তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাভার থেকে ঢাকায় স্থানান্তরের পর স্বাভাবিক অবস্থায় আছেন তামিম। অল্পস্বল্প সলিড খাওয়া খেতে পারছেন। প্রাথমিক বিপদ কেটে যাওয়ার পর এখন সুস্থ হয়ে উঠছেন। গতকাল সকাল থেকে অল্পস্বল্প হাঁটা শুরু করেছিলেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ারে স্থানান্তরের পর তার শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকরা। সেখানে আশাব্যঞ্জক ফল পেয়েছেন তারা। খুব বেশি জটিলতা তাদের কাছেও ধরা পড়েনি। শুরুর চিকিৎসা প্রক্রিয়া ভালো হওয়ায় তামিম দ্রুত উন্নতি করছেন বলে মত দিয়েছেন। আপাতত দুয়েকদিন তামিম থাকবেন এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। এরপর বাসায় ফিরতে পারেন। তবে উন্নত চিকিৎসা, সেবা এবং রিহ্যাব প্রক্রিয়ার জন্য তামিমকে দেশের বাইরে নিয়ে যেতে চায় পরিবার। এজন্য ভিসা প্রক্রিয়ার কাজও শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরের ভিসা রয়েছে তার। থাইল্যান্ডের ভিসা করার প্রক্রিয়া চলছে। দুই দেশে তার যাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট পাওয়ার ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। তবে ভালো খবর, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন তামিম। গত (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন। গতকাল রাতে তামিমকে দেখতে হাসপাতাল গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও।

ঢাকায় আনা হচ্ছে তামিমকে

ঢাকায় আনা হচ্ছে তামিমকে ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে। আজ সন্ধ্যায় ইফতারের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের সার্বিক অবস্থা আশাব্যঞ্জক। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও ‘‘মুভ করা খুবই রিস্কি’’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও পরিবারের ইচ্ছায় আজ সন্ধ‌্যায় তাকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। গতকাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে ব্যাথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি হার্টের ইসিজিও করানো হয়। তখন হালকা সমস্যা দেখা যায়। চিকিৎসা শেষে আবার বিকেএসপিতে ফেরার পথে তার আবার ব্যথা শুরু হয়। সে কারণে দ্বিতীয়বার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এরপর এনজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে একটি ব্লক রয়েছে। সেটিতে রিং পরানো হয়। সেই থেকে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিমকে দেখতে গেলেন সাকিবের বাবা-মা

তামিমকে দেখতে গেলেন সাকিবের বাবা-মা সোমবারই সতীর্থ, বন্ধু ও দীর্ঘদিনের সহযোদ্ধা তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। সন্ধ্যায় তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আজ মঙ্গলবার হার্ট অ্যাটাকের পর সাভারের কেপিজে স্পেশালাইড হাসপাতালে চিকিৎসাধীন তামিমকে দেখতে গেছেন সাকিবের বাবা ও মা। সাকিবের বাবা খন্দকার মাসুরুর রেজা ও মা শিরিন রেজা মঙ্গলবার দুপুর ১২টার দিকে তামিমকে দেখতে যান। সেখানে দেশসেরা ওপেনারের জন্য দোয়া করেন এবং শারীরিক অবস্থান খোঁজ-খবর নেন তারা। প্রায় ১ ঘণ্টা তামিমের কক্ষে অব্স্থান করেন মাসুরুর রেজা ও শিরিন রেজা। এরপর তামিমের পারিবারের সঙ্গে অনেকটা সময় কাটান তারা। পরে হাসপাতাল থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিবের বাবা। মাসরুর রেজা বলেন, ‘তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কি না, আমি জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে।’ ‘আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।’ জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে তামিম-সাকিবের বন্ধুত্ব প্রায় দুই দশকের। তবে সাকিবের বাবা যোগ করলেন নতুন তথ্য। মাসরুর রেজা জানালেন, তামিমের সঙ্গে পরিচয়েরও অনেক আগে তামিমের পরিবারের সঙ্গে তার পরিচয়। ‘(তামিম) ছেলের মতো না…তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তার বাবার সঙ্গে আমার সম্পর্ক।’ এর আগে গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় মোহামেহান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের। পরিস্থিতি জটিল হলে দ্রুত তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করানো হয়। স্টেন্টিংয়ের মাধ্যমে দ্রুত ব্লক পড়া ধমনীতে রিং পরানো হয়। এরপর আস্তে আস্তে শঙ্কা কাটতে শুরু করে। গতকাল দুপুরের পরই জ্ঞান ফেরে তামিমের। মায়ের সঙ্গে কথাও বলেন তিনি। ওইদিন বিকালের দিকে হাসপাতালের ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে জানান, তামিম ইকবাল পুরোপুরি শঙ্কামুক্ত নন। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। রাতের দিকে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। তখন জানা গেছে, তামিমের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তামিম ইকবালের সঙ্গে কেপিজে হাসপাতালে অবস্থান করা তার বন্ধু এবং সাংবাদিক মিনহাজউদ্দিন খান জাগোনিউজকে জানিয়েছেন, ‘তামিম আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন। রাতে ভালো ঘুমও হয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার। একজনের সাহায্য নিয়ে রুমের মধ্যে হাঁটাচলাও করেছেন।’ তামিমের চাচা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান জাগোনিউজকে বলেছেন, ‘তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রিং পরানোর কারণে হার্টে রক্তের চলাচলও অনেকটা স্বাভাবিক হয়েছে। তার অবস্থা দেখে কেপিজে হাসপাতালের ডাক্তার যদি অনুমতি দেয়, তাহলে আজই আমরা তাকে রিলিজ করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসতে চাই। এখানে এনে পরীক্ষা করতে চাই তার হার্টের ড্যামেজ কতটা হয়েছে। এর চেয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হবে কি না।’

হাঁটা-চলা করছেন, কেবিনে থেকে আবার সিসিইউতে তামিম

হাঁটা-চলা করছেন, কেবিনে থেকে আবার সিসিইউতে তামিম তামিম ইকবালের হার্টে রিং পরানো চিকিৎসক মনিরুজ্জামান মারুফ জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে তামিমের শরীর বেশ ভালো রেসপন্স করছে। রাতে তার ভালো ঘুমও হয়েছে। অল্প-স্বল্প হাঁটা-চলা শুরু করেছেন। গতকাল গভীর রাতে তাকে দেওয়া হয়েছিল খাবার। সেই খাবার পরিমিত পরিমাণে খেতে পেরেছেন। সাভারের কেপিজে হাসপাতালে তত্ত্বাবধানে থাকা আরেক সহকারী চিকিৎসক মোহাম্মদ রাসেলও জানিয়েছেন, কথা বলে ভালো রেসপন্স করতে পারছেন তামিম। তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখতে হচ্ছে। কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ তারা। মঙ্গলবার সকালে তামিমকে কিছুক্ষণের জন্য সিসিইউ থেকে বেরিয়ে কেবিনে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার নিয়ে যাওয়া হয় সিসিইউতে। আপাতত তামিম সেখানেই থাকবেন। লোকসমাগম কম এবং বাড়তি নিরাপত্তার কথা ভেবেই তাকে সিসিইউতেই রাখা হয়েছে। গতকাল (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেছেন, ‘‘তামিমের যেটা হয়েছিল, ম‌্যাসিভ হ‌্যার্ট অ‌্যাটাক হলে ১০-১৫ শতাংশ রোগী হাসপাতালে পৌঁছতে পারেন না। তামিম ভাগ‌্যবান যে হাসপাতালে আসতে পেরেছিল। রক্ষা যেটা তার সঙ্গে ডাক্তার ছিলেন। কার্ডিয়াক ম‌্যাসেজ করতে পেরেছেন। হার্ট যখন পাম্প করতে পারছিল না। আমরা জোর করে ফোর্স করে পাম্প করিয়ে রাখতে পেরেছিলাম। এখানে আসার পর তাকে ক‌্যাথলাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে এবং তার যে বন্ধ আর্টারিটা ছিল তা সাথে সাথে খুলে দেওয়া হয়েছে। তামিম যেই অবস্থায় ছিল সেখান থেকে উঠে আসা সব সময় হয় না। উপযুক্ত সুচিকিৎসা, অ্যাপ্রোপিয়েট সিদ্ধান্ত পাওয়ার কারণে আমরা তামিমকে ফেরত পেয়েছি।’’ ‘‘আজ সকালে তার ইকোকার্ডিয়াক করে তার হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়েছে, কোনো সমস‌্যাই নেই। একেবারে তরতাজা। মনে রাখতে হবে, এটাই কিন্তু ছদ্মবেশ। হার্টে আবার সমস‌্যা হতে পারে। সম্ভাবনা কমে গেছে। স্লাইট সম্ভাবনা আছে এজন‌্য ৪৮-৭২ ঘন্টা পর্যবেক্ষণে রয়েছে। এ সময়ে কম কথা বলা, বিশ্রামে থাকা উচিত। ইনিশিয়াল পিরিয়ড এখানে স্টাবেল হয়ে তারপর রিহ্যাবে ভালো কোথাও যেতে চাইলে সে যেতে পারবে।’’ – যোগ করেন তিনি। আপাতত তামিম কেপিজে হাসপাতালেই থাকবেন। তাকে পর্যবেক্ষণেই রাখা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে হলে তার অন্তত তিন মাস লাগবে।

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ বছরের ১৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিবসহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলা সূত্রে জানা গেছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। এরপর ৩০ দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়।

হার্টে ব্লক তামিমের, পরানো হয়েছে রিং

হার্টে ব্লক তামিমের, পরানো হয়েছে রিং শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে দুইটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। তামিমের হার্টে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়।  তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না। ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল। তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা গুরুতর হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এটাই জানা গেছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি। আজ অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার লড়াইয়ে, টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ৯৪ রানের উপর ভর করে ২০৪ রানের পুঁজি পায় স্বাগতিক নিউ জিল্যান্ড। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ওপেনার হাসান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পেয়ে যান শতনের দেখা। পাকিস্তানের ইতিহাসে এটি আবার দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা ২০২১ সালে বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেয়।

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করার অনুমতি ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দুইবার পরীক্ষা দিয়ে করেছিলেন ‘ফেল।’ সময় নিয়ে, বোলিং অ‌্যাকশন নিয়ে কাজ করে সাকিব ইংল‌্যান্ডে দিয়েছিলেন তৃতীয় পরীক্ষা। তাতেই মিলল সুখবর। বুধবার গভীর রাতে সাকিব মুঠোফোন বার্তায় নিশ্চিত করেছেন, সকল ফরম্যাটে বোলিং করার অনুমতি মিলেছে তার। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে ৯ উইকেট নেন। কিন্তু প্রতিযোগিতা শেষে সাকিব শুনতে পান দুঃসংবাদ। সে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু প্রথম দফায় উত্তীর্ণ হতে পারেননি। চেন্নাইতে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও মেলেনি ফল পাল্টায়নি।   প্রায় ২০ বছরের ক্যারিয়ারে সাকিব প্রথমবার এমন কিছুর সম্মুখীন হন। জানিয়ে রাখা ভালো, ম্যাচটিতে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার হাত ঘুরিয়েছেন। যা একেবারেই সাকিবের বোলিং পরিধির বাইরে। তার লম্বা বোলিংয়ে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। কিন্তু দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিলন্স তাদের রিপোর্টে সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।  গত বছরের ৪ নভেম্বর সাকিবের নিষেধাজ্ঞার খবর আসে।  পরে ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করেছিলেন। প্রথম তিন ওভার নিজের নিয়মিত অ‌্যাকশনে করলেও শেষ ওভার করতে হয়েছিল জোরের ওপর। যেটার কারণে তার অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছিল। ১০ ডিসেম্বর সেই শেষ ওভার বোলিংয়ের কারণেই সাকিবের বোলিং অ‌্যাকশন অবৈধ ঘোষণা করা হয়।  ২১ ডিসেম্বর সাকিব পুনরায় চেন্নাইতে ৪ ওভার হাত ঘুরান। এবারও সেই একই ফল। পরপর দুই বার আশানুরূপ ফল না পাওয়া সাকিব সময় নেন। তবে চেন্নাইয়ের পরীক্ষায় কিছুটা ‘টেকনিক্যাল এরর’ এর কথাও বলা হয়েছিল। এজন‌্য সেই ফল বিবেচনায় আনা নিয়ে কথাও উঠেছিল। সাকিব ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সময় নেন। এরপর ইংল‌্যান্ডে ফিরে কাজ শুরু করেন বোলিং অ‌্যাকশন নিয়ে। জানা গেছে, ইংল‌্যান্ডের সাবেক ক্রিকেটার গ‌্যারেথ বেটিকে নিয়ে সাকিব কাজ করেছিলেন। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। টি-টোয়েন্টি ক্রিকেট ও টেস্ট থেকে নিয়েছেন অবসর। ওয়ানডে ক‌্যারিয়ার ২০২৫ চ‌্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চালিয়ে ‍যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু তাকে নেওয়া হয়নি চ‌্যাম্পিয়নস ট্রফিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগেও হয়নি দলবদল। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল  ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকার বাছাই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কয়েকটি দলের বিশ্বকাপ খেলা নির্ধারিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবারের দুই রাউন্ড। শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটার দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাছাইয়ে ব্রাজিল বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছে। প্রতিভায় পূর্ণ একটি স্কোয়াড থাকা সত্ত্বেও, তারা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের বাইরে। ২০২৪ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এবং কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে পৌঁছে। এসবের মাঝেই শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে সেলেসাওরা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১২ রাউন্ডের খেলা শেষে তাদের ৫ জয়ের পাশাপাশি আছে ৩টি ড্র। দরিভালের দল হেরেছে ৪ ম্যাচে। অন্যদিকে, কলম্বিয়া ভালো ছন্দেই রয়েছে। কোচ জেমস রদ্রিগুয়েজের অধীনে তারা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছিল। যদিও আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয় তাদের। বিশ্বকাপ বাছাইয়েও তারা ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। ব্রাজিলিয়ান ভক্তরা এই আন্তর্জাতিক বিরতিতে নেইমারের জাতীয় দলে ফিরার আশা করেছিলেন। এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। যদিও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসা কিছু আশা জাগিয়েছিলেন নেইমার। তবে আবারও পেশীর চোটে পড়ায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনটা দীর্ঘায়িত হলো। নেইমারের অনুপস্থিতিতে দরিভাল আক্রমণভাগে রাখবেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনহাকে। ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোল বারের নিচে আলিসন বেকারের থাকাটা নিশ্চিত। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে ভান্ডারসন, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলহেরমে আরানাকে। মধ্যমাঠে অবশ্যই থাকবেন ব্রুনো গুইমারায়েস ও জারসন। আক্রমণ ভাগে রাফিনহা, রদ্রিগো, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের ২০২৫ সালের সূচি সব বড় ম্যাচে ঠাসা। শুক্রবার সকালে ঘরের মাঠ মানে গারিনচা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর, সেলেসাওরা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ

রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ ঘরের মাঠে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের কোনো ম‌্যাচ না জিতেই বাদ পড়েছে পাকিস্তান। টুর্নামেন্টে দলটির অধিনায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে ও অধিনায়কত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই এই উইকেট কিপার ব্যাটসম্যানকে ঘিরে ছিল নানান সমালোচনা। সেই রেশ কাটতে না কাটতেই রিজওয়ান জন্ম দিলেন আরেক বিতর্কের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ঘরোয়া প্রতিযোগিতার পরিবর্তে অংশ গ্রহণ করেছেন ক্লাব ক্রিকেটে। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রিজওয়ান পিসিবি আয়োজিত জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলছেন না। তার পরিবর্তে ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। এই পদক্ষেপটি সমালোচিত হচ্ছে। পাকিস্তানের সাবেক পেসার সিকান্দর বখত পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভিকে পরামর্শ দিয়েছেন রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার জন্য। বখত বলেছিলেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা পিসিবির জন্য কাজ করেন এবং পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ করতে বাধ্য। তিনি চান পিসিবি ‘অপরাধীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। বখত জিও সুপারকে এক সাক্ষতকারে বলেন, “পাকিস্তানি খেলোয়াড়রা প্রতি মাসে ৬০ লাখ রুপি পান এবং তাদের পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত। পিসিবিকে নিশ্চিত করতে হবে যে  সমস্ত খেলোয়াড়দের এই আসরগুলোতে অংশগ্রহণ। যদি আপনি পিসিবি আয়োজিত টুর্নামেন্টের পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলেন, তাহলে আপনি পিসিবিকে অসম্মান করছেন।”  “এটা বন্ধ হওয়া উচিত এবং মোহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র ব্যক্তি, তবে তাকে তার রীতি পরিবর্তন করতে হবে। আপনি যা ঘটছে তা থামানোর জন্য কঠোর হতে হবে। আপনাকে তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে হবে।” – যোগ করেন বখত। রিজওয়ান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। এই কিপার-ব্যাটার ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে ছাড়া নিউ জিল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ খেলতে যায় পাকিস্তান।