মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান বলিউড সুপারস্টার সালমান খান তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ফ্ল্যাটটি পশ্চিম বান্দ্রার অভিজাত এলাকায় অবস্থিত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রিত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গতকাল জীবনের ৪২ বসন্তে পা রাখলেন এই অভিনেত্রী। চল্লিশোর্ধ্ব ক্যাটরিনা বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরেই! বরং সংসারেই অনেক বেশিই মন তার। এদিকে ক্যাটরিনার জন্মদিনে ভিকি কৌশল শুভেচ্ছা বার্তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে বুধবার দুপুরে অবশেষে স্ত্রী নিয়ে সামাজিকমাধ্যমে বার্তা দিলেন অভিনেতা ভিকি কৌশল। একগুচ্ছ অদেখা ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেতা। প্রথমটিতে বার্থডে গার্লের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। দ্বিতীয়টিতে ক্যাটরিনাকে আলিঙ্গন করে গালে আদুরে চুমু দিতে দেখা যায় ভিকিকে। আর বাকি দুটো তাদের ভ্রমণ সফরের রোমান্টিক মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে ভিকি লেখেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল। ভালোবাসা নিও। ’ আর সেই ছবিতেই অনুরাগীদের রসকতার মন্তব্য, ‘আপনার মতো ভাগ্যবান কেউ নেই। ’ আবার কারও প্রশ্ন, ‘ক্রাশকে বিয়ে করে কেমন লাগছে?’ ভিকির পাশাপাশি ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিকে ক্যাটরিনার সিনেমার ক্যারিয়ারও ভিকির থেকে বেশি সময়ের। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অন্যদিকে ভিকির ২০১২ সালে বলিউডে অভিষেক হয়। তার সিনেমার সংখ্যাও হাতে গোনা।
‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল

‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যেই জুটি বেঁধে বেশ কিছু নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা। আবারো নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান-কেয়া। সম্প্রতি ‘অনেকদিন পরে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন এই তারা। ইতোমধ্যেই শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে এক মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে ধারণা করা যায়- রোমান্টিক, অ্যাকশন, ইমোশনালের সঙ্গে হালকা টুইস্ট ও থ্রিলারের দুর্দান্ত কম্বিনেশন হতে যাচ্ছে ‘অনেকদিন পরে’। এর মন্তব্যের ঘরে ফারহান ও কেয়া পায়েলের ভক্তদের অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও অনেকেই টিজারের প্রশংসা করতে দেখা গেছে। জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘অনেকদিন পরে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই নির্মাতা জানান, নাটকের গল্পটি তার খুব প্রিয় একটি গল্প। যা তিনি দীর্ঘদিন যাবৎ নিজের ভেতর পুষে রেখেছিলেন নিজের। অবশেষে তার সেই প্রিয় গল্পের কাজটি সম্পন্ন হয়েছে। নাটকটি প্রকাশ ও ভক্তদের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি। ‘অনেকদিন পরে’ নাটকে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, ফাইয়াজ আহমেদ ববি, সাবিহা জামান, পিয়া জান্নাত, মানতাহাসহ অনেকে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয় খান, মিউজিক করেছেন রেজওয়ান শেখ, সিনেমাগ্রাফি নাঈম ফুয়াদ এবং কালার ও এডিটিংয়ে ছিলেন ইসমাঈল হোসাইন। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘অনেকদিন পরে’ নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার

মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন। আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ জুলাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে। সেখানে মারা যান এই অভিনেতা। রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন ধীরাজ কুমার। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বহু বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরাজ নিজের জায়গা তৈরি করেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। এরপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ আই। পাঞ্জাবি ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ধীরাজ কুমার। এ তালিকায় রয়েছে— ‘রতন কা রাজা’, ‘হীরা পান্না’, ‘রোটি কাপড়া অর মাকান’, ‘সরগম’, ‘ক্রান্তি’ প্রভৃতি।
এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা নিজের দীর্ঘ অভিনয় জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন চলচ্চিত্রের মমতাময়ী মা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। চোখের জলে ভিজেই নিজের ক্যারিয়ারের নানা গল্প শোনালেন প্রখ্যাত এই অভিনেত্রী। এসময় তিনি বলেন, বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানে এই পানি। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলবো না। এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। ’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমন আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত সাংবাদিকদের চোখও এসময় আবেগের জলে ভিজে যায়। পিনপতন নীরবতায় আয়োজনের পরিবেশ ভারি হয়ে উঠে কিছু সময়ের জন্য। শুরুতেই গুণী এই অভিনেত্রীকে বাচসাস থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দোয়েল ওটিটির সহযোগিতায় সোমবার বিকেলে মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, বাচসাস এই প্রথম ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছে। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এই আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকাশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হবে। তারা উপস্থিত হয়ে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এই আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ। সম্পাদক রাহাত সাইফুল বলেন, বাচসাস কার্যালয়ে এই প্রথমবার ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা, সাংবাদিক সহকর্মী ও বাচসাস পরিবারের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে-আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আনোয়ারা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এই আবেগই আমাদের আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে। সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খ্যাতিমান এই অভিনেত্রী। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা কন্যা জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। উপস্থিত ছিলেন বাচসাস-এর সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। বলা দরকার, ছয় শতাধিক চলচ্চিত্রের নন্দিত এই অভিনেত্রী অনবদ্য অভিনয়ের সুবাদে ৪ বার বাচসাস পুরস্কার পেয়েছেন। মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০), লাল কাজল (১৯৮২) সিনেমার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন।
বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক

বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক ২০১০ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদ। আজ তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী। বুলবুল আহমেদের আসল নাম তাবাররুক আহমেদ। মা-বাবা আদর করে ডাকতেন বুলবুল। ‘ইয়ে করে বিয়ে’ (১৯৭৩) ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। ‘দেবদাস’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘মোহনা’, ‘মহানায়ক’সহ বহু ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। পেয়েছেন চারবার জাতীয় পুরস্কারও। টিভিতে ‘এই সব দিনরাত্রি’, ‘বরফ গলা নদী’সহ বহু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।
ধর্ষণের দায়ে কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদালত

ধর্ষণের দায়ে কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদালত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড ‘এনসিটি’র সাবেক সদস্য তেইলকে এক বিদেশি নারীকে ধর্ষণের দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) এই রায় দেন সিউলের আদালত এবং সঙ্গে সঙ্গে তেইলকে আটক করার নির্দেশও দেওয়া হয়। এই মামলায় তেইলের আরও দুই সহযোগীকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং তাদেরও কারাগারে পাঠানো হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী, তারা ২০২৪ সালের জুনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক চীনা নারীকে যৌন নিপীড়ন করেছিলেন। ঘটনার পর তারা জামিনে মুক্ত ছিলেন এবং সে সময়েই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে জানা গেছে, আদালত অপরাধটিকে “অত্যন্ত গুরুতর” হিসেবে আখ্যা দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী তখন আত্মরক্ষার সামর্থ্য হারিয়েছিলেন। তবে অভিযুক্তরা প্রথমবার এমন অপরাধ করায় আদালত তাদের সাত বছরের সাজা কমিয়ে সাড়ে তিন বছর করেছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, তিনজনকেই ৪০ ঘণ্টার ‘যৌন সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক একটি বিশেষ চিকিৎসামূলক কাউন্সেলিং কর্মসূচিতে অংশ নিতে হবে। ‘তেইল’ নামেই পরিচিত ওই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের আগস্টে। এরপরই তিনি কে-পপ ব্যান্ড ‘এনসিটি’ থেকে সরে দাঁড়ান।
বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’

বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট ছবি ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পেরিয়ে গেছে। এবার আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’ আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি। ২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে। হৃতিক রোশন বছরে খুব কম ছবি করলেও তার প্রতিটি ছবিই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’ ছবিটি ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।
হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন

হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন সদ্যই মাইকেল ম্যাডিসনের মৃত্যুতে শোকের ছায়া নামে হলিউডে। এরই মধ্যে চলে গেলেন আরেক জনপ্রিয় তারকা। ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জন্য পরিচিত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর বয়স। একটি ফেসবুক পোস্টে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ম্যাকমোহনের স্ত্রী কেলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় কেলি জানিয়েছেন, অভিনেতা ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করার পরে ২ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মারা গেছেন। ম্যাকমোহনের স্ত্রী কেলি বলেন, মনে কোনো অসন্তোষ না রেখেই আমি বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকমোহন ক্যান্সারকে জয় করার এক সাহসী প্রচেষ্টার পর এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। তিনি তার পরিবারকে ভালোবাসতেন। তিনি তার বন্ধুদের ভালোবাসতেন। তিনি তার কাজকে ভালোবাসতেন, ভালোবাসতেন তার ভক্তদের। তার গভীরতম ইচ্ছা ছিল যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা। তিনি বলেন, আর আমরা কামনা করি জুলিয়ান যাদের জন্য আনন্দ বয়ে এনেছেন, তারা যেন জীবনে আনন্দ খুঁজে পান। সেই স্মৃতির জন্য আমরা কৃতজ্ঞ। ম্যাকমাহন ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহনের ছেলে। রায়ান মারফির শোয়ের সঙ্গে তার দীর্ঘকালীন সম্পর্ক। যেখানে তিনি জটিল ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। একই সময়ে অ্যালিসা মিলানোর অন-স্ক্রিন লাভ ইন্টারেস্টের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি। ১৯৯২ সালের কমেডি ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার’-এ এলিয়ট গোল্ড এবং ক্রিস্টোফার অ্যাটকিন্সের বিপরীতে তার প্রথম সিনে চরিত্র পান। ফ্যান্টাস্টিক ফোরে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ম্যাকমাহনকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে নেটফ্লিক্সের শো ‘দ্য রেসিডেন্স’-এ। ব্যক্তি জীবনে অস্ট্রেলিয়ান গায়ক ড্যানি মিনোগকে বিয়ে করেছিলেন জুলিয়ান ম্যাকমোহন। পরে ‘বেওয়াচ’ তারকা ব্রুক বার্নসকে বিয়ে করেন তিনি, যার সঙ্গে তার পঁচিশ বছরের এক কন্যা সন্তান আছে। ২০১৪ সালে কেলি পানিয়াগুয়াকে বিয়ে করেন ম্যাকমোহন।
জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর নিজের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় উপহার দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক টিজার। রোববার (৬ জুলাই) দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট লুকের একটি ভিডিও শেয়ার করেন রণবীর। ক্যাপশনে লেখেন, ‘একটা নরক উঠবে! দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’ ভিডিওর শুরুতেই দেখা যায় একটি আলো-আধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, পেছনে ভেসে আসছে তাঁর কণ্ঠস্বর। মুহূর্তেই ভয়ংকর রূপে হাজির হন তিনি—রক্তাক্ত মুখ, লম্বা চুল, গালজোড়া লম্বা দাড়ি আর সিগারেট হাতে। টিজারে দারুণ অ্যাকশন দৃশ্য ও চরিত্রের গা ছমছমে অভিব্যক্তি দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এ ছবিতে রণবীরের সঙ্গে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “অবশেষে কামব্যাক!”, “এটা আগুন!”—ফার্স্ট লুক ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালনায় আছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি’–এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫-এ।