জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন ক্যাপিটাল ড্রামায়

জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন ক্যাপিটাল ড্রামায় ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার ১৯ জুন এসেছে নতুন নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। বসুন্ধরা টিস্যু প্রেজেন্টস নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায়-এই বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। গল্পে দেখা যাবে, সাইফ নামের এক নীতিবান যুবক এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি-শুধু আয়াত নামের একটি মেয়েকে রক্ষা করতে গিয়ে। নাটকের গল্প মোড় নেয় একটি ভয়াবহ ঘটনার পর, যখন দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেম, আত্মত্যাগ ও নীরব সাহসিকতার গল্প। নিজের চরিত্র সম্পর্কে জোভান বলেন, সাইফ এমন একজন চরিত্র, যে নিঃশব্দে ভালোবাসে এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। চরিত্রটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে, নাজনীন নাহার নিহা বলেন, আয়াত চরিত্রে অভিনয় করাটা ছিল এক কঠিন অভিজ্ঞতা। একজন নারীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম, তার ভেতরের অপরাধবোধ ও নীরব কান্না এই নাটকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। নাটকটি নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এটি শুধু প্রেমের গল্প নয়-এটি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। সমাজে এমন অনেক গল্প আছে, যেগুলো বলা হয় না। এই নাটক তাদের গল্প বলার চেষ্টা করা হয়েছে। নাটকটি নিয়ে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ক্যাপিটাল ড্রামা চ্যানেলে আমরা সবসময় এমন কনটেন্ট নির্মাণের চেষ্টা করি, যেগুলো শুধু নাটক নয় বরং ওয়েব ফিল্মের আদলে গভীর ও বিস্তৃত পরিসরে গল্প বলে। ‘মিথ্যে প্রেমের গল্প’ সেই ধারাবাহিকতাতেই একটি ভিন্নধর্মী প্রযোজনা। এই ড্রামা চ্যানেলের প্রথম কনটেন্ট ‘প্রিয় প্রজাপতি’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, এটিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করেন সজল। ৮ জুন ‘প্রিয় প্রজাপতি’ দিয়ে যাত্রা করেছে ক্যাপিটাল ড্রামা প্রতি ১০ দিন পর পর আসবে নতুন নাটক নাটক নির্মাণে থাকবেন দেশের প্রথম সারির নির্মাতারা নাটকের পাশাপাশি গানও প্রযোজনা করবে ক্যাপিটাল রেডিও।

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, গ্রেপ্তার ৩

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, গ্রেপ্তার ৩ মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বেড়েছে কয়েকগুণ। দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা এই সিনেমা এবার পড়েছে পাইরেসির ফাঁদে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ‘তাণ্ডব’-এর পাইরেটেড কপি ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার বিভাগ। আজ বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম। তিনি জানান, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়। একাধিক অনলাইনে এইচডি কনটেন্টও আপলোড করা হয়। মামলাটি তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে। ডিবির কর্মকর্তারা বলেন, টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয়। এটি কারা চালাচ্ছে, কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা শনাক্তে কাজ চলছে। এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন নাসিরুল ইসলাম। ‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও রয়েছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

ব্যর্থতার পরও বছরে কেন ৪টি সিনেমায় অভিনয় করেন অক্ষয়?

ব্যর্থতার পরও বছরে কেন ৪টি সিনেমায় অভিনয় করেন অক্ষয়? বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। নব্বই দশকে এক বছরে ১১টি সিনেমাও মুক্তি পেয়েছে তার। এখনো প্রতি বছর ৪-৫টি সিনেমায় অভিনয় করেন। গত কয়েক বছর ধরে বক্স অফিসে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অক্ষয়। চলতি মাসে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ফলে আলোচনায় রয়েছেন তিনি। বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরও প্রতি বছর এতগুলো সিনেমায় কেন অভিনয় করেন অক্ষয়? পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন ‘খিলাড়ি’ তারকা। অক্ষয় কুমার বলেন, “আমি এটা ভালোবাসি। বিভিন্ন চরিত্রে অভিনয় করাটা উপভোগ করি। তাহলে কেন করব না? কিছু লোক প্রশ্ন তুলেছেন, আমি বছরে কেন ৪টি সিনেমা করি? এটা না করার কোনো কারণ দেখি না। কাজ পেলে অবশ্যই করব। কিছু সিনেমা চলে, কিছু চলে না।” খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন, “একজন মানুষকে প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন তাকে অফিসে যেতে হয়। ঘরে বসে বলতে পারেন না, এখন একটু থেমে যাই। আমি কাজ করতে চাই। যেহেতু আমি চারটি সিনেমা করি, তাই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা আমাকে খুব আনন্দ দেয়।” নতুন চরিত্র, নতুন পরিচালকের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে অক্ষয় কুমার বলেন, “আমি এমন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি, যা নতুন। বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। এমন গল্প বলতে চাই, যা আগে কখনো বলা হয়নি। আমি খুব আনন্দিত যে, সি. শঙ্করন নায়ারের গল্প বলার সুযোগ পেয়েছি। এর আগে ‘স্কাই ফোর্স’, ‘সারফিরা’সহ বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। সবসময়ই যতটা সম্ভব চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি।” অক্ষয় কুমারের হাতে বর্তমানে চারটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ভূত বাংলা’, ‘হেরা ফেরি থ্রি’ ও মহেশ মাঞ্জেরেকর পরিচালিত একটি বায়োপিক।

আমার ফেলে আসা প্রত্যেকটি সম্পর্কই গুরুত্বপূর্ণ: জয়া

আমার ফেলে আসা প্রত্যেকটি সম্পর্কই গুরুত্বপূর্ণ: জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়িয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। এরই মধ্যে ওপার বাংলার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি কাজের স্বীকৃতিস্বরূপ প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে পুরস্কার। ব্যক্তিগত জীবনে মডেল-অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। কিন্তু ২০১২ সালে ভেঙে যায় তাদের ১৪ বছরের সংসার। তারপর থেকে সিঙ্গেল জীবনযাপন করছেন জয়া। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতার কাজ ও ব্যক্তিগত নানা বিষয় উঠে এসেছে। ব্যক্তি সম্পর্কে জটিলতা আরো বেড়েছে, এ বিষয়ে আপনার কী মত? এমন প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, “এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ… আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।” তাহলে বিয়ে নামক প্রতিষ্ঠানটাই কী পুরোনো হয়ে গেল? জবাবে জয়া আহসান বলেন, “ওগুলো তো ‘ওল্ড স্কুল’। যাইহোক, এই জিনিসগুলো আসবে। আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যতরকম মানুষ ততরকম সম্পর্ক। কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেই সম্পর্কগুলো নিয়েই আজকের আমি। সব ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ভুলটুকুও তো আমার! সেটা মেনে সামনের দিকে চলা।” দীর্ঘ দশ বছর পর বাংলা সিনেমা নির্মাণ করছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ‘ডিয়ার মা’ শিরোনামের এ সিনেমায় অভিনয় করছেন জয়া। কয়েক দিন আগে কলকাতায় সিনেমাটির পোস্টার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন জয়া।

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের সেরা ৪ নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের সেরা ৪ নাটক ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে থাকে। এই আয়োজনের প্রধান আকর্ষণ—নাটক, টেলিফিল্ম। তবে নতুন মিডিয়া হিসেবে ইউটিউব চ্যানেল নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে। ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ইউটিউবের জন্য ভিন্ন ধারার নাটক নির্মাণ করে থাকে।প্রত্যেক ঈদে কিছু নাটক দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটে যায়। নাটকের গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত বেশ কটি নাটক নিয়ে অন্তর্জালে আলোচনা চলছে। অনেক নাটকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশে ঈদের সেরা চার নাটক নিয়ে এই আয়োজন। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ আটটি কনটেন্টের মধ্যে রয়েছে চারটি একক নাটক ও চারটি শর্টস ভিডিও। বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে একক নাটক ‘আশিকি’। গত ৮ জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজারের বেশি। ‘আশিকি’ নাটকে প্রথমবার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে রয়েছেন নাজনীন নীহা। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। ট্রেন্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে শর্টস ভিডিও। পঞ্চম অবস্থানে রয়েছে একক নাটক ‘ক্ষতিপূরণ’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। তাছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ। গত ১০ জুন সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৩১ লাখ। ট্রেন্ডিংয়ের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে একক নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। তাছাড়াও অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাবেদ গাজী প্রমুখ। গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান। গত ৮ জুন পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৪৮ লাখ। ট্রেন্ডিংয়ের সপ্তম অবস্থানে রয়েছে একটি শর্টস ভিডিও। অষ্টম অবস্থানে রয়েছে একক নাটক ‘ঘ্রান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, শেলী আহসান, দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। গত ১০ জুন ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ২৯ লাখ ৯০ হাজার।

লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেত্রী সানা

লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেত্রী সানা হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল খান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তার এ রোগ শনাক্ত হয়েছে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে সানা মকবুলের সঙ্গে যোগাযোগ করে। এ আলাপচারিতা তিনি বলেন, “আমি বেশ কিছু দিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। সম্প্রতি আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আমার লিভারকে মারাত্মকভাবে আক্রমণ করতে শুরু করেছে। এখন আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।”ইমিউনোথেরাপি শুরু করেছেন সানা মকবুল। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমি শক্ত রাখার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি।” লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে চাচ্ছেন না ৩১ বছরের সানা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “চিকিৎসক এবং আমি লিভার ট্রান্সপ্ল্যান্ট এড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি, সত্যি এটি কঠিন এবং ক্লান্তিকর। কিছু সময় অন্য সময়ের তুলনায় কঠিন। তবে আমি আশায় বুক বেঁধে আছি। লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো বড় পদক্ষেপ ছাড়াই আমি সুস্থ হতে চাই। যদিও এটা সহজ হবে না। কিন্তু আমি এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নই।” সানার বাবা-মা তার পাশে আছেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এ পরিস্থিতিতে আমার পরিবার আমার পাশে রয়েছে। তবে আমার জন্য তাদেরকে কষ্টে থাকতে দেখা, আমার বেঁচে থাকার চেয়েও কঠিন। তারা আমাকে ভেঙে পড়তে দেখছে। আমার মা খুব বেশি কিছু বলেন না। কিন্তু তার নীরবতা শক্তিতে ভরপুর। আমার বাবা চিন্তিত থাকলেও আমার সামনে তার সাহসী মুখটাই দেখান। তারা আমাকে কখনো একা বোধ করতে দেন না। আরোগ্য লাভ করা কেবল ওষুধের উপর নির্ভর করে না; এটি ভালোবাসার উপরও নির্ভর করে।” লিভার সিরোসিস কী? যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য অনুযায়ী, যখন লিভারের রোগের নানা পর্যায়ের পর কোষগুলো এমনভাবে আক্রান্ত হয় যে, লিভার আর কাজ করতে পারে না, সেই পর্যায়কে লিভার সিরোসিস বলে বর্ণনা করা হয়। যখন এই রোগে আক্রান্ত হয়, তখন লিভার বা যকৃৎ তার স্বাভাবিক কাজগুলো, যেমন বিপাক ক্রিয়া, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি, ওষুধ ও রাসায়নিকের শোষণ, খাদ্যের পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা ইত্যাদি করতে পারে না। লিভার সিরোসিস একটি মারাত্মক ও অনিরাময়যোগ্য রোগ। লিভারের নানারকম রোগের মধ্যে এটিকে চূড়ান্ত পর্যায়ের একটি রোগ বলে গণ্য করা হয়। এই রোগে আক্রান্ত হলে যকৃতের ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন ছাড়া পুরোপুরি আরোগ্য হয় না। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানা মকবুল। বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন সানা মকবুল। ‘নেমেসিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে।

সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকাল মৃ*ত্যু শ্রীদেবীর

সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকাল মৃ*ত্যু শ্রীদেবীর ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক তারকা রয়েছেন, যারা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে বা আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, এমন একজন কিংবদন্তি অভিনেত্রী আছেন যিনি নিজের চেহারায় ২৯টি অস্ত্রোপচার করিয়েছিলেন? তিনি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। চলচ্চিত্র সমালোচকদের মতে, ভারতীয় সিনেমায় শ্রীদেবীর মতো জনপ্রিয়তা আর কোনো অভিনেত্রীর ছিল না। যদিও যৌবনে তার চেহারা ভিন্ন ছিল, তবুও সৌন্দর্য ধরে রাখার জন্য তিনি অসংখ্যবার অস্ত্রোপচারের দ্বারস্থ হয়েছিলেন। জানা যায়, শ্রীদেবীর সৌন্দর্য বর্ধনের এই পরীক্ষা-নিরীক্ষার তালিকায় ছিল লেজার স্কিন সার্জারি, সিলিকন ব্রেস্ট ট্রিটমেন্ট এবং ফেসলিফ্ট-এর মতো বেশ কিছু প্রক্রিয়া। যদিও তিনি স্বাভাবিকভাবেই সুন্দরী ছিলেন, কিন্তু এই ধরনের অস্ত্রোপচার তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল বলে মনে করা হয়।সূত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তার আকস্মিক মৃত্যুর মাত্র কয়েকদিন আগেও তিনি ঠোঁটের একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। শ্রীদেবী তার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ২৬৯টি ছবিতে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তার অকাল প্রয়াণ কোটি কোটি ভক্তকে শোকস্তব্ধ করে। সৌন্দর্যের প্রতি তার এই অবিরাম সাধনা এবং ২৯টি অস্ত্রোপচারের কথা আজও চলচ্চিত্র মহলে আলোচনার বিষয়।

অবশেষে অনুদানের টাকা ফেরত দিতেই হলো শাকিব খানকে

অবশেষে অনুদানের টাকা ফেরত দিতেই হলো শাকিব খানকে ২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের আমলে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন দেশসেরা নায়ক শাকিব খান৷ অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) ২০২২ সালের ২১ আগস্ট গ্রহণ করেন এই তারকা৷ এরপর পেরিয়ে যায় দীর্ঘ সময়৷ কিন্তু ৩ বছরেও ‘মায়া’ চলচ্চিত্রের শুটিংয়ের খবর পাওয়া যায়নি৷ বেশ কয়েক দফায় তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে শাকিব খানসহ অন্যদের তাগিদ দেয়৷ কিন্তু তাদের সাড়া মেলেনি৷ হাসিনা সরকার পতনের পর গত ২৮ মে গণমাধ্যমে ‘অনুদানের সিনেমা নিয়ে শাকিবের নয়-ছয়’ শিরোনামের খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নেয় তথ্য মন্ত্রণালয়। পুনরায় শাকিব খানকে চিঠি দিলে তিনি অনুদানের প্রথম কিস্তির টাকা সম্প্রতি ফেরত দিয়েছেন বলে জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘শাকিব খান টাকা জমা দিয়ে গেছেন। যারা এখনো টাকা নিয়েও কাজ শুরু করেননি তাদের আমরা নিয়ম অনুযায়ী শোকজ করেছি। এরপর অনেকেই টাকা জমা দিয়েছেন। তার মধ্যে শাকিব খান একজন।’ নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়। অনুদান পাওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শাকিব খান সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্যও সেরকম কোনো আবেদন করেননি। অনুদানের টাকা তুলে কাজ শেষ না করে বরং নয়-ছয় করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তোপের মুখে টাকা ফেরত দেন শাকিব খান। প্রসঙ্গত, ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা পূজা চেরির অভিনয় করার কথা থাকলেও নায়কের সঙ্গে ‘প্রেম ইস্যুতে’ আলোচনায় আসলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি থেকে সরে আসার কথা জানান পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল ‘প্রিয়তমা’খ্যাত হিমেল আশরাফের। তবে নিজের ব্যস্ততা দেখিয়ে অনেক আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনিও।

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা?

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? দীর্ঘ ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর অবশেষে ক্যামেরার সামনে এলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভ্লগে এসে নিজের বর্তমান স্বাস্থ্যের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এই প্রথম প্রকাশ্যে নিজের অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন এই অভিনেত্রী। ভ্লগে দীপিকা বলেন, ‘এই সময়টায় এটুকুই বলব আপনারা প্রত্যেকে আমার জন্য অনেক প্রার্থনা করেছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’তার কথায়, ‘হাসপাতালেও সকলে ভীষণভাবে আমার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। এমনকি অন্যান্য রোগীরাও আমার জন্য প্রার্থনা করেছেন। আমি এখন অনেকটাই ভালো আছি। একটু একটু করে সেরে উঠছি।’ গত মে মাসে প্রথমবার দীপিকার অসুস্থতার খবর সামনে আসে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তার স্বামী শোয়েব ইব্রাহিম সেই সময় ভ্লগে বলেন, ‘দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনো সমস্যা হয়েছে।’ শেষে বলেন, ‘যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা।’

অবশেষে কপিল শর্মা শো-তে ফিরলেন সিধু

অবশেষে কপিল শর্মা শো-তে ফিরলেন সিধু ৬ বছর পর অবশেষে কপিল শর্মার শো-তে ফিরে এলেন নভজ্যোৎ সিং সিধু। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর তৃতীয় সিজনের ঝলকেই দেখা গেল সেই পুরোনো হাসির জাদুকরকে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিধুর ঘরওয়াপসি হলো নেটফ্লিক্সের পর্দায়। কখনও তার বিখ্যাত ‘ঠকো’ সংলাপ, কখনও বা দমফাটা হাসি—সব মিলিয়ে কপিল শর্মা শো-য়ের অনন্য অংশ ছিলেন সিধু। ২০১৯ সালে নানা বিতর্কের কারণে তিনি শো ছাড়লে, তার জায়গায় আসেন অর্চনা পূরণ সিং। তবে দ্বিতীয় সিজন থেকেই কপিল সিধুর ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় সিজনে সিধুর কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে তুমুল উত্তেজনা। চমক আরও রয়েছে—এই শো-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিধুই স্বাগত জানাবেন ভাইজানকে। ইতোমধ্যে সেই পর্বের শুটিংয়ের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সিধু নিজেই। উল্লেখ্য, একসময় ‘দ্য কপিল শর্মা শো’ নির্মিত হতো সালমান খানের প্রযোজনা সংস্থার ব্যানারে। সেই সূত্রে শো-র এই বিশেষ এপিসোড আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই মনে করছেন অনেকে। এবারের শো-তেও থাকছে আগের মতো মজার চরিত্র এবং মিমিক্রির রসদ। সিধুর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্বিতীয় সিজনের মতো এবারও সুনীল গ্রোভার ও ক্রুশ্না অভিষেক একসঙ্গে অভিনয় করেছেন। তারা সালমান ও শাহরুখের ‘করণ’ ও ‘অর্জুন’-এর চরিত্রে মজাদার মিমিক্রি করেছেন। নতুন সিজনের প্রথম পর্বে থাকবেন অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’র টিম—কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্তা, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রায় কাপুর ও ফাতিমা সানা শেখ। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ স্ট্রিমিং শুরু হবে আগামী ২১ জুন থেকে, প্রতি শনিবার রাত ৮টায় নেটফ্লিক্সে।