শেষ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ

শেষ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ ঢাকাই সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ। নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো তার আবির্ভাব। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থায় অর্থাৎ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান এই নায়ক। সালমান শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুকের ভেতর আগুন’। এটি পরিচালনা করেন ছটকু আহমেদ। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান? ‘বুকের ভেতর আগুন’ সিনেমার পরিচালক-প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন, সালমান শাহ সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক ছিল। এ সিনেমার জন্য ২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিল সালমান শাহ। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান। তার আগেই মারা যান। ফলে গল্পের কিছুটা পরিবর্তন করে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদৌস আহমেদকে। সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সালমান শাহের মৃত্যুর পর বেশ জটিলতায় পড়ে যান ছটকু আহমেদ। কারণ একদিকে মুক্তিপ্রতীক্ষিত ‘সত্যের মৃত্যু নেই’, অন্যদিকে অসম্পূর্ণ ‘বুকের ভেতর আগুন’ সিনেমার কাজ। ফলে সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাতার জন্য। ছটকু আহমেদ বলেন, “সিনেমা মুক্তির প্রায় দুই মাস আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার, ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলাম। সিনেমার প্রচারে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমান। কিন্তু মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যাই। এমন কিছু হয়ে যাবে, কল্পনাও করতে পারিনি।” ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সালমান শাহ নামে চলচ্চিত্রে পা রাখেন। ১৯৮৫ সালে ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র চারটি চলচ্চিত্রে কাজ করেন। এরপর প্রয়াত অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একাই রাজত্ব করে গেছেন সালমান শাহ। এই চার বছরে উপহার দিয়েছেন ব্যবসাসফল ২৭টি সিনেমা। সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো— ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’ (১৯৯৪), ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’ (১৯৯৫), ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’ (১৯৯৬), ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ (১৯৯৭)।
১৯৪ কোটির সিনেমা ‘ছাব ‘র আয় ১০০৩ কোটি টাকা

১৯৪ কোটির সিনেমা ‘ছাবা‘র আয় ১০০৩ কোটি টাকা রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৯৪ কোটি টাকা। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। দীর্ঘদিন সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে এখন আয়ের গ্রাফ ওঠানামা করছে। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি? স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত ২৭ দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৬৩৩.২৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৮৫.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭১৮.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩ কোটি ৭০ লাখ টাকার বেশি)। ‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৪ কোটি ৩১ লাখ টাকার বেশি)।
তবে কি আমির সঙ্গে ‘শত্রুতা’ রণবীরের

তবে কি আমির সঙ্গে ‘শত্রুতা’ রণবীরের আমির খানের ‘পিকে’ সিনেমায় ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তবে এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার পর্যন্ত সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তারপরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চর্চা। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘আমি এটা দীর্ঘদিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তা-ও একে অপরের বিরুদ্ধে।’ এরপরেই পোস্টারে আমির এবং রণবীরের ছবি দেখান আলিয়া। সেখানে দুই অভিনেতার নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা, ‘একে ভার্সেস আরকে’। সঙ্গে লেখা, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’ এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। অনুরাগীদের কাছে স্পষ্ট, তাহলে আমির এবং রণবীর একসঙ্গে নতুন কোনো ছবিতে জুটি বাঁধছেন। যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। তবে সূত্রের দাবি, সম্ভবত কোনও নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির এবং রণবীর। দুই অভিনেতাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তাই আলিয়াই তাদের হয়ে প্রচারণাটা চালালেন। আমির এবং রণবীর শেষ পর্যন্ত দর্শকের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। এই মুহূর্তে আমির তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জামিন পর’ ছবিটির মুক্তি নিয়ে ব্যস্ত। অন্যদিকে, সঞ্জয় লীলা বাসনালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর।
টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি!

টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি! ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলায় বেড়ে ওঠা পরিণীতি চোপড়ার। সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী জানান, তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা-মা আর্থিকভাবে বেশ কঠিন সময় পার করেছিলেন। পরিণীতি বলেন, এমন সময় ছিল যখন তার বাবার জন্মদিনের কেক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই তিনি রসগোল্লা বা রসমালাই কিনে দিতেন এবং তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিনের কেক হিসাবে রসগোল্লা কাটতেন। তিনি আরও উল্লেখ করেন, একই বছরগুলোতে, কেনিয়ায় বসবাসকারী তার মায়ের বাবা-মা অর্থাত্ তার দাদু-দিদা এতটাই ধনী ছিলেন যে তারা পরীণীতি এবং তার ভাইকে বিজনেস ক্লাসে নাইরোবিতে নিয়ে যেতেন। সম্প্রতি এক আড্ডায় পরিণীতি বলেন, তার বাবা-মা তাকে সুন্দর মানসিকতা দিয়েছেন যাতে তিনি সব ধরণের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। নায়িকার কথায়, আমরা আসলে খুব কম জিনিস পেয়েই বড় হয়েছি। এরপর তিনি উল্লেখ করেন, তিনি সেই বছরগুলোতে তার বাবা-মায়ের সংগ্রাম দেখেছেন এবং কীভাবে পরিবার জন্মদিনে এক টুকরো রসগোল্লা ভাগ করে খেতে পারত কারণ তারা জন্মদিনের কেক কিনতে পারতেন না। পরিণীতি বলেন, আমি আমার বাবা-মায়ের সংগ্রাম দেখেছি যেখানে তাদের কাছে আমার জন্য জন্মদিনের কেকের জন্য টাকা ছিল না এবং আমার বাবা বাজারে গিয়ে এক টুকরো রসগোল্লা কিনতেন। এক কেজি নয়, এক টুকরো রসগোল্লা বা রসমালাই এবং আমরা সেই রসমালাইকে জন্মদিনের কেকের মতো কাটতাম। ২০২৪ সালে ‘অমর সিং চমকিলা’-তে শেষ দেখা গেছে পরিণীতিকে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন পরিণীতি।
বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস

বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস আন্তর্জাতিক ফ্যাশন শো-এর খোলামেলা পোশাকে ধরা দিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। বিতর্কের মাঝে এবার এ বিষয়ে মুখ খুলে পালটা যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন?’ ‘এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।’ প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তারই সন্তান প্যারিস।
দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি

দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে দক্ষিণ ভারতের তামিল ছবির চিত্রতারকা ও রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে এই ইফতার পার্টি দিয়েছিলেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা বিজয়। তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে। জানা গেছে, শুক্রবার সারাদিন রোজা রেখেছিলেন দক্ষিণ ভারতের ওই সুপারস্টার। পরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে উপস্থিত সকলের সাথে নামাজেও অংশ নিতে দেখা যায় সাদা শার্ট ও স্কাল টুপি পরিহিত অভিনেতাকে। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে। পরিচালক বেঙ্কট প্রভুর অ্যাকশন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) শেষবার অভিনয় করতে দেখা গেছে বিজয়কে। ওই ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন প্রশান্ত, প্রভু দেবা, মোহন, আজমল আমির, বৈভব, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরীকে। বিজয়ের পরবর্তী ছবি ‘জন নয়াগন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক এইচ বিনথের এই ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ল, প্রকাশ রাজ’এর মত অভিনেতা অভিনেত্রীরা। আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।
মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। এর মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ মার্চ) প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। আন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। এর সঙ্গে ছিল দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ রুপিতে বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া পুনেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া দুই লাখ রুপি। অন্যদিকে এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দুটি পেন্ট হাউস ছিল প্রিয়াঙ্কার। ২০২৩ সালে ছয় কোটি রুপিতে বাড়ি দুটি বিক্রি করে দেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালেও ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি। এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন? গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে একসময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। এ জন্যই কি প্রিয়াঙ্কা ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? ২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর পর এখনো পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।
কালো পোশাকে ভয়ংকর লুকে নুসরাত ফারিয়া

কালো পোশাকে ভয়ংকর লুকে নুসরাত ফারিয়া আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন ৩’। তার সপ্তাহ তিনেক আগেই প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে। তাদের মাঝে কালো পোশাকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন টু’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন থ্রি’র পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকে চিনতেই পারেনি। নায়িকার এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের- তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে ‘জ্বীন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এ নির্মাতা বলেন, ‘‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলেছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।’
রাশমিকার সঙ্গে রোমান্স করতে সালমান নিলেন ১৬৭ কোটি টাকা

রাশমিকার সঙ্গে রোমান্স করতে সালমান নিলেন ১৬৭ কোটি টাকা বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এতে ৩০ বছরের ছোট ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার সঙ্গে সালমান খানকে রোমান্স করতে দেখা যাবে। পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে সালমান-রাশমিকাকে। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান? ফিল্মিবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমার জন্য ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি) চার্জ করেছেন। অন্যদিকে, রাশমিকা মান্দানা সিনেমাটির জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। গত বছর একের পর এক হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। সরকারি ও ব্যক্তিগতভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন সালমান। হত্যার হুমকি মাথায় নিয়েই ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেন তিনি। কেবল তাই নয়, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরেও আঘাত পান তিনি। সবকিছু মিলিয়ে এই পারিশ্রমিক সালমানের প্রাপ্য বলে মন্তব্য তার ভক্ত-অনুরাগীদের। ‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সালমানের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান, রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল, শরমন জোশী, কিশোর প্রমুখ। মুম্বাইয়ে সিনেমাটির শেষ লটের শুটিং চলছে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
যেখানে আগে দেখা যায়নি এই পলাশকে

যেখানে আগে দেখা যায়নি এই পলাশকে আসছে ঈদে একেবারেই ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। যেখানে তাকে দেখা যাবে একজন বোহেমিয়ান বক্সারের চরিত্রে। পলাশকে এমন চরিত্রে ফুটিয়ে তুলবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। জানা গেছে, এই নির্মাতার নতুন নাটক ‘খালিদ’-এ বোহেমিয়ান বক্সারের চরিত্রে পর্দায় আসবেন পলাশকে। বৃহস্পতিবার (৬ মার্চ) নির্মাতা অংশু ও পলাশ ‘খালিদ’র পোস্টার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেলো ভক্তরা। পলাশ জানান, নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন। পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ। ‘খালিদ’-এ পলাশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।