ছিল ভিন্ন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।’

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়েছেন। এর মাঝেও ৫৫ ম্যাচে দলের হয়ে নেমেছিলেন। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একটিতে নামতে পেরেছেন তিনি। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার। ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুডিগারকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের। স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’ রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল। এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।