ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।
বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে গতকাল বসছিল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ। অপেক্ষায় আছে ৬ দল। এখন পর্যন্ত প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩ টি মেক্সিকোতে ও ২টি কানাডায় অবস্থিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।
আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বুধবারের জয়ের পর নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। সান মামেসে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেললেও ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চোটের ধরন জানতে শিগগিরই তার বিস্তারিত পরীক্ষা করা হবে। ম্যাচে প্রথম গোলটি আসে আর্নল্ডের নিখুঁত ক্রস-ফিল্ড পাস থেকে, যা থেকে লক্ষভেদের কাজটি সারেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক যখন নিজের সেরা প্রদর্শনীগুলোর একটি উপহার দিচ্ছিলেন ইংলিশ এই ডিফেন্ডার, তখনই ঘটে বিপত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বল দূরে পাঠানোর পরই পেশিতে টান অনুভব করে সাইডলাইনে দাঁড়ান তিনি। কিছুক্ষণ পরই তাকে তুলে নিয়ে নামানো হয় রাউল আসেন্সিওকে। মধ্যমাঠের এদুয়র্দো কামাভিঙ্গাকেও গোড়ালির সমস্যায় বদলি করে নিতে হয়, যদিও তার চোটকে তুলনামূলক কম গুরুতর বলেই মনে করছে ক্লাবের চিকিৎসক দল।
পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় ড্রয়ের পর শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া হলো জাবি আলোনসোর দলের। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে ১–১ গোলে ড্র করে তারা। তাতে পয়েন্ট হারানোর পাশাপাশি শীর্ষস্থানও হাতছাড়া হয় তাদের। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতা ফেরানোর আগ পর্যন্ত জিরোনা এগিয়ে ছিল আজেদিন উনাহির গোলে। ২০২৩ সালের এপ্রিলের পর জিরোনা প্রথমবার রিয়ালের জালে বল জড়াল এই ম্যাচে। সপ্তাহের শুরুতে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। সপ্তাহশেষে অবস্থান হলো ঠিক উল্টো। এখন এক পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে সব প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিততে পেরেছে তারা। জিরোনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খেতে থাকে রিয়াল। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে উনাহি দুর্দান্ত এক ফিনিশে গোল করে পিছিয়ে দেন অতিথিদের। ইনজুরি থেকে ফেরা এদার মিলিতাও মাঝমাঠে যথেষ্ট চাপ না দেওয়ায় ভিক্টর সিগাঙ্কভের পাস থেকে ১৪ গজ দূর থেকে নিখুঁতভাবে শট নেন উনাহি। আর তাতেই হয় গোল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ওপেন প্লেতে জালে বল জড়াতে না পারলেও পেনাল্টি থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ২৩তম ম্যাচে ২৮তম গোল করেন। ভিনিসিউস জুনিয়রকে হুগো রিনকন ফাউল করলে রেফারি স্পট কিক দেন। যদিও গোলরক্ষক পাওলো গাজানিগা দিক ঠিক ধরেছিলেন। কিন্তু এমবাপের নিখুঁত প্লেসমেন্টের সামনে কিছুই করার ছিল না। জিরোনা পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এবং পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে। তারা রিয়ালের বিপক্ষে শেষ চার ম্যাচে ১২–০ ব্যবধানে হেরে এসেছিল। প্রথমার্ধের শুরুর ২০ মিনিট দেখে মনে হয়েছিল সেই ধারা হয়তো চলবে। কিন্তু রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে, চুয়ামেনি আর ভিনিসিউস বারবার সুযোগ নষ্ট করায় শক্তির প্রমাণ কাগজে-কলমেই রয়ে যায়। মিলিতাও কর্নার থেকে একবার লক্ষ্যভেদ করতে চাইলেও গাজানিগা ঠেকিয়ে দেন। পরে এমবাপে একটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সে গোল বাতিল হয় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত লাগার কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট-পিসে মিলিতাও আরও দুইবার গোলের খুব কাছাকাছি যান। কিন্তু ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা চলতেই থাকে; চুয়ামেনি ও ভিনিসিউস আবারও বার লক্ষ্য খুঁজে পাননি। সমতা ফেরানোর পর জয়ের জন্য চেষ্টা করেছে রিয়াল। জুদ বেলিংহাম হেডে পোস্ট মিস করেন। আর ম্যাচের শেষদিকে এসে ভিনিসিউসের একটি শট গাজানিগা দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তাতে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার নিচে অবস্থান নিয়ে মাঠ ছাড়ে তারা।
চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার

চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার গুরুতর চোট সত্ত্বেও দলকে বাঁচাতে আবারও মাঠে নেমে দায়িত্ব কাঁধে তুলে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বছরের বাকি সময় মাঠের বাইরে থাকার কথা থাকলেও সান্তোসের অবনমন শঙ্কা বাড়তেই নিজের ঝুঁকি নিয়েই নামেন তিনি। আর মাঠে নামা মানেই যেন ম্যাজিক, ঠিক তেমনটাই দেখালেন তিনি স্পোর্ট রেসিফের বিপক্ষে। গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোস ৩-০ গোলে জিতেছে, আর নেইমার সরাসরি জড়িয়ে ছিলেন দুইটি গোলের সঙ্গে। ম্যাচের ২৫ মিনিটে দারুণ এক ডানপায়ের শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোয়াও শ্মিড্টের তৃতীয় গোলটিতে তার নিখুঁত অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয়ে অস্থায়ীভাবে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস, অবনমন অঞ্চলের থেকে দুই পয়েন্টের দূরত্বে।
চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই। সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।
চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার

চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার সামনেই বিশ্বকাপের মতো বড় আসর। এর মধ্যেই নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থলে) ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। যে কারণে তাকে অনুশীলনের সময় ধারাবাহিক ব্যথা ও অস্বস্তিতে থাকতে হচ্ছে। এই সমস্যা কাটাতে নেইমারকে সার্জারি করা হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ। এছাড়া, এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা। কিন্তু তা অমান্য করেই অনুশীলনে হাজির নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, চিকিৎসক, সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত স্টাফদের কাছ থেকে খেলা বন্ধ রাখার পরামর্শ পেয়েছেন নেইমার। একইসঙ্গে তারা মেনিস্কাস অঞ্চলের চোট দ্রুততম সময়ে সারাতে অ্যান্থ্রোস্কপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করারও নির্দেশনা দেন। সার্জারি করলে ২০২৫ সালে আর খেলা হবে না সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডের। বর্তমানে ব্রাজিলিয়ান লিগ সেরি এ’তে রেলিগেশনের ঝুঁকিতে থাকা সান্তোসের আরও তিন ম্যাচ বাকি। নেইমারের সেসব ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা প্রবল। শুক্রবার স্পোর্ট রেসিফে’র বিপক্ষে ম্যাচ আছে ক্লাবটির। ম্যাচটিতে খেলতে চান নেইমার। সেই লক্ষ্যে আজ ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন নেইমার। সান্তোসের জন্য শেষ ৩টি ম্যাচ গুরুত্বপূর্ণ, এই বাধা টপকাতে না পারলে তারা অবনমন হয়ে দ্বিতীয় স্তরের লিগ সেরি বি’তে নেমে যাবে। আর তাই চোট আরও বড় আকার ধারণ করার ঝুঁকি থাকা সত্ত্বেও খেলতে চান নেইমার। এর আগে বুধবার নেইমারের পায়ে কিছু পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছিলেন সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা। তারকা ফুটবলারের হাঁটুর অবস্থা জানতে এই পরীক্ষা নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এরই মাঝে বাঁ পায়ের হাঁটুতে সুরক্ষা বন্ধনী পরে অনুশীলন করেন ৩৩ বছর বয়সী এই তারকা। যদিও গণমাধ্যমের প্রশ্ন এড়াতে নেইমার সতীর্থদের আগেই মাঠ ছেড়ে যান। বর্তমান পরিস্থিতিতে নেইমারের অ্যান্থ্রোস্কপি না করালে চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এই সার্জারি করালে চোট পুনর্বাসনে সময় লাগতে পারে এক মাসের মতো। এদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়েছেন, নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে পুরো ফিট থাকতে হবে। নতুন চোট তার বিশ্বকাপ স্কোয়াডে প্রবেশের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে। সবমিলিয়ে ২০২৫ সালে মোট চারবার ইনজুরিতে পড়েছেন নেইমার। এর আগে জানুয়ারিতে তিনি সান্তোসে যোগ দেন। মার্চে বাঁ পায়ের ঊরুতে চোটের কারণে তিনি ঘরোয়া লিগ পোলিস্তায় সেমিফাইনাল ম্যাচ মিস করেন। এপ্রিলে আবারও একই পায়ের মাংসপেশির চোটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি। সেপ্টেম্বরে গ্রেড-২ চোট, এবার ডান পায়ের ঊরুতে এবং সর্বশেষ নভেম্বরে বাঁ পাঁয়ের হাঁটুতে। ইনজুরিতে এভাবে যাওয়া-আসার কারণে পুরো বছরে ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার, করেছেন ৭টি গোল। যা তার চুক্তির মেয়াদ বৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলছে!
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপ্পের

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা। গতকাল স্বাগতিক অলিম্পিয়াকস ম্যাচের মাত্র ৮ মিনিটেই চমকে দিয়ে লিড নিয়ে নেয়। পিছিয়ে পড়া রিয়ালের জন্য এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। মাত্র ৭ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদায় করে নেন হ্যাটট্রিক। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে। অলিম্পিয়াকসে বিপক্ষে হ্যাটট্রিক করতে এমবাপের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাত্র ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন মোহাম্মদ সালাহ। অলিম্পিয়াকসে বিপক্ষে ম্যাচে ৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকস। তবে ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে এবং জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। এই গোলে সহায়ক ছিলেন ভিনিসিউস।এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।
শাস্তি স্থগিত রোনালদোর, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ

শাস্তি স্থগিত রোনালদোর, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করার কারণে লাল কার্ড দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শঙ্কা দেখা দিয়েছিল, যদি নিয়মানুযায়ী রোনালদোর ওপর দুই ম্যাচ কিংবা তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে অন্তত বিশ্বকাপের শুরুতে একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে রোনালদো এবং তার ভক্তদের জন্য সুসংবাদ। রোনালদোর শাস্তি ঠিকই হয়েছে, তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এর মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। সে হিসেবে আগামী বিশ্বকাপ খেলতে রোনালদোর সামনে আর কোনো বাধা থাকলো না। বিশ্বকাপে কোনো ম্যাচ মিসও করতে হবে না তাকে। মঙ্গলবার ফিফা জানিয়েছে, রোনালদোর অপরাধকে ‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে’ হিসেবে বিবেচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে দুটি ম্যাচ স্থগিত থাকবে এক বছরের প্রবেশন (পর্যবেক্ষণ) শর্তে। অর্থাৎ, রোনালদো এরইমধ্যে বাধ্যতামূলক এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচটি। যেটাতে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পর্তুগাল আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। রোনালদোর বাকি দুই ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে বলা হয়েছে, আগামী এক বছরে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। অন্যদের ক্ষেত্রে বিরল— রোনালদোর জন্য ব্যতিক্রম ফিফা নিয়ম অনুযায়ী কোনো শাস্তির একটি অংশ স্থগিত রাখা যায়; কিন্তু তিন ম্যাচের নিষেধাজ্ঞায় দুই ম্যাচ স্থগিত করা খুবই বিরল। এ মাসেই আর্মেনিয়া ও বুরুন্ডির দুই খেলোয়াড় একই ধরনের অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান- তাদের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। রোনালদোর ক্ষেত্রে শাস্তি তুলনামূলক ‘কম’ হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পর্তুগাল ২–০ গোলে হেরে যায়। সেই ম্যাচে রোনালদো রিপাবলিক অব আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শিয়ার ওপর কনুই দিয়ে আঘাত করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এটি ছিল জাতীয় দলের জার্সিতে রোনালদোর প্রথম লাল কার্ড, ২২৬তম আন্তর্জাতিক ম্যাচে। ক্লাব ফুটবলে এর আগে তিনি ১৩ বার লাল কার্ড দেখেছেন।
মেসিকে আর্জেন্টিনার জার্সিতে আনার ‘কারিগর’ আর নেই

মেসিকে আর্জেন্টিনার জার্সিতে আনার ‘কারিগর’ আর নেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) দীর্ঘদিনের ম্যানেজার এবং লিওনেল মেসিকে আকাশী-সাদা জার্সিতে নিয়ে আসার অন্যতম নেপথ্য নায়ক ওমর সৌতো আর নেই। গত রোববার (২৩ নভেম্বর) ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই এই শোক সংবাদ পান মেসি। প্রিয় মানুষের বিদায়ে সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির আবেগঘন বার্তা ওমর সৌতোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, ‘আপনি সবসময় পাশে ছিলেন এবং আপনিই সেই ব্যক্তি যিনি এএফএ-কে আমার দিকে তাকাতে বাধ্য করেছিলেন। একজন অসাধারণ মানুষ; জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য আমাদের যাদের হয়েছে, তাদের পক্ষে আপনাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনার স্মৃতি চিরজাগরূক থাকবে। আমরা আপনাকে কখনই ভুলব না, ওমর। শান্তিতে ঘুমান।’ মেসিকে খুঁজে বের করার গল্প স্পেন না আর্জেন্টিনা—মেসি কোন দেশের হয়ে খেলবেন, তা নিয়ে একসময় ছিল ধোঁয়াশা। তৎকালীন এএফএ সভাপতি জুলিও গ্রান্দোনাকে হুগো তোকালি বলেছিলেন, ‘স্পেনে এক বিস্ময়কর প্রতিভা আছে। তাকে টিকিট কেটে এখানে এনে খেলাতে হবে।’ এরপর তোকালি দায়িত্ব দেন ওমর সৌতোকে। সৌতো সেই সময়ের স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মন্তে গ্রান্দোর এক ফোন বুথে গিয়ে রোজারিও’র ফোন গাইড ঘাঁটতে শুরু করেন। তিনি ভেবেছিলেন মেসির নাম ‘লিওনার্দো’। অনেক কাঠখড় পুড়িয়ে প্রথমে মেসির দাদি, তারপর চাচা এবং সবশেষে মেসির বাবা হোর্হে মেসির নম্বর জোগাড় করেন। সৌতো বলেন, “মেসির বাবাকে ফোন করতেই তিনি বলেছিলেন, ‘অবশেষে আপনারা ডাকলেন! আমার ছেলে তো আর্জেন্টিনা জাতীয় দলের হয়েই খেলতে চায়।’”সেই ঐতিহাসিক ম্যাচ মেসিকে স্পেন অনূর্ধ্ব-১৭ দলে যাওয়া থেকে আটকাতে তড়িঘড়ি করে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেন সৌতো ও তোকালি। আর্জেন্টিনোস জুনিয়র্সের মাঠে সেই ম্যাচে ৮-০ গোলের বিশাল জয় পায় আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক গোল করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন মেসি, যা ছিল আর্জেন্টিনার জার্সিতে তার গোলের সূচনা।