দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে। নিয়াজ ১৫ বছর ৫ মাসে আইএম হয়েছিলেন। মনন রেজা নীড় আইএম হলেন ১৪ বছর ৩ মাসে। শুক্রবার হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় ৮ খেলায় ৬ পয়েন্ট পাওয়ার পর মননের তৃতীয় নর্ম হয়। তাতেই তিনি ফিদে মাস্টার থেকে হয়ে যান আন্তর্জাতিক মাস্টার। নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন। মননকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়ালো পাঁচ। বাকি চারজন হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

তিন ভাই সহ বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান

তিন ভাই সহ বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে আফগানিস্তান দল। এরপরে আরও এক উৎসবের উপলক্ষ পেল তারা। বিয়ের পিঁড়িতে বসলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। গতকাল কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জমজমাট আয়োজনে রশিদ খানের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রশিদের সতীর্থ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। রশিদের পাশাপাশি তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন। তবে পাত্রীদের পরিচয় জানা যায়নি। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানের বিয়ে সম্পন্ন হয়েছে পশতুন রীতিতে।

মিটল ১০ বছরের আক্ষেপ, জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

মিটল ১০ বছরের আক্ষেপ, জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটিশদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শারজায় আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১১৯ রানের সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে  ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। তাতে ১৬ রানের জয় পায় বাংলাদেশের মেয়েরা। এতে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল টাইগ্রেসরা। বাংলাদেশের মেয়েরা ২০১৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। সেই বছরই দুইটি জয়ের দেখা পায়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। অবশেষ নবম আসরে এসে সেই খরা কাটিয়ে জয়ের দেখা পেয়েছে। এদিকে, এই ম্যাচে টস করতে নেমেই শততম ম্যাচের মাইলফলক ছয়ে থাকেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে স্কটিশদের মিডিয়াম পেসের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারেননি টাইগ্রেস দুই ওপেনার। দলীয় ২৬ রানে ১২ রান করে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে নামা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী।  কিন্তু দলীয় ৬৮ রানে ৩২ বলে ২৯ রান করে ফিরে যান সাথী। তার বিদায়ে পর ধস নামে টাইগার ব্যাটরদের। ৩৫ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মোস্তারি ৩৮ বলে ৩৬, স্বর্না আক্তার ৭ বলে ৫, রিতু মনি ৪ বলে ও রানের খাতা খোলার আগেই তাজ নেহার সাজঘরে ফিরে যান। টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যের মধ্যে দিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক জ্যোতি। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যাথরিন ফ্রেজার।

দুর্নীতির দায়ে এক বছর নিষিদ্ধ লঙ্কান স্পিনার

দুর্নীতির দায়ে এক বছর নিষিদ্ধ লঙ্কান স্পিনার দুর্নীতির দায়ে লঙ্কান স্পিনার প্রভিন জয়াবিক্রমাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় গত ছয় মাসের সাজা স্থগিত করা হয়েছে তার। গত আগস্টেই আইসিসি জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী নীতিমালার দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে। যার জেরে তিনি শাস্তি পেলেন। ২৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনারের বিরুদ্ধে অভিযোগ ছিল, আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে গোপন করার। একইভাবে ২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে সতীর্থ খেলোয়াড়কে ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাবও আসে তার কাছে। শুধু প্রস্তাবের কথাই গোপন করেননি। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া বিভিন্ন মেসেজ মুছে ফেলেন জয়াবিক্রমা। তবে আইসিসি জানিয়েছে, লঙ্কান স্পিনার নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।

সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  আজ বুধবার (০২ অক্টোবর) আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলেছে। উল্লেখ্য, সাকিবের পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এ চিঠি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় ২৫ লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত ২০ আগস্ট থেকে জব্দ রয়েছে। এ ছাড়া আরও ৪ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। আরও যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী মো. নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ।

শীর্ষে ফিরলেন বুমরাহ, র‌্যাংকিংয়ে উন্নতি মিরাজেরও

শীর্ষে ফিরলেন বুমরাহ, র‌্যাংকিংয়ে উন্নতি মিরাজেরও বাংলাদেশের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় টেস্টে নিয়েছেন ছয়টি গুরুত্বপূর্ণ উইকেট। তারই পুরস্কার পেলেন এবার। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে টপকে হয়েছেন টেস্টের এক নম্বর বোলার।  আজ সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ৮৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বুমরাহ। তবে কানপুর টেস্ট জয়ে অবদান রাখেন অশ্বিনও। পাঁচ উইকেট নিলেও রেটিং পয়েন্ট কমেছে তার। বুমরাহর থেকে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে তিনি।  এদিকে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত অবদানের কারণে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের। চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন মিরাজ। আর পাঁচ ধাপ উন্নতি হওয়া সাকিবের অবস্থান ২৮তম। বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কান বোলার প্রবাথ জয়াসুরিয়ারও। নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি সিরিজজুড়ে ১৮ উইকেট নিয়ে সেরা হওয়া এই বোলার এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে আছেন।  টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়া লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস এগিয়েছেন পাঁচ ধাপ। ক্যারিয়ার সেরা ১১তম স্থানে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্ম দেখিয়ে এগিয়েছেন দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসও। ছয় ধাপ এগিয়ে চান্দিমাল ২০ নম্বরে। চার ধাপ এগিয়ে ২৪ নম্বরে ম্যাথিউস।  এদিকে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান মজবুত করেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বাংলাদেশর বিপক্ষে সিরিজজয়ে অবদান রাখেন তিনি। তবে বাংলাদেশ হারলেও এগিয়েছেন মিরাজ। দুই ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে।

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি কানপুরে খেলার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু দেশের মাটিতে তার খেলা নিয়ে কাজ করছে নানারকম জটিলতা।  তবে দেশের বাইরে শেষ টেস্টটি খেলে ফেলেছেন সাকিব। খেলা শেষ হওয়ার পর তাকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট উপহার দেন ভারতের বিরাট কোহলি। সেসময় দুজনই কিছুটা রসিকতায় মেতে ওঠেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ হয়ে থাকবে। যদিও নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেন কেবল ৯ রান। এছাড়া দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে জমা হয়েছে ৪ উইকেট। যদিও সেটা কেবল প্রথম ইনিংসেই পেয়েছেন।  এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ৪ হাজার ৬০৯ রান ও ২৪৬ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। সাকিবের ঠিক চার বছর পরই (২০১১) টেস্ট অভিষেক হয় কোহলির। এই সময়ে অবশ্য সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে বরং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন ডানহাতি এই ব্যাটার।

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে ৮টিই জিতলো ভারত। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার ভারতের কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে মাত্র ৯৫ রানের লক্ষ্য পায় ভারত। ১৭.২ ওভারে ৩ উইকেটেই লক্ষ্য টপকে যায় রোহিত শর্মার দল। এই স্টেডিয়ামে এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৮২ রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ছিল। এবার ৯৫ রান তাড়া করে ম্যাচ জিতে নতুন রেকর্ড করেছে ভারত। আগের রেকর্ডটিও ছিল ভারতের। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮২ রানের লক্ষ্য তাড়া করে টেস্ট জিতেছিল ম্যান ইন ব্লুজরা। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৮ রান করে আউট হন রোহিত শর্মা। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ হন ভারতীয় অধিনায়ক। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে শুভমান গিলকেও (১০ বলে ৬) এলব্ডিব্লিউ করেন মিরাজ। ৪৫ বলে ৫১ রান করে তাইজুল ইসলামের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ হন যসস্বি জয়সওয়াল। জয়ের জন্য তখন দরকার মাত্র ৩ রান। এরপর বিরাট কোহলি (২৯*) ও রিশান্ত পান্তের (৪*) ব্যাটে জয় নিশ্চিত করে ভারত। আজ মঙ্গলবার ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে। সাদমান ইসলামের সঙ্গে ৫৫ রানের দারুণ জুটি করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৮তম ওভারে দলীয় ৯১ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক। দলীয় ২ রান যোগ করতেই আউট হয়ে যান ফিফটি করা সাদমান। ২৯তম ওভারে আকাশ দীপের বলে যসস্বি জয়সওয়ালের হাতে গালিতে ক্যাচ হন তিনি। ১০১ বলে ৫০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাদমান। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে লিটন দাসকে (৮ বলে ১) তুলে নেন জাদেজা। ডানহাতি ব্যাটারকে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ বানান ভারতীয় স্পিনার। এরপর আকাশ দীপের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের আবার বোলিংয়ে আসেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানকে (২ বলে ০) নিজের হাতের ক্যাচ বানান তিনি। অর্থাৎ ৩ উইকেটে ৯১ রান করা বাংলাদেশের ৯৪ রানে নেই ৭ উইকেট। টিকে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৭ বলে ৯ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাইজুল ইসলামকে (১৩ বলে ০) এলবিডব্লিউ করেন বুমরাহ। দশম উইকেটে ১৬ রানের জুটি করেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। বুমরাহর বলে ৬৩ বলে ৩৭ রান করে মুশফিক বোল্ড হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের

কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাতœক শুরু করে ভারত। তবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা। ২ ৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫২ রানের লিড নিয়েছে রোহিত শর্মার দল। ২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক। বিরতি থেকে ফিরে গিল ৩৬ বলে ৩৯ ও পন্থ ১১ বলে ৯ রান করে আউট হন। এরপর ৩৯ রানের মধ্যে ভারতের আরও ৪ উইকেট তুলে নেন সাকিব ও মিরাজ। শেষ পর্যন্ত ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত।

বৃষ্টিতে ভেসে গেল কানপুরের দ্বিতীয় দিন

বৃষ্টিতে ভেসে গেল কানপুরের দ্বিতীয় দিন হোটেলে ফিরে গেল ভারত-বাংলাদেশ কানপুরে দ্বিতীয় দিনে বৃষ্টি থামছেই না। সকাল থেকেই অবিরাম ঝরছে বাদলের ধারা। তাতে শুরু করা যায়নি খেলাও। ভারতীয় দল মাঠের অবস্থা দেখে আগেভাগেই ফিরে গেছে হোটেলে। বাদ ছিলেন নাজমুল হোসেন শান্তরা। তারা অপেক্ষায় ছিলেন বৃষ্টি থামার। কিন্তু সেটার লক্ষণ বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই দেড় ঘণ্টা অপেক্ষা করে হোটেলের পথ ধরেছে বাংলাদেশও। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সেই সম্ভাবনাটুকু নেই আর। তাতে দ্বিতীয় দিন পরিত্যক্ত হবার সম্ভাবনাও বেড়ে গেল। হোটেলে ফিরে গেছে ভারতীয় দল কানপুরে দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হচ্ছে। যে কারণে স্টেডিয়ামে এসেও বিরক্ত হয়ে আবার হোটেলে ফিরে গেহে ভারতীয় দল। কানপুরে বৃষ্টি, ভেসে যাওয়ার শঙ্কায় দ্বিতীয় দিন কানপুর টেস্টে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। বৃষ্টির কারণে আগেইভাগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়। দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। দ্বিতীয় দিন সকাল থেকেই মাঠ ও পিচ কাভারে ঢেকে রাখা হয়েছে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়ারদ্বয় মাঠ পরিদর্শন কররে এসে সিদ্ধান্ত জানাবেন। প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭। ফিরে গেছেন দুই ওপেনার জাকির হাসান-সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক। আজ দ্বিতীয় দিন সকালে দুজন খেলতে নামবেন। ভারতের হয়ে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট অশ্বিনের।