উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার সেমিফাইনালে পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার সেমিফাইনালে পর্তুগাল উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। কিন্তু রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-৩) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনালদো-ত্রিনকাওরা। ম্যাচের ৭৬তম মিনিট পর্যন্ত পর্তুগালের বিদায়ের শঙ্কা ছিল। কারণ, ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে ডেনমার্ক ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল। তবে পর্তুগালের ফ্রান্সিসকো ত্রিনকাও বদলি হিসেবে নেমে গোল করে পর্তুগালকে সমতায় ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। অতিরিক্ত সময়ের শুরুতেই তিনি আরও এক গোল করে দলকে এগিয়ে দেন। আর শেষ দিকে গঞ্জালো রামোস গোল করে পর্তুগালকে সেমিফাইনালের টিকিট এনে দেন। অবশ্য ম্যাচের শুরুতেই মাত্র তিন মিনিটের মাথায় পর্তুগাল এগিয়ে যাওয়ার সুযোগ পায়। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি পান। তবে তার নেওয়া শট দারুণভাবে রক্ষা করেন ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল। প্রথমার্ধের শেষ দিকে ডেনমার্কের জোয়াকিম আন্দারসেন হেড করতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন। তাতে দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ফিরে। বিরতির পর ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের হেড পর্তুগালের গোলরক্ষককে পরাস্ত করলে ডেনমার্ক আবার এগিয়ে যায় (২-১)। তবে ৭২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে এলে রোনালদো ফিরতি শটে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান (২-২)। এর মাত্র চার মিনিট পরেই প্যাট্রিক ডরগু ও ক্রিশ্চিয়ান এরিকসেনের সমন্বিত আক্রমণ থেকে গোল আদায় করে ডেনমার্ক আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপরই নায়ক হয়ে ওঠেন ত্রিনকাও। নির্ধারিত সময়ের শেষ দিকে এবং অতিরিক্ত সময়ের শুরুতে দুটি চমৎকার গোল করে পর্তুগালকে এগিয়ে নেন (৪-৩)। এরপর ১০৫তম মিনিটে দিওগো জোটার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে শেষ মুহূর্তে রামোস খালি পোস্টে বল জড়িয়ে ৫-৩ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন, নিশ্চিত করেন সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানি। এই ম্যাচের মাধ্যমে পর্তুগাল ২০২ মিনিট গোল করতে না পারার খরা কাটায়। যা ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের ১৮৮ মিনিট গোলশূন্য থাকার রেকর্ডের চেয়েও দীর্ঘ ছিল। তবে তাদের প্রথম গোলটি প্রতিপক্ষ আন্দারসেনের আত্মঘাতী গোলের মাধ্যমে আসে।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে লড়াই করতে হয়েছে বেশ। জালের খোঁজে থাকতে হয়েছে লম্বা সময় ধরে। বিরতির পর ত্রাতা হয়ে আসলেন থিয়াগো আলমাদা। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।বিশ্বকাপ বাছাইপর্বে আজ সকালে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বিরতির পর একমাত্র গোলটি করেন আলমাদা। এতে বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। আগামী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট আদায় করতে পারলেই বিশ্বকাপে যাবে তারা। লিওনেলে মেসি ছাড়া উরুগুয়ের মাঠে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন পারেদেস। তবে সেটি সফল হয়নি। ৩৩তম মিনিটে সুযোগ পায় উরুগুয়ে। তবে জর্জিয়ান দে আরকায়েস্তার দ্রুতগতির শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। বিরতির পর ৪৮তম মিনিটে এগিয়ে যেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আলমাদার শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। তিন মিনিট পর ফেদে ভালভার্দে শট নেন। তবে সেটিও প্রতিহত হয়। ৬৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আলমাদা। হুলিয়ান আলভারেস থেকে পাওয়া বল দারুণ শটে জালে পাঠান তিনি। পরে আর কেউ ভালো সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।   ১৩ ম‍্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

আলিসনকে হারাল ব্রাজিল

আলিসনকে হারাল ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে। এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।  বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন। ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে, এমনিতেই ব্রাজিলের অবস্থান ছিল নড়বড়ে। আজ সকালে যখন ম্যাচের শেষ বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন রেফারি তখন কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় ছিল সেলেসাওরা। তবে একদম শেষ দিকে ত্রাতা হয়ে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ঘরের মাঠে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল ব্রাজিল। তবে আজকের ম্যাচে জয় না পেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যেতে হতো দরিভাল জুনিয়রের দলকে। ঘরের মাঠ মানে গারিনভা স্টেডিয়ামে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই।

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে জয় পেল জাপান। এই জয়ে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেল তাদের। একইসঙ্গে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বৈশ্বিক এই মঞ্চে খেলবে তারা। আজ নিজেদের মাঠে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাহরাইনকে ২-০ ব্যবধানে হারিয়েছে জাপান। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ডাইছি কামাডা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তাকেফেসা কুবো। ২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে জাপান। বাছাইপর্বের সাত ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পযেন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা জাপান তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া।

ব্রাজিল ম্যাচে নেই মেসি

ব্রাজিল ম্যাচে নেই মেসি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের দলে নেই লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আজ ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন। যেখানে নেই ইন্টার মায়ামি তারকা। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার- গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা নেই দলে। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেকবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে হবে ম্যাচটি। পরের ম্যাচে ২৬ মার্চ, ব্রাজিলের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুই দলের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। এবার সেটি জমজমাট হওয়ার কথা। কারণ এবারের বাংলাদেশ দলে আছেন হামজা চৌধুরী।  ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। দলের সঙ্গে যোগ দিতে আজ দেশে এসেছেন তিনি। নিজের জন্মভূমি সিলেটে আজকের দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।  হবিগঞ্জে নিজের বাড়িতে বসেই হামজা জানালেন, ভারতের বিপক্ষে গোল করতে চান তিনি। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ। তবে এই ম্যাচের আগে শুধুই নিজেদের নিয়েই ভাবছেন হামজা।  বাংলাদেশ দলে হামজা-ফাহামেদুলের এর মতো ফুটবলার যোগ হওয়ায় ভিন্ন পরিকল্পনা করতে হয়েছে প্রতিপক্ষদের। দলের সেরা তারকা সুনীল ছেত্রী ফিরে এসেছেন অবসর ভেঙে। তবে এসব নিয়ে ভাবছেন না হামজা। তার চোখ শুধু নিজেদের উন্নতির দিকেই। তিনি বলেন, ‘আমরা ভারত নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কতা কনসানট্রেট করছি (আমরা শুধু নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছি। দেখা যাক কিতা হয় (দেখা যাক কী হয়)। ‘ভারতের বিপক্ষে গোল করতে চান কিনা, এমন প্রশ্নের উত্তরে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ‘ এর আগে বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। (ভারতের বিপক্ষে) ইনশাল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশাল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব। ‘দলের সঙ্গে আগামীকাল যোগ দিলেও আগে থেকেই কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘আগে থেকেই যোগাযোগ ছিল। সর্বশেষ কয়েক মাস ধরে কোচের সঙ্গে নিয়মিত কথা হয়েছে। জামাল ভূঁইয়ার সঙ্গে কিছু কিছু কথা হইছে আমার। ইনশাআল্লাহ খুব ভালোই হবে। কোচের অধীনে তারা ভালো অনুশীলন করেছে। কোচ আমাকে কিছু বিষয়ে বলেছে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে,’ যোগ করেন তিনি। পরিশেষে বাংলাদেশ দলের সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘সবাইরে ভালবাসি, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। ‘

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল। তবে আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট। দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি। টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

আর ৭২ গোল হলেই ‘হাজার’ গোল সম্পূর্ণ রোনালদো

আর ৭২ গোল হলেই ‘হাজার’ গোল সম্পূর্ণ রোনালদো বয়স ৩০ এর ঘরে যাওয়ার আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ বয়সের কোটা ৩০ পেরিয়ে যাওয়ার পর গোল করেছেন তারও বেশি! দিন কয়েক আগেই এই মাইলফক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন গত রাতেও। গতকাল দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-খলুদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে আল-নাসর। এই ম্যাচে আল নাসরের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। করেছেন দলের হয়ে প্রথম গোলটি। ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকার গোল সংখ্যা এখন ৯২৮টি। ক্যারিয়ার ‘১০০০’ গোল থেকে তিনি ৭২ গোল দূরে।

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পের জাতীয় দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি এর আগে। এমনকি কোচ দিদিয়ের দেশমকেও নিয়ে হয়েছিল সমালোচনা।সব কিছু কাটিয়ে লম্বা সয় পর জাতীয় দলে ফিরেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন তিনি। নেতৃত্বের ভারও থাকবে তার কাঁধে। দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশম। সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে স্রেফ ২৩ মিনিট খেলেন। পরে লম্বা সময় ধরে থাকেন জাতীয় দলের বাইরে।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অঁরিলিয়ে চুয়ামেনি। এছাড়া ডাক পেয়েছেন পিএসজির হয়ে উড়ন্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। জায়গা পেয়েছন তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়েও। ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। একনজরে ফ্রান্স স্কোয়াড: গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা ডিফেন্ডার: জোনাথন ক্লস, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্দ, থিও হার্নান্দেস, লুকাস দিগনে মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরিলিয়ে চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরে-এমেরি ফরোয়ার্ড: দিসায়ার দুয়ে, ব্রাদলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।