আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ কানপুর টেষ্টের প্রথম দিনের খেলা

আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ কানপুর টেষ্টের প্রথম দিনের খেলা আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। ৩৫ ওভার খেলা হওয়ার পর গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা অন্ধকার হয়ে আসার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে করেন আম্পায়াররা। টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিরতি থেকে ফিরে দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত। আলোর স্বল্পতার কারণে ৩৫ ওভার শেষে খেলা বন্ধ রয়েছে। ৩ উইকেটে ১০৭ সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন।
মামলা করার অধিকার সবারই আছে : সাকিব

মামলা করার অধিকার সবারই আছে : সাকিব ক্রিকেটার পরিচয়ের বাইরেও সাকিব আল হাসান এখন হত্যা মামলার আসামি। গত ২২ আগস্ট ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকার আদাবর থানায় মামলা করা হয়েছে তার নামে। এর আগে-পরে অনেকটা সময়ই নীরব থেকেছেন সাকিব। কিন্তু যখন মুখ খুললেন তখন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দিয়েছেন অবসরের ঘোষণা। কথা বলেন তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও। বেশি কিছু বলতে না চাইলেও সাফাই গাইলেন নিজের পক্ষেই। জুলাইয়ের শুরু থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। এর মধ্যেই ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সাকিব নিজেও হারিয়েছেন সংসদ সদস্য পদ। এরপরই তার নামে মামলা হয়। কানপুর টেস্ট খেলার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার আছে। কিন্তু আপনারা সবাই জানেন, এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না। ’ ‘পুরোপুরি ভিন্ন চিত্র। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিয়ন্ত্রণে আছে কেমন খেলছি, কেমন প্রস্তুতি নিচ্ছি, পাকিস্তানে কেমন খেলছি। ভাগ্য ভালো ছিল, ভালো ফল করেছি, যেমন ফলাফল চেয়েছি। ’বাজে সময়ে নিজের মনযোগ ধরে রাখা নিয়ে সাকিব বলেন, ‘কঠিন, খুবই কঠিন। আমি কীভাবে (ফোকাস) রাখছি, এটা আল্লাহই জানেন। আমিও জানি না আসলে (হাসি)। ’১৮ বছরের দীর্ঘ এক ক্যারিয়ার সাকিবের। উত্থান-পতন সবকিছুই দেখেছেন। তবু ক্যারিয়ারের বেশিরভাগ সময় চূড়ায় ছিলেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সময় তার মনে জায়গা পায়নি কোনো ধরনের অনুশোচনা। তিনি বলেন, ‘আমি মনে করি, আমি রিজনেবলি ওকে করেছি। আমি খুশি। কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না। এখনো নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড— সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ’
টি-টোয়েন্টি থেকে অবসরে সাকিব, অচিরেই টেস্টও ছাড়ছেন

টি-টোয়েন্টি থেকে অবসরে সাকিব, অচিরেই টেস্টও ছাড়ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিব আল হাসান বলেছেন, ‘টি-টোয়েন্টির শেষ ম্যাচ খেলে ফেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চাই।’ আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’ এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব যোগ করেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’ দেশে ফেরার আগে নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও মাথায় আছে সাকিবের, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
সাকিবের কোনো সমস্যা নেই, দ্বিতীয় টেস্টের জন্য ফিট: হাথুরুসিংহে

সাকিবের কোনো সমস্যা নেই, দ্বিতীয় টেস্টের জন্য ফিট: হাথুরুসিংহে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, অধিনায়কের পর এবার সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি জানিয়েছেন, সাকিবের ইনজুরিজনিত কোনো সমস্যা নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘ফিজিওর সাথে আমি কথা বলেছি, সাকিবের কোনো সমস্যা নেই। সিলেকশনের জন্য সে অ্যাভেইলেবল আছে।’আজ থেকে কানপুর টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় অনুশীলন। শেষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ। এর আগে নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, চেন্নাই টেস্টে সাকিব আঙুলে ব্যথা অনুভব করেছিলেন। কানপুর টেস্টের আগে সাকিবকে পর্যবেক্ষণ করা হবে। এখানে এসে প্রথম দিন অনুশীলনের পর হাথুরুসিংহে জানিয়েছেন সাকিবের কোনো সমস্যা নেই। শুধু তাই নয় চেন্নাই টেস্টে সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, ‘সাকিবের ব্যাটিং নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। সে ভালো করছে। তার দক্ষতা সম্পর্কে আমরা জানি। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে।’
অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড প্রথম দুই ম্যাচেই হারার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে দারুণ এক সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। সঙ্গে উইল জ্যাকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬ রানের জয় পায় ইংলিশরা। টানা ১৪ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামাল তারা। রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তুলে স্বাগতিকরা। এরপর বৃষ্টির কারণে খেলা আর হয়নি। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে খুব বেশি রান পায়নি। ম্যাথিও শর্ট ১৪ রান করে বিদায় নিলে ২১ রানের জুটি ভাঙে। আরেক ওপেনার মিচেল মার্শও ইনিংস লম্বা করতে পারেননি। ২৪ রানে ব্রাইডন কার্সের শিকার হন তিনি। তৃতীয় উইকেটে দলকে ম্যাচে ফেরান স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিন। দুইজনে গড়েন ৮৪ রানের জুটি। ফিফটির কাছে গিয়ে গ্রিন বিদায় নিলে ভাঙে এই জুটি। ৪৯ বলে ৪২ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। পরের ওভারেই লাবুশেন বিদায় নেন শূন্য রানে। এর মধ্যে ৭১ বলে ফিফটি তুলে নেন স্মিথ। যদিও আর লম্বা করতে পারেননি ইনিংস। ৮২ বলে ৬০ রান করে শিকার হন জোফরা আর্চারের। শেষদিকে লড়ে যান অ্যালেক্স ক্যারি। তাকে সঙ্গ দিয়ে ৩০ রান করে বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যারন হার্ডি অবশ্য ঝড়ো ইনিংস খেলেন। ২৬ বলে তার ৪৪ রানের ইনিংস থামে শেষ ওভারে। একপ্রান্তে লড়তে থাকা ক্যারি থাকেন শেষ পর্যন্ত। ৪৮ বলে ফিফটি স্পর্শ করা এই ব্যাটার ৬৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৭ রানে থাকেন অপরাজিত। ইংলিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আর্চার। রান তাড়ায় নেমে শূন্য রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় ইংলিশ ওপেনার ফিল সল্টকে। আরেক ওপেনার বেন ডাকেট করেন কেবল ৮ রান। তিনে নেমে থিতু হন উইল জ্যাকস। তাকে সঙ্গ দিয়ে এগোতে থাকেন হ্যারি ব্রুক। ৫৪ বলে ফিফটির দেখা পান তিনি, আর জ্যাকসের লাগে ৫৫ বল। ১৪৮ বলে ১৫৬ রানের জুটি গড়েন তারা। ২৮তম ওভারে গ্রিনের বল শন অ্যাবটের হাতে তুলে দিয়ে বিদায় নেন জ্যাকস। ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরেন। তবে অপরপ্রান্তে লড়তে থাকেন ব্রুকস। মাঝে জেমি স্মিথ ৭ রানে বিদায় নিলেও লিয়াম লিভিংস্টোন নেমে হাল ধরেন। বৃষ্টির আগে ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন ব্রুক। ৯৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লিভিংস্টোন। এই ম্যাচ জয়ে সিরিজ এখনও জিইয়ে রেখেছে ইংল্যান্ড। শুক্রবার চতুর্থ ম্যাচে লর্ডসে মুখোমুখি হবে দুই দল। ব্রিস্টলে পঞ্চম ম্যাচটি মাঠে গড়াবে আগামী রোববার।
দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত

দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত কানপুর টেস্ট বাতিল করার জন্য হিন্দু মহাসভা নামক এক ভারতীয় সংগঠন হুমকি দিয়েছিল কয়েকদিন আগেই। ম্যাচটি বাতিল করার জন্য তারা স্টেডিয়ামের বাইরে আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করেছিল। এমনকি টি-টোয়েন্টি ম্যাচের দিন ‘বন্ধ’ ডেকেছে তারা। এতকিছুর পরও লাভ হয়নি তাদের। বরং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে ম্যাচকে ঘিরে। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে। এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ভুল তথ্যও প্রকাশ করে। যে কারণে দেশটির একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত এই টেস্ট ম্যাচটি বাতিলের হুমকি দেয়। তবে হিন্দু মহাসভার কোনোকিছুই আমলে নেয়সি বিসিসিআই। দেশটির কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ রাজ্য সরকার কঠোরভাবে সংগঠনটিকে দমন করে খেলা আয়োজন করছে। ইতোমধ্যে সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ কঠোর নিরাপত্তার মধ্যে গ্রিন পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ দল। কানপুরের ডিসিপি রাজেশ শ্রীভাস্তাব বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন টেস্ট ঘিরে তারা যেভাবে সাজিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, ‘এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। একটা হচ্ছে আইসোলেশন কর্ডন। যেটা মাঠ, পিচ ও স্পর্শকাতর এলাকাকে সুরক্ষা করবে। মাঝের আরেক স্তর থাকবে প্যাভিলিয়নে। এরপর বাইরে রাস্তার দিকে থাকবে আরেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ’ এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন বিভাগের নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন। পুলিশের এই কর্মকর্তা জানান, দুই দলকেই সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে। এটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব দেখভাল করা হবে। পুরো এলাকা ঘিরে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে বলে জানান তিনি।
সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ জরিমানা ধার্য করে। আজ বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেরণ করা হয়। মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৩ মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র তদন্ত কমিটি।
ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান

ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান আরব আমিরাতে ইতিহাস গড়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমবারের মতো আইসিসির শীর্ষ পাঁচ দলের একটিকে হারানোর রেকর্ড গড়েছে তারা। সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও। শারজাহতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে স্রেফ ১০৭ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় আফগানিস্তান। এই রান তাড়ায় নেমে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে তারা। দ্বিতীয়টিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৩১১ রান। জবাবে স্রেফ ১৩৪ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রোটিয়ারা। ১৭৭ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা। যদিও শেষ ম্যাচে হারতে হয় তাদের। তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলে রশিদ-গুরবাজরা। এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন তরুণ ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। গড়েন বেশ কয়েকটি রেকর্ডও। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের দারুণ ইনিংস খেলার পর তৃতীয়টিতে করেন ৮৯ রান। ২৩ বছর বয়স পূর্ণ করার আগে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এই তালিকায় অষ্টম সেঞ্চুরিতে তাদের ওপর আছেন কেবল শচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক। অর্থাৎ, আর একবার সেঞ্চুরি করলেই এই দুজনকেও স্পর্শ করবেন গুরবাজ। অপরদিকে বোলিংয়ে বাজিমাত করেছেন রশিদ খান। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠে নামা এই তারকা স্পিনার দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইনজুরি বেশি হওয়ার কারণে অবশ্য খেলতে পারেননি তৃতীয়টিতে। কিন্তু আগের দুই ম্যাচ জয়ে আছে তার বড় অবদান। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর র্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান নবম। তাদের রেটিং পয়েন্টি ৮২। ৮৬ পয়েন্ট নিয়ে আফগানদের উপরে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা দলটি অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রুপেই রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আসরে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
জয়াসুরিয়ার ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

জয়াসুরিয়ার ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও জয়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু আজ তার লড়াই থেমে গেল দ্রুতই। নিউজিল্যান্ডের আশার আলো নিভলো তখনই। ঘূর্ণিজাদুতে আরও এক উইকেট তুলে নিয়ে বাকি কাজ সেরে ফেললেন প্রবাত জয়াসুরিয়া। আর তাতে কিউইদের দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দারুণ বোলিং প্রদর্শনীতে গল টেস্টে ৬৩ রানের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পঞ্চম ও শেষ দিনে কিউইদের দরকার ছিল আরও ৬৮ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু মাত্র ৪ রান তুলতেই সেই ২ উইকেট উইকেট হারালো তারা। প্রথমে রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করেন জয়াসুরিয়া। সবসমিলিয়ে শেষ দিনে সফরকারীরা টিকতে পারল মাত্র ১৬ মিনিট ও ২২ বল। এই টেস্টের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩০৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছিলেন দলটির ব্যাটার কামিন্দু মেন্ডিস। জবাবে তিন ব্যাটারের ফিফটিতে ৩৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা লক্ষ্য দেয় ২৭৫ রান। বল হাতে কিউই স্পিনার এজাজ প্যাটেল নেন ৬ উইকেট। লক্ষ্যটা ছোট মনে হলেও জয়াসুরিয়া তার পাহাড়সম বানিয়ে দেন। নিউজিল্যান্ডের শেষ ভরসা হিসেবে ছিলেন রবীন্দ্র। কিন্তু আজ তিনি থেমেছেন ব্যক্তিগত ৯২ রানে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই লঙ্কান স্পিনার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। সেই ম্যাচটিও হবে গলে। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫ (কামিন্দু ১১৪, কুশল ৫০, ও’রুর্ক ৫/৫৫)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪০ (ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; জয়াসুরিয়া ৪/১৩৬, রমেশ ৩/১০১)। শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩০৯ (করুণারত্নে ৮৩, চান্ডিমাল ৬১, ম্যাথুস ৫০; এজাজ ৬/৯০, ও’রুর্ক ৩/৪৯)। নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২১১ (রবীন্দ্র ৯২; জয়াসুরিয়া ৫/৬৮, রমেশ ৩/৮৩)। ফলাফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।
সাকিবের ইনজুরি নিয়ে নতুন মোড়, কানপুর টেস্টের আগে পর্যবেক্ষণ

সাকিবের ইনজুরি নিয়ে নতুন মোড়, কানপুর টেস্টের আগে পর্যবেক্ষণ সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে আলোচনা যেন থামছেই না। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সবাই ব্যাট ধরেছেন সাকিবের হয়ে। এবার নতুন মোড় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) টিম হোটেলে এই নির্বাচক জানান, ম্যাচের আগে সাকিব শতভাগ ফিট ছিল, কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে ব্যাথা অনুভব করে। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে হাতে চার দিন সময় থাকায় সাকিবকে পর্যবেক্ষণ করা হবে বেশ ভালোভাবে। হান্নান বলেন, ‘অনেকেই অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন শতভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে’- আরও যোগ করেন হান্নান। প্রথম ইনিংসে কম বোলিং করা নিয়ে আলোচনায় আসে সাকিবের ইনজুরি। ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানিয়েছেন আঙুলে ব্যাথার জন্য বোলিং কম করছেন। পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে শতভাগ ফিট বলা হলেও আজ হান্নান জানিয়েছেন বোলিং শুরু করার পর ব্যথা অনুভাবের কথা। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সময় আছে চারদিন। ম্যাচের আগে সাকিবকে ব্যাটিং-বোলিংয়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন হান্নান। ‘যেহেতু আমাদের চারদিন সময় রয়েছে। দুইদিন আমরা মাঠে থাকবো, সেখানে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করবো। তার ব্যাটিং বোলিং দেখে জাজ করার চেষ্টা করবো, তার কাছ থেকে ফিডব্যাক নেব, তারপরে সিদ্ধান্তে আসবো।’- বলেছেন হান্নান। সাকিব প্রথম ইনিংসে বোলিং করেছেন ৮ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভার। রান দিয়েছেন যথাক্রমে ৪৮ ও ৭৯। টেস্ট ক্যারিয়ারে এটি তার সবচেয়ে খরুচে বোলিং। আর ব্যাট হাতে করেছেন ৩২ ও ২৫ রান। টিম ম্যানেজমেন্ট সাকিবকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করবে। তবে দুই বিভাগে যদি আলাদাভাবে ভালো করতে না পারে, তাহলে সে শুধু ব্যাটার কিংবা বোলার হিসেবে খেলতে পারবে বলেও জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে এই প্রথম সফরে আসা হান্নান। ‘সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি টিম কম্বিনেশনে আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহুর্তে সাকিবকে ছাড়া সম্ভব তবে সেটাও হতে পারে’-যোগ করেন হান্নান।