সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন

সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন চলতি মাসেই পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। যেখানে খেলবে আরো দুই টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছরের বিশ্বকাপকে ভাবনায় রেখে টি-টোয়েন্টিতে ম্যাচ বাড়িয়েছে বাংলাদেশ। দুই সফরের জন্য রবিবার (৪ মে) ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর হোম অব ক্রিকেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ দল ঘোষণা করেন। ১৬ সদস্যের বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মাহেদী হাসান (সহ অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। দলে এসেছেন: শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও নাহিদ রানা। বাদ পড়েছেন: আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ (ইনজুরি)।

ক্রিকেটে সূর্যোদয় আমিরাতের, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের

ক্রিকেটে সূর্যোদয় আমিরাতের, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের বিশ্ব নারী ক্রিকেটে এক নতুন সূর্যোদয় ঘটাল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। আর তাদের এই অর্জনে কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। তাদের হটিয়েই ইউএই-এর মেয়েরা ইতিহাস গড়েছে। মূলত পারফরম্যান্সের ভিত্তিতেই মধ্যপ্রাচ্যের দেশটিকে সুখবর শুনিয়েছে আইসিসি। গেল পরশু সংস্থাটির ঘোষিত নতুন চক্রে ১৬টি নারী দলকে ওয়ানডে মর্যাদা দেয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি সহযোগী দেশ রয়েছে। তারা হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি (পিএনজি), স্কটল্যান্ড এবং নতুন সংযোজন হিসেবে সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্স করেই ১৬তম দল হিসেবে যুক্ত হয়েছে তারা।

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা। আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবা টাইগাররা, যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড আইসিসি নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র‍্যাংকিং আপডেট প্রকাশ করেছে শুক্রবার। যেখানে বড় উত্থান ঘটেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের, আর বাংলাদেশ পিছিয়ে পড়েছে একধাপ। বাংলাদেশকে পেছনে ফেলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০। আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র‍্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে। এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে, যা ভবিষ্যতে শীর্ষ দশে প্রবেশের জন্য তাদের অবস্থানকে আরও মজবুত করেছে। র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে। শীর্ষ আট দলে কোনো অবস্থান পরিবর্তন হয়নি, তবে নিউজিল্যান্ড ২ পয়েন্ট বৃদ্ধি করে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের (২৬০) খুব কাছাকাছি চলে এসেছে। এছাড়া চারটি দল – মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা – প্রয়োজনীয় সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় র‍্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে। ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে ইউএই (ইউএই) জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবর্তে। নতুন চক্রে (২০২৫-২০২৯) পাঁচটি সহযোগী দেশ ওয়ানডে মর্যাদা পেয়েছে—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস এবং ইউএই।

নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম

নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রিকেট কাঠামো ও নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  তার মতে, যে কেউ নিজের জেলা বা বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ, তার বোর্ডে আসা উচিত নয়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির এক আলোচনা অনুষ্ঠানে তামিম বলেন, “আমার অনুরোধ থাকবে—ক্রিকেট বোঝেন, এমন লোককেই কাউন্সিলর করা হোক। যাদের স্বপ্ন আছে—জেলার ক্রিকেট, দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। তারা যেন বোর্ডের দায়িত্বে আসেন। ” “বোর্ডে এসে নিজের জেলা ভুলে যাওয়া ঠিক নয়” তামিম অতীতে দেখা বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “অনেক সময় দেখা যায় কেউ জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তারপর পরিচালক হন। কিন্তু পরে নিজ জেলা বা অঞ্চলের কথা ভুলে যান। এটা মোটেও কাম্য নয়। বরং নেতৃত্ব মানেই হচ্ছে নিজের ঘরের উন্নয়নে অবদান রাখা। ” “বরিশালেও মানসম্পন্ন ক্রিকেট লিগ নেই” আঞ্চলিক ক্রিকেট কাঠামোর দুর্বলতার কথাও অকপটে বলেন দেশসেরা এই ওপেনার। “কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলাম। দেখলাম, সেখানেও ভালো মানের একটি লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেট আমাদের সবচেয়ে বড় খেলা!” তিনি মনে করেন, শীর্ষ নেতৃত্বে আসার আগে স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো জরুরি। “ঘরোয়া উন্নয়ন ছাড়া বোর্ডে দায়িত্ব অযৌক্তিক” তামিম ইকবালের ভাষায়— “ক্রিকেট যদি দেশের সবচেয়ে বড় খেলা হয়, তাহলে নিজের জেলা বা বিভাগের ক্রিকেট উন্নত না করে বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই। আগে ঘরের কাজ ঠিক করতে হবে, তারপর জাতীয় দায়িত্ব নিতে হবে। ”

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এবার সিরিজটির সূচিও ঘোষণা করা হলো। আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯ টায়। এদিকে, মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। আজ ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়। বাংলাদেশ ইমার্জিং দল: জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত এবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ এখন থেকে ভারতে দেখা যাবে শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল।  পাকিস্তানি তারকাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির নীতিনির্ধারণী মহলের ধারণা, চ্যানেল নিষিদ্ধ করায় ভারত থেকে কেউ শহিদ আফ্রিদির ভিডিও দেখতে পারবেন না। এতে আফ্রিদির চ্যানেলের ভিউ অনেক কমে যাবে। সেক্ষেত্রে আয়েও ধস নামবে। একই ঘটনার জেরে এর আগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা-বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ছিল দেশটির। প্রথম দফায় নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে চারটি ছিল ক্রিকেটারদের, যাদের সবাই সাবেক তারকা। যাদের চ্যানেল নিষিদ্ধ হয়েছিল, তারা হলেন- কিংবদন্তি বোলার শোয়েব আখতার, সাবেক অধিনায়ক বাসিত আলি ও রশিদ লতিফ এবং ফাস্ট বোলার তানভীর আহমেদ। ওই তালিকায় শহিদ আফ্রিদির চ্যানেলের নাম রাখা হয়নি। পরে ভারতীয়দের কেউ কেউ এই অলরাউন্ডারের চ্যানেলও নিষিদ্ধের দাবি তোলে। এরপরই সরকারের এমন উদ্যোগ। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলা ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতা আর অযোগ্যতার কারণেই হয়েছে বলে মন্তব্য করেন শহিদ আফ্রিদি। পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ভারতে যদি কোনো বাজি ফাটে, তাহলে দোষটা পাকিস্তানের ওপর বর্তাবে। কাশ্মীরে ৮ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও যদি সেখানে এমন কোনো হামলার ঘটনা ঘটে, তবে এটা স্পষ্ট যে ভারতীয় সেনাবাহিনী অযোগ্য। ভারতীয় সেনাবাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারে না।’ শহিদ আফ্রিদি আরও বলেন, ‘এক ঘণ্টা ধরে পহেলগামে জঙ্গিরা মানুষ মারলো। ৮ লাখ ভারতীয় সৈন্যের মধ্যে একজনকেও দেখা গেলো না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।’ সাবেক পাক অলরাউন্ডারের মতে, পহেলগাম কাণ্ড পুরোটাই সাজানো। তিনি বলেন, ‘ভারত নিজেরাই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এসেছি।’

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসরটিকে সামনে রেখে সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  আজ লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুর নাম ঘোষণা করা হয়। লর্ডস ছাড়াও ভেন্যুর তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। এরই মধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাই পর্ব থেকে। ১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফয়সালাবাদ ও লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ টি-টোয়েন্টি

ফয়সালাবাদ ও লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ টি-টোয়েন্টি মে মাসে পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। ফয়সালাবাদ ও লাহোরে হবে এই ম‌্যাচগুলো। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে ২৭ মে দ্বিতীয় ম‌্যাচ। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। ৩০ মে, ১ ও ৩ জুন পর্যায়ক্রমে ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩০ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এই বৈশ্বক আসর বিবেচনায় রেখে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। মে মাসে এই পাঁচ টি-টোয়েন্টির পর জুলাইতে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে পাকিস্তান। এদিকে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালের ১১ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান এই মাঠে শেষ ওয়ানডে ম‌্যাচ খেলেছিল। লম্বা সময় পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে। নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফয়সালাবাদে। তবে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই স্টেডিয়ামে। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কার্যত নির্বাসনে চলে যায় পাকিস্তানের সব ভেন্যু। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফয়সালাবাদে এখনো মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।