নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোষের বিদায়

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোষের বিদায় ব্রাজিলিয়ান তারকা নেইমার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। ১ম লেগে ১১ গোলে ড্র হওয়ার পর ২য় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবু শেষ পর্যন্ত ৫৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস। গত এপ্রিলের মাঝামাঝি অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এটি ছিল তার চলতি মৌসুমের দ্বিতীয় বড় ইনজুরি। ব্রাজিলিয়ান লিগে আগামী রবিবার সান্তোসের পরের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে। আগামী ৩০ জুন শেষ হচ্ছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ। তবে ক্লাবটিতে নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও।

১৭ বছরের অপেক্ষার অবসান, ইউরোপা লিগে টটেনহ্যাম চ্যাম্পিয়ন

১৭ বছরের অপেক্ষার অবসান, ইউরোপা লিগে টটেনহ্যাম চ্যাম্পিয়ন এক যুগ পেরিয়ে আরও পাঁচ বছর। ৬ হাজার ২০০ দিনের দীর্ঘ খরা। অবশেষে টটেনহ্যাম হটস্পার পেল ট্রফি জয়ের স্বাদ। বুধবার (২১ মে) দিবাগত রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস লিখলো লন্ডনের ক্লাবটি। নিরপেক্ষ ভেন্যু স্পেনের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইউরোপা লিগ ২০২৪–২৫ মৌসুমের বহুল প্রতীক্ষিত ফাইনাল। যেখানে নাটকীয়তা, চাপ এবং আবেগের এক অনন্য মিশ্রণে নির্ধারিত হয় ইউরোপা সিংহাসনের নতুন উত্তরাধিকারী। শেষবার ২০০৮ সালে লিগ কাপ জিতেছিল টটেনহ্যাম। এরপর বহুবার সম্ভাবনার আলো দেখা গেলেও শিরোপার ঘরে কিছুই যোগ হয়নি। ক্লাব বদলেছে কোচ, বদলেছে প্রজন্ম, কিন্তু ট্রফির স্বাদ অধরাই ছিল। সেই অপূর্ণতা মুছে দিলেন ওয়েলশ উইঙ্গার ব্রেনান জনসন। ম্যাচের প্রথমার্ধেই আসে ভাগ্যনির্ধারণী মুহূর্তটি। পাপে মাতার সার-এর ডানপ্রান্ত থেকে বাড়ানো নিচু ক্রসে বল লেগে যায় ইউনাইটেড ডিফেন্ডার লুক শ’য়ের পায়ে, যা ফাঁকি দেয় ওনানার প্রহরাকে। জনসনের ক্রমাগত চেষ্টার ফলই যেন টটেনহ্যামের জন্য সোনার হরিণ হয়ে ধরা দেয়। এই গোলটি ছিল ইউরোপা ফাইনালের মঞ্চে স্পারসদের ১৬ বছরের প্রথম গোল এবং সবচেয়ে দামি। ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের অবস্থান বলছে ফাইনালে তাদের জায়গা পাওয়াই অনেকের কাছে বিস্ময়কর। ইউনাইটেড রয়েছে ১৬তম স্থানে এবং টটেনহ্যাম ১৭তম। এই মৌসুমে লিগে তাদের পারফরম্যান্স হতাশাজনক হলেও ইউরোপা লিগে দুই দলই ছিল উজ্জ্বল। তবে ফাইনাল ম্যাচে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল না কারও। ইউনাইটেড দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও কাজের কাজ হয়নি। হইলুন্ড, শ ও গারনাচোর শটগুলো ব্যর্থ হয় গোলরক্ষক ভিকারিও এবং প্রতিরক্ষায় দুর্দান্ত থাকা মিকি ফন দ্য ফেনের কাছে। ম্যাচের অন্তিম সময়ে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়ায়। পেদ্রো পোরোর ট্যাকলে লুক শ’ পড়ে গেলে ইউনাইটেড পেনাল্টির দাবি জানায়। কিন্তু রেফারি দৃঢ়ভাবে তা নাকচ করেন। এরপর অতিরিক্ত সময়ে শ’র হেডার দুর্দান্ত রিফ্লেক্সে বাঁচান ভিকারিও। যেটি নিশ্চিত করে টটেনহ্যামের বিজয়। এই জয়ে টটেনহ্যাম ইউরোপা লিগের ট্রফি জিতল তৃতীয়বারের মতো। এর আগে ১৯৭২ ও ১৯৮৪ সালে ইউরোপা কাপ (সাবেক নাম) জিতেছিল তারা। এই জয়ের ফলে তারা সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেল এবং আগামী আগস্টে উয়েফা সুপার কাপ ফাইনালে পিএসজি অথবা ইন্টার মিলানের বিপক্ষে খেলবে।

ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ পুরো বোর্ড বরখাস্ত

ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ পুরো বোর্ড বরখাস্ত ব্রাজিলের ফুটবল অঙ্গনে আবারও বড়সড় রদবদল। আদালতের রায়ে পদ হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। তার বিরুদ্ধে তোলা চুক্তি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে রিও ডি জেনেইরোর একটি আদালত এই সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে পুরো বোর্ড সদস্যদেরও। রদ্রিগেজের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন সিবিএফের সহ-সভাপতি ফার্নান্দো সারনি। তিনিই আদালতে রদ্রিগেজের অপসারণের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, সারনিকে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

মাঠে ফেরার পথে নেইমার

মাঠে ফেরার পথে নেইমার নেইমার জুনিয়রের মাঠে ফেরার সময় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সান্তোস দলের সঙ্গে মেসেইও সফরে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯:৩০টায়, স্তাদিও রেই পেলের মাঠে। সান্তোসের পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য নেইমারকে মাঠে নামিয়ে শেষ ষোলো নিশ্চিত করা। প্রথম লেগে ভিলা বেলমিরোতে তার অনুপস্থিতিতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। নেইমার গত ১৮ এপ্রিল বাম উরুর পেছনের সেমিমেমব্রানোসাস পেশিতে চোট পান। ম্যাচের দিন পর্যন্ত তিনি প্রায় পাঁচ সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করবেন। চিকিৎসকদের মতে, তার জন্য ৫-৬ সপ্তাহের একটি ইতিবাচক পুনর্বাসন সময় ধরা হয়েছিল, যা সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্তও যেতে পারত।বর্তমানে নেইমার মাঠে ফেরার শারীরিক প্রস্তুতি পর্বে আছেন। তবে এই রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের নবম রাউন্ডের ম্যাচের দলে তাকে রাখা হচ্ছে না। সান্তোস ক্লাব জানায়, নেইমার তার পুনর্বাসনে পূর্ণ মনোযোগ দিয়েছেন, প্রতিদিনই রেই পেলে ট্রেনিং সেন্টারে অধিক সময় ব্যয় করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি

ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। তবে তার আগমন ঘিরে দেশটির ফুটবল মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে চলতি মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার কোচিং দলের জন্য এক কিংবদন্তির নাম সামনে এসেছে—তিনি আর কেউ নন, কাকা। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী কাকাকে আনচেলত্তি তার সহকারী হিসেবে চাচ্ছেন ব্রাজিল দলের কোচিং স্টাফে যুক্ত করতে। ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘সিএনএন ব্রাসিল’ জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার থাকুন, যিনি দেশের ফুটবল সংস্কৃতি, জাতীয় দলের পরিবেশ ও মানসিকতা ভালোভাবে বোঝেন। সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় কাকার নামটি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটি সেতুবন্ধ তৈরি করতে পারবে। এদিকে জানা গেছে, আনচেলত্তির ছেলে ও দীর্ঘদিনের সহকারী কোচ দাভিদ আনচেলত্তি হয়তো বাবার সঙ্গে ব্রাজিলে না। ইতোমধ্যে তিনি নিজেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন, যেখানে ইতালির কোমো এবং স্কটল্যান্ডের রেঞ্জার্স ক্লাব রয়েছে আলোচনায়। আনচেলত্তির অধীনে কাকার সোনালি সময় ইতালির এসি মিলান ক্লাবে খেলার সময় কাকা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন আনচেলত্তির অধীনে। সেই সময় তিনি ২৭০টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইতালিয়ান লিগ (সিরি আ), ক্লাব বিশ্বকাপ, ইউরোপীয়ান সুপার কাপ এবং ইতালিয়ান সুপার কাপ। ২০০৭ সালে পেয়েছেন ব্যালন ডি’অর। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে তারা আবার একত্র হলেও, কাকা খুব একটা খেলার সুযোগ পাননি। মাত্র দুই মাসের মধ্যেই তিনি ফেরত যান এসি মিলানে।

৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা

৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা লা লিগা শিরোপার আরেক ধাপ কাছে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ‘এল ক্লাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু শেষ হাসি হেসেছে বার্সাই। ম্যাচের শুরুতেই আগুন ঝরান এমবাপ্পে। মাত্র ১৪ মিনিটেই জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু প্রথমার্ধের মধ্যেই বাজিমাত করে বার্সা—এরিক গার্সিয়া ও লামিন ইয়ামাল একটি করে এবং রাফিনহা করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন এমবাপ্পে, যা তার অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড (মোট ৩৯ গোল)। এরপর ফেরমিন লোপেজ একবার জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের হারের পর দলের কোনো পরিবর্তন না এনে কোচ হান্সি ফ্লিক দেখালেন আস্থা। শুরুতে কিছুটা ক্লান্ত দেখালেও বার্সা দ্রুত ফিরে পায় ছন্দ। গোলরক্ষক ভয়েচেক সেজনি এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। কিন্তু এরপর শুরু হয় বার্সার পাল্টা আক্রমণ। কর্নার থেকে গার্সিয়ার হেডে ব্যবধান কমে আসে। এরপর ১৭ বছরের লামিন ইয়ামাল দুর্দান্ত এক শটে সমতা ফেরান। মুহূর্ত বাদেই রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আবারও রাফিনহার গোল—বার্সার আধিপত্য নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামাল আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ মুহূর্তে রাফিনহার একটি সহজ সুযোগ মিস এবং রিয়ালের তরুণ ভিক্টর মুনিওজের ভুলে আর সমতা ফেরাতে পারেনি রিয়াল। চলতি মৌসুমে এটি বার্সার রিয়ালের বিপক্ষে চতুর্থ জয়—লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে আগেই জিতেছিল তারা। রিয়াল এই মৌসুমে ক্লাসিকোতে মোট ১৬ গোল হজম করেছে—যা তাদের রক্ষণভাগের দুরবস্থার পরিচয় দেয়। অপরদিকে, বার্সার উন্নতি চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে বার্সার লিগ শিরোপা। অন্যদিকে, রিয়াল মায়োর্কার বিপক্ষে হেরে গেলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।    

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন সাফজয়ী ১৮ নারী ফুটবলার গ্রুপ বেঁধে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ তুলে বিদ্রোহ করেছিলেন। পিটার থাকলে তারা খেলবেন না। পিটারও অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের এগিয়ে আসায় আপাতত সমস্যা সমাধান হয়েছে। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন হয়েছে। ভুটানে লিগ খেলতে গেছেন ১০ ফুটবলার, ঢাকায় বাফুফের ক্যাম্পে রয়েছেন আট ফুটবলার। সবার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে বাফুফের দাবি। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন। তিনি বলেন, ‘১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।’ কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। ৫ হাজার টাকা করে বেড়েছে বলে জানা গেছে। ভুটানের খেলোয়াড়রা কবে আসবেন, তা জানা নেই বাফুফের। লিগ শুরু হবে ১০ মে। খেলার ফাঁকে ফাঁকে লম্বা সময় বিরতি রয়েছে। লিগের খেলা শেষ হবে আগস্ট।   নাম                   বেতন রূপনা চাকমা     ৫৫ হাজার শিউলি আজিম  ৫৫ হাজার শামসুন্নাহার (সিনিয়র) ৫৫ হাজার মনিকা চাকমা   ৫৫ হাজার মারিয়া মান্দা     ৫৫ হাজার ঋতুপর্ণা চাকমা ৫৫ হাজার তহুরা খাতুন      ৫৫ হাজার শামসুন্নাহার (জুনিয়র) ৫৫ হাজার সানজিদা আক্তার ৫৫ হাজার সাবিনা খাতুন     ৫৫ হাজার নিলুফা ইয়াসমিন নিলা ৫৫ হাজার কৃষ্ণা রানী সরকার ৫৫ হাজার মাসুরা পারভিন ৫৫ হাজার মোসাম্মাৎ সাগরীকা ৩০ হাজার সুমাইয়া মাতসুশিমা ৩০ হাজার সাথী বিশ্বাস ২২ হাজার স্বর্ণা রানী মণ্ডল ২২ হাজার নাসরিন আক্তার ২০ হাজার

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আগামী মৌসুম থেকে নারী ফুটবলে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতি আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ইএসপিএন। শুধু জৈবিক নারীদেরই আইনত নারী হিসেবে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে একটি আইন পাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। এক বিবৃতিতে এফএ জানায়, আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলের জন্য এই নীতি পরিবর্তিত হলে আমরা এই বিষয়ে আবারো পর্যালোচনা করব। সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা নারী ফুটবলে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করছি। চলতি মৌসুমে ইংল্যান্ডে প্রায় ২০ জন ট্রান্স নারী স্থানীয় লিগে খেলছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, নারীদের খেলায় জৈবিক পার্থক্য রাখার পাশাপাশি আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি স্কেচ ফাঁস হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্ক কেবল মাঠের খেলা নিয়েই নয়—তা ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও।  বিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে জাতীয় দল যে লাল জার্সি পরত, এই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপ বলে ধারণা করা হচ্ছে। সমালোচনার ঝড়, নানান প্রশ্ন ডিজাইনটি সামনে আসতেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক ‘অপ্রয়োজনীয় রঙের রাজনীতি’। রাজনৈতিক ব্যাখ্যায় রঙ পায় বিতর্ক বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রঙকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, “আমাদের পতাকা কখনো লাল হবে না!” ডানপন্থি সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রঙ—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে। সিবিএফ-এর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া সামগ্রিক প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি কোনোভাবেই চূড়ান্ত নয়; এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকি-এর সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে। একবার হয়েছিল ব্যতিক্রমও ২০২৩ সালে ব্রাজিল একটি প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে কালো জার্সি পরে মাঠে নেমেছিল। সেটি ছিল বর্ণবাদের বিরুদ্ধে একটি প্রতীকী বার্তা, এবং তা এককালীন ব্যতিক্রম হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু এবার লাল জার্সি আনার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে স্থায়ী দ্বিতীয় কিট হিসেবে ব্যবহারের লক্ষ্যে—এবং সেখানেই মূলত সমস্যা দেখছে অনেকেই।