অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ অবশেষে আইপিএলে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে ভারতে রওনা হবেন তিনি। বিসিবি তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদান করেছে। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে বিরতির পর আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। তবে দিল্লির খেলা ১৮ মে। তার মানে প্রথম ম্যাচ থেকে মুস্তাফিজকে পাচ্ছে দলটি। উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি

পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি ভারতের সঙ্গে সংঘাতের পর পিএসএল স্থগিত করে দেয় পাকিস্তান। যদিও পরে আসরটি ফের চালু করা হয়, কিন্তু এই টুর্নামেন্টের পরেই বাংলাদেশ সফর নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গতকাল অবশ্য নতুন সূচির প্রস্তাব করে পিসিবি। তবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি জানায়, সফরটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অনুমোদন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘আমরা গতকাল এই বিষয়ে (১৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছি যেন তারা মন্ত্রণালয়ে পাঠায়। এর আগের দিন উপদেষ্টাকে জানিয়েছিলাম। আজও তার সঙ্গে কথা হয়েছে। ’ সবার সঙ্গে কথা বললেও বিসিবি প্রধানের এখনও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা বাকি রয়েছে, ‘পিএসএল শুরু হয়েছে, আইপিএলও পুনরায় শুরু হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া আদৌ ঠিক হবে কিনা, তা বলা কঠিন। তবে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা পেলে তারপর আমরা খেলোয়াড়দের পাশাপাশি বাকিদের সঙ্গে আলোচনা করব। ’ সরকারের অনুমোদন ছাড়া পাকিস্তান সফরে যাবে না বাংলাদশে। একা তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না জানিয়ে বলেন ‘প্রথমে সরকার অনুমোদন নিতে হবে। এরপর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। ভেন্যু কিংবা অন্যান্য বিষয়ও দেখা লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ’ পিএসএলের নতুন সূচি চূড়ান্ত করার পর বাংলাদেশ সফরের জন্যও নতুন করে সূচি তৈরি করেছে পিসিবি। এই সূচি অনুযায়ী আগামী ২৭ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ৫ জুন শেষ টি-টোয়েন্টির মাধ্যমে শেষ হবে সিরিজটি।

একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধ বন্ধের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই দেশের জনজীবন। এরইমাঝে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের এক্সে দেওয়া এক পোস্টে ফের খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে। পিএসএলের নতুন এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ। টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’পাকিস্তানের গণমাধ্যমগুলো আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮ মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন।

নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ

নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত করা হয় পিএসএল। ক্রিকেটারদেরও নিরাপদে পৌঁছে দেওয়া হয় দুবাইতে। ফিরে আসেন আসরটিতে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও। কিন্তু ফেরার সময় নিজের ও বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা জানান রিশাদ। সেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার। গতকাল রাতে নিজের ফেসবুকে পেইজে এক পোস্টের মাধ্যমে রিশাদ ক্ষমা চাওয়ার পাশাপাশি জানান, মিডিয়া বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। ’ সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি। ’মূলত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রতিউত্তরে ভারতেও হামলা চালায় পাকিস্তান। এরইমধ্যে রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানোর আগে ড্রোন হামলা করে ভারত। তখন ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো আসরই স্থগিত করে দেওয়া হয়। আর ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফেরার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। ’ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান সেটি বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দুই-তিনজন লোক লেগেছিল। ’এই বক্তব্যগুলোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তৈরি হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তিই সংশোধন করতে পরিস্কার বিবৃতি দেন রিশাদ।

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বিসিসিআইকে চিঠি দিয়েছিলেন বিরাট কোহলি। জানা যায়, বোর্ড সেটা গ্রহণ করেনি। তবে থেমে থাকেননি এই ভারতীয় ব্যাটার। আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।  ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘ব্যাগি ব্লু  পরে টেস্ট ক্রিকেটে আমার ১৪ বছর হয়ে গেছে। আমি কল্পনাও করিনি, এই যাত্রা এবং এই ফরম্যাট আমাকে এই পর্যন্ত নিয়ে আসবে। এটা আমাকে পরীক্ষা করেছে, গঠন করেছে, আর সারাজীবনের জন্য শিখিয়েছে। ’‘সাদা পোশাকে খেলার নিজস্বতা আছে। শান্ত পরিবেশ, লম্বা একটি দিন এবং ছোট ছোট কিছু মুহূর্ত যা কেউ হয়তো দেখেনা। কিন্তু নিজের সঙ্গে থাকে সারাজীবন। এই সংস্করণ থেকে বিদায় নেওয়া সহজ নয়। কিন্তু সঠিক মনে হয়েছে আমার কাছে। আমি আমার সবকিছু এখানে দিয়েছি। আর এটি আমার আশার চেয়েও বেশি কিছু দিয়েছে। ’‘আমি বিদায় নিচ্ছি হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে। কৃতজ্ঞতা জানাই এই খেলাকে, যাদের সঙ্গে খেলেছি তাদের এবং যারা আমাকে এই যাত্রায় সঙ্গ দিয়েছে সবাইকে। আমি সবসময় টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাবো হাসিমুখেই। ’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের জুনে টেস্ট অভিষেক হয় কোহলির। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে অ্যাডিলেডে দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ও সিডনিতেই পান সেঞ্চুরির দেখা। ওই সিরিজে ৬৯২ রান করে আসেন লাইমলাইটে।  এই সিরিজে মাহেন্দ্র সিং ধোনি অবসর নিরে অধিনায়কের দায়িত্ব ওঠে কোহলির কাঁধে। এরপর তার নেতৃত্বে ৬৮ ম্যাচের ৪০ টেস্টেই জয়লাভ করে ভারত। সৌরভ গাঙ্গুলি (৪৯ টেস্টে ২১ জয়) ও ধোনিকে (৬০ টেস্টে ২৭ জয়) ছাপিয়ে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক হন তিনি। এখনও এই রেকর্ড তারই দখলে।  অসংখ্য রেকর্ড গড়া এই তারকার রয়েছে ভারতের জার্সিতে সাতটি ডাবল সেঞ্চুরির রেকর্ড। অধিনায়ক হিসেবে ২০ সেঞ্চুরি ও ৫ হাজার ৮৬৪ রান করা এই ব্যাটারের ধারেকাছেও নেই কেউ। সবমিলিয়ে ১২৩ খেলা কোহলি ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৯ হাজার ২৩০ রানে শেষ করেন ক্যারিয়ার।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, জায়গা পরিবর্তন পিএসএলএর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, জায়গা পরিবর্তন পিএসএলএর ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে। গতকাল জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের ১৭তম আসর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন। গতকাল ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ ১০ ওভার ১ বল পর বন্ধ করে দেওয়া হয়। এদিকে, চলমান সংঘাত ও উত্তেজনার মাঝেই পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। এর মাঝে গতকাল একটি ড্রোন আঘাত করেছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে। তখনই চলমান পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যাওয়ার গুঞ্জন তৈরি হয়। হয়নি গতকাল পিন্ডি স্টেডিয়ামের সূচিতে থাকা ম্যাচও। এবার পিএসলের বাকি অংশই পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’

সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৮৭ রানের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। ৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা গুটিয়ে যায় ২৫৭ রানেই। আগামী ১০ মে সিরিজের শেষ ম্যাচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা। সোহানের নেতৃত্বে বড় সংগ্রহ সিরিজ নির্ধারণী এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট হাতে তার দুর্দান্ত সেঞ্চুরি আর মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় শক্ত অবস্থানে। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ২২৫ রানের বিশাল জুটি, যা গড়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সোহান ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় খেলেন ১১২ রানের ঝলমলে ইনিংস। অঙ্কন তার ১০৮ বলের ইনিংসে করেন ১০৫ রান, মারেন ৭ চার ও ৫ ছক্কা। এছাড়া এনামুল হক বিজয়ের ৩৯ ও ওপেনার নাঈম শেখের ৪০ রানে ভর করে বাংলাদেশ ‘এ’ পায় ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ। সৈকতের দাপটে কিউই ইনিংস বিপর্যস্ত লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’। ওপেনার ডেল ফিলিপস ও কার্টিস হেফি গড়েছিলেন ৫২ রানের উদ্বোধনী জুটি। তবে ব্যক্তিগত ৫ রানে হেফিকে উইকেটরক্ষক সোহানের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ডেল ফিলিপস লড়াই চালিয়ে গেলেও তার ইনিংস থামে দলীয় ৯৯ রানে। ৫৪ বলে ৭৯ রানের ইনিংসটি তিনি সাজান ১৪টি চার ও ২টি ছক্কায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। সৈকত একাই তুলে নেন ৩টি উইকেট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনিই। শেষ দিকে মিচ হেই (৩৮) ও ক্রিস্টিয়ান ক্লার্ক (৩৯*) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। পুরো দল গুটিয়ে যায় ২৫৭ রানে। বাংলাদেশের পক্ষে সৈকতের ৩ উইকেটের সঙ্গে শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী নেন ২টি করে উইকেট। হোয়াইটওয়াশের সামনে নিউজিল্যান্ড ‘এ’ সিরিজে টানা দুই জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। এখন লক্ষ্য, ১০ মে সিলেটেই সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ ওপেনার রিস মারিউর পর শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লড়েন ডিন ফক্সক্রফট। বাকিদের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক।  ফলে অল্প রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে আনামুল হক বিজয়ের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ ধৈর্যশীল ইনিংসে ৭ উইকেটের জয় পায় তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩৪.৩ ওভারে তারা সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান। যা তাড়ায় নেমে ৩ উইকেট হারাতে হয় বাংলাদেশকে। তবে অনেক আগেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নিউজিল্যান্ডের শুরুটা হয় ডেল ফিলিপসকে হারিয়ে। শরিফুল ইসলামের এলবিডব্লিউতে শূন্য রানে বিদায় নেন তিনি। খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে পরের দুজনেও রানের খাতা খুলতে পারেননি। পাঁচে নামা দলের অধিনায়কেরও হয় একই পরিণতি। তবে একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন মারিউ। যদিও ৪২ রানের বেশি করতে পারেননি তিনি। শিকার হন তানভির ইসলামের। ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন আট নম্বরে নামা ফক্সক্রফট। ৬৪ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৭২ রান করে দলের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন খালেদ। সমান উইকেট পান তানভিরও। দুটি করে উইকেট নেন শরিফুল ও এবাদত। রান তাড়ায় নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। মোহাম্মদ নাঈম শেখ ১৮ রানে বিদায়ের পর ২৪ রান করে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তিন নম্বরে নেমে চেষ্টা চালান বিজয়। ৪৫ বলে ৩৮ রান করেন তিনি। বাকি কাজ সারেন অঙ্কন ও নুরুল হাসান সোহান। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অঙ্কন। আর ২৬ বলে ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোহান।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন ওয়ানডে র‌্যাংকিংয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে অবস্থান করছে তারা। আজ আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দর। ৭৬ পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। আট ম্যাচ খেলে তারা জিতেছে স্রেফ একটিতে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে তাদের। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর শারজাহকে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই হেরে হয় হোয়াইটওয়াশড।বাংলাদেশ থেকে এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ নয় ম্যাচের ছয়টিতে জয়লাভ করেছে। ৫ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ৮৩ পয়েন্ট নিয়ে তারা আছে নয় নম্বরে। এছাড়া বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও ৪ রেটিং পয়েন্ট কমেছে। ৮৪ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে আটে। আফগানিস্তান ৪ রেটিং পয়েন্ট বেশিতে ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতের ২ রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১২৪। শীর্ষেই আছে তারা। ১০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। ৫ রেটিং পয়েন্ট বেড়ে ১০৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শ্রীলঙ্কা। ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে পয়েন্ট হারালেও টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন

সাত টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দলে অধিনায়ক লিটন চলতি মাসেই পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। যেখানে খেলবে আরো দুই টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছরের বিশ্বকাপকে ভাবনায় রেখে টি-টোয়েন্টিতে ম্যাচ বাড়িয়েছে বাংলাদেশ। দুই সফরের জন্য রবিবার (৪ মে) ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর হোম অব ক্রিকেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ দল ঘোষণা করেন। ১৬ সদস্যের বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মাহেদী হাসান (সহ অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। দলে এসেছেন: শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও নাহিদ রানা। বাদ পড়েছেন: আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ (ইনজুরি)।