না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার
না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে ফিফা বিশ্বকাপ জেতা জর্জ এসথ্যাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি ফুটবল ক্লাব। এসথ্যাম নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল ও স্টোক সিটির হয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় দুই দশকের বেশি সময় মাঠ মাতিয়েছেন। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৯ আন্তর্জাতিক ম্যাচ। দেশটির প্রথম ও একমাত্র ফিফা বিশ্বকাপ জেতা দলের সদস্যও তিনি। তবে তিনি স্টোকের কিংবদন্তি হিসেবেই ইংলিশ ফুটবলে বেশি পরিচিত। ১৯৭২ সালে লিগ কাপ ফাইনালে তার গোলে চেলসিকে হারিয়ে স্টোক প্রথম কোনো বড় শিরোপা জিতেছিল। ক্লাবটির হয়ে আট মৌসুমে ১৯৪টি ম্যাচ খেলেছেন এ মিডফিল্ডার। ১৯৭৭-৭৮ মৌসুমে ক্লাবটির ম্যানেজারের দায়িত্বও পালন করেন। দলবদলের পুরনো নিয়ম ভেঙে দেয়ার জন্য এসথ্যামের কাছে ইংল্যান্ডের ফুটবলাররা চিরকৃতজ্ঞ থাকবে। ক্লাব কর্তৃক জোর করে ধরে রাখা নিয়মের বিরুদ্ধে তিনি ১৯৫৯ সালে আট মাসের ধর্মঘট করেছিলেন। দলবদলের নিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বারস্থ হয়েছিলেন আদালতেরও। শেষ পর্যন্ত তিনি সফল হন এবং নিউক্যাসল থেকে মুক্ত হয়ে যোগ দেন আর্সেনালে। এরপর পরিবর্তন আসে দলবদলের নিয়মেও। ফুটবলে অবদান রাখার জন্য ১৯৭৩ সালে এসথ্যাম ‘অফিসার অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার জেতেন।এদিকে ক্লাব কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্টোক সিটি ফুটবল ক্লাব। তার সম্মানার্থে শেফিল্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যাজ পরবেন।
বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা
বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে পাওয়া গেছে সুখবর। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজের জার্সিতে খেলার জন্য তিনি ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। আজ বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার হামযাকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। হামজা ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেও নিজের জাত চিনিয়েছিলেন। আড়াই মাস আগে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে সম্প্রতি অনাপত্তিপত্র পেয়েছেন হামজা। বর্তমানে তিনি বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তি। বাফুফের প্রত্যাশা, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেসগের সাফল্যের সমূহ দ্বার উন্মুক্ত করবে। বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন চলতি বছরের জুনে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেকের মধ্যেই। লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকায় বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী।
নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন
নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আজ সাফের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুধু বয়সভিত্তিক নারী সাফ নয়, দু’টি বয়সভিত্তিক ছেলেদের সাফের সূচিও পরিবর্তিত হয়েছে। অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। যা আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর শুরু হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ৮-১৮ নভেম্বর হবে। এছাড়া পুরুষ সাফ অনূর্ধ্ব-১৭ আসরের সময় নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।
চ্যাম্পিয়ন হয়ে র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ
চ্যাম্পিয়ন হয়ে র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ গত অক্টোবরে ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। যার ছাপ পড়েছে র্যাংকিংয়েও। আজ ফিফার প্রকাশিত র্যাংকিয়য়ে সাত ধাপ এগিয়েছে তারা। সাফে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্বল পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা আসরের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ভারতকে হারায় ৩-১ ব্যবধানে। গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে করে কোয়ালিফাই। বাকি ম্যাচগুলো দারুণভাবে জিতে ফাইনালে গত ৩০ অক্টোবরকে নেপালকে হারিয়ে ধরে রাখে সাফের মুকুট। এই টুর্নামেন্ট জিতে সাত ধাপ আগানো বাংলাদেশ এখন ১৩২ নম্বরে। এগিয়েছে ভুটানও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই অবস্থান শ্রীলঙ্কার। এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা খোয়ানো নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে গেছে। ভারতও পিছিয়েছে। এক দাপ অবনতিতে তাদের অবস্থান ৬৯ নম্বরে। এছাড়া র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে আগানো স্পেন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।
১৭ বছর পর বিশ্ব একাদশে নেই মেসি
১৭ বছর পর বিশ্ব একাদশে নেই মেসি ২০০৬ সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নাম থাকাটা যেন অনিবার্য হয়ে উঠেছিল। আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার মেসি প্রায় দেড় যুগ বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু ২০২৪ সালে এসে সেই ধারায় ভাটা পড়ল। ২০২৩ সালের আগে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো টানা ১৬ বছর বিশ্ব একাদশে ছিলেন। এবার পর্তুগিজ মহাতারকাকেও ভোট দেননি সতীর্থরা। ইন্টার মায়ামির মেসি ও আল নাসরের রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়ে সপ্তাহখানেক আগে আলোচনায় এসেছিলেন। ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে শুধু মেসি-রোনালদোই সংক্ষিপ্ত তালিকায় স্থান পান। এদিকে, লিভারপুলের হয়ে একের পর গোলের দেখা পাওয়া মিশরীয় তারকা মোহাম্মদ সালাহও তালিকা থেকে বাদ পড়েছেন। বিশ্ব একাদশের তালিকায় প্রিমিয়ার লিগের পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনে, এডেরসন ও ব্যালন ডি’র বিজয়ী রদ্রি সেরা একাদশে রয়েছেন। লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও দলে জায়গা করে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ ছয়জন। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের সঙ্গে আরো রয়েছেন রিয়াল তারকা এন্টোনিও রুডিগার, সানি কারভাহাল ও সদ্য অবসরে যাওয়া টনি ক্রুস।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভারত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভারত মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হয়ে গেল আজ। যেখানে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। আগামী মার্চে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে ঘরে ও বাইরে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ ভারতের মাঠে ম্যাচ দিয়ে বাছাই শুরু হবে বাংলাদেশের। এরপরের দুটি ম্যাচই খেলবে ঘরের মাঠে। ১০ জুন সিঙ্গাপুর এবং ৯ অক্টোবর প্রতিপক্ষ হংকং। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারত এবং ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরে মাঠের বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার
ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার জার্মান কাপে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন। গতকাল বৃহস্পতিবার লেভারকুসেনের বিপক্ষে খেলতে গিয়ে ডি-বক্সের বাইরে বেরিয়ে ফ্রিম্পংকে ফাউল করার পর রেফারি তাকে লাল কার্ড দেখান। এই ঘটনার পর ৩৮ বছর বয়সী নয়ার মাঠ ছাড়েন ১৭তম মিনিটে, যা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এই লাল কার্ডের কারণে নয়ারকে আরও শাস্তি পেতে হয়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে, যার ফলে পরবর্তী দুটি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না। অধিনায়ককে হারানোর পর বায়ার্নের খেলা দুর্বল হয়ে পড়ে এবং ১০ জনের দলে পরিণত হওয়ায় লেভারকুসেন সুবিধা পায়। ম্যাচের ৬৯ মিনিটে টেল্লার গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে জয়লাভ করে জাবি আলোনসোর দল, ফলে বায়ার্ন টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
আজ রাত সাড়ে ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
আজ রাত সাড়ে ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ ব্রাজিল ও আর্জেন্টিনা। যেকোনো টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হলে তো কথাই নেই। এবার দেশ দুটির প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটেও দেখা যাবে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। বাছাইপর্ব থেকে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামার বিপক্ষে মাঠে নামবে। আগামী ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলাটি আরম্ভ হবে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ এবারই প্রথম নয়। ২০১৯ সালে সাউথ আমেরিকান মেন্স চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই র্বে আবারো তাদের লড়াই ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।
ভিসার অপেক্ষায় ঋতুপর্ণা-সাবিনা
ভিসার অপেক্ষায় ঋতুপর্ণা-সাবিনা ইউরোপিয়ান লিগে খেলার প্রস্তাবটি পেয়েছিলেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের সময়ই। নর্থ মেসিডোনিয়ার ক্লাবের প্রস্তাবটিও গ্রহণ করতে দ্বিতীয়বার ভাবেননি সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। প্রথমে জানা গিয়েছিল, এ দুই তারকার সঙ্গে তহুরা খাতুন ও মনিকা চাকমাকেও পেতে চায় মেসিডোনিয়ার ক্লাব টিভেরিজা ব্রেরা। গতকাল শুধু সাবিনা ও ঋতুপর্ণার মেসিডোনিয়ার ক্লাবে খেলার সম্ভাবনার কথা নিশ্চিত হওয়া গিয়েছে। সেই দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছেন নেপাল সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও বাংলাদেশ অধিনায়ক সাবিনা। এখন শুধু মেসিডোনিয়ার কাছ থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষা। ২০২৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে সাবিনা ও ঋতুপর্ণাকে চায় ক্লাব টিভেরিজা। মেসিডোনিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তারা। চ্যাম্পিয়ন হতে পারলে মেয়েদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে টিভেরিজা। এই প্রতিযোগিতাকে টার্গেট করেই সাবিনা ও ঋতুপর্ণাকে নিয়ে শক্তি বাড়াতে চায় মেসিডোনিয়ান ক্লাবটি।বাংলাদেশে মেসিডোনিয়ার কোনো স্থায়ী দূতাবাস বা কনস্যুলেট নেই। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেসিডোনিয়ার দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হয়। ঋতুপর্ণা ও সাবিনাকে প্রতিবেশী দেশে ভিসার জন্য যেতে হয়নি। পুরো প্রক্রিয়াটিই করছেন ইউরোপিয়ান ক্লাবটির কর্মকর্তারা। বাংলাদেশের দুই নারী ফুটবলারকে মেসিডোনিয়ান ক্লাব টিভেরিজায় খেলানোর বিষয়টি দেখভাল করছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। গতকাল সমকালের কাছে সাবিনা ও ঋতুপর্ণার মেসিডোনিয়ান ক্লাবে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিসার জন্য আবেদন করার পর এখনও কোনো আপডেট পাইনি। ক্লাব থেকে মেসেজ করে জানানো হয়েছে, আপডেট থাকলে আমাকে জানাবে। সব কাগজপত্র মেসিডোনিয়ায় পাঠানো হয়েছে, তারাই প্রক্রিয়া করবে। বাস্তবে ইউরোপিয়ান লিগে খেলাটা বাংলাদেশের মেয়েদের জন্য অনেক কঠিনই বলা চলে। সেই কঠিন কাজকে সহজ করে এনেছেন গোলরক্ষক কোচ উজ্জ্বল। গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রে ছিলেন তিনি। সেই সময় ক্লাবটির প্রধান কোচ ছিলেন নর্থ মেসিডোনিয়ার ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি। দু’জন দুই দিকে থাকলেও প্রতিদিনই হোয়াটসঅ্যাপে কথা হয় উজ্জ্বল ও ত্রেনচোভস্কির। দু’জনের আলাপের মাধ্যমেই খুলে যায় বাংলাদেশের মেয়েদের ইউরোপে খেলার দরজা। ‘শেখ রাসেলের সাবেক কোচ আমাকে খুবই পছন্দ করেন। আমার সঙ্গে প্রতিদিনই মোটামুটি কথা হয়। তাঁকে আমাদের মেয়েদের খেলার ভিডিও পাঠাতাম। তখন তিনি এই বছর সাফের সময় আমাকে নক দিয়েছেন। তিনি ও টিভেরিজা ক্লাব প্রেসিডেন্ট মেয়েদের খেলা দেখে মুগ্ধ হয়েছেন। প্রথমে চারজনের কথা বলেছিলেন, পরে মনে হয় বাজেট কম বলে দু’জনকে নিচ্ছেন। আশা করি, সাবিনা ও ঋতুপর্ণা মেসিডোনিয়ান ক্লাবে খেলতে পারবে’– বলেন উজ্জ্বল।
জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো
জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো বয়স চল্লিশের কাছাকাছি এলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি ম্যাচেই যেন নতুন করে শুরু করেন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে। আল গারাফার বিপক্ষে জোড়া গোলে ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। গতকাল ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।