খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, মা*রা গেলেন তানিন সুবহা

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, মা*রা গেলেন তানিন সুবহা ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে। গত কয়েক দিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এজন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। এর আগে চিত্রনায়িকা তানিন সুবহাকে হঠাৎ ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।
২৫০ কোটির বাড়ি বানালেন রণবীর-আলিয়া !

২৫০ কোটির বাড়ি বানালেন রণবীর-আলিয়া ! বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বানিয়েছেন ২৫০ কোটির নতুন বিলাসবহুল বাড়ি। বান্দ্রায় কাপুর পরিবারের পৈতৃক ভিটেয় তৈরি হয়েছে এই ছয়তলা বিশিষ্ট ‘কাপুর ম্যানশন’। অভিজাত এই বাড়ি দেখতে যেমন রাজপ্রাসাদ, তেমনই দামেও পিছিয়ে নেই শাহরুখ খানের ‘মন্নত’ বা অমিতাভ বচ্চনের ‘জলসা’র তুলনায়। রণবীরের বাবা প্রয়াত ঋষি কাপুর ও মা নীতু কাপুর উত্তরাধিকার সূত্রে পান কাপুরদের পুরোনো বাড়ি। সেখানেই পুরোনো ভবন ভেঙে গত দেড় বছর ধরে নতুন বাড়ি নির্মাণ করিয়েছেন রণবীর-আলিয়া। বলিউড সূত্র জানায়, সম্প্রতি বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুভ দিনক্ষণ দেখে গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে পাপারাজ্জিদের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ব্যালকনি সাজানো হয়েছে নানা রকম ফুল ও গাছে। গোটা ভবনজুড়ে আধুনিক ধূসর রঙের ছোঁয়া, যা আবারও এই তারকা দম্পতির সৌন্দর্যবোধ ও রুচির পরিচয় দেয়। জানা যায়, ১৯৮০ সালে রাজ কাপুর ও কৃষ্ণারাজ কাপুর এই সম্পত্তি ঋষি কাপুর ও নীতু কাপুরের নামে লিখে দেন। সেই সূত্রেই নতুন করে তৈরি হয়েছে এই বিলাসবহুল ছয়তলা বাড়ি। সূত্র আরও জানিয়েছে, বাড়ির রেজিস্ট্রি হবে রণবীর-আলিয়ার কন্যা রাহার নামে। ঠাকুমার নামে থাকা বাড়ির অর্ধেক রাহাকে উপহার দিতে চান তারা। বর্তমানে রণবীর ও আলিয়া আলাদা ফ্ল্যাটে থাকেন নীতু কাপুরের সঙ্গে। তবে নতুন বাড়ি তৈরি হয়ে গেলে তারা এক ছাদের নিচে থাকার পরিকল্পনা করেছেন। পাশাপাশি, এই তারকা জুটির আরও চারটি ফ্ল্যাট রয়েছে বান্দ্রাতেই, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা। এ ছাড়া নীতু কাপুর সম্প্রতি নিজ নামে ১৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত, রণবীর বর্তমানে ব্যস্ত আছেন ‘রামায়ণ’-এর শুটিংয়ে এবং আলিয়া আন্তর্জাতিক পর্যায়ের একাধিক প্রজেক্টে কাজ করছেন। ব্যস্ততার মাঝেও নিয়মিত সময় বের করে নতুন বাড়ির অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন তারা।
বয়স নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে পোস্ট মুছলেন অমিতাভ

বয়স নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে পোস্ট মুছলেন অমিতাভ সামাজিক মাধ্যমে বেশ সরব বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ারা আগে প্রায়ই কিছু না কিছু পোস্ট করেন অভিনেতা। ব্যক্তিজীবনের ভাবনা-কথা তুলে ধরেন তিনি। আর তার সেসব পোস্ট দেখার জন্য মুখিয়েও থাকেন তার ভক্তরা।এক্স হ্যান্ডেলে অমিতাভের রয়েছে ৪৯ মিলিয়ন ভক্ত। তাদের জন্য এবার রাত জেগে পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু এক নেটিজেনের রোষানলে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা; শুনতে হয় বয়স নিয়ে কটাক্ষ।অমিতাভকে রাত জাগতে দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘শাহেনশাহ রাত জেগে কী করছেন? ঘুমোতে যান, বুড়ো হয়েছেন আপনি।’ আর তাতে চুপ থাকেননি অমিতাভ। পাল্টা জবাবে লেখেন, ‘চিন্তা করো না, ঈশ্বর চাইলে একদিন তোমারও বয়স হবে বাছা।’যদিও পোস্টটি করে সঙ্গে সঙ্গে মুছে দেন। তবে ততক্ষণে তার সেই উত্তরের স্ক্রিনশট হয়ে ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়স হয়েছে অমিতাভের। এই বয়সেও ক্লান্তি নেই অভিনেতার; সিনেমার শুটিং করছেন। পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। আর ছুটির দিনে অনুরাগীদের দর্শন দেন।
দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়েছে চ্যানেলটির প্রথম নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। চমকপ্রদ খবর হলো, জিরো সাবস্ক্রাইবারের এ চ্যানেলে নাটকটি মুক্তির পর আজ পর্যন্ত দুই মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক। সোমবার দুপুরে নাটকটির নির্মাতা জানিয়েছিলেন, একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল। একেবারে শূন্য থেকে শুরু। এমন একটা চ্যানেল থেকে রিলিজ পেয়ে দ্রুতই দুই মিলিয়ন ভিউজ পেয়ে গেল ‘প্রিয় প্রজাপতি‘। এরপর দর্শকদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় দর্শক, আমার প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা আর আস্থা রয়েছে, তা আবারও প্রমাণ হয়ে গেল। সত্যি বলতে, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সেই শক্তিতেই এগিয়ে চলি। একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। ‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।
হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এ কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনো কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি।ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা

মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুবহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, চিকিৎসকরা পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় লাইফ সাপোর্ট খুলে দিতে চান। এ নিয়ে কথাও হচ্ছিল, আমিও ছিলাম সেখানে। কিন্তু হাসপাতাল থেকে আমি একটু কাজে বাইরে আসার পরেই ওর পরিবার থেকে আমাকে ফোন করে জানাল, ডাক্তাররা আন-অফিশিয়ালি তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। আমি হাসপাতালেই যাচ্ছি আবার। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহাই। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।
বিয়ের ৫২ বসন্ত পূর্ণ করলেন অমিতাভ-জয়া

বিয়ের ৫২ বসন্ত পূর্ণ করলেন অমিতাভ-জয়া অমিতাভের পরনে সোনালি রঙের শেরওয়ানি, গলায় গোলাপি ওড়না। জয়া বচ্চন লাল টুকটুকে লেহেঙ্গায় সেজেছেন। বিয়ের মণ্ডপে হাতে হাত রেখে পরস্পর বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন বরেণ্য এই দুই তারকা। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব জীবনের। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ের সময়ে এভাবে ফ্রেমবন্দি হন তারা। মঙ্গলবার (৩ জুন) বিবাহিত জীবনের ৫২ বছর পূর্ণ করলেন অমিতাভ-জয়া। সকাল থেকেই এ দম্পতির ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের বিয়ের ছবি পোস্ট করে প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অবশেষে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন অমিতাভ বচ্চন। মাইক্রোব্লগিং সাইট এক্সে অমিতাভ বচ্চন লেখেন, “বিবাহবার্ষিকীতে যারা জয়া ও আমাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আলাদাভাবে উত্তর দিতে পারব না, দুঃখিত।” একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন অমিতাভ-জয়া। শোনা যায়, হৃষিকেশ মুখার্জির ‘গুড্ডি’ (১৯৭১) সিনেমার শুটিং সেটেই নাকি তাদের সম্পর্কের রসায়ন গভীর হয়েছিল। ১৯৭৩ সালে বিয়ের বছরই তাদের ‘অভিমান’ সিনেমাটি হিট হয়। এটিও পরিচালনা করেন হৃষিকেশ। সেই থেকে তারকা জুটির ব্যক্তিগত রসায়ন যেন আরো গাঢ় হয়ে ওঠে। ‘সিলসিলা’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’-এর মতো একের পর এক সিনেমা উপহার দিয়ে দর্শক হৃদয়ে দোলা দেন তারা। শেষ ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমিতাভ-জয়াকে। এর আগে বিশেষ এই দিনের স্মৃতিচারণ করে অমিতাভ জানিয়েছিলেন, বিয়ের দিন পন্টিয়াক স্পোর্টস গাড়িতে চড়ে ভাড়া বাড়ি ‘মঙ্গল’ থেকে বাবা-মা এবং ড্রাইভার নাগেসকে নিয়ে মালাবার হিলসে জয়ার এক পরিবারিক বন্ধুর অ্যাপার্টমেন্টে রওনা হয়েছিলেন। সেদিন কয়েক ফোটা বৃষ্টিও হয়েছিল। সেই সময় এই অভিনেতার প্রতিবেশীরা চিৎকার করে বলেছিলেন, “তাড়াতাড়ি বিয়ে করতে যাও, বৃষ্টি হচ্ছে, ভালো লক্ষণ।” অমিতাভ-জয়ার দুই সন্তান—ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা। বাবা-মায়ের পথ ধরে রুপালি জগতে পা রেখেছেন অভিষেক। অন্যদিকে, শ্বেতা বিজ্ঞাপনে অভিনয় করলেও সিনেমায় তাকে দেখা যায়নি। অমিতাভ-জয়ার পুত্রবধূ হয়ে এসেছেন বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন।
আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা

আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা নিঃসন্দেহে বর্তমান ভারতীয় সিনেমার অন্যতম গুণী ও জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। মালয়ালমের গণ্ডি পেরিয়ে তিনি তামিল-তেলেগুতেও দেখিয়েছেন নিজের অভিনয়ের দাপট। ফাহাদের সঙ্গে কাজ করাটা আনন্দদায়ক বলেই উল্লেখ করেছেন অনেক তারকা সহকর্মী। এবার দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণানও জানালেন নিজের এক ইচ্ছার কথা।সম্প্রতি ‘ঠাগ লাইফ’ সিনেমার প্রচার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তৃষা। ফাহাদ ফাসিলের প্রশংসা করেন তৃষা জানান, ‘আবেশাম’ সাম্প্রতিক সময়ে তাঁর দেখা প্রিয় চলচ্চিত্রগুলোর একটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ। তৃষা বলেন, “আমি ফাহাদ ফাসিলের সঙ্গে কাজ করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। সিনেমার ঘরানা যাই হোক না কেন, তিনি অসাধারণ অভিনয় করেন। ‘আভেশাম’ আমার অন্যতম প্রিয় সিনেমা।”সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটও ফাহাদের প্রশংসা করেন। ফাহাদ ফাসিলকে একজন দুর্দান্ত অভিনেতা উল্লেখ করে আলিয়া জানান, ‘আবেশাম’ তার অন্যতম প্রিয় সিনেমা। তিনি অবশ্যই কোনো একদিন ফাহাদের সঙ্গে কাজ করতে চান। তৃষাকে সামনে দেখা যাবে কমল হাসানের সঙ্গে ঠাগ লাইফে। সিনেমাটিতে কমল হাসানের সঙ্গে রোমান্সের দৃশ্য করে বেশ বিতর্কিত হয়েছেন এ অভিনেত্রী। তবে এসব গায়ে মাখতে রাজি নন তিনি। অন্যদিকে, ফাহাদ ফাসিল তার চলচ্চিত্র ‘ওদুম কুথিরা চাদুম কুথিরা’র শুটিং শেষ করেছেন। এছাড়া মারিসান এবং মামুত্তির সঙ্গে একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।
মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি

মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি এক সময় ছিলেন পাকিস্তানের নাগরিক। জন্ম পাকিস্তানে, তবে তার শিল্পীজীবনের সর্বোচ্চ স্বীকৃতি ও ভালোবাসা তিনি পেয়েছেন ভারতে। এদেশেই তিনি পেয়েছেন নাগরিকত্ব, পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বরাবরই তিক্ত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে তার মা মারা গেলে তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে অংশ নিতে ভিসার আবেদন করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয়নি। আদনান বলেন, “আমি ওদের বললাম, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।” তিনি জানান, “আমি টাকার জন্য ভারতের নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। একজন শিল্পীর কাছে ভালোবাসাই আসল। ভারত সেটা দিয়েছে, পাকিস্তান দেয়নি।” ২০১৬ সালে মোদি সরকারের সময় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলেও জানান গায়ক। তিনি বলেন, “এখানে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে। পাকিস্তানে সেই সম্মান আমি কখনও পাইনি।”
বিরতি ভেঙে ফিরছে ব্ল্যাকপিংক

বিরতি ভেঙে ফিরছে ব্ল্যাকপিংক আড়াই বছরের বেশি সময় পর নতুন গান নিয়ে ফিরছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংক’। রোজ, জেনি কিম, লিসা, জিসু কিমকে এবার একসঙ্গে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। গত কয়েক বছরে দলের সদস্যরা একক গান গেয়েছেন, কেউ কেউ অভিনয়েও মনোযোগী হয়েছেন। কিন্তু একসঙ্গে গান বাঁধেননি তারা। দ্য কোরিয়া টাইমস লিখেছে, ওয়াইজি এজেন্সির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রযোজক ইয়াং হিউন-সুক একটি ভিডিও বার্তায় বলেন, আমরা খুব শিগগিরই ব্ল্যাকপিংকের নতুন গানের খবর ঘোষণা করতে পারব। তবে গান প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ তিনি ঘোষণা করেননি। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশ পায় এই দলের দ্বিতীয় অ্যালবাম ‘বর্ন পিংক’।এর বাইরে কেবল একটি ভিডিও গেইমের জন্য তৈরি ‘দ্য গার্লস’ গানটি প্রকাশ পেয়েছিল। নতুন গান প্রকাশের পাশাপাশি গত ফেব্রুয়ারিতে দলটি ঘোষণা দিয়েছিল চলতি বছরে গান নিয়ে ‘ডেডলাইন’ শিরোনামে বিশ্বভ্রমণে বের হবে তারা। এর উদ্বোধনী দুইটি শো হবে আগামী ৫ ও ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার গোইয়াং শহরে। ভিডিও বার্তায় ইয়াং হিউন-সুক বলেন, চলতি বছরে একাধিক নতুন শিল্পীকে পাবেন দর্শক শ্রোতারা। এর মধ্যে রয়েছে চার সদস্যের একটি গার্ল গ্রুপ ও একটি বয় গ্রুপ। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে। ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।