টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত, নতুন অধিনায়ক কে?

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত, নতুন অধিনায়ক কে? নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণ নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তবে গত বছর ফেব্রুয়ারিতে তিনি তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে টি-টোয়েন্টি নিয়ে। শান্তর ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাচ্ছিল না কিছুতেই। সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। আসলে শান্তর নেতৃত্বে দল তো সাফল্যও পেয়েছে। এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন শান্ত। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। অর্থাৎ, আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না। তাহলে অধিনায়ক কে হবেন? হাতে সময় আছে। বিসিবি এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করছে না। তবে কে হচ্ছেন টি-টোয়েন্টিতে নতুন দলপতি, সেটি আন্দাজ করা যাচ্ছে খুব সহজেই। লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে লিটনই হচ্ছেন পরবর্তী অধিনায়ক। আলোচনায় মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও টি–টোয়েন্টি দলে তার জায়গাটাই নিয়মিত নয়। এছাড়া তাসকিন আহমেদের কথাও এসেছে অনেকবার। কিন্তু চোটপ্রবণ হওয়ায় এবং তিন ফরম্যাটেই খেলা তাসকিনকে আপাতত ভাবনার বাইরে রাখতে হচ্ছে। আর অধিনায়ক হিসেবে সবশেষ সিরিজে লিটনের সাফল্য আসলে বিকল্প ভাবনার পথও রুদ্ধ করে দিয়েছে। বিজ্ঞাপন
জয় দিয়ে বিপিএল শুরু খুলনা টাইগার্সের

জয় দিয়ে বিপিএল শুরু খুলনা টাইগার্সের উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলামের ফিফটি ছাড়ানো ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় খুলনা টাইগার্স। জবাব দিতে নেমে ধুঁকতে থাকে চিটাগং কিংস। তবে এই ধ্বংসস্তুপের মাঝে একাই লড়েন শামিম হোসাইন। ফিফটি ছাড়ানো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। তবে হারের ব্যবধান কমিয়েছেন অনেকটাই। বিপিএলের তৃতীয় ম্যাচে চিটাগংকে ৩৭ রানে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করতে নেমে উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। যা তাড়ায় নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি করতে পারেনি চিটাগং কিংস। আগে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স ওপেনার নাঈম শেখকে (২৬) শিকার করেন আলিস আল ইসলাম। তিনে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ভালো কিছু করতে পারেননি। ১৮ বলে ১৮ রান করে খালেদ আহমেদের বলে ফিরতে হয় তাকে। পরে ইব্রাহীম জাদরানকেও তুলে নেন খালেদ। তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্কো। কিন্তু সঙ্গীর অভাবে খেলতে পারছিলেন না হাতখুলে। তাকে সেই সুযোগটি এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন তারা। যদিও সেই জুটিতে বেশি ভয়ানক দেখা গেছে অঙ্কনকেই। মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান আসে বোসিস্তোর ব্যাট থেকে। চিটাগাংয়ের হয়ে দুটি করে উইকেট খালেদ ও আলিস। রান তাড়ায় নেমে শুরুতেই নাঈম ইসলামকে হারায় চিটাগং কিংস। ৯ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ বলে ১৩ রান করে তিনি শিকার হন আবু হায়দার রনির। ব্যাট হাতে ব্যর্থ হন মিথুনও। তার ব্যাট থেকে আসে ৫ রান। তিনে নামা ওসমান খান করেন ১৮ রান। বাকিদের এই আসা যাওয়ার মধ্যে একাই টিকে থাকেন শামিম হোসাইন। অপরপ্রান্তে চলছিলো উইকেটের মিছিল। একে একে বিদায় নেন টম ও’কনেল (০), মোহাম্মদ ওয়াসিম (৮), শরিফুল ইসলাম (১)। লড়তে থাকা শামিম ২৩ বলে ফিফটি ছুঁয়ে ৭৮ রান করে বিদায় নেন ১৯তম ওভারে। তার ৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৫ ছক্কায়।
মাহিদুলের ৬ ছক্কা, শেষ ৫ ওভারে রান ৮৪

মাহিদুলের ৬ ছক্কা, শেষ ৫ ওভারে রান ৮৪ মাহিদুল ইসলাম অঙ্কন ক্রিজে আসলেন। আর জয় করলেন। ঝড় তুললেন ব্যাট হাতে। বিষয়টা ঠিক এমনই হলো মিরপুরের ২২ গজে। শুরুর ৩ বলে রান নিলেন ১। এরপর যা করলেন তা রীতিমত চমকে দেওয়ার মতো। ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ১৮ বলে করলেন ফিফটি। যেখানে ছিল ১ চার, ৬ ছক্কা। তার দোর্দণ্ড প্রতাপে শেষ ঝড়ে চিটাগং কিংসের বিপক্ষে খুলনার রান পৌঁছে গেল ২০৩-এ। গতকাল প্রথম দিনে দুই ম্যাচে রান ১৯০ হয়েছিল। তৃতীয় ম্যাচে দুইশ পেরিয়ে গেল দলীয় রান। মাহিদুল ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার উইলিয়াম বসিসটো ৫০ বলে ৭৫ রান করেন ৮ চার ও ৩ ছক্কায়। দুজনের পঞ্চম উইকেট জুটিতেই খুলনার ইনিংসের শেষের চিত্র পাল্টে যায়। মাত্র ৩৫ বলে দলীয় সংগ্রহে ৮৬ রান যোগ করেন দুজন। এর আগে খুলনা টাইগার্সের পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল ২৮। ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম ও ইব্রাহিম জাদরান। চিটাগং কিংসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে খুলনার শুরুটা ভালো ছিল। ৩ ছক্কা ও ১ চারে ২৬ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। পঞ্চম ওভারে তার ইনিংসটি থামান আলিস আল ইসলাম। তিনে নামা মিরাজ আলো ছড়াতে পারেননি। ১৮ বলে ১৮ রানে থেমে যায় খুলনার অধিনায়কের ইনিংস। ইব্রাহিম জাদরান ৬ রানের বেশি করতে পারেননি। আফিফের ইনিংস থেমে যায় ৮ রানে। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ধীর স্থির থেকে রান তুলছিলেন বসিসটো। অস্ট্রেলিয়ার ওপেনার ৩৬ বলে তুলে নেন বিপিএলের প্রথম ফিফটি। এরপর মারমুখী ব্যাটিংয়ে পরের ১৪ বলে আরও ২৫ রান যোগ করেন। চিটাগং কিংসের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ। শরিফুল ছিলেন বিবর্ণ। ৪৭ রানে ছিলেন উইকেটশূন্য।
ভারতকে হারিয়ে ফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের রোমাঞ্চ ছড়ান পঞ্চম ও শেষ দিনে ভারতকে ১৮৪ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। পাশাপাশি এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল ভারত। আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) সকালে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪০ রান। সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে চা বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ঋষভ পন্তের উইকেট হারানোর পর নাটকীয়ভাবে পরিস্থিতিতি বদলে যায়। শেষ পর্যন্ত ৭৯.১ ওভারে ভারত ১৫৫ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয় পায়।
বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে রাজশাহী

বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের যাত্রা শুরু হলো। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহীকে। টসের পর স্বল্প আয়োজনে উদ্বোধনী প্রক্রিয়া সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। শান্তির পায়রা, সাদা রঙের বেলুন উড়িয়ে এবং বর্ণিল আলোকচ্ছটায় উদ্বোধন হয় বিপিএলের। এছাড়া জুলাই বিপ্লবের আহতদের সম্মানিত করা হয়। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। ৭ দল নিয়ে এবারও হচ্ছে বিপিএল। নতুন করে কোনো দল বাড়ায়নি বিসিবি। তবে দলগুলোতে পরিবর্তন এসেছে। ৭টি দল হলো— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী। বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম ও রিপন মন্ডল। রাজশাহী একাদশ: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, হাসান মুরাদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয়, লাহিরু সামারাকুন ও এস এম মেহরব হাসান।
ভারতকে ৩৬৯ রানে আটকে লিড পেলো অস্ট্রেলিয়া

ভারতকে ৩৬৯ রানে আটকে লিড পেলো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারতকে ৩৬৯ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। তাতে লিড পেয়েছে ১০৫ রানের। ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। নিতিশ কুমার রেড্ডি ১০৫ ও মোহাম্মদ সিরাজ ২ রানে অপরাজিত ছিলেন। আজ রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) চতুর্থ দিন সকালে তারা দুজন মাত্র ২২ বল মোকাবিলা করতে পারেন। দলীয় সংগ্রহে রান যোগ করতে পারেন ১১টি। দলীয় ৩৬৯ রানের মাথায় নিতিশ আউট হলে যবনিকাপাত ঘটে ভারতের ইনিংসের। নিতিশ ১৮৯ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন। সিরাজ ৪ রানে অপরাজিত থাকেন। বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল সবকটি উইকেট হারিয়ে। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই। ৯১ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। তাদের লিড হয়েছে দুইশ’র কাছাকাছি।
টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি

টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকেই। আজ সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিনি তিন অঙ্কের ম্যাজিকাল স্কোর ছুঁয়েছেন। এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল। এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে শক্ত ভিত গড়ে দেয়। মুর্শিদার দেখানো পথে হেঁটে নিগার সুলতানাও নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার এবং মুর্শিদা খাতুনের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোন ইতোমধ্যেই ইস্ট জোনের বিপক্ষে লিড নিয়েছে।
অভিষিক্ত ব্যাটার কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি কোহলির

অভিষিক্ত ব্যাটার কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি কোহলির অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে বিত-ায় জড়িয়েছিলেন কোহলি। তখনই ধারনা করা হচ্ছিল জরিমানা তো বটেই নিষিদ্ধও হতে পারেন ভারতের সাবেক অধিনায়ক। তবে অল্পতেই পার পেয়ে গেছেন কোহলি। আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দিন দশম ওভার শেষে স্যাম কনস্টাস নন স্ট্রাইকিং প্রান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। অন্যদিকে কোহলি কোণাকোনি এসে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আম্পায়ার ও উসমান খাজা এসে তাদের নিবৃত করেন। দিনের খেলা শেষে কোহলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। সেখানে তাকে জেরা করার পর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। কোহলি এটা মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ট্র্যাভিস হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

ট্র্যাভিস হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা ট্র্যাভিস হেডকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু বক্সিংডে টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট আছেন। তাই তারকা এই ব্যাটসম্যানকে রেখেই বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে টেস্টটি। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘‘ট্র্যাভিস খেলতে প্রস্তুত। সে গতকাল ও আজকে বেশ কিছু জিনিস করেছে। তার কোনো ইনজুরি শঙ্কা নেই। সে পুরোপুরি ফিট হয়েই খেলতে নামবে। চলতি সিরিজে ব্যাট হাতে দারুণ করছেন হেড। ৮১.৮০ গড়ে রান করেছেন ৪০৯টি। দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।
চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে স্টোকস

চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে স্টোকস লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরিতে পড়ায় অন্তত ৩ মাস থাকবেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে পেয়ে বসেন তিনি। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। বিবৃতিতে ইসিবি জানায়, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে একই চোটে পড়েছিলেন স্টোকস; গত আগস্ট মাসে দ্য হান্ড্রেড খেলতে গিয়ে। সেবার দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পরে পাকিস্তান সফরে দলের সঙ্গী হন আবার। তবে এবার পুনর্বাসনের সময়টা আরও লম্বা হতে যাচ্ছে ইংলিশ এই অধিনায়কের।