একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত

একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত ২০২৪ সালের সাফজয়ী নারী ফুটবল দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় চেয়েছিল নেপালকে ফাইনালে হারানো ম্যাচে সেরা একাদশে থাকা ১১ জন খেলোয়াড়কে এই পুরস্কার দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে পাঠানো হয় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ ৩২ জনের নাম। এরপর শুরু হয় চিঠি চালাচালি। এতে পথ খুলেছে দলের সবার এই স্বীকৃতি পাওয়ার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক সাক্ষরিত প্রজ্ঞাপণে ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে। মঞ্চে উঠতে না পারলেও বাকিরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৪ সালেও ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে সাফ শিরোপা অক্ষুণ্ণ রাখেন বাংলার মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন।
বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা

বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা অবশেষে বয়কট প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। তাতে লম্বা সময়ের পরে দেশের ফুটবলাঙ্গনের ডেডলক শেষ হল। সাবিনাদের বয়কট প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে সাবিনাদের দলে ফেরা নিয়ে তিনি বলেন,‘আমরা (বাফুফে) তাদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজও তাদের সাথে বসেছিলাম। আজকের আলোচনার পর আমি যা বলতে পারি তা হলো, মেয়েরা ট্রেনিংয়ে ফিরে আসবে। তবে, তারা তৎক্ষণাৎ ট্রেনিংয়ে যোগ দেবে না।’ এ সময় তিনি আরো বলেন,‘ ‘আপনার জানেন, আমাদের দল (১৮ জন সিনিয়র খেলোয়াড় ছাড়া) দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। সুতরাং আমাদের ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। আর মেয়েরাও একটি বিরতি চায়। তারা ক্যাম্পে ফিরে আসবে (যতটা শীঘ্রই ক্যাম্প পুনরায় শুরু হবে) এবং তারপর তাদের ট্রেনিং শুরু করবেন কোচ। একবার তারা ক্যাম্পে ফিরে আসলে, আমরা নারী উইং, উচ্চ কর্তৃপক্ষ, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তাদের সাথে বসে ভুল বোঝাবুঝি মেটাবো। মেয়েরা আমাকে বলেছে যে তারা ট্রেনিংয়ে ফিরে আসবে এবং চুক্তি সই করবে।’ ২৯ জানুয়ারি থেকে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিল সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা সহ দলের ১৭ জন সিনিয়র খেলোয়াড়। তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশেষ কমিটিও করে বাফুফে। তবে সেখান থেকে কোনো সমাধান না আসায় শেষপর্যন্ত বাফুফে প্রধান তাবিথ আউয়ালের কাছে গড়ায় বিষয়টি। তাই দেশের বাইরে থেকে ফিরেই মেয়েদের সাথে আলোচনায় বসেন তিনি। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না আসলেও আলোচনা জারি রেখেছিলেন বাফুফে প্রধান।
অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার

ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ জয় পেলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচটা ১–১ গোলে ড্র হয়েছে। আর তাই শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই হবে শিরোপা নির্ধারণ। আজ কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।
২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ ২০৩৪ বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। দর্শক ও ভক্তদের এই বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে গতকাল জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। গত বছর ডিসেম্বরে ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করতে সদস্যদেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সে ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। ফিফার পক্ষ থেকে সৌদির নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানান। এই সমর্থনই ভোট।ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। ’ ২০২২ বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কি না, এটা ছিল আলোচনার বিষয়। ইসলামি মূল্যবোধ ও আইনে পরিচালিত হয় কাতার। সেবার বিশ্বকাপ শুরুর দুই দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা।
৬ গোল খাওয়া ব্রাজিলই এখন আর্জেন্টিনার ওপরে

৬ গোল খাওয়া ব্রাজিলই এখন আর্জেন্টিনার ওপরে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। তবে কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে! গতকাল ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে আজ আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ। চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল। তবে কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে! গতকাল ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে আজ আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ। চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) লা লিগা জমে যায় মূলত মাদ্রিদ ডার্বির বিতর্কিত ড্রয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের ড্র দেখে সবচেয়ে খুশি হওয়ার কথা বার্সেলোনা ভক্তদেরই। সেই খুশিকে আরও পোক্ত করার লক্ষ্যে রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের আধঘন্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও বড় ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে স্প্যানিশ লিগে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও কমাল বার্সা। লা লিগার সেরা ৩ দলের পয়েন্ট এখন ৪৮, ৪৯ এবং ৫০! রবিবার সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের ৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন। যদিও ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপরও সেভিয়া গোলের ব্যবধান কমাতে পারেনি, উল্টো ফ্লিকের দল আরও একটা গোল দিয়ে ৪-১ ব্যবধানের বিশাল জয় লাভ করে। ঘরের মাঠ র্যামন সাঞ্চেজ পিজিয়ানে ম্যাচের সাত মিনিটেই রবার্ট লেভানডভস্কির গোলে পিছিয়ে যায় সেভিয়া। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরে সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।
বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা। তার আগে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) এএফসি এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির (বর্তমানে শেফিল্ড ইউনাইটেড) বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তার নাম ফাহমেদুল ইসলাম। তিনি ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি। সেক্ষেত্রে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা ও ওলবিয়ার। দলে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াও। ৩৮ সদস্যের দলে সর্বোচ্চ ১৪ জন আছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ৮ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৮ ফুটবলার নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে বলেও জানানো হয়েছে বাফুফে থেকে। আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে। ০৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দিবে বাংলাদেশ। আর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর পঞ্চম ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ ষষ্ঠ তথা বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে হামজা-ফাহিমরা। বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল বেশি করায় শীর্ষে আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা। ভেনেজুয়েলাতে শুরু হওয়া ম্যাচটির ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে উড়ে আসা বল বক্সে বাড়ান পেদ্রো। সেখান থেকে লফিয়ে নিঁখুত হেডে জাল খুঁজে নেন ইয়াগো সিলভা। ম্যাচে আরো বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে তারা কাজে লাগাতে পারেননি। ৮৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের ইগোর সেলোতে। এতে অবশ্য সমস্যা হয়নি তাদের। জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।
সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না তিনি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইনজুরির পর থেকে আর মাঠেই নামেননি। তারপর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মৌসুমে আর খেলা হবে না তার। তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগের কোনও এক পর্যায়ে এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ২২ সদস্যের স্কোয়াডে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। তারা হলেন-ওমার মারমুশ,আবদুকুদির খুসানভ ও নিকো গঞ্জালেস। শেষ ষোলোর প্লে-অফে আগামী মঙ্গলবার ইতিহাদে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ১৯ ফেব্রুয়ারি। এই দুই লেগে অবশ্য রদ্রির খেলা হচ্ছে না। যেহেতু এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে আছেন।
৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কের। ক্লাবটির হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। তার আমলে সোনালি সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে মাদ্রিদের অধ্যায় শেষ করে সেই বছরই যোগ দিয়েছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। ক্লাবটিতে এক মৌসুমে খেলার পর ২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের নাম লেখান তিনি। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। তবে গেল নভেম্বর ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। যার কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন ফুটবলে নিজের সমাপ্তির। মার্সেলো বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ল। সেখান থেকে আমি এখানে পৌঁছেছি। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি একজন সত্যিকারের মাদ্রিদে। স্বপ্নের ক্লাবে ১৬ মৌসুমে ২৫টি শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, একজন অধিনায়ক এবং বার্নাব্যুতে এক জাদুকরী রাত। কী এক যাত্রা।’ এছাড়াও নিজেদের কিংবদন্তির অবসরে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘মার্সেলো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা তাকে দীর্ঘদিন নিজেদের ঘরে রাখার সৌভাগ্য পেয়েছি। তিনি আমাদের সেরা কিংবদন্তিদের একজন এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি।’