ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা প্রার্থনায় তারকারা

ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা প্রার্থনায় তারকারা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিষাদ নামিয়েছে। সবাই প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চাইছেন, দোয়া করছেন। তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়ে বিনোদন অঙ্গনের তারকারাও ফেসবুকে লিখেছেন তাদের অনুভূতি। চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।’তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’আরিফিন শুভ তামিমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।’ তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।’ শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!’ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের অ্যানজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে। পরানো হয়েছে রিং। বর্তমানে ভালো আছেন তামিম। জ্ঞান ফিরেছে তার। কথাও বলেছেন তিনি। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
রাশমিকা বা ওর বাবারও সমস্যা নেই, আপনাদের সমস্যা কোথায়

রাশমিকা বা ওর বাবারও সমস্যা নেই, আপনাদের সমস্যা কোথায় ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার ৩১ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘অ্যানিমেল’খ্যাত এই তারকা। পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করেছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় চর্চা চলছে। অবশেষে এ নিয়ে কড়া জবাব দিলেন সালমান খান। সালমান খান বলেন, “আমার আর রাশমিকার ৩১ বছর বয়সের ব্যবধান, লোকজন তা নিয়ে কথা বলতে ব্যস্ত। এটা নিয়ে রাশমিকার কোনো সমস্যা নেই, ওর বাবারও কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের সমস্যা কোথায় ভাই? রাশমিকার যখন বিয়ে হবে, ওর মেয়ে হবে, আমি তখন ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।” গতকাল মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ সিনেমার ট্রেইলার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান-রাশমিকা। সেই মঞ্চে কথাগুলো বলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান। কথা বলার সময়ে তাকে বেশ রাগান্বিত দেখায়, যার ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
মা ছাড়া জীবন কতটা বেদনার তা মা-হারা মেয়েরাই জানে

মা ছাড়া জীবন কতটা বেদনার তা মা-হারা মেয়েরাই জানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান তার মা। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা। রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, “মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।” মা ঝরনাকে উদ্দেশ্য করে পূজা লেখেন, “বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।” মা-হারা মেয়েরাই জানে জীবন কতটা বেদনার। এ তথ্য উল্লেখ করে পূজা চেরি বলেন, “জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা, তারা কি জানে, যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।” প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে পূজা চেরি লেখেন, “তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।” চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝরনা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।
ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক

ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান নামে এক যুবককে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাতে ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। রাকিবুলের চাকরিচ্যুতির খবর ফারিয়াকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটি শেয়ারও করেছেন এই অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।” কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “আমার সহকর্মী, রাজনীতিবিদ, এক্টিভিস্ট, কলেজ পড়ুয়া মেয়েসহ অনেকে আমাকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিবাদ জরুরি। সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন প্রতিবাদ জারি রাখি।”কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। তাতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় ফারিয়াকে। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” শবনম ফারিয়া সেই ভিডিওর কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান।
বীরের পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের

বীরের পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন শুক্রবার (২১ মার্চ)। এদিন ছয় বছরে পা রাখল বীর। ছেলের জন্মদিনে শাকিব খান সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন। ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব খান। সেখানে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি! শাকিব খানের ওই পোস্টে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন। উল্লেখ্য, ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান। এর আগে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপুর ঘরেও শাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয়।
এবার পালা নুসরাতের নতুন ইনিংস শুরুর

এবার পালা নুসরাতের নতুন ইনিংস শুরুর অভিনয় আর রূপ দিয়ে প্রায় দেড় দশক ধরে ভারতের টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান। এবার শুরু নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত ইতোমধ্যেই হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন। এবার পালা নুসরাতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন নায়িকা। টিপস মিউজিকের পক্ষে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেঠি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে দেখা যাবে কলকাতার এই নায়িকাকে। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে। সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। দূর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। নুসরাতের সঙ্গে একঝাঁক ছেলে-মেয়েরাও মিউজিক ভিডিওতে অভনিয়ে করেছেন।
নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামে নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন এই পরিচালক। শিহাব শাহীন বলেন, “একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিকভাবে জটিলতা দেখা যায়। যেমন— পরস্পরকে বুঝতে পারার ব্যাপার। মূলত, এই দিকটা উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক তেমন প্র্যাকটিক্যালও।” নাটকটিতে আরো অভিনয় করেছেন— মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা

মায়ের ‘মূল্যবান পরামর্শ’ জানালেন রাভিনা কন্যা বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন পদ্মশ্রী জয়ী এ অভিনেত্রী। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে কন্যা ও পুত্র সন্তান রয়েছে। রাভিনার কন্যা রাশা চলতি বছরের শুরুতে বলিউডে পা রেখেছেন। অভিনেত্রী রাভিনার বাবার নাম রবি ট্যান্ডন। তিনিও প্রখ্যাত পরিচালক-প্রযোজক। জীবদ্দশায় নানাভাবে মেয়েকে পথ দেখিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ার ও অর্জিত অভিজ্ঞতা থেকে মেয়েকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাভিনা। মায়ের পরামর্শকে ‘গোল্ডেন অ্যাডভাইস’ বলে মন্তব্য করেছেন রাশা। কিছুদিন আগে ফিল্ম ফেয়ারকে সাক্ষাৎকার দেন রাশা থাদানি। মায়ের মূল্যবান পরামর্শের বিষয়ে এই অভিনেত্রী বলেন, “কেবল চলচ্চিত্রেই নয়, সাধারণ জীবনেও বিনয়ী হওয়া জরুরি। তবে আমার নানা আমাকে যে কথা বলেছিলেন, আমার মা-ও তা মেনে চলেছেন। আমার সঙ্গেও তা পুনরাবৃত্তি করেছেন। আর তা হলো— ‘সেটে পরিচালক হলেন বস। তুমি শুধু চুপচাপ শুনবে। কোনো মতামত দেওয়ার দরকার নেই, না। তোমাকে আত্মসমর্পণ করতে হবে, পরিচালক যা বলেন তা শুনতে হবে। কারণ তার একটি লক্ষ্য আছে এবং তিনি জানেন তিনি কী করছেন।” ‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশা থাদানির। সিনেমাটির ট্রেইলারে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। যদিও প্রেক্ষাগৃহে মুক্তির পর সাড়া ফেলতে পারেনি অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমা। এতে রাশার বিপরীতে অভিনয় করেন অজয় দেবগনের ভাগনে আমান দেবগন।রাবিনা ট্যান্ডনের কন্যার আসল নাম রাশা নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব। পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি রাশার আগ্রহ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টেও দেখা যায় তাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন রাশা। গানও গাইতে পারেন ১৯ বছরের এই অভিনেত্রী। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার নানা রবি ট্যান্ডনকে দিয়েছেন।
৬০তম জন্মদিনে প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান

জন্মদিনে প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান ৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকা গৌরী স্প্রাটের পরিচয় করিয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির জানালেন, গত দেড় বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরুনিবাসী এই মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের জল্পনা চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরীর ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান। আমির জানান, তারই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের। কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন বছর দেড়েক আগে। গৌরীর সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন করছেন তিনি। তামিল ও আইরিশ বংশোদ্ভূত গৌরীর একটি ছয় বছরের ছেলেও রয়েছে। এদিকে আমির খানের ৬০তম জন্মদিনে প্রেমের বিষয়ে জানানোর পর ভক্ত-অনুরাগীদের গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে এটা ভেবে তড়িঘড়ি করে একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এরপর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।’ গৌরীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই যে তিনি আলোচনায় থাকবেন, এ কথা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন আমির। তাই আগেভাগেই একজন দেহরক্ষী নিযুক্ত করেন। এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সকলকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’ ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবের সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে। সংবাদমাধ্যমকে আমির জানান, গৌরীর সঙ্গে আগে শাহরুখ ও সালমানের পরিচয় করিয়ে দেন তিনি। তার পর বাকিদের জানান আমির। ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই কন্যার সঙ্গে পরিচয় অভিনেতার। দীর্ঘ বছরের এই পরিচয়ের পর বছর দেড়েক ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, প্রেমিকা গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন আমির? নাকি এ ভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন। প্রসঙ্গত, ১৯৮৬ সালে অভিনেত্রী রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান। উল্লেখ্য, ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।
বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না অভিষেক বচ্চন

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না অভিষেক বচ্চন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ভালোবেসে ঘর বেঁধেছে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। এ সংসারে আরাধ্য নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। রুপালি পর্দায়ও অনেকবার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। তার পরবর্তী সিনেমা ‘বি হ্যাপি’। এ সিনেমার গল্পও বাবা-মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে। সিনেমাটির প্রচারে গিয়ে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সমীকরণ নিয়ে কথা বলেছেন অভিষেক। বাবা-মায়ের ভূমিকাও ব্যাখ্যা করেছেন। এক পর্যায়ে অভিষেক জানান— বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না। অভিষেক বচ্চন বলেন, “অনেক সময় আমরা ভুলে যাই, একজন বাবা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয়, পুরুষরা প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা ভালো না। এটি তাদের বড় একটি দুর্বলতা। তাদের খুব নীরবে যেকোনো দায়িত্ব বা চাপ গ্রহণ করে তা এগিয়ে নিয়ে যেতে হয়।” সন্তানের কাছে বাবা কখনো মায়ের বিকল্প হতে পারেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “বাবা কখনো মায়ের বিকল্প হতে পারে না। নারীরা উচ্চতর জাতি। কিন্তু একজন বাবার কাজকে অবহেলা করা উচিত নয়। মাঝে মাঝে বলা উচিত— বাবা হয়তো একজন মায়ের তুলনায় কিছুই না, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেন।” বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না বলে মনে করেন অভিষেক। তার ভাষায়, “সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আপনি আপনার সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালন-পালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার উপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা।” রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— নোরা ফাতেহি, নাসের, ইনায়েত ভার্মা, জনি লিভার প্রমুখ। আগামী ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি।