বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। তবে অনেকেই ড্রাফটে নাম দেন। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নাম দিয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। ২০২৫ সালের আসরের ড্রাফটে আছেন এরা। সেপ্টেম্বরের ১ তারিখ মেলবোর্নে বসবে এবারের নিলাম। যেখানে বাংলাদেশের ৯ ক্রিকেটার থাকবেন। এদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ অন্তত ৭ জন। তবে এই ৯ জনের মধ্যে কেবল ৬ জন নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য প্রস্তুত রেখেছেন। তাদেরকে আসরজুড়ে পাওয়া যাবে। এই তালিকা থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেইন, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের দল পাওয়ার সম্ভাবনা থাকছে। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। বিগ ব্যাশে লেগস্পিনকে খুব গুরুত্ব দেওয়া হয়। তাই রিশাদের জন্যই বড় সুযোগটা থাকছে। নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। গতকাল আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে পাকিস্তান। সেই আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। কাটা হয়েছে বাংলাদেশ দলের পয়েন্টও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব বল করতে যাওয়ার সময় শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। এ সময় সাকিব বল ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে। সাকিবের এমন আচরণ নিয়ে সমালোচনা হচ্ছিল। এর মধ্যে আইসিসির শাস্তি পেলেন সাকিব। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে, সেইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে শান মাসুদের দল। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে অপরাধ মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

  ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয় নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এ ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে ফারুক ও ফাহিমের নিয়োগের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কারণ, নিয়ম অনুসারে বিসিবিতে প্রভাবে খাটাতে পারবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেতে পারে ক্রিকেট বোর্ড। তবে আজ এক বিবৃতিতে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের নিয়োগের বৈধতা নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবৃতি জানানো হয়েছে, বিসিবির অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয় যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সূচি অনুসারে আগামী ২১ আগস্ট এই মাঠেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। তবে এবার ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আর তাই শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। দিন তিনেক আগে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার কাজ চলছে। তবে গতকাল এক বিবৃতি দিয়ে ভেন্যুই পরিবর্তন করে দিয়েছে পিসিবি। অবশ্য এই পরিবর্তনের কারণ হিসেবে তারা সংস্কার কাজের কথাই বলেছে। বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভেন্যুটিতে (করাচি) চলমান সংস্কার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল ও লজিস্টিকাল বিষয়গুলো পর্যালোচনা করার পরে, রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো।

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদের দায়িত্বেও ছিলেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগের কার্যক্রম সম্পন্ন করেন। এনএসসি থেকে মনোনীত হয়ে জালাল বিসিবির পরিচালক পদে আসেন। এনএসসির নির্দেশেই তাকে পদত্যাগ করতে হয়েছে। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ছয়টি ম্যাচ রয়েছে। এর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। ঐ রাউন্ডে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো গ্রুপ-১’এ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে। সুপার সিক্সে দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ চারের ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখা হয়েছে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের জন্যও রিজার্ড ডে থাকছে। ২০২৩ সালের আসরে সুপার সিক্সে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের টেবিলের তৃতীয়স্থান পেয়েছিলো তারা।

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। এই জয়ের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে টিক থাকলো বাংলাদেশ।আজ  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পার্থ স্করচার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন টিয়াগু উইলি। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রকিবুল হাসান নেন ২টি করে উইকেট। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপরও বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। হারতে বসা ম্যাচে হাল ধরেন আরেক ওপেনার জিশান আলম। ২৬ রান করেন এই ব্যাটার। এছাড়া অধিনায়ক আকবর আলি করেন ৩৩ বলে ৩৫ রান। শেষ দিকে মাহফুজ রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আয়োজন করার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এবার বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়েও। আগামী ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দলের মধ্যে নেই জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। যদি এই দুই দেশে বিশ্বকাপ আয়োজিত হয় তাহলে সেটি হবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবিও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে, যা মঙ্গলবার শেষ হতে চলেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা বাড়তি সতর্কতা আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ভারতের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা।