দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত

দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত কানপুর টেস্ট বাতিল করার জন্য হিন্দু মহাসভা নামক এক ভারতীয় সংগঠন হুমকি দিয়েছিল কয়েকদিন আগেই। ম্যাচটি বাতিল করার জন্য তারা স্টেডিয়ামের বাইরে আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করেছিল। এমনকি টি-টোয়েন্টি ম্যাচের দিন ‘বন্ধ’ ডেকেছে তারা। এতকিছুর পরও লাভ হয়নি তাদের। বরং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে ম্যাচকে ঘিরে। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে। এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ভুল তথ্যও প্রকাশ করে। যে কারণে দেশটির একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত এই টেস্ট ম্যাচটি বাতিলের হুমকি দেয়। তবে হিন্দু মহাসভার কোনোকিছুই আমলে নেয়সি বিসিসিআই। দেশটির কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ রাজ্য সরকার কঠোরভাবে সংগঠনটিকে দমন করে খেলা আয়োজন করছে। ইতোমধ্যে সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ কঠোর নিরাপত্তার মধ্যে গ্রিন পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ দল। কানপুরের ডিসিপি রাজেশ শ্রীভাস্তাব বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন টেস্ট ঘিরে তারা যেভাবে সাজিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, ‘এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। একটা হচ্ছে আইসোলেশন কর্ডন। যেটা মাঠ, পিচ ও স্পর্শকাতর এলাকাকে সুরক্ষা করবে। মাঝের আরেক স্তর থাকবে প্যাভিলিয়নে। এরপর বাইরে রাস্তার দিকে থাকবে আরেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ’ এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন বিভাগের নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন। পুলিশের এই কর্মকর্তা জানান, দুই দলকেই সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে। এটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব দেখভাল করা হবে। পুরো এলাকা ঘিরে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে বলে জানান তিনি।
সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ জরিমানা ধার্য করে। আজ বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেরণ করা হয়। মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৩ মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র তদন্ত কমিটি।
ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান

ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান আরব আমিরাতে ইতিহাস গড়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমবারের মতো আইসিসির শীর্ষ পাঁচ দলের একটিকে হারানোর রেকর্ড গড়েছে তারা। সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও। শারজাহতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে স্রেফ ১০৭ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় আফগানিস্তান। এই রান তাড়ায় নেমে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে তারা। দ্বিতীয়টিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৩১১ রান। জবাবে স্রেফ ১৩৪ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রোটিয়ারা। ১৭৭ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা। যদিও শেষ ম্যাচে হারতে হয় তাদের। তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলে রশিদ-গুরবাজরা। এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন তরুণ ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। গড়েন বেশ কয়েকটি রেকর্ডও। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের দারুণ ইনিংস খেলার পর তৃতীয়টিতে করেন ৮৯ রান। ২৩ বছর বয়স পূর্ণ করার আগে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এই তালিকায় অষ্টম সেঞ্চুরিতে তাদের ওপর আছেন কেবল শচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক। অর্থাৎ, আর একবার সেঞ্চুরি করলেই এই দুজনকেও স্পর্শ করবেন গুরবাজ। অপরদিকে বোলিংয়ে বাজিমাত করেছেন রশিদ খান। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠে নামা এই তারকা স্পিনার দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইনজুরি বেশি হওয়ার কারণে অবশ্য খেলতে পারেননি তৃতীয়টিতে। কিন্তু আগের দুই ম্যাচ জয়ে আছে তার বড় অবদান। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর র্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান নবম। তাদের রেটিং পয়েন্টি ৮২। ৮৬ পয়েন্ট নিয়ে আফগানদের উপরে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা দলটি অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রুপেই রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আসরে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
জয়াসুরিয়ার ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

জয়াসুরিয়ার ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও জয়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু আজ তার লড়াই থেমে গেল দ্রুতই। নিউজিল্যান্ডের আশার আলো নিভলো তখনই। ঘূর্ণিজাদুতে আরও এক উইকেট তুলে নিয়ে বাকি কাজ সেরে ফেললেন প্রবাত জয়াসুরিয়া। আর তাতে কিউইদের দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দারুণ বোলিং প্রদর্শনীতে গল টেস্টে ৬৩ রানের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পঞ্চম ও শেষ দিনে কিউইদের দরকার ছিল আরও ৬৮ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু মাত্র ৪ রান তুলতেই সেই ২ উইকেট উইকেট হারালো তারা। প্রথমে রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করেন জয়াসুরিয়া। সবসমিলিয়ে শেষ দিনে সফরকারীরা টিকতে পারল মাত্র ১৬ মিনিট ও ২২ বল। এই টেস্টের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩০৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছিলেন দলটির ব্যাটার কামিন্দু মেন্ডিস। জবাবে তিন ব্যাটারের ফিফটিতে ৩৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা লক্ষ্য দেয় ২৭৫ রান। বল হাতে কিউই স্পিনার এজাজ প্যাটেল নেন ৬ উইকেট। লক্ষ্যটা ছোট মনে হলেও জয়াসুরিয়া তার পাহাড়সম বানিয়ে দেন। নিউজিল্যান্ডের শেষ ভরসা হিসেবে ছিলেন রবীন্দ্র। কিন্তু আজ তিনি থেমেছেন ব্যক্তিগত ৯২ রানে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই লঙ্কান স্পিনার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। সেই ম্যাচটিও হবে গলে। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫ (কামিন্দু ১১৪, কুশল ৫০, ও’রুর্ক ৫/৫৫)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪০ (ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; জয়াসুরিয়া ৪/১৩৬, রমেশ ৩/১০১)। শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩০৯ (করুণারত্নে ৮৩, চান্ডিমাল ৬১, ম্যাথুস ৫০; এজাজ ৬/৯০, ও’রুর্ক ৩/৪৯)। নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২১১ (রবীন্দ্র ৯২; জয়াসুরিয়া ৫/৬৮, রমেশ ৩/৮৩)। ফলাফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।
সাকিবের ইনজুরি নিয়ে নতুন মোড়, কানপুর টেস্টের আগে পর্যবেক্ষণ

সাকিবের ইনজুরি নিয়ে নতুন মোড়, কানপুর টেস্টের আগে পর্যবেক্ষণ সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে আলোচনা যেন থামছেই না। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সবাই ব্যাট ধরেছেন সাকিবের হয়ে। এবার নতুন মোড় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) টিম হোটেলে এই নির্বাচক জানান, ম্যাচের আগে সাকিব শতভাগ ফিট ছিল, কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে ব্যাথা অনুভব করে। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে হাতে চার দিন সময় থাকায় সাকিবকে পর্যবেক্ষণ করা হবে বেশ ভালোভাবে। হান্নান বলেন, ‘অনেকেই অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন শতভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে’- আরও যোগ করেন হান্নান। প্রথম ইনিংসে কম বোলিং করা নিয়ে আলোচনায় আসে সাকিবের ইনজুরি। ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানিয়েছেন আঙুলে ব্যাথার জন্য বোলিং কম করছেন। পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে শতভাগ ফিট বলা হলেও আজ হান্নান জানিয়েছেন বোলিং শুরু করার পর ব্যথা অনুভাবের কথা। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সময় আছে চারদিন। ম্যাচের আগে সাকিবকে ব্যাটিং-বোলিংয়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন হান্নান। ‘যেহেতু আমাদের চারদিন সময় রয়েছে। দুইদিন আমরা মাঠে থাকবো, সেখানে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করবো। তার ব্যাটিং বোলিং দেখে জাজ করার চেষ্টা করবো, তার কাছ থেকে ফিডব্যাক নেব, তারপরে সিদ্ধান্তে আসবো।’- বলেছেন হান্নান। সাকিব প্রথম ইনিংসে বোলিং করেছেন ৮ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভার। রান দিয়েছেন যথাক্রমে ৪৮ ও ৭৯। টেস্ট ক্যারিয়ারে এটি তার সবচেয়ে খরুচে বোলিং। আর ব্যাট হাতে করেছেন ৩২ ও ২৫ রান। টিম ম্যানেজমেন্ট সাকিবকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করবে। তবে দুই বিভাগে যদি আলাদাভাবে ভালো করতে না পারে, তাহলে সে শুধু ব্যাটার কিংবা বোলার হিসেবে খেলতে পারবে বলেও জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে এই প্রথম সফরে আসা হান্নান। ‘সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি টিম কম্বিনেশনে আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহুর্তে সাকিবকে ছাড়া সম্ভব তবে সেটাও হতে পারে’-যোগ করেন হান্নান।
ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকা-ইংল্যান্ডের নিচে নামল বাংলাদেশ

ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকা-ইংল্যান্ডের নিচে নামল বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছিল। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পর দুই ধাপ নিচে নেমে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৭ খেলায় ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৩৩। শতকরা ৩৯.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে টিম টাইগার্স। দলটির পরাজয়ের ফলে এক ধাপ করে উপরে উঠেছে শ্রীলংকা ও ইংল্যান্ড। সাত ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্টসহ শতকরা ৪২.৮৬ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে লঙ্কানরা। ১৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ভারত। হিসাব অনুযায়ী, টিম ইন্ডিয়ার শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। শতকরা ৬২.৫০ শতাংশ পয়েন্ট পেয়েছে অজিরা। নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। দলটির শতকরা পয়েন্ট ৫০ শতাংশ। ছয় ম্যাচে ২ জয় ০ এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে ভারত। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ হারিয়েছিল ২৬ রানে ৩ উইকেট। এরপর দ্বিতীয় সেশনেই বাংলাদেশ হারিয়েছে আরো ৫ উইকেট। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেরা দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন সাকিব ও লিটন। দুজনের ৫১ রানের জুটি যখন ভাঙে তখন দলীয় সংগ্রহ ৯১। এক রান যোগ করতেই সাকিবও বিলালেন নিজের উইকেট। সাকিব-লিটন দুজনই আউট হয়েছেন জাদেজাকে সুইপ করতে গিয়ে। চা বিরতির আগে দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে বুমরার তৃতীয় শিকারে পরিণত হন হাসান। দ্বিতীয় সেশনে ২৭.৫ ওভারে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চা বিরতির পর ফিরিয়েছেন তাসকিনকেও। বুমরার ইয়র্কারে বোল্ড হয়েছেন তাসকিন। বাংলাদেশের ইনিংসের প্রথম উইকেটও শুরু করেছিলেন সাদমানকে বোল্ড করে। এর আগে প্রথম সেশনেই দুই বলে ২ উইকেট তুলে নিয়েছেন আকাশ দীপ। একই রকম ডেলিভারিতে জাকির ও মমিনুলকে বোল্ড করেছেন এই পেসার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন সিরাজের বলে। শেষটাও করেন সিরাজ। নাহিদ রানাকে বোল্ড করে ১৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশকে। ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে থেকে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।
অবশেষে টানা চার জয়ের পর বাংলাদেশের হার

অবশেষে টানা চার জয়ের পর বাংলাদেশের হার অবশেষে শ্রীলঙ্কায় জয়ের ধারা থামল বাংলাদেশ নারী ‘এ’ দলের। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে রাবেয়া খানের দল। হারের মুখ দেখলেও এর আগে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কলম্বোয় আজ ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলান তাজ নাহার ও ওপেনার শামীমা সুলতানা। তবে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শামীমা আউট হওয়ার পরেই আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে নাহারের ১৫ ও স্বর্ণা আক্তারের ২৮ রান শুধু দলের পরাজয়ের ব্যবধানই কমান। বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করে দলকে ১৯ রানের জয় এনে দেওয়ার পথে ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার চার বোলার। শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি আগামী ১৯ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের।
ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল

ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকের আলী অনিককেও। রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। তাদের হারায় ২-০ ব্যবধানে। এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরিফুল ছিলেন না চোটের কারণে। এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরিফুলের জায়গায় জাকেরকে নেওয়া। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি। আগামী ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।
শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা এরপর ব্যাটারদের হাত ধরেই সহজেই এসেছে আরও এক জয়। আজ পি সারা ওভালে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে তারা পায় ৭২ রান। ৪০ বলে ২৭ রান করা নিতমি পুরনাকে ফেরান ফাহিমা। পরের সাত ওভারে স্রেফ ২৯ রান করেছে লঙ্কান মেয়েরা, হারিয়েছে ৬ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিকি নুথাওয়াঙ্গে। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট পান ফাহিমা। একটি করে উইকেট পান রাবেয়া খান, জাহানারা আলম, রিতু মণি ও সুলতানা খাতুন। রান তাড়ায় নেমে দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শামীমা সুলতানা। এছাড়া ৩১ বলে ২৮ রান আসে সুবহানা মোস্তারির ব্যাটে। ২২ বলে ২০ রান করেন ওপেনার সাথী রাণী।