একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য দেওয়া হয়েছে। এ বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একুশে পদক-২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন – আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাওয়ার যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাছাই করে সংস্কৃতি মন্ত্রণালয়।

লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। একের পর এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেগানেস। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে অভিভূত হন গন্সালো গার্সিয়া। ব্যবধান গড়ে দিয়ে রিয়ালকে তোলেন সেমিফাইনালে। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের উদ্বোধনী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের এন্দ্রিক। পরে জোড়া গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ান ক্রুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন গার্সিয়া।  সামনে মাদ্রিদ ডার্বি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থাকায় আজ মাঠে নামানো হয়নি নিয়মিত একাদশের অনেককেই। তারপরও এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ১৮তম মিনিটে তাদের লিড এনে দেন মদ্রিচ। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে মদ্রিচকে বক্সে খুঁজে নেন রদ্রিগো। নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার।  ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের কারও পা ছুঁয়ে পেয়ে যান তিনি। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসের ব্যবধান কমান হুয়াস ক্রুস। রিয়ালের বক্সে ইয়াকোবো রামনের হাতে বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বিরতির পর পাল্টা আক্রমণে ঝড় তোলে লেগানেস। রক্ষণভাগ শক্ত রেখে তারা সমতায় ফেরে ৫৯তম মিনিটে। ক্রুসের শট ফেরলান্দ মন্দির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। পাঁচ মিনিট পর সুযোগ পান ভিনিসিয়ুস। পায়ের কারিকুরিতে বল টেনে নিয়ে গোলরক্ষকের সামনে থেকে শট নিলেও পোস্টে লেগে প্রতিহত হয়।  চেষ্টা চালাতে থাকে রিয়াল। তার সুফল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দলকে এগিয়ে নেন গার্সিয়া। সেবায়োসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সেই বল উপরে তুলে দেন ব্রাহিম দিয়াস। দারুণ হেডে জাল খুঁজে নিয়ে উল্লাসে ভাসেন কাস্তিয়ার এই তরুণ।

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর আগামীকাল ৩৯ পেরিয়ে ৪০ ছোঁবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিন উদ্‌যাপনের আজ রাতে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকে যেন জন্মদিনের উপহারই দিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলের রাতে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলে। এদিন আল ওয়াসলের বিপক্ষে জয়ে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। পেনাল্টি থেকে এই গোল করেন তিনি। এরপর ম্যাচে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। এই ম্যাচে জোড়া গোলে ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯২৩–এ নিয়ে গেলেন রোনালদো। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর ৭৭ গোল দূরে দাঁড়িয়ে তিনি। বর্তমান ছন্দ ও ফিটনেস ধরে রাখতে পারলে এই লক্ষ্য অর্জন রোনালদোর জন্য মোটেই কঠিন কিছু নয়। যদিও একই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে খুব বেশি না ভাবার কথাই বলেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘যদি আমি এটা পাই, তবে দারুণ ব্যাপার হবে। কিন্তু আমি এটা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ছি না। বিষয়টা নিয়ে কথা বলা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।’ এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত-সমর্থকদের নতুন উদ্‌যাপনও উপহার দিয়েছেন রোনালদো। নতুন এই উদ্‌যাপনের সময় রোনালদো প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন এবং তারপর হাতটা নিচের দিকে নামিয়ে আনেন।

টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের

টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। এর পর টানা দুই ম্যাচে জিতেছে বটে, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো পোঁড়াচ্ছে সেলেসাওদের। শঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার। আজ ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলকে ২৫ মিনিটে লিড এন দেয় ইয়াগো। ২৬ ও বিরতির আগে জোড়া গোল করেন দেইভিদ ওয়াশিংটন। ৭৬ ও ৮৪ মিনিটে দুই গোল শোধ করে ইকুয়েডর। আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ।  

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল রাতে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারের জ্বালা ভুলেছে ব্রাজিল। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে ‘সোনার হরিণ’ গোল সেলেসাওদেরই বেশি। গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। আগামী শুক্রবার ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি

চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচে চেলসিতে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে টেবিলের সেরা চারে চলে গেছে সিটি। গতকাল রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে সিটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাল্টা ৩ গোল করে পেপ গার্দিওলার দল। দুরন্ত কামব্যাকে দুর্দান্ত জয়ে গেল ২৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারের যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে সিটির।

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। এসময় সকল উপজেলা নির্বাহী অফিসার, ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিন ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ ২-০ গোলে কারবালা স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ ফুটবল দল ৪-০ গোলে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। তৃতীয় খেলায় শংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসা ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ। দিনের চতুর্থ খেলায় ভোলাহাট উপজেলার মুশরিভুজা স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল ৫-০ গোলে নাচোল সরকারি কলেজ ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। অন্যদিকে আগামী ২২ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) খেলা শুরু হবে। এতে ৫ উপজেলা ও এক পৌরসভাসহ বালক-বালিকাদের ৬টি করে ১২টি দল অংশগ্রহণ করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাস্তবায়ন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, আল নাসরের জয়

নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, আল নাসরের জয় দল ধুঁকলেও নিজের পারফরম্যান্স ঠিক রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল ওখদুদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ। ২৯তম মিনিটে তাদের সমতায় ফেরান সাদও মানে। সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা। ৪২তম মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো। সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। বিরতির পর ফের গোল পান মানে। হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন সেনেগালের ৩২ বয়সী এই ফরোয়ার্ড। এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা সুখবর নিয়ে খেলতে নেমেছিলো বার্সেলোনা। সব রকম ঝামেলা মিটিয়ে লম্বা সময় পর দানি ওলমো ও পাও ভিক্তরকে নিবন্ধন করানোর অনুমতি পেয়েছে তারা। খুশির এই রং মাঠেও বজায় রেখেছে দলটি। আথলেতিক বিলবাওকে হারিয়ে নিশ্চিত করলো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালের ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার বিপক্ষে জয়ী দলকে ফাইনালে মোকাবেলা করতে কাতালানরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু জুল কুন্দের পাস থেকে আসা বল উড়িয়ে মারেন রাফিনিয়া। তবে সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে নেন গাভি। পেদ্রি থেকে আসা বল টেনে নিয়ে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডারকে। বক্স থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন তিনি। বিরতির পর ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথম গোল করা গাভির পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ইনজুরি থেকে ফেরা এই ফরোয়ার্ড। নিজেদের এই পারফরম্যান্স পরবর্তী সময়েও বজায় রাখে বার্সেলোনা। তবে আর গোলের দেখা পায়নি। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।

২ ম্যাচের নিষেধাজ্ঞায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

২ ম্যাচের নিষেধাজ্ঞায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে গত ১৪ ডিসেম্বর ইপ্সউইচ টাউনের বিপক্ষে খেলা চলাকালীন ক্লাবটির নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উলভারহ্যাম্পট ওয়ানডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথিউস কুনিয়া। যে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যাচটিতে অবশ্য জিততে পারেনি কুনিয়ার দল। ২-১ ব্যবধানে হেরে বসে। ম্যাচ শেষে প্রতিপক্ষের নিরাপত্তাকর্মীকে কনুই দিয়ে আঘাত করেন কুনিয়া। পরে তার চশমাও কেড়েন নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এই ঘটনায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হবে তাকে। দিতে হবে ৮০ হাজার পাউন্ড। এই নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে পাবে না উলভস। যদিও ভালো অবস্থানে নেই ক্লাবটি। ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে তারা।