মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা

মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগির মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচই-তে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, নতুন মুখ অদিতি এবং বৃষ্টি। নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।” নতুন মোশাররফ করিমকে দেখা যাবে সিরিজটিতে। এই অভিনেতা বলেন, “দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন। এই সিরিজে রুনা খান গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক ভিন্নধর্মী নারীর চরিত্রে অভিনয় করেছেন।” এছাড়া তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম এবং ফারহানা হামিদও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। অদিতি ও বৃষ্টি এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখবেন। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সবার জন্য এটি ছিল দুর্দান্ত এক জার্নি। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।”
রেইড টু প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় বক্স অফিসে

রেইড টু প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় বক্স অফিসে ‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গত ১ মে ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’। এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)। ২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা। মুক্তির প্রথম চারদিন বক্স অফিসে ভালো সাড়া ফেলে। তবে সময়ের সঙ্গে এই আয় কমছে। তবে ওঠানামাও করছে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা ভারতে আয় করে ১৯.২৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১২ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ৭ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৪.৭৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করে ৫.২৫ কোটি রুপি (নিট)। সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ১১৩.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করে ১৭.১৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটি টাকা)। ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে। ‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন। ‘রেইড’ সিনেমার বাজেট ছিল ৭০ কোটি রুপি। সিক্যুয়েলে তা বেড়ে দাঁড়িয়েছে ১২গ কোটি রুপিতে।
মেয়ের ছবি প্রকাশ্যে না আনার কারণ, জানালেন দীপিকা

মেয়ের ছবি প্রকাশ্যে না আনার কারণ, জানালেন দীপিকা বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ গত বছর জন্মগ্রহণ করে। তবে মেয়ের জন্মের পর থেকেই তারা দু’জনই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কোনো পাপারাজ্জি ছবি নয়, কোনো ইনস্টাগ্রাম পোস্ট নয়, মেয়ের ছবি থাকবে না জনসমক্ষে। সম্প্রতি ম্যারি চারলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলিভাবে বলেন, কেন তারা মেয়েকে মিডিয়ার আলোচনার বাইরে রাখতে চান। দীপিকা জানান, তার নিজের শৈশব ছিল একেবারেই সাধারণ। তিনি কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হলেও তার পরিবার কখনো খ্যাতির ভার চাপিয়ে দেয়নি। দীপিকা বলেন, ‘আমার বাবা কখনো আমাদের বলেননি যে তিনি একজন তারকা। আমরা নিজে নিজেই ধীরে ধীরে জেনেছি তিনি কে, সেটাও খুব সাধারণভাবে।’ এই সাধারণ, স্বাভাবিক শৈশবের অভিজ্ঞতাই দীপিকার মনে গভীর প্রভাব ফেলেছে। এখন নিজে মা হওয়ার পর, তিনি চান মেয়ে দুয়া ও একইরকম শান্ত ও সুরক্ষিত পরিবেশে বড় হোক। দীপিকার ভাষায়, ‘আমরা চাই না যে ওর নিষ্পাপ শৈশব সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার কারণে ক্ষতিগ্রস্ত হোক।’ দীপিকা ও রণবীরের মিলিত ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ১২৮ মিলিয়ন। তাদের মেয়ে দুয়ার একটি ছবিও যদি প্রকাশ পায়, তা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার ছবি বা ব্যক্তিগত মুহূর্ত তারা অনলাইনে শেয়ার করবেন না। সাক্ষাৎকারে দীপিকা এমনকি স্বীকার করেন, ‘আমি জানি না, এই কথাগুলো আমি শেয়ার করছি তাতে রণবীর কতটা স্বস্তি বোধ করবেন।’ তবে শুধু দীপিকা-রণবীরই নন, তাদের মতো অনেক বলিউড তারকাই সন্তানদের গোপনীয়তা রক্ষায় কঠোর। অনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের সন্তান ভামিকা ও আকায় এর ছবি প্রকাশ করেননি। আলিয়া ভাট ও রণবীর কাপুরও একই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মেয়ে রাহাকে ঘিরে।
আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না

আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না সদ্যই মুক্তি পেয়েছে সুরিয়ার ‘রেট্রো।’ ২০২৪ সালে ‘কাঙ্গুভা’র ব্যর্থতার পর ‘রেট্রো’ সুরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এর ট্রেলারও বেশ আশা জাগিয়েছে। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। নেটিজেনদের সমালোচনাও শোনা যাচ্ছে রেট্রোকে ঘিরে। সুরিয়ার অভিনয় ঘিরেই নেটিজেনদের আলোচনা চলছে। তবে দক্ষিণী এ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েন, তিনি কোনো মহান অভিনেতা নন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। ‘রেট্রো’-তে একসঙ্গে কাজ করেছেন সুরিয়া ও পরিচালক কার্তিক সুব্বারাজ। সম্প্রতি সিনেমাটির একটি প্রচারণামূলক আলোচনায় উপস্থিত ছিলেন কার্তিক সুব্বারাজ, সংগীত পরিচালক সান্তোষ নারায়ণন ও সুরিয়া। যেখানে অভিনেতা বেশ বিনয়ী ভঙ্গিতে নিজের অভিনয় নিয়ে কথা বলেন সুরিয়া। পরিচালক কার্তিক জানান, কিভাবে সুরিয়া ছোট ছোট প্রতিটি দৃশ্যেও অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে কাজ করেছেন। সুরিয়ার অভিনয়ের প্রশংসা করেন এ পরিচালক। জবাবে সুরিয়া বলেন, ‘আমি মহান অভিনেতা নই। অনেকে বলেন আমি বেশি অভিনয় করি। এটা তাদের মত। আমি শুধু সেই কথা মনে রাখি, যা পরিচালক বালা একদিন আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে শুধু সৎ থেকো। যদি তুমি চরিত্রের আবেগ থেকে বেরিয়ে যাও আর আমি সেটা বুঝতে না পারি, তাহলে আমাকে বলো। আমি খুশি হব।’ তিনি আরো বলেন, ‘আমি বালার ইউনিভার্সিটিতেই পড়েছি। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিবার সফল হই না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি।’ অনুষ্ঠানে উঠে আসে সুরিয়ার ভাই কার্থির কথাও। সুরিয়া স্বীকার করেন যে, তার ছোট ভাই কার্থি রুপালি পর্দায় একেবারে ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসেন। তিনি বলেন, “কিছু জিনিস আমি পারি, আবার কিছু জিনিস পারি না। যেমন ‘মেইয়াঝাগান’ সিনেমার মতো কোনো চরিত্র আমি পারব না। আমি কার্থি হতে পারি না। আমি মেইয়াঝাগান হতে পারি না। কিছু জিনিস আমি খোলাখুলিভাবে মেনে নিই যে আমি পারি না।” সুরিয়া ও পূজা হেগড়ে অভিনীত ‘রেট্রো’ মুক্তি পায় ১ মে এবং এটি বক্স অফিসে নানির ‘হিট ৩’-এর সঙ্গে মুখোমুখি হয়। কার্তিক সুব্বারাজ পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও এটি সেভাবে সাড়া ফেলতে পারছে না। বিপরীতি ‘হিট ৩’ তামিল বক্স অফিস দখলে রেখেছে।
মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান

মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা। নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি। মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র্যাপারদের মতো’। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়। তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, ‘আমি জিন্স আর টি-শার্টের লোক,’—বললেন কিং খান। অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। ‘ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,’ বললেন শাহরুখ খান। মেট গালার সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ
বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা

বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা প্রথমবার মেট গালার ব্লু গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই তারকা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দিলেন। এ অনুষ্ঠানে তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি পোশাকে সজ্জিত হন কিয়ারা। তার সাংস্কৃতিক শিকড় এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই এই পোশাকের মাধ্যমে উদযাপন করেছেন। কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ‘ব্রেভহার্টস’। ফ্যাশনের চেয়েও বেশি ছিল— নারীত্ব, বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা। নির্ভুল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে ঘুংরু এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে। দুটি প্রতীকী রূপ— মাদার হার্ট এবং বেবি হার্ট। একটি চেন নাভির কর্ড দ্বারা সংযুক্ত ছিল, যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে। কালো-সোনালি এই পোশাকে হবু মা কিয়ারার চোখে-মুখে উজ্জ্বল দীপ্তি ছিল। কিয়ারা আদভানির সঙ্গে অবস্থান করছেন তার বর-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মেট গালায় অংশ না নিলেও, অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য মার্কিন মুলুকে রয়েছেন এই অভিনেতা।
নতুন সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক শ্রদ্ধার

নতুন সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক শ্রদ্ধার জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। এবার জানা গেল, নতুন সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন ‘আশিকি’খ্যাত এই তারকা। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্ত্রী টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করেন শ্রদ্ধা কাপুর। এ চরিত্রের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন তিনি। একতা কাপুরের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকার বেশি)। শুধু তাই নয়, সিনেমাটির লভ্যাংশও নেবেন এই অভিনেত্রী। বক্স অফিস সম্পর্কিত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটি সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে হিন্দি সিনেমায় প্রধান নারী চরিত্র রূপায়নকারীর সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি এটি। ১৭ কোটি রুপিতে শ্রদ্ধাকে চুক্তিবদ্ধ করাতে পেরে খুশি একতা কাপুরও। রাহি অনিল বার্ভের সিনেমাটি শ্রদ্ধার হিন্দি সিনেমার সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ‘স্ত্রী টু’-এর পরবর্তী পর্ব হতে যাচ্ছে।” পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুরের থ্রিলার ঘরানার এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন রাহি অনীল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে শ্রদ্ধার কোনো মন্তব্য পাওয়া যায়নি। শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। এটি পরিচালনা করেন অমর কৌশিক। এতে তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি।
জায়েদ খানের গোপন সংসার যুক্তরাষ্ট্রে?

জায়েদ খানের গোপন সংসার যুক্তরাষ্ট্রে? ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে জায়েদ খানকে ব্যস্ত দেখা গেলেও তা এখন কেবলই অতীত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখনো সেখানেই বসবাস করছেন এই নায়ক। এদিকে, গুঞ্জন উড়ছে মার্কিন মুলুকে বিয়ে করেছেন জায়েদ খান। কনে মার্কিন নাগরিক। আর সেখানে গোপনে সংসার পেতেছেন তারা। এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি কী বিয়ে করেছেন জায়েদ খান? সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জায়েদ খান। নিউ ইয়র্ক থেকে একটি গণমাধ্যমে এ নায়ক বলেন, “আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে।” কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে জায়েদ খান বলেন, “আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।” অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে সেলিব্রেটিদের নিয়ে টক শো উপস্থাপনা করছেন। জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত বছরের শুরুতে মুক্তি পায় এটি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।
জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি

জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতুহল। প্রিয় তারকা কি খাচ্ছেন, কি পরছেন, কাকে ফলো করছেন, কাকে মন দিচ্ছেন; সবকিছু। এসব কৌতুহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তিজীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে। সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়ে। তারকাদের সংসার ভাঙ্গার খবর মেনে নিতে পারেন না ভক্তরা। ঢাকাই শোবিজে অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি টিকিয়ে রাখতে পারেননি। জেমস- ভালোবেসে ১৯৯১ সালে মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল জেমস। কিন্তু সে সংসার টেকেনি, ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। বেনজিরকে বিয়ে করার জন্য জেলেও যেতে হয়েছিল জেমসকে। এতকিছুর পর সে সংসারও টিকল না এই মহাতারকার। দুই বিচ্ছেদের পর আর কার সঙ্গেই সংসার শুরু করতে পারেননি জেমস। শাকিব খান- ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে, আব্রাম খান জয়। ২০১৮ সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে সেই বিয়ের খবর জানিয়েছিলেন অপু, যা পছন্দ হয়নি শাকিব খানের। এর তিন মাসের মধ্যেই ডিভোর্স দেন অপু। এরপর তার জীবনে আসে আরেক নায়িকা শবনম বুবলী। ২০১৮ সালের জুলাইয়ে তাকে বিয়ে করেন শাকিব। সে সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে, নাম শেহজাদ খান বীর। এরপর বুবলীকে ডিভোর্স দেন নায়ক। এক সাক্ষাতকারে নায়ক স্পষ্ট জানিয়ে দেন, অপু এবং বুবলী দুজনেই তার কাছে অতীত। এরপর এই নায়ক আর কারো সঙ্গে এখনো ঘর বাধেন নি। আরিফিন শুভ- ভালোবেসে ২০১৫ সালে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায়। তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন। হঠাৎ করেই গেল বছরে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে বলে জানান আরিফিন শুভ। এরপর তিনি আর বিয়ে করেননি। শরিফুল রাজ- ২০২১ সালে অক্টোবরে ভালোবেসে পরীমনিকে বিয়ে করেন শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট পুত্র সন্তানের বাবা হন রাজ। রাজ ও পরীর সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মনের অমিল, বনিবনা না হওয়ায় ২০২৩ সালে সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর এখনও কারো সঙ্গে সংসার পাতেননি এই নায়ক।
ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী

ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করেন তিনি। বাংলাদেশকে নিয়ে যত ধরণের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচনার পাত্র। তিনি আর কেউ নন- বলছি, কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা! এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’ ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জের তারকাদেরও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মির কাছে দেব থাকবে না।’