ইরফান সাজ্জাদ পরামর্শ দিলেন ক্রিকেট বাঁচাতে

ইরফান সাজ্জাদ পরামর্শ দিলেন ক্রিকেট বাঁচাতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনয়ের পাশাপাশি খেলাধুলায়ও বেশ দক্ষ। বিশেষ করে তারকা ক্রিকেট লিগে তার অংশগ্রহণ ও সামাজিক মাধ্যমে দেশের ক্রিকেট নিয়ে করা মন্তব্যগুলো আকর্ষণীয় আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইরফান বলেন, ‘আমার মনে হচ্ছে দেশের ক্রিকেট শেষের দিকে। ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি নতুন কিছু না করেন, তাহলে কয়েক বছরের মধ্যে আমাদের দেশ থেকে ক্রিকেট গায়েব হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘পাইপ লাইনে যদি ভালো ক্রিকেটার না পাওয়া যায়, তাহলে ক্রিকেট বাঁচবে না। আমাদের সিনিয়র ক্রিকেটারদের বয়স হয়ে যাচ্ছিল, কিন্তু ম্যানেজমেন্ট তাদের বিকল্প তৈরি করতে পারেনি। ইরফান মনে করেন, ‘আমাদের ক্রিকেট ঢাকা কেন্দ্রীক হয়ে গেছে। চট্টগ্রামের মতো শহরের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্রিকেটের মান এতটাই নিচে চলে গেছে যে, সাত দিন অনুশীলন করলেই কেউ ভালো ক্রিকেট খেলতে পারে। এ অভিনেতা পরামর্শ দিয়ে বলেন, ‘প্রত্যেকটি জেলায় স্টেডিয়াম ও অনুশীলনের জন্য মাঠ তৈরি করা এবং ক্রিকেটারদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া জরুরি। পাইন লাইনে ক্রিকেটার তৈরি করতে না পারলে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রিকেট গায়েব হয়ে যাবে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। তিনি আরও বলেন, ‘ক্রিকেট আমাদের জন্য একটি শক্তি। যদি এভাবে চলতে থাকে, তাহলে এই শক্তিকে আমরা হারাবো।
আফরান নিশো ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করেন

আফরান নিশো ইচ্ছে হলে খাল-বিলেও গোসল করেন দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকের পর এখন বড়পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ইতোমধ্যে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমা বেশ সাড়া পেয়েছে দর্শকের মাঝে; তারাও চাচ্ছেন অভিনেতাকে নিয়মিত সিনেমায় দেখতে। তাই এখন সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেতা। তবে শুধু পর্দাতেই নয়, ভক্তদের কাছে তার সাধারণ জীবনযাপনও বেশ প্রশংসিত। আর তা নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন আফরান নিশো। সেখানে তার সরল জীবন যাপনের কথা অকপটে জানান অভিনেতা। আফরান নিশো বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি। সাধারণত বড় তারকাদের আলাদাভাবে চলাফেরা করতে হয় এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে হয়, কিন্তু নিশো এই ধারণায় একমত নন। সাধারণ জীবনযাপন বজায় রাখা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো। এদিকে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ খুব শিগগিরই আসছে। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যা দর্শকদের মাঝে সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
রহস্যময় পোস্ট ঘিরে নতুন প্রেমের জল্পনা পরীমণির

রহস্যময় পোস্ট ঘিরে নতুন প্রেমের জল্পনা পরীমণির দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে, এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। কিন্তু মাস কয়েক পার হতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।কিন্তু গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমণির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরীমণি ও সাদীর প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে- এমন কানাঘুষাও শোনা গেছে। এ নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি। আগস্টের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমণি। সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখার পর শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা। পরীমণি সানগ্লাস পরা স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’পরীমণির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’ পরীমণির এমন পোস্টে ভক্তদের কেউ আবার কষ্ট পেয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন আমার অন্তর পুড়ে যায়।’ আবার কেউ লিখেছেন, সাদী আউট, নিউ ইন।’ তবে যে যা-ই বলুক, এসবে একদম নির্বিকার পরীমণি। তিনি কারও কাছে কোনো যুক্তি খণ্ডাতে যাননি। শুক্রবার ২৯ আগস্ট দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরীমণি। রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস। প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমণি। বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয়। পরীমণি তার খেয়ালখুশিতে চলেন। তার এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়। তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।
সংগীতের ২৫ বছর উদ্যাপন, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

সংগীতের ২৫ বছর উদ্যাপন, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই তারকা। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। শুক্রবার ২৯ আগস্ট সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়। কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক। সামাজিকমাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, যারা দীর্ঘদিন ধরে তার কনসার্টের অপেক্ষায় ছিলেন। ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।
‘আম্মাজান’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন

‘আম্মাজান’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন ‘আম্মাজান’ সিনেমার অভিনেত্রী শবনম। জনপ্রিয় এ অভিনেত্রী বেশ কিছুদিন বসবাস করেছেন পাকিস্তানেও। গত শতকের ষাটের দশকে অভিনয় শুরু করে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন তিনি। ১৯৮৮ সাল থেকে একই সঙ্গে শবনম ঢাকা ও লাহোরের সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকের শেষভাগে ঢাকায় স্থায়ী হন তিনি। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর। কী বললেন তিনি পাকিস্তানের এই রাজনীতিককে? ইসহাক দারের সফর উপলক্ষে গত রোববার রাতে নৈশভোজের আয়োজন করে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা ও ঢাকার বিশিষ্টজনেরা। আমন্ত্রিত অতিথিদের অন্যতম অভিনেত্রী শবনম ও তার ছেলে রনি ঘোষ। ষাট থেকে নব্বই দশক, বাংলাদেশ আর পাকিস্তান মিলিয়ে প্রায় ১৮৫টি সিনেমায় অভিনয় করেন শবনম। এই অভিনেত্রী সর্বোচ্চ ১৬ বার পাকিস্তানি সিনেমার সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেছেন। বছর কয়েক আগে পাকিস্তান সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ-এ সম্মানিত করেন শবনমকে। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে বহু সম্মাননা পেয়েছেন নন্দিত এই অভিনেত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে যা বলেছেন ‘আম্মাজান’ রোববারের নৈশভোজে শবনমের কুশল জিজ্ঞেস করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। শবনমও তার কুশোলাদি জিজ্ঞেস করেন। পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ইসহাক দারও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকে শবনমকে শুভেচ্ছা জানান। ওই নৈশভোজে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যকার চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করবেন তারা। এ দিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বরেণ্য অভিনেত্রী শবনমের আসল নাম ঝর্ণা বসাক। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে তার জন্ম। ১৯৬১ সালে মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত ‘হারানো দিন’ সিনেমার পর থেকে শবনম নামে পরিচিতি পেতে শুরু করেন অভিনেত্রী। ১৯৬২ সালে একই নির্মাতার ‘চান্দা’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এ দেশ তোমার আমার’, ‘হারানো দিন’, ‘আমার সংসার’, ‘কখনো আসেনি’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সন্ধি’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’ ইত্যাদি। ১৯৬৮ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন শবনম। ঢাকায় তার সর্বশেষ আলোচিত সিনেমা ‘আম্মাজান’। এ সিনেমায় অভিনয় করে সব বয়সী দর্শকের কাছে ‘আম্মাজান’ হিসেবে পরিচিতি পান তিনি। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেতা মান্না। মুক্তির পর সুপারহিট হয় ছবিটি।
শার্লিন আগে চিন্তা করতাম না

শার্লিন আগে চিন্তা করতাম না জনপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানা। ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ১ নভেম্বর প্রথম সন্তানের মা হন। এখন দুই সন্তানের জননী ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত এই অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন শার্লিন। ছয় বছর বিরতির পর আবার অভিনয় শুরু করেছেন। তবে সংসার জীবনে পা দিয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এমনটাই জানান শার্লিন ফারজানা। বিয়ে ও সংসার আপনার অভিনয়ে কতটা প্রভাব ফেলেছে? জবাবে শার্লিন ফারজানা বলেন, “আমার মনে হয়, ইতিবাচক পরিবর্তনে (স্বামী) এহসান আমার জীবনে বড় একটা ভূমিকা রেখেছে। সে খুব ম্যাচিউরড একজন মানুষ। আমি তো পরিণত ছিলাম না। এখন আর ও রকম নেই আমি।” বদলে যাওয়া শার্লিন ফারজানা কেমন? জবাবে এই অভিনেত্রী বলেন, “জীবনের জন্য এখন বাঁচতে চাই। ব্যালান্স করা শিখেছি। সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। শুধু নিজে ভালো থাকব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছি। পরিকল্পনা করা শিখেছি, সে পরিকল্পনা অনুযায়ী চলতে ভালো লাগে।” মা হওয়ার পর জীবনের অনুভূতি বদলে গেছে শার্লিন ফরজানার। তার ভাষায়, “আমি বিয়ের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এরপর সন্তানের মা হলাম। যখন মা হলাম, ভাবলাম, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। বাচ্চার মা হওয়ার পর একটা দিনও খারাপ থাকিনি। ওদের স্পর্শই আমাকে অন্যরকম অনুভূতি এনে দেয়। আগে কোনো কিছু করার আগে চিন্তা করতাম না। এখন কিছু করার আগে অনেকবার ভাবি।
আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সালমান খানের ‘বিগ বস’র ভরা মঞ্চে এসে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিজের ক্রাশ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। আমাল এবারের বিগ বস-১৯ এর একজন প্রতিযোগী। শোয়ের একটি পর্বে তিনি শ্রদ্ধা কাপুরের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছেন। এই গায়ক বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো, তাতে কোনো সন্দেহ নেই।’ আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে মারতে শুরু করে শ্রদ্ধা এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।’ এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানা কথা। জানান, তিনি তার আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান।
দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা দুবাই রাজকন্যা শেখা মাহরার সঙ্গে বাগদানের ঘোষণা করেছেন র্যাপার ফ্রেঞ্চ মনটানা।নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যদিও মনটানার পক্ষ থেকে জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। ৩১ বছরের এই রাজকুমারী ও ৪০ বছর বয়সী র্যাপারকে ২০২৪ সালের শেষ দিকে একত্রে দেখা যায়। সে সময় শেখা মাহরা মনটানাকে দুবাই ঘুরিয়ে দেখান এবং স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। এরপর থেকে তারা মরক্কো ও দুবাই শহরে একসাথে ঘুরে বেড়ান। উচ্চমানের রেস্তোরাঁয় খেতে যান। মসজিদ পরিদর্শন করেন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটি করেন। এরপর এই বছর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তারা প্যারিসের ফ্যাশন ইভেন্টগুলোতে হাত ধরাধরি করে উপস্থিত হন। এটি ঘটে এমন একটি প্রেক্ষাপটে, যখন শেখা মাহরার সংক্ষিপ্ত বিবাহ ছিল শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে। জানা যায়, তারা ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটি কন্যা সন্তান আছে। তখন শেখা মাহরা গত বছর ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এবং স্বামীর বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ করেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের সাথে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি। খেয়াল রাখবেন। আপনার সাবেক স্ত্রী।’ বিবাহবিচ্ছেদের পর, তিনি নিজের পারফিউম লাইন ‘ডিভোর্স’ লঞ্চ করেন। এটি তার ব্র্যান্ড ‘মাহরা এম১’-এর অন্তর্ভুক্ত। শেখা মাহরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং মোহাম্মদ বিন রাশিদ সরকার প্রশাসন থেকে একটি যোগ্যতা অর্জন করেছেন। ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুশ। বিশ্বব্যাপী হিট গান যেমন ‘আনফরগেট্যাবল’ এবং ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত তিনি। দাতব্য কর্মকাণ্ডের জন্যও খ্যাত তিনি। উগান্ডা এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তহবিল প্রদান করেছেন। মনটানা ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং ক্রুজ খারবুশ নামে তাদের ১৬ বছর বয়সী একটি ছেলে আছে।
ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ব্যক্তিগত জীবনে শান্তার সঙ্গে ঘর বেঁধেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের বিবাহবার্ষিকী। গতকাল দিবাগত রাতে ফেসবুকে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানান এই অভিনেতা। ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, “এই ছবিটা অনেক বছর আগের! প্রায় ১৫ বছর আগে পত্রিকার একজন ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমি, আমার স্ত্রী শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। শুদ্ধ তখন অনেক ছোট।” বিবাহবার্ষিকী প্রসঙ্গে চঞ্চল চৌধুরী লেখেন, “আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমাদের বিয়ের দিন। সেটাও যেমন ভুলে গিয়েছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা কিছু লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। সত্যিই আমার মনে ছিল না।” এ অভিনেতার ভাষায়, “প্রায় প্রতি বছরই এ রকম হয়। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। ভুলে যাওয়াটা আমার এক ধরনের অসুখের মতো। তারপরও শান্তা কখনো বড় কোনো অভিযোগ তোলেনি বলেই আমরা এখনো একসঙ্গে টিকে আছি।” সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান এই তারকা। চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায়। দুটি সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। আগামী অক্টোবর থেকে তিনি যোগ দেবেন রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিংয়ে।
‘মান্নাত’কে টপকে যাবে রণবীর-আলিয়ার নতুন বাড়ি!

‘মান্নাত’কে টপকে যাবে রণবীর-আলিয়ার নতুন বাড়ি! মুম্বাইয়ের তারকাদের ঠিকানাগুলোর মধ্যে সবচেয়ে দামি হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাড়ি। বলিউডের কিংবদন্তি শাহরুখ খানের ‘মান্নাত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’-কে পিছনে ফেলে এই বাড়ির মূল্যায়ন প্রায় ২৫০ কোটি টাকা বলেন জানাচ্ছেন রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা। বহু বছর ধরেই বান্দ্রার প্রাইম লোকেশনে গড়ে উঠছিল এই মাল্টিস্টোরেড বিলাসবহুল আবাসন। যেখানে একসময় ছিল কাপুর পরিবারের ঐতিহ্যবাহী ‘কৃষ্ণা রাজ’ বাংলো সেই জায়গাতেই গড়ে উঠেছে রণবীর-আলিয়ার নতুন ঠিকানা। রাজ কাপুর, কৃষ্ণা কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর ও নীতা কাপুর এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বলিউড ইতিহাস। বর্তমানে শাহরুখ খানের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বাড়ি ‘মান্নাত’-এর ভ্যালুয়েশন প্রায় ২০০ কোটি টাকা (পূর্ববর্তী হিসাব অনুযায়ী)। অন্যদিকে, অমিতাভ বচ্চনের জুহুতে অবস্থিত ‘জলসা’-র মূল্য প্রায় ১২০ কোটি। এক সময় জলসা ছিল সবচেয়ে দামি সেলেব ঠিকানা, পরে মান্নাত সেটিকে ছাড়িয়ে যায়। কিন্তু এখন রণবীর-আলিয়ার নতুন বাড়ি এই দুই কিংবদন্তির ঠিকানাকেও টপকে গেল। খুব শিগগিরই পরিবার নিয়ে নতুন ঠিকানায় উঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির। মুম্বা েইয়ে তারকাদের রিয়েল এস্টেট বিনিয়োগ নতুন কিছু নয়। শাহরুখ খানও তাঁর পুরোনো বাড়ি কার্টার রোডের ‘৭০২ নম্বর’ ফ্ল্যাটকে রেনোভেট করাচ্ছেন। এখানেই গৌরী খানের সঙ্গে বৈবাহিক জীবনের শুরুর সময় কাটিয়েছিলেন তিনি। পাশাপাশি মান্নাতেও চলছে মেরামতের কাজ, পরিবারসহ এখন সাময়িকভাবে থাকছেন পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এমন সময় অনলাইনে রণবীর-আলিয়ার নতুন বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু ভিডিওতে বাড়ির ভিতরের অংশও স্পষ্ট দেখা যায়। বিষয়টি নিয়ে বিরক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাট। তিনি বলেন, অনুমতি ছাড়া এমন কনটেন্ট শেয়ার করা শুধুমাত্র অনুচিত নয় বরং এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সমান।