ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে ফেরা হয়নি জস বাটলারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ৪ মাস ৯ দিন পর তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী ১০ নভেম্বর ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। এই সিরিজে খেলবেন বাটলার। তবে উইকেটের পেছনে তাকে দেখা যাবে না। তার পরিবর্তে গ্লাভস পরবেন ফিল সল্ট। বাটলার তার আগের ১০৮ টি-টোয়েন্টি ম্যাচের ১০৬টিতেই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। বাকি দুই ম্যাচে করেছিলেন ফিল্ডিং। সল্ট অবশ্য ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেটে ৫৯ ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১৩টিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। এবার টি-টোয়েন্টি সিরিজেও পেতে যাচ্ছেন সেই দায়িত্ব।

এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে

এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কাছে গেট মানি ও প্রচার স্বত্বের টাকা পাওনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি। গত ২৭ অক্টোবর এই অর্থ চেয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। পাওনার বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করেছে এনএসসি। জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় টিকিট বিক্রির ১৫ শতাংশ ও প্রচার স্বত্ব বিক্রির ওপর ১০ শতাংশ অর্থ ক্রিকেট বোর্ড থেকে এনএসসির পাওয়ার কথা। কিন্তু ক্রিকেট বোর্ড এই অর্থ প্রদানে অসহযোগিতা করায় অডিট আপত্তির মুখে পড়েছে এনএসসি। এই পাওনা আদায়ে বহুবার চিঠি প্রদান করা হলেও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড খুব কমই জবাব দিয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২৩ সালের জুনে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা এনএসসিকে দিয়েছিল বিসিবি। এদিকে বিসিবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা এনএসসিকে টিকিট ও প্রচার স্বত্ব বিক্রির সঠিক অঙ্ক জানাতেও গড়িমসি করেছে। এর ফগ্লে নিজেদের প্রাপ্য বুঝে পেতে বেগ পেতে হচ্ছে এনএসএসিকে। দেশের ক্রীড়া সংস্থাগুলোর অভিভাবক হিসেবে তাদের দেখভালের দায়িত্ব এনএসসির। তবে বিসিবিতে প্রবল রাজনৈতিক প্রভাব থাকায় এতদিন ঠিকঠাকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি তারা। গত জুনেও গেট মানি ও প্রচার স্বত্ত্ব নিয়ে বিসিবিকে চিঠি দিয়েছিল এনএসসি। তবে জুলাই মাসে ফিরতি চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার ব্যয় কয়েক কোটি টাকা দেখিয়ে সেখান থেকে এনএসসিকে পাওনা সমন্বয় করতে বলেছিল। সেই সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন ক্রীড়া মন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। ৫ আগস্ট পরবর্তী সময়ে দৃশ্যপট বদলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জাতীয় ক্রীড়া পরিষদের উপর নতজানু। এখন এনএসসি চিঠি প্রেরণের ২৪ ঘন্টার মধ্যেই ফিরতি চিঠি দিচ্ছে বিসিবি। বিসিবির বর্তমান সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ দেখাও তার দায়িত্ব। যদিও বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ তো দূরের কথা সম্পর্কই রাখেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত 

দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত  ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়স তেমনি ইঙ্গিত দিচ্ছে। সময়ের ডাকে সাড়া দিয়ে তাই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক। মনোযোগ দিয়েছেন টেস্ট ও ওয়ানডে সংস্করণে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার ম্যাচে একদম রোহিতের পারফরম্যান্স ছিল একদম বাজে। তিন টেস্টে মোটে করেছেন ৯১ রান। শুধু কিউইদের বিপক্ষেই নয় ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও পারফর্ম করতে পারেননি তিনি। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সিরিজে পারফর্ম করতে না পারলে নিজ থেকেই অবসর নিতে পারেন বলে এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ওপেনার বলেছেন, ‘আপনাকে আগেই ভেবে রাখতে হবে। যদি রোহিত শর্মা ভালো করতে না পারে আমার মনে হয়, সে নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাজে সময় কেটেছে বিরাট কোহলিরও। সিরিজে করেছেন ৯৩ রান। তবে তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনি মন্তব্য করতে রাজি নন শ্রীকান্ত। তার মতে, অস্ট্রেলিয়ায় কোহলি রানে ফিরবেন এবং তার হাতে এখনও (অবসর) যথেষ্ট সময় আছে। তিনি বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার শক্তির জায়গা। কোহলিকে নিয়ে এখনই এসব (টেস্ট ছাড়া) বলা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মেনে নেব না। বিরাট কোহলির যথেষ্ট সময় আছে।

অলরাউন্ডার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

অলরাউন্ডার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই টাইগার অলরাউন্ডার। পেশাদার ক্যারিয়ার আরও দীর্ঘ। এই লম্বা সময়ে জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যান সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। সেখানেই মূলত প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলার সঙ্গে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে এই টাইগার অলরাউন্ডারকে। পুরো বিষয়টি নিয়ে বিসিবির কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অফিসিয়াল কিছু আসেনি। যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপার নয়, তাই আমাদের জানাটাও গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারে। তবে বিসিবি পর্যন্ত এসেছে বিষয়টি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কেবলই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। সাকিব বিষয়টি জানেন, হয়তো দ্রুতই পরীক্ষা দেবেন। এটার কারণে আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই।

ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ

ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ধাপে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দলের ১৩ সদস্য। একদিন বাদেই হবে সিরিজ শুরু, তবে এখনো দুবাইয়ের ভিসা পাননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। আজ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রটি জানায়, এখন পর্যন্ত তাদের ভিসা পাওয়া যায়নি। আজ পাওয়ার কথা আছে। পেলেই দুবাইয়ের বিমান ধরবেন। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন নাসুম। এই বাঁহাতি স্পিনার বগুড়ায়, ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।

শ্রীলঙ্কার কাছে হেরে সেমি থেকেই বাংলাদেশের বিদায়

শ্রীলঙ্কার কাছে হেরে সেমি থেকেই বাংলাদেশের বিদায়   হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। লঙ্কানদের কাছে ৩ উইকেটে হেরে তাদের ফাইনালে উঠার স্বপ্ন পূরণ হলো না। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারালেও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের মতো আজও জিশান ইসলামের ব্যাটে রান আসছিল ভালোই। ১১ বলে ৫ ছক্কায় ৩৬ রান করেছেন এই ওপেনার। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৪ বলে করেছেন ১৬ রান। দারুণ ফর্মে থাকা সাইফউদ্দিন আজও ব্যাটে ঝড় তুলতে শুরু করেছিলেন। কিন্তু ১২ বলে ২৩ রান করে থেমেছেন তিনি। এছাড়া শেষদিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন আবু হায়দার। বল হাতে শ্রীলঙ্কার থারিন্ডু রত্নায়েকে ২ ওভারে ৩৩ রান খরচে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ১ উইকেট পেয়েছেন লাহিরু সামারাকুন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৫৮ রানের জুটি গড়ে ফেলেন দুই লঙ্কান ওপেনার সান্দুন ভিরাক্কডি। ১৬ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার ধনঞ্জয়া লাকশান ৬ বলে ২৪ রান করেন। মাঝে জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করেন তিনি। কিন্তু বাকিরা কেউ রান আটকাতে পারেননি। এর মধ্যে আগের দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করা সাইফউদ্দিন ২ ওভারে ৪৪ রান খরচে থাকেন উইকেটশূন্য। আবু হায়দার ১টি উইকেট পেলেও ১ ওভারে ২০ রান খরচ করেছেন। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল পাকিস্তান। সেমিফাইনালে জয়ী দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কায় হংকংয়ে বাংলাদেশের রেকর্ড

জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কার ফুলঝুরিতে হংকংয়ে বাংলাদেশের রেকর্ড ৬ ওভারের খেলায় চার-ছক্কার ফুলঝুরিই ছুটবে এটাই স্বাভাবিক। তবে হংকংয়ে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটে এমন ঝড় তুলেছেন তাতে হংকং সিক্সেসে আজ রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ১৪৭ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ১২৮ রান করে তাড়া। বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে অলআউট হয় ওমান। এতে করে প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অধিনায়ক সাইফউদ্দিনের দল। রেকর্ড গড়ার ম্যাচে ঝড়টা তুলেছেন জিসান আলম ও ইয়াসির আলি রাব্বি। বিশেষ করে জিসান। মাত্র ১২ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। ৮ ছক্কা ও ১ চারের তা-ব চালানোর পর অবশ্য টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী থামতে হয় তাকে। কোনো ব্যাটার ফিফটি করার পর আর ব্যাটিং করতে পারবে না। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তিনে নেমে একইভাবে মাঠ ছেড়েছেন সাইফউদ্দিনও।

ইনিংস ও ২৭৩ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ

ইনিংস ও ২৭৩ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে যেভাবে উইকেটের মিছিলে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা তাতে হার নিশ্চিতই ছিল। দেখার বিষয় ছিল, ব্যবধানটা কতটুকু কমাতে পারবেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। ব্যবধানটা শেষ পর্যন্ত থেমেছে ইনিংস ও ২৭৩ রানে। ধবলধোলাই হওয়ার ম্যাচে এতটাই বাজে খেলেছে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার দেওয়া ফলো-অন এড়াতে পারেনি। ফলো-অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৭৬ রান। বাংলাদেশ দুই ইনিংস মিলে করেছে মোট ৩০২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ দেড় শ রান পার করলেও দ্বিতীয় ইনিংসে সেটিও করতে পারেনি। ১৫৯ রানের বিপরীতে টেস্টের তৃতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ১৪৩ রানে। প্রথম ইনিংসে ৮ জন ব্যাটারের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। ঘরের মাঠে স্বাগতিকদের ধসিয়ে দিল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অল্পতে অলআউট করতে শুরুটা করেছেন সেনুরান মুতুসামি। ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার শুরুটা করলেও শেষটা করেছেন আরেক বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ১০ নম্বর ব্যাটার হাসান মাহমুদ। ইনিংস ও ২৭৩ রানের হারে বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় টেস্টে। আগের সর্বোচ্চেও বাংলাদেশের নাম। প্রতিপক্ষের মাঠ ব্লুমফন্টেইনে ২০১৭ সালে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।  প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানের হারটাই সব মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় বড় পরাজয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় ইনিংস ও ৩১০ রানের সর্বোচ্চ হারটি হেরেছিল বাংলাদেশ। এ জয়ে একটা অপেক্ষা ঘুচেছে দক্ষিণ আফ্রিকার। ২০১৪ সালের পর এশিয়ার মাটিতে সিরিজ জিতেছে প্রোটিয়ারা। সিরিজ হিসেবে ৫ সিরিজ পর। ১৭৭ রানের ইনিংস খেলা টনি ডি জর্জির ম্যাচসেরার বিপরীতে সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন কাগিসো রাবাদা।

চরম অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

চরম অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে চরম অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে এই দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। তার আগেই মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মমিনুল হক (৬) ও নাজমুল হোসেন শান্ত (৪)। এর আগে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৫৩৭ রানে।  ইনিংসে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ডাউন লেগের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ৬ বলে ০ রানে বিদায় নেন সাদমান। সর্বশেষ ৩ ইনিংসে দুইবারই ডাক মারলেন সাদমান। এর আগে দক্ষিণ আফ্রিকার মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ বলে খেলে ০ রানে আউট হয়েছিলেন তিনি। ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ বলে মাত্র ১ রান করেন সাদমান। টিকতে পারেননি জাকির হাসানও। তিনিও হন রাবাদার শিকার। ৮ বলে মাত্র ২ রান করে বিহাইন্ড দ্য উইকেটে ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে ডেন পিটারসনের চতুর্থ বলে কভার ড্রাইভে চার হাঁকান ওপেনার মাহমুদুল হাসান জয়। পরের বলেই দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ধরা পড়েন এই ডানহাতি। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে নামায় বাংলাদেশ। পরের ওভারে আউট হয়ে যান হাসানও। কেশব মহারাজের ঘূর্ণিতে খেই হারানোর আগে ৭ বলে ৩ রান করেন ডানহাতি ব্যাটার। এর আগে ৩ সেঞ্চুরি আর ২ ফিফিটিতে ৫৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইয়ান মুলদার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর তাদেরকে ডেকে নেন অধিনায়ক এইডেন মার্করাম। মুলদারের সঙ্গে ৭০ রানে অপরাজিত ছিলেন সেনুসান মুথুসামি। ১৪৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজু্ল ইসলামকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুলদার। ষষ্ঠ উইকেটে ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মুলদার ও মুথুসামি। এই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো বাকি দুই দক্ষিণ আফ্রিকার ব্যাটার হলেন টনি ডি জর্জি (১৭৭) ও ত্রিস্টান স্টাবস (১০৬। মুথুসামির সঙ্গে ফিফটি করা অন্য ব্যাটার হলেন ডেভিড বেডিংহাম (৫৯)। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম একাই নেন বাকি ৫ উইকেট। এ নিয়ে ১৪তম বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার। বাকি এক উইকেট নেন পেসার নাহিদ রানা।

চট্টগ্রাম টেস্টে দুই উইকেট বাংলাদেশের, জর্জি-স্টাবসের সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টে দুই উইকেট বাংলাদেশের, জর্জি-স্টাবসের সেঞ্চুরি চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। পুরো তিন সেশনে মাত্র দুই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেন প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ইনিংসের ১৮তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৩ রান করা মার্করামকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। চা বিরতির পর পর সেঞ্চুরি তুলে নেন স্টাবস। ১৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। জর্জি ১৯৮ বলে ১৪১ ও বেলিংহাম ২৫ বলে ১৮ রানে অপরাজিত আছেন।