নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপপর্বের দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন মিরাজুল ইসলাম। শিরোপা নির্ধারণী ম্যাচেও এই ফরোয়ার্ড ফ্রিকিকে করলেন চোখ ধাঁধানো গোল। বাংলাদেশের ব্যবধান বাড়ানোর গোলটাও করলেন তিনিই। এরপর নেপালের জালে বল পাঠালেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। আর তাতেই নেপালে আরেকবার উড়ল লাল-সবুজের পতাকা। স্বাগতিক দলকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতল বাংলাদেশ। গত আসরে ফাইনালে স্বপন ভঙ্গ হলেও এবার শিরোপা নিয়েই ফিরছেন যুবারা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বুধবার বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শুরুতেই দারুণ সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। নেপালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল পেয়ে যান মিরাজুল ইসলাম, পাশেই ফাঁকায় থাকা রাব্বী হোসেন রাহুলের দিকে ঠেলে দেন মিরাজ, সেই বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও রাহুল শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন নেপালের এক ডিফেন্ডার। নেপালও দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে হানা দেয় বাংলাদেশের রক্ষণে। অষ্টম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আসিফের দারুণ দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ। বক্সের বেশ খানিকটা দূর থেকে নিরাজন ধামীর দূরপাল্লার শট লাফিয়ে হাতের ছোঁয়ায় বল বাইরে ঠেলে দেন আসিফ। ২১ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে নেপাল। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে পরেন নিরাজন, তাঁর বাড়ানো পাস একদম ফাঁকায় পেয়েও ঠিকমত শটই নিতে পারেননি অবিনাশ। এরপর ঢিমেতালে চলতে থাকে খেলা। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ শিবিরে এগিয়ে যাওয়ার আনন্দের মুহূর্ত এনে দেন মিরাজুল ইসলাম। তাঁর ডান পায়ের চোখ ধাঁধানো ফ্রিকিক পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। এগিয়ে থেকেই বিরতিতে যায় মারুফুল হকের দল। দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলও পেয়ে যায়। আসাদুল ইসলাম সাকিবের লং পাসে দূরের পোস্টে থাকা আসাদুল মোল্লার হেড পাস থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিরাজুল। ম্যাচের ভাগ্য হেলে পড়ে বাংলাদেশের দিকে। আসরে মিরাজুলের এটি চতুর্থ গোল, যা সর্বোচ্চ। নেপালের ওপর চাপ ধরে রেখে ৭১ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় তৃতীয় গোল। মিরাজুলের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশিং করেন রাব্বী হোসেন রাহুল। ৮১ মিনিটে সামির তামাং জাল খুঁজে নিলে এক গোল পরিশোধ করে নেপাল। তাতে কিছুটা আশা দেখলেও স্বাগতিকরা আর পারেনি। বরং যোগ করা সময়ে রাহুলের ক্রসে পিয়াস আহমেদ নোভা বল জালে পাঠালে শিরোপা উদযাপনে মাতোয়ারা হয় বাংলাদেশের যুবারা।

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্সে নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে সে অনুসারে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল, যা হয়নি। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশি যুবারা ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে। দুই ম্যাচই হেরে বিদায় নিয়েছে লঙ্কানরা। আজ (মঙ্গলবার) নেপালের আনফা কমপ্লেক্সে পাসিং ফুটবল ও বল দখল সর্বত্র দাপট ছিল বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধি হয়ে ম্যাচের ১৮তম মিনিটে মিরাজুল ইসলাম এবং শেষদিকে আরেকটি গোল করেন পিয়াস আহমেদ নোভা। আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যায়নি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ দেখা গেল এই ম্যাচেও। দলকে লিড এনে দেওয়া গোলের পর উদযাপনে নিহত মীর মুগ্ধ ও আবু সাঈদকে স্মরণ করেন গোলদাতা মিরাজসহ সতীর্থরা।

মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল

মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল মৌসুমের শুরুর ম্যাচে রিয়াল মাদ্রিদকে দেখা গেল অচেনা রূপে। বিবর্ণ এই দলের বিপক্ষে নিজেদের জাত চেনাল মায়োর্কা। শুরুতে রিয়াল এগিয়ে গেলেও বাকি সময়টা আধিপত্য বজায় রাখল স্বাগতিকরা। গত মৌসুমের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসর শুরু করল তারা। লা লিগায় গতকাল রাতে মায়োর্কার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মুরিচি। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মায়োর্কা। পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে বক্স থেকে নেওয়া দানি রদ্রিগেসের শট উড়ে যায়। ত্রয়োদশ মিনিটে উল্টো এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে পাঠান রদ্রিগো। গোল পেয়ে রিয়াল মাদ্রিদ কিছুক্ষণ দাপট দেখালেও পরে তা আর ধরে রাখতে পারেনি। বিরতির পর ছন্দ খুঁজে পায় মায়োর্কা। এরই ধারাবাহিকতায় তারা এগিয়ে যায় ৫৩তম মিনিটে। রদ্রিগেসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন মুরিচি। ৬১তম মিনিটে ফের এগিয়ে যেতে পারত রিয়াল। তবে বক্স থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ৭০তম মিনিটে তিনি সুযোগ পান আবারও। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় রক্ষা পায় মায়োর্কা। শেষদিকে বড় ধাক্কা খায় রিয়াল। বাঁশি বাজার ঠিক পূর্বে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেরলান্দ মেন্দি। লা লিগায় পরের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তাকে পাবে না লস ব্লাঙ্কোসরা।

আবারও বাফুফেকে জরিমানা ফিফার

আবারও বাফুফেকে জরিমানা ফিফার দ্বিতীয়বারের মতো ফিফার জরিমানার কবলে পড়তে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এবার মাঠে দর্শক অনুপ্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে বাফুফের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, ‘ফিফার চিঠিটি আমরা কয়েকদিন আগেই পেয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক প্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। ’ গত ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। ৮৮তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওই দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। দর্শক উচ্ছৃঙ্খলা জরিমানা গোনা বাফুফের জন্য নতুন নয়। ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

নতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা

নতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা আরও দুই দিন আগে লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠেছে। তবে বার্সেলোনা মাঠে নামছে আজ। ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তেয়ায় আতিথ্য নেবে কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ সাত দেখায় ছয়বারই জয়ী হয়েছে বার্সা। আজ রাতেও কাতালানদের জয়ের পূর্বানুমান ফুটবল বোদ্ধাদের। হ্যানসি ফ্লিকের কাছে আরও বড় প্রত্যাশা বার্সার, শিরোপা জয়ের। ক্লাব কিংবদন্তির জাভি হার্নান্দেজকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে এই জার্মানকে। ফ্লিক ন্যু ক্যাম্পে ট্রফি ফিরিয়ে আনতে পারেন কি না এটা বলবে সময়, তবে কাজটা বড্ড কঠিন। কিলিয়ান এমবাপ্পে ও এন্ড্রিকে যোগ দেওয়ায় আরও বেড়েছে চ্যাম্পিয়ন রিয়ালের শক্তি। বার্সার স্কোয়াডেও নতুন অন্তর্ভুক্তি হয়েছে পাউ ভিক্তর এবং স্পেনের ইউরোজয়ী তারকা দানি ওলমো। নিকো উইলিয়ামসকেও দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। মাঠের খেলার পাশাপাশি তাই দলবদলের বাজারেও বাড়তি মনোযোগ থাকবে বার্সার।

শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায়

শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায় মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে। এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।

২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী। সিরি-আ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃবিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি ইন্টারন্যাশিওনালে মিলানো লাউতারো মার্টিনেজের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবের চুক্তি সম্পন্ন হয়েছে।’ নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে লাউতারো ইন্টার থেকে নয় মিলিয়ন ইউরো মূল বেতন পাবে। আগের চুক্তিটি দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল। ইন্টার সভাপতি গুইসেপ্পে মারোত্তা গত মাসে জানিয়েছিলেন তিনি ইতোমধ্যে লাউতারোর সাথে নতুন চুক্তি সম্পর্কে আলোচনা সম্পন্ন করেছেন। কিন্তু কোপা আমেরিকার জন্য ছুটিতে থাকার কারনে নতুন চুক্তির কোনো ঘোষণা দেওয়া হয়নি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পেছনে লাউতারোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটিসহ পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচ গোল। এ ছাড়া গত চার মৌসুমে ইন্টারকে দ্বিতীয় সিরি-এ শিরোপা জয়েও সহযোগিতা করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে মিলান লিগ শিরোপা ঘরে তুলে। এই জয়ে অধিনায়ক লাউতারো ৩৩ লিগ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেছেন। আবারো ইন্টারের সাথে লাউতারোর থাকা সিদ্ধান্তে সিরি-আ চ্যাম্পিয়নরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হঠাৎ করেই ইন্টারের মালিকানা পরিবর্তিত হওয়ায় লটারোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। ২০তম লিগ শিরোপা জয়ের মাত্র একদিন আগে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াকট্রি ইন্টারের দায়িত্ব নেয়। বিদায়ী মালিক স্টিভেন ঝ্যাং ও সানিং শত শত কোটি টাকার ঋণখেলাপি করে গেছেন। যদিও তাদের অধীনে ইন্টার দুটি সিরি-এ শিরোপাসহ সাতটি শিরোপা জয় করেছে। এ ছাড়া দুটি ইউরোপীয়ান ফাইনালেও খেলেছে ইন্টার। এ মাসেই কোচ সিমোনে ইনজাগি ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তারকা মিডফিল্ডার নিকোলো বারেলা ইউরো ২০২৪’কে সামনে রেখে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। শনিবার জেনোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার তাদের সিরি-আ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে।

হাইভোর্টেজ মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

হাইভোর্টেজ মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স হিসেবটা শুরু ২০১৮ ফুটবল বিশ্বকাপ থেকে। সেবার ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন হাভিয়ের মাসচেরানো। লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা অবশ্য কাতারে ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে শোধ তুলে নিয়েছেন। কিন্তু মাসচেরানো? তার সামনে মোক্ষম সুযোগ আজ। প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এই দুই দল। এই আসরে আর্জেন্টিনার জুনিয়রদের কোচ হিসেবে আছেন মাসচেরানো। তার সামনেও আজ শোধ তুলবার পালা।  

তিনদিন শেষে শীর্ষে জাপান

তিনদিন শেষে শীর্ষে জাপান শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪।  ইতোমধ্যে তিনদিনের খেলা শেষ হয়েছে। তিনদিন শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে জাপান। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপান ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য  ও ৩ টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। চতুর্থ স্থানে আছে আয়োজক ফ্রান্স। চলুন দেখে নিই তৃতীয় দিন শেষের অলিম্পিক গেমসের পয়েন্ট টেবিল।      

প্যারিস অলিম্পিকে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ, ক্ষমা চাইলো আয়োজকরা

প্যারিস অলিম্পিকে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ, ক্ষমা চাইলো আয়োজকরা প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মঞ্চস্ত করা হয়েছিল ‘দ্য লাস্ট সাপার’ নামের একটি প্যারোডি মূকনাট্য। কিন্তু বিষয়টি নিয়ে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ উঠতে শুরু করেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছিল ক্যাথলিক ও অন্যান্য খ্রিষ্টান গোষ্ঠী। অবশেষে বিতর্কের মুখে ক্ষমা চাইলো আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে ড্র্যাগ কুইন থিমে প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। যার থিম ছিল যিশুখ্রিষ্টকে নিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘দ্য লাস্ট সাপার’। বাইবেলের বর্ণনা অনুযায়ী আঁকা ছবিতে দেখা যায়, ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু তার রারোজন শিষ্যের সঙ্গে নৈশভোজ করছেন। কিন্তু মূকনাট্যে দেখা গেছে ভিন্ন চিত্র। দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার মডেল ড্র্যাগ কুইন্স এবং একজন নগ্ন গায়ককে। যাকে তুলে ধরা হয়েছে গ্রিক দেবতা ডায়োনিসাসের আদলে।  বিষয়টি নিয়ে বিতর্ক ও নিন্দার ঝড় বয়ে যায়। অলিম্পিক কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে, খ্রিষ্ট ধর্মকে অপমান করেছে তারা। সমালোচনা করেছেন শীর্ষ খ্রিষ্ট ধর্মগুরুরাও। ফরাসি ক্যাথলিক চার্চ এই মূকনাট্যকে ‘খ্রিষ্ট ধর্মের উপহাসের দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে। টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক অভিহিত করেছেন, ‘খ্রিষ্টানদের জন্য অত্যন্ত অসম্মানজক’ হিসেবে। ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাত্তেও সালভিনি ফরাসি জনগণের উদ্দেশে লিখেছেন, ‘বিশ্বের কোটি কোটি খ্রিষ্টানকে অপমান করে অলিম্পিক উদ্বোধন করা সত্যিই একটি বাজে সূচনা। ‘ শো-টির শৈল্পিক পরিচালক থমাস জলি বলেছিলেন, তাদের এই মূকনাট্যের উদ্দেশ্য ধ্বংসাত্মক কিছু করা, উপহাস করা বা কাউকে আঘাত করার মতো কিছু ছিল না। বরং, তিনি এই শো-এর মাধ্যমে দিতে চেয়েছিলেন ভালোবাসার বার্তা। কিন্তু তাতে ক্ষোভ প্রশমন হয়নি। বিতর্ক থামাতে শেষে মাঠে নামতে হয়েছে আয়োজকদেরকেই।   ২০২৪ অলিম্পিক গেমসের যোগাযোগ ব্যবস্থাপক অ্যান ডেসক্যাম্পস সাংবাদিকদের বলেছেন, ‘কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না। সব সম্প্রদায়ের প্রতি সহনশীলতা দেখানোর চেষ্টা ছিল আমাদের। আমরা মনে করি, আমাদের লক্ষ্য ইর্জিত হয়েছে। কিন্তু যদি কোনো কারণে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তবে আমরা সত্যিই দুঃখিত।