লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি নিজেদের মাঠে প্রাণপণ লড়াই করেছে পিএসজি। তবে সফল হয়নি। পরে কামব্যাকের ঘোষণা দেয় তারা। সেটিরই প্রতিফলন ঘটলো অ্যানফিল্ডে। আক্রমণের স্রোত বইয়ে দিয়ে এগিয়েও গেল তারা। তবে বাকি সময়টা লিভারপুল লড়লো। আলিসন বেকার দাঁড়ান দেয়াল হয়ে। যদিও টাইব্রেকারে আর পারেননি। জিয়ানলুইজি দোন্নারুম্মাই নায়ক বনে গেলেন। দুটি সেভ দিয়ে জেতালেন পিএসজিকে। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নির্ধারিত সময়ে ওসমান দেম্বেলের একমাত্র গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারায় পিএসজি। তবে দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধানে ড্র হওয়ার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে টাইব্রেকার পর্যন্ত আসে। আর ৪-১ ব্যবধানে পরবর্তী পর্বের টিকিট কাটে লুইস এনরিকের শিষ্যরা। নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে লিভারপুল। দ্বাদশ মিনিটে বার্কোলাকে বল বাড়িয়ে বক্সের দিকে এগিয়ে যান দেম্বেলে। বার্কোলার ফিরতি পাস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। সেখান থেকে পায়ের টোকায় জাল খুঁজে নেন সাবেক বার্সা ফরোয়ার্ড। গোল হজম করে পাল্টা আক্রমণ করতে থাকে লিভারপুল। তবে প্রথমার্ধে তারা আর সফলতা দেখেনি। বিরতির পর পিএসজির জালে বল পাঠায় লিভারপুল। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তবে চেষ্টা থামায়নি স্বাগতিকরা। কিন্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন দোন্নারুম্মা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পায়নি কেউই। টাইব্রেকারে পিএসজির সবাই সফল স্পট কিক নিলেও লিভারপুলের হয়ে কেবল পেরেছেন মোহামেদ সালাহ। দারউইন নুনেস ও কার্টিস জোন্সের পেনাল্টি ঠেকিয়ে উচ্ছ্বাসে ভাসেন দোন্নারুম্মা।
বায়ার্নের জয়ের রাতে পিএসজিকে হারাল লিভারপুল

বায়ার্নের জয়ের রাতে পিএসজিকে হারাল লিভারপুল বায়ার লেভারকুজেনকে দেখা যায়নি আগের রূপে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিবর্ণ দেখা যায় তাদের। বড় হারে শেষ ষোলোতে পিছিয়ে থাকল জাভি আলোনসোর শিষ্যরা। অপর ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে আক্রমণের জয় বইয়ে দিল পিএসজি। কিন্তু শেষদিকে গিয়ে খেই হারাল। সুযোগ পেয়ে তাদের জালে বল পাঠিয়ে এগিয়ে গেল অল রেডসরা। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লেভারকুজেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। দলটির হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। বাকি গোলটি করেন তরুণ জামাল মুসিয়ালা। আরেক ম্যাচে পিএসজিকে ১-০ ব্যবধানে হারায় লিভারপুল। শেষদিকে গিয়ে এই গোলটি করেন হার্ভে এলিয়ট। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। নবম মিনিটে দলকে এগিয়ে নেন কেইন। মাইকেল ওলিসের ক্রস থেকে হেডে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পান তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসিয়ালা। জসুয়া কিমিখের ক্রস থেকে টোকায় জালে পাঠান তিনি। ৭৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কেইন। ডি-বক্সে তাকে ফাউল করেন লেভারকুজেন ডিফেন্ডার এডমন্ড। পরে ভিএআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইংলিশ স্ট্রাইকার। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে পার্ক দেস প্রিন্সেসে আলিসনের হাত ধরে রক্ষা পায় লিভারপুল। ম্যাচজুড়ে ২৭টি শট নেয় পিএসজি। যার ১০টিই থাকে লক্ষ্যে। সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। আর লিভারপুল স্রেফ একটি শটই নেয়। আর সেটিই গোলে পরিনত করেন বদলি নামা এলিয়ট। আলিসন ও নুনেসের সহায়তায় ৮৭তম মিনিটে গোলটি করেন তিনি।
বিশ্বনাথকে মিস করবে সবাই

বিশ্বনাথকে মিস করবে সবাই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার বিশ্বনাথ ঘোষ। রাইট ব্যাকে খেলা এই ফুটবলার দলের রক্ষন থেকে আক্রমণ সবখানেই সমান তালে অবদান রাখেন। তার অনুপস্থিতি দলের সকলেই অনুভব করবে মনে করেন রাকিব হোসেন। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন হয়েছে। সেখানেই গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন রাকিব। অনুশীলনে হঠাৎ উপস্থিত হন বিশ্বনাথ। তাকে ঘিরে তৈরি হয় কৌতুহল। কোচ থেকে শুরু করে সকলেই তার সঙ্গে কুশলবিনিময় করেন। মূলত দলের ফিজিওর সঙ্গে আলাপ করতেই মাঠে এসেছিলেন বিশ্বনাথ। আপাতত দ্রুতই মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই এই ফুটবলারের। আগামী ২৬ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উইংয়ে খেলা রাকিব হোসেনকে বেশিরভাগ সময়ই মাঠে বল যোগান দিতেন বিশ্বনাথ ঘোষ। এই ম্যাচে বিশ্বনাথের অনুপস্থিতি নিয়ে রাকিব বলেন, ‘আমাদের দুই দিন ট্রেনিং হয়েছে। ভালো ট্রেনিং হয়েছে। গতকাল আমাদের অ্যাটাকিং ট্রেনিং হয়েছে। আজকেও ট্রেনিং হবে। বিশ্বনাথের কথা বলতে গেলে সে খুবই ভালো ফুটবলার। তাকে শুধু আমি না সবাই মিস করবে। আমি একটু বেশি মিস করবো কারণ তার সঙ্গে মাঠে আমার বোঝাপড়া ভালো ছিল। তবে তার স্থানে মাঠে অন্য যারা আছেন তারাও ভালো। আশা করি তেমন সমস্যা হবে না। ’ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মনে করেন রাকিব। তবে সকলে নিজেদের সেরাটা দিতে পারলে মাঠে ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস করেন এই ফুটবলার। তিনি বলেন, ‘কোচ আমাদের সবাইকেই সিরিয়াস থাকতে বলেছেন। ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা যদি কোচের পরিকল্পনা মতো মাঠে খেলতে পারি আশা করি মাঠে ভালো কিছুই হবে। ’এবারের দলে হামজা চৌধুরি এবং ফাহমেদুল ইসলামামের মতো প্রবাসী ফুটবলার খেলতে পারেন। তাদের সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারবে। কিংবা তাদের অন্তর্ভুক্তি নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘আসলে হামজা ভাই দারুণ ফুটবল খেলেন এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু আমরা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল দেখ সে কারণে তার খেলাও আমরা প্রচুর দেখেছি। আমার মনে হয় না হামজা ভাই, ফাহমেদুল আসলে তাদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে। ’
মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট

মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট লিওনেল মেসিকে আজ বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। এতে অবশ্য সমস্যা হয়নি। লুইস সুয়ারেস একাই সামলে নিয়েছেন দলকে। সতীর্থদের দিয়ে তিন গোল করানোর পর নিজেও পেয়েছেন জালের দেখা। জিতিয়েছেন দলকে।যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) আজ হাউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে ইন্টার মায়ামি। লিগে এটাই ক্লাবটির প্রথম জয়। আগের ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা। শেল এনার্জি স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেসের সহায়তায় প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। ৩৭তম মিনিটে সতীর্থ তাদেও আলেন্দেকে দিয়ে গোল করান সুয়ারেস। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান এই তারকা। প্রথম গোল করা তেলাসকোই করেন গোলটি। বিরতির পর ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫ মিনিটে হাউস্টনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন নিকোলাস লোদেইরো।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

দুটি প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে জানিয়েছে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় তারা পৌঁছায় আমিরাতে। আগামীকাল এবং ২ মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে। প্রথমটি ফিফা প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়টি ফিফা উইন্ডোর বাইরে পড়ায় শুধুই প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার বাটলার। এই দলে জায়গা হয়নি সাফজয়ী দলের ১৮ জন বিদ্রোহী ফুটবলারের।
সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার থেকে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিকেল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাশেদ আলীসহ অন্যরা। উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ বনাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। একই দিনের অপর খেলায় ঝিলিম ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল ১টি করে গোল পেলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ দল জয়লাভ করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- মো. মিনাজুল ইসলাম, মো. তৌফিজুর রহমান পুতুল, মো. শামীম খান, মো. আনিসুর রহমান। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এই খেলায় অংশগ্রহণ করছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চরঅনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ।
একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত

একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত ২০২৪ সালের সাফজয়ী নারী ফুটবল দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় চেয়েছিল নেপালকে ফাইনালে হারানো ম্যাচে সেরা একাদশে থাকা ১১ জন খেলোয়াড়কে এই পুরস্কার দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে পাঠানো হয় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ ৩২ জনের নাম। এরপর শুরু হয় চিঠি চালাচালি। এতে পথ খুলেছে দলের সবার এই স্বীকৃতি পাওয়ার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক সাক্ষরিত প্রজ্ঞাপণে ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে। মঞ্চে উঠতে না পারলেও বাকিরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৪ সালেও ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে সাফ শিরোপা অক্ষুণ্ণ রাখেন বাংলার মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন।
বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা

বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা অবশেষে বয়কট প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। তাতে লম্বা সময়ের পরে দেশের ফুটবলাঙ্গনের ডেডলক শেষ হল। সাবিনাদের বয়কট প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে সাবিনাদের দলে ফেরা নিয়ে তিনি বলেন,‘আমরা (বাফুফে) তাদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজও তাদের সাথে বসেছিলাম। আজকের আলোচনার পর আমি যা বলতে পারি তা হলো, মেয়েরা ট্রেনিংয়ে ফিরে আসবে। তবে, তারা তৎক্ষণাৎ ট্রেনিংয়ে যোগ দেবে না।’ এ সময় তিনি আরো বলেন,‘ ‘আপনার জানেন, আমাদের দল (১৮ জন সিনিয়র খেলোয়াড় ছাড়া) দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। সুতরাং আমাদের ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। আর মেয়েরাও একটি বিরতি চায়। তারা ক্যাম্পে ফিরে আসবে (যতটা শীঘ্রই ক্যাম্প পুনরায় শুরু হবে) এবং তারপর তাদের ট্রেনিং শুরু করবেন কোচ। একবার তারা ক্যাম্পে ফিরে আসলে, আমরা নারী উইং, উচ্চ কর্তৃপক্ষ, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তাদের সাথে বসে ভুল বোঝাবুঝি মেটাবো। মেয়েরা আমাকে বলেছে যে তারা ট্রেনিংয়ে ফিরে আসবে এবং চুক্তি সই করবে।’ ২৯ জানুয়ারি থেকে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিল সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা সহ দলের ১৭ জন সিনিয়র খেলোয়াড়। তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশেষ কমিটিও করে বাফুফে। তবে সেখান থেকে কোনো সমাধান না আসায় শেষপর্যন্ত বাফুফে প্রধান তাবিথ আউয়ালের কাছে গড়ায় বিষয়টি। তাই দেশের বাইরে থেকে ফিরেই মেয়েদের সাথে আলোচনায় বসেন তিনি। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না আসলেও আলোচনা জারি রেখেছিলেন বাফুফে প্রধান।
অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার

ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ জয় পেলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচটা ১–১ গোলে ড্র হয়েছে। আর তাই শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই হবে শিরোপা নির্ধারণ। আজ কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।
২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

২০৩৪ সৌদি বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ ২০৩৪ বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। দর্শক ও ভক্তদের এই বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে গতকাল জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। গত বছর ডিসেম্বরে ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করতে সদস্যদেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সে ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। ফিফার পক্ষ থেকে সৌদির নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানান। এই সমর্থনই ভোট।ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। ’ ২০২২ বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কি না, এটা ছিল আলোচনার বিষয়। ইসলামি মূল্যবোধ ও আইনে পরিচালিত হয় কাতার। সেবার বিশ্বকাপ শুরুর দুই দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা।