শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া

  শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া সনাৎ জয়াসুরিয়াকে শ্রীলংকা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেটার বোর্ড- এসএলসি। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। পদত্যাগ করেছেন পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও। তবে জয়াসুরিয়াকে পূর্ণকালীন নয়, আপাতত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৫৫ বছর বয়সী সাবেক এই লংকান ক্রিকেটার ভারত ও ইংল্যান্ড সিরিজে দলকে পরিচালনা করবেন। অন্তবর্তী কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলংকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া। নতুনভাবে শুরুর পথে থাকা শ্রীলংকা চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি২০ সিরিজে আতিথেয়তা দেবে। ৩টি  টি-২০ ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৭ জুলাই, ৩ ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে ৩ টেস্টের সিরিজ খেলবে দলটি।

দল জিতলেও মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব

দল জিতলেও মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব ব্যাট হাতে খুব বেশি রান পান নি, বল হাতে ছিলেন খরুচে। যদিও উইকেটের দেখা পান। তবে ম্যাচে খুব বেশি ইমপ্যাক্ট ফেলতে পারেননি সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) পারফরম্যান্স দিয়ে অভিষেক রাঙাতে পারেননি তিনি।   ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দলটির হয়েই আজ অভিষেক হয়েছে সাকিবের। নির্ধারিত ২০ ওভারে তার দল ৭ উইকেটে করে ১৬২ রান। পরে টেক্সাস ১৫০ রানের বেশি করতে পারেনি। নাইট রাইডার্স জেতে ১২ রানে।   দলের হয়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে তাকে দিয়ে পুরো ৪ ওভার করাননি দলের অধিনায়ক সুনিল নারাইন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিব খরচ করেন ৩২ রান।

অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে রোহিতরা, কীভাবে হবে উদযাপন

অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে রোহিতরা, কীভাবে হবে উদযাপন দীর্ঘ অপেক্ষার ইতি ঘটেছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে এক যুগের বেশি সময়ের অপেক্ষা শেষ হয়েছে তাদের। ঘরের মাঠে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা। ২০১৩ সালের পর প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা তাদের। ১৭ বছর পর এসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এমন উপলক্ষেও বাধভাঙা উল্লাসে ছিল বাধা। ফাইনালের পরপরই বার্বাডোজে হানা দেয় হারিকেন বেরিল। এ কারণে ক্যারিবিয়ানেই আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে দেশের মাটিতে ট্রফি নিয়ে পা রেখেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।   বার্বাডোজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড বিমানে উড়িয়ে আনার হয়েছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিতদের স্বাগত জানাতে ভোর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তদের ভিড় দেখা গিয়েছে। সকাল ছয়টার কিছু পরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বিমান।  ওই বিমানে করে দেশে ফিরেছেন ক্রিকেটারদের পরিবার, বিসিসিআই কর্মকর্তা ও ক্যারিবিয়ানে আটকে পড়া ভারতীয় সাংবাদিকরা। এরপর পৌনে সাতটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে উঠে পড়েন ক্রিকেটাররা। বিশ্বজয়ী এই ভারতীয় ক্রিকেট দলের দেখা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর দিল্লি থেকে মুম্বাইয়ে যাবেন তারা। সেখানে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটারের প্যারেড হওয়ার কথা। সেই প্যারেডে অংশ নেওয়ার জন্যে ক্রিকেটপ্রেমীদের আহ্বান জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বৃহস্পতিবার দেশে ফিরছেন রোহিত-কোহলিরা, প্রস্তুত ছাদখোলা বাস

বৃহস্পতিবার দেশে ফিরছেন রোহিত-কোহলিরা, প্রস্তুত ছাদখোলা বাস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে চারদিন হয়ে গেল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বার্বাডোজ থেকে এখনও দেশে ফিরতে পারেনি ভারত দল। এদিকে বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নিতে, তাদের নিয়ে শিরোপা উদযাপনের উচ্ছ্বাসে মাততে অধীর অপেক্ষায় আছে গোটা দেশ। কবে ফিরবেন কোহলি-রোহিতরা? জানা গেছে বুধবার দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে ভারত দল। আর আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লিতে পৌঁছাবে। এরপর তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ শেষে ভারত দল মুম্বাইর উদ্দেশ্যে রওয়ানা দিবে। সেখানে ছাদখোলা বাসে হবে তাদের ট্রফি প্যারেড। অবশ্য এর আগে গুঞ্জন চলছিল কোন শহরে হবে ট্রফি প্যারেড সেটা নিয়ে। অনেকে বলছিল দিল্লিতে হবে সেটা। কিন্তু আজ জানা গেল, দিল্লি নয় মুম্বাইতে হবে রোহিত-কোহলিদের ট্রফি প্যারেড। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও মাহেন্দ্র সিং ধোনির দলের ট্রফি প্যারেড হয়েছিল মুম্বাইতে। সেবার তাদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে হাজার হাজার ভক্ত-সমর্থক ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসে হাজির হয়েছিল মুম্বাইতে। এবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। ২০১১ সালে ভারত ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেবার অবশ্য আইপিএলের কারণে ট্রফি প্যারেড হয়নি। কিন্তু ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতায় এবারও হচ্ছে প্যারেড।

ঘুম-কাণ্ড নিয়ে তাসকিন বললেন, ‘বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব’

ঘুম-কাণ্ড নিয়ে তাসকিন বললেন, ‘বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব’ তাসকিন আহমেদের ঘুম-কাণ্ড নিয়ে সরব সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম। এবার নিজের ফেসবুক পেজে বিষয়টির ব্যাখ্যা দিলেন খোদ তাসকিন নিজেই। বুধবার (৩ জুলাই) দেওয়া তাসকিনের সেই পোস্ট রাইজিংবিডির পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো- ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিলো। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।’    

ঘুমের কারণে ম্যাচ মিস, সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন

ঘুমের কারণে ম্যাচ মিস, সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে আলোচনার রেশ এখনো শেষ হয়নি। এর মধ্যেই উত্তাপে আগুনে ঘি ঢেলে দিয়েছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন এই পেসার। ফলে টিম বাস মিস করেন। আর এ জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন।  সোমবার (১ জুন) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার অনুরোধ করে সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি। ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে মাত্র দুই পেসারকে খেলাতে দেখে সবাই বেশ আশ্চর্য হয়। সেই সঙ্গে তাসকিনকে একাদশে না দেখে বিস্ময়ের ব্যাপারটা আকাশ সমান ছড়িয়েছে। পরে গুঞ্জন ছড়ায়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাসকিনকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন।  কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন। তাসকিন ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন কি না সেটার উত্তর একমাত্র প্রধান কোচই দিতে পারেন।’ তাসকিন জাতীয় সঙ্গীতের সময় মাঠে ছিলেন। তবে জায়গা পাননি সেরা একাদশে। এ নিয়েও উঠেছে প্রশ্ন। তবে কি কোচের সঙ্গে তাসকিনের কোনো সমস্যা তৈরী হয়েছিল? এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। তাসকিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন। এটা নিয়ে কোনো সমস্যা তৈরী করার দরকার নেই।’ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠলেও সঙ্গী হয়েছে ভরাডুবি। সুপার এইটে একটা ম্যাচও জিততে পারেনি নাজমুল হোসেনের দল। অন্তত একটা ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরী হতো। ব্যর্থতার দায় নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ।

আজ রাতে পর্দা উঠছে এলপিএলের

আজ রাতে পর্দা উঠছে এলপিএলের পর্দা উঠতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। আজ রাতে আসরের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ থাকছে মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ের। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে তাদের দল ডাম্বুলা সিক্সার্স। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা সিক্সার্সের লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ডাম্বুলার তুলনায় ভালোই শক্তিশালী ফ্যালকন্স। তাদের দলে আছেন আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকারার মতো তারকারা। এই আসরে এবার মোস্তাফিজ ও তাওহীদের সঙ্গে খেলতে গিয়েছেন তাসকিন আহমেদও। তাসকিন মাঠ মাতাবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট খেলার সুযোগ পেলেন তাসকিন। গত আসরে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় আর ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ১৫৫ রান। তার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তার। সর্বোচ্চ রান করা শোয়েব মালিক তার চেয়ে ৫ রান এগিয়ে ছিলেন।এবার তাওহীদ দল বদলে তৌডাম্বুলা সিক্সার্সের হয়ে। তার সতীর্থ হিসেবে থাকছেন স্বদেশী মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এ পেসার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন এ লিগে। এলপিএলে খেলতে রোববার বাংলাদেশের তিন ক্রিকেটার একসঙ্গেই শ্রীলঙ্কায় পৌঁছেছেন।

বুমরাহর প্রতিটি উইকেটের মূল্য লাখ টাকারও বেশি

বুমরাহর প্রতিটি উইকেটের মূল্য লাখ টাকারও বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মার দলের এই শিরোপা জয়ের পেছনে সবচেয়ে বড় নামটি জাসপ্রীত বুমরাহ। আসরে একাই বল হাতে ভারতকে টেনেছেন এই বোলার। গড়ে দিয়েছেন পার্থক্য। পুরস্কার হিসেবে পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।  এবারের বিশ্বকাপে প্রাইজমানির দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে আইসিসি। তাতে আসরের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্ধ ছিল ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ১৭ লাখ টাকারও বেশি (১৭ লাখ ৫৬ হাজার ৬০২ টাকা)।  বিশ্বকাপে ৮ ম্যাচে ওভারপ্রতি ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাতে টাকার অংকে হিসেব করলে তার প্রতিটি উইকেটের মূল্য দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ১০৬ টাকা। আর প্রতি ম্যাচের হিসেবে বুমরাহ পেয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা। এদিকে আসরের সেরা হয়ে ভারত প্রাইজমানি হিসেবে বিপুল অংকের টাকা পেয়েছে। ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দেওয়া হয় এবারের আসরে। যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। সেই সঙ্গে গ্রুপপর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পাবে আসরে অংশ নেওয়া দলগুলো। প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে আলাদা করে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৫৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সে হিসেবে ভারতের টাকার অঙ্কের পরিমাণটা আরও বেশি।  ইনাল পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ম্যাচ জিতেছে মোট ৬টি। সে হিসেবে অতিরিক্ত ২ কোটি ১৯ লাখেরও বেশি টাকা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়নের ২৮ কোটি ৭৫ লাখ ও ম্যাচ জয়ের বোনাস হিসেবে ২ কোটি ১৯ লাখ মিলিয়ে আসর থেকে ভারতের মোট প্রাইজমানি প্রায় ৩১ কোটি টাকা।

চূড়ান্ত হলো ২০২৬-বিশ্বকাপের ১২ দল

চূড়ান্ত হলো ২০২৬-বিশ্বকাপের ১২ দল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এক মাসব্যাপী ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বমঞ্চের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ভারত। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। আবার ২ বছর পর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দশম আসর। ১০ম আসরেও খেলবে ২০টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। লঙ্কানরা সুপার এইটে যেতে না পারলেও স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। এছাড়া সুপার এইটে খেলা আট দলও সরাসরি চলে যাবে বিশ্বকাপে, যার মধ্যে রয়েছে ভারতও। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হল ৯টি। এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ৩ দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। র‍্যাংকিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে- নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী নিউজিল্যান্ড ছয়ে, পাকিস্তান সাতে এবং আয়ারল্যান্ড রয়েছে ১১ নম্বরে। তিনটিই টেস্ট খেলুড়ে দেশ। সব মিলে হল ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে। বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হল ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল। প্রসঙ্গত, এবারই প্রথম ২০ দল নিয়ে বসেছে বিশ্বকাপ। প্রথমবারের মত বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। দল বেশি হওয়াতে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে বেশি। অনেক বাঘা বাঘা দলকে হারিয়ে দিয়েছে সহযোগী সদস্য অনেক দেশ। সহ-আয়োজক যুক্তরাষ্ট্র তো চলে গেছে সুপার এইটেও। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মত দল। সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে আফগানিস্তান। দল বেশি হওয়াতে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। পরের আসরেও এমন ভালো লড়াই দেখা যাবে বলেই আশা করা যাচ্ছে।

শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ

শ্রীলঙ্কায় খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ বিশ্বকাপ থেকে ফেরার একদিনের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন তারা। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। গত আসরে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলেন হৃদয়। এবারই প্রথম এলপিএল খেলতে চাওয়া তাসকিন দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন। বিমানবন্দরে তার সঙ্গী ছিলেন পরিবারের সদস্যরাও। ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন তাসকিন। আগামীকাল সোমবার থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।