দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর

দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটরকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (২৫ মে) রাতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লাহোর। সাকিব আল হাসানের পরিবর্তে খেলা সিকান্দার রাজা শেষ দিকে মাত্র ৭ বলে ২২ রান করে জয়ে বড় অবদান রাখেন। তার সঙ্গে কুশল পেরেরা খেলেন ৩১ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস! ফখর জামান শুরুতে ফিরলেও মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ ও আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করে ভিত গড়ে দেন। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও উসমান তারিক ১টি করে উইকেট নেন। এর আগে হাসান নাওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্য দিতে পারে। লাহোরের একমাত্র সফল বোলার শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ফাইনালে ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লাহোরের কুসল পেরেরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে ৩৯৯ রান করে সিরিজ সেরা হন কোয়েটার হাসান নাওয়াজ।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় ৫ দিনের ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। আজ ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক-রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ ৩ জনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন শুভমান গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি ২১ বছর, শচীন টেন্ডুলকার ২৩ বছর, কপিল দেব ২৪ বছর ও রবি শাস্ত্রী ২৫ বছর ২২৯ দিন।
সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয়

সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয় দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর গত ১৮ মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ – পিএসএল-এ পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্দাসেঅর হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেনি। ব্যাটিয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান তিনি। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন সাকিব। গতকাল রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর খেলতে নামে লাহোর। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন ৩ জন। সাকিব ছাড়াও অন্য ২ জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদি হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতোই স্পিনার। অভিজ্ঞতার বিচারে তাই সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে।
নজিরবিহীন পরিণতির শিকার দিল্লি

নজিরবিহীন পরিণতির শিকার দিল্লি আইপিএলের এবারের আসরে শুরুটা দেখে কেউই বুঝে উঠতে পারেনি শেষটা এতটা বেদনাদায়ক হবে দিল্লি ক্যাপিটালসের জন্য। সিজনের শুরুতে যেভাবে দলটি একের পর এক জয় তুলে নিচ্ছিল, তাতে প্লে-অফ নয়, বরং ট্রফির সম্ভাবনাই বড় করে দেখা যাচ্ছিল। কিন্তু ক্রিকেটের এই অনিশ্চয়তার খেলায় মে মাসে এসে রীতিমতো ছন্দপতন ঘটে দিল্লির। প্রথম ছয় ম্যাচের মধ্যে দিল্লির পাঁচটি জয় দর্শকদের আশাবাদী করে তোলে। কিন্তু এরপর যেন একেবারে অন্য এক চিত্র দেখা দিলো দলটির শিবিরে। বাকি সাত ম্যাচে মাত্র একটি জয়। ধারাবাহিক ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখা গেল বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচে ৫৯ রানের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নেয় দিল্লি। এই ব্যর্থতার সঙ্গে যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল নিজেদের প্রথম চার ম্যাচ জিতে শেষ চারে উঠতে পারেনি। এমন পরিণতির কথা কল্পনাও করেনি দলটির সমর্থকরা। অন্যদিকে ভিন্ন চিত্র মুম্বাই শিবিরে। তারা এবারের আসরে প্রথম ৯ ম্যাচের ৮টিতেই হেরেছিল। জিতেছিল মাত্র একটি। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে টানা কয়েক ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনা জাগিয়ে তোলে। আর বুধবার রাতে দিল্লিকে বিদায় করে পাঁচবারের চ্যাম্পিয়নরা জায়গা করে নেয় শেষ চারে। তাদের আগে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত করে রেখেছিল।
রিশাদকে উড়িয়ে নিলো লাহোর

রিশাদকে উড়িয়ে নিলো লাহোর বুধবার (২১ মে) রাতে জাতীয় দলের জার্সিতে রিশাদ হোসেন খেলেছেন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালেই রিশাদ উড়ে গেছেন পাকিস্তানের লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচ। এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় খেলবে করাচি কিংসের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে লাহোর। নয়তো বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরুরিভিত্তিতে লাহোর নিজেদের দলে আবার যুক্ত করেছে লেগ স্পিনার রিশাদকে। লাহোরের জার্সিতে এর আগে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। ১৬.৪৪ গড় ও ৮.৭০ ইকোনমিতে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধর কারণে পিএসএল স্থগিত হয়েছিল। রিশাদ তখন পাকিস্তানেই ছিলেন। পিএসএল কর্তৃপক্ষ তাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরত পাঠিয়েছিল। এরপর জাতীয় দলের খেলা থাকায় পিএসএল আবার শুরু হলে রিশাদ যেতে পারেননি। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলে আজই উড়ে যান পাকিস্তানে। লাহোর দলে এই মুহূর্তে রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন। মিরাজ গতকাল যোগ দিয়ে অনুশীলন করেছেন। রিশাদ হোসেন যোগ দিলেন আজ। তিনজনকে একই সঙ্গে মাঠে পাওয়া গেলে তা নিশ্চিতভাবে ক্রিকেটপ্রেমিদের জন্য বাড়তি পাওয়া হবে।
পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন রানা, যাচ্ছেন না দুই বিদেশি কোচও

পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন রানা, যাচ্ছেন না দুই বিদেশি কোচও পাকিস্তান সফরের দল ঘোষণার পরই স্পষ্ট ছিল—এই সফরটা হবে ভিন্ন রকমের। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় ও কোচিং স্টাফদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই এই সফরের জন্য চূড়ান্ত দল গঠন করেছে। সেই সুযোগেই পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা এবং দলের দুই বিদেশি কোচ। নাহিদের সঙ্গে সফরে যাচ্ছেন না স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। যদিও স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সফর না করার সিদ্ধান্ত নেন নাহিদ। সাম্প্রতিক পাকিস্তান সফরের অভিজ্ঞতাই হয়তো এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে স্কোয়াডে ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গেই ছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার কারণে অনেক বিদেশি খেলোয়াড়ের মতো তিনিও ফিরে আসেন, সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তরুণ—রিশাদ হোসেন। তবে রিশাদ এই সফরে যাচ্ছেন। পিএসএলে লাহোর কালান্দার্সর হয়ে পাঁচটি ম্যাচ খেলা এই লেগস্পিনার পাকিস্তান সফরের দলে রয়েছেন এবং লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচেই বিবেচনায় থাকবেন। প্রাথমিকভাবে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা নেমে এসেছে তিন ম্যাচে। আজ (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজের সূচি ঘোষণা করেছে। প্রথম ম্যাচ: ২৮ মে দ্বিতীয় ম্যাচ: ৩১ মে তৃতীয় ম্যাচ: ১ জুন সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ, যেখানে সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ শেষে দুই দলই একটি করে জয় পেয়েছে। এই সিরিজ শেষেই আগামী ২৫ মে আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
পাকিস্তানে পাঁচ দিনে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি

পাকিস্তানে পাঁচ দিনে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঁচ টি-টোয়েন্টির পরিবর্তে পাকিস্তানে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের সূচি নিয়ে দুই বোর্ড কাজ করছিল। বুধবার (২১ মে) সেই সূচি চূড়ান্ত করে ঘোষণা করলো আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পাঁচদিনে দুই দল তিন টি-টোয়েন্টি খেলবে। ২৮ মে প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৩০ মে দ্বিতীয় ম্যাচ। সবশেষ ম্যাচ পহেলা জুন। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। বাংলাদেশ ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে। ২৬ ও ২৭ মে নেবে প্রস্তুতি। এরপর ম্যাচ খেলতে নামবে। পিসিবি বাংলাদেশকে আতিথ্য দেওয়ার এবং গাদ্দাফি স্টেডিয়ামে কৃত্রিম আলোর নিচে উচুঁমানের ক্রিকেট এবং উত্তেজনাপূর্ণ সিরিজ আয়োজনে প্রতিশ্রুতি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পিএসএল প্রথমে স্থগিত হয়। পরবর্তীতে আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল রাখা হয় ২৫ মে। তাতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে যায়। এদিকে উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি। অবশেষে সিরিজটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আজ বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের বিপক্ষে। দুদিন দল দুবাইতেই থাকবে। সেখান থেকে যাবে পাকিস্তানে।
দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন

দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে হারিয়েছে আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। জবাবে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন। সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন। জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তার ৩৯ বলে ৫৪ রানের ইনিংসের কল্যাণে ১১ ওভারেই ১শ পেয়ে যায় আরব আমিরাত। ওয়াসিম ফেরার পর দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাহুল চোপড়া ও আসিফ খান। কিন্তু রাহুলের ২২ বলে ৩৫ এবং আসিফের ২১ বলে ৪২ রানের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। বাংলাদেশের হাসান মাহমুদ ৩টি, তানজিম হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
দুবাই বিমানবন্দরে ৩ দিন আটকে থেকে অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ

দুবাই বিমানবন্দরে ৩ দিন আটকে থেকে অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিনদিন আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের তরুণ দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুক্রবার ভোররাতে তারা মুক্তি পান এবং শারজাহতে দলের সঙ্গে যুক্ত হন। এই ঘটনায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ঠিক ১৮ ঘণ্টা আগে তারা টিম হোটেলে পৌঁছান। গত ১৪ মে বাংলাদেশ দল প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায়। বাকি খেলোয়াড়রা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হলেও রিশাদ ও নাহিদকে আটকে রাখা হয় ‘ডকুমেন্ট যাচাই’-এর জন্য। বিষয়টি এতটাই দীর্ঘায়িত হয় যে, একপর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, “তাদের ভিসা বৈধ ছিল। তারা দলের সঙ্গেই গিয়েছিল। কিন্তু ইমিগ্রেশনে আটকে গিয়ে তারা ‘রিভিউ’র মধ্যে পড়ে। মাঝখানে তাদের খুঁজে পাওয়াই যাচ্ছিল না। ” বিসিবি দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করে। শেষপর্যন্ত ১৭ মে ভোর ২:৩০টার দিকে তাদের মুক্তি মেলে। এই বিলম্বের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দুবাই হয়ে বাংলাদেশে ফিরেছিলেন। তখন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) স্থগিত হওয়ায় তারা দুবাইয়ে স্বল্প সময় অবস্থান করেন। সেসময় কোনো ডকুমেন্টসে ঘাটতি থাকায় হয়তো এবার ইমিগ্রেশনে বাধা সৃষ্টি করেছে। তিন দিনের জটিলতায় রিশাদ ও নাহিদ দলের দুটি প্রস্তুতি সেশন মিস করেছেন। তাদের ১৮ মে’র প্রথম ম্যাচে মাঠে নামানো হবে কি না, তা নির্ভর করবে শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। বাংলাদেশ ১৮ ও ২০ মে শারজাহতে দুটি টি-টোয়েন্টি খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বিসিবিতে ফের দুদকের অভিযান

বিসিবিতে ফের দুদকের অভিযান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগে ফের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুর ১টার দিকে এই অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল। এর আগে ১৬ এপ্রিল মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৯ কোটি টাকার অনিয়মের অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেসময় অভিযোগ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সম্প্রতি বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে বিসিবি ও সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবির কাছে ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। তার সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।