ওয়ানডে ক্রিকেটকে বিদায় হার্ড-হিটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল

ওয়ানডে ক্রিকেটকে বিদায় হার্ড-হিটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল   অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পুরোপুরি মনোযোগী হতে চান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য), বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিযেছেন ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচে অংশ নেন। ৪টি শতক ও ২৩টি অর্ধশতকে ম্যাক্সওয়েল করেছেন ৩৯৯০ রান। স্ট্রাইক রেট ১২৬—ওয়ানডে ইতিহাসে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়েও অবদান রেখেছেন ৭৭টি উইকেট নিয়ে। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংসটি আজও ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন একার হাতে। তার ২০২ রানের সেই ইনিংসকেই অনেকে ‘ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস’ বলে আখ্যা দেন। সেই বিশ্বকাপেই অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অবসর প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছিল, শারীরিক অবস্থার কারণে ওয়ানডে ফরম্যাটে দলে আগের মতো অবদান রাখতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সাথে আমার ভালো আলোচনা হয়েছিল। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম, এবং আমি তাকে বলেছিলাম, ‘আমার মনে হয় না আমি তখনো খেলতে পারব। তাই আমার পজিশনে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’” নির্বাচক জর্জ বেইলিও ম্যাক্সওয়েলের প্রশংসা করে বলেন, ‘সে শুধু ব্যাটিং নয়, ফিল্ডিং ও বল করাতেও অসাধারণ। তার উৎসাহ, প্রতিভা এবং দেশের প্রতি নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছে।’ তিনি আরো যোগ করেন, ‘সৌভাগ্যবশত, টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাক্সওয়েলের কাছ থেকে আমরা এখনো অনেক কিছু পেতে পারি। আশা করছি, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের

ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংসের তালিকা করা হলে গ্লেন ম্যাক্সওয়েল সম্ভবত শীর্ষে থাকবেন। ২০২৩ বিশ্বকাপে মুম্বাইতে আফগানিস্তানের বিপক্ষে যেভাবে আহত বাঘের মত গর্জে উঠেছিলেন এবং এককভাবে একা অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন, তা অবিশ্বাস্য। ২১ বাউন্ডারি আর ১০ ছক্কায় সাজানো ক্রিকেট ইতিহাসে এমন ইনিংসের নজির আর কখনো দেখা যাবে কি না সন্দেহ। সেই ক্রিকেটারই কি না অনুশোচনায় ভুগছেন, দলকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনছেন। সে কারণেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। তার এই অবসর সিদ্ধান্ত নেয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি। ফাইনাল ওয়ার্ড পডকাস্টের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের কথা জানান ম্যাক্সওয়েল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় শারীরিক সমস্যার বিষয়টা সামনে আসে তার। নিজের মান অনুযায়ী ফিল্ডিং করার জন্য সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে ২০২২ সালে পা ভেঙে যাওয়ার কারণে ওয়ানডে ক্রিকেটে শারীরিক চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে বলে জানালেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছে, দলকে একটু একটু নিচে নামিয়ে আনছি। কন্ডিশনের সঙ্গে শরীরের প্রতিক্রিয়া দেখে আমি নিজেই শঙ্কিত এবং দলকে হতাশ করে চলছি। এ কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’  প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘(অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক) জর্জ বেইলির সাথে আমার বেশ ভালো কথোপকথন হয়েছে এবং আমি তার কাছে জানতে চেয়েছি, ভবিষ্যতে পরিকল্পনা কী? আমি ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। তাকে বলেছি যে, আমি মনে করি না ওই বিশ্বকাপ খেলতে পারবো।’ অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন ম্যাক্সওয়েল। ৩৩.৮১ গড়ে রান করেছেন ৩৯৯০। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩৩টি। সর্বোচ্চ অপরাজিত ২০১ রান। উইকেট নিয়েছেন ৭৭টি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা না করলেও তিনি মূলত টেস্ট খেলেন না। ক্যারিয়ারে মাত্র ৭টি টেস্ট খেলেছেন তিনি। আইএইচএস/

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ। জিও নিউজ জানিয়েছে, এই সিরিজের প্রাথমিক সূচি ইতোমধ্যে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং তা পাঠানো হয়েছে পিসিবির কাছে অনুমোদনের জন্য। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুরস প্রোগ্রাম এফটিপির অন্তর্ভুক্ত নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৫৭ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; টাইগার একাদশে এক পরিবর্তন

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; টাইগার একাদশে এক পরিবর্তন প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে না পারলে সিরিজ খোয়াবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে লিটন দাসের দল। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন অফস্পিনার শেখ মেহেদি। ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।পাকিস্তান একাদশেও এক পরিবর্তন। চোটের কারণে খেলছেন না ফখর জামান। তার জায়গায় ওপেনিংয়ে এসেছেন শাহিবজাদা ফারহান। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশেষে নাটকীয়তার অবসান ঘটলো। বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল । বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। আজ ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে। বিসিবি পরিচালক হয়ে বোর্ড সভায় অংশ নিয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একই পদ্ধতিতে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির বস হয়েছিলেন ফারুক আহমেদ। গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। বিসিবির সংখ্যাগরিষ্ঠ ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে চিঠি দেন। পরিচালকের পদ হারানোয় তিনি বিসিবি সভাপতির পদও হারান।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি 

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি  মাঠের বাইরে প্রশাসনিক বিভাগে অস্থিরতা। নীতিনির্ধারক পর্যায়ে চলছে পালাবদল। মাঠের ভেতরে লেজেগোবরে পারফরম‌্যান্স। মুখ রক্ষা করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইয়ে মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন কাটাচ্ছে চরম খারাপ সময়। বিব্রতকর এবং চ‌্যালেঞ্জিং এই সময়টাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যারা প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানের বিশাল ব‌্যধানে হেরেছে। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণ মাথা রেখে স্থানীয় সময় রাত ৯টায় মাঠে নামতে যাচ্ছে লিটন দাসের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের লক্ষ‌্য ছিল পাকিস্তানে ভালো শুরুর। কিন্তু প্রথম ম‌্যাচে বাংলাদেশের কোনো পারফরম‌্যান্সই ভালো হয়নি। অধিনায়ক লিটনের যত অভিযোগ নিজেদের নিয়ে, ‘‘পুরো ম‌্যাচেই আমরা ভালো বোলিং করতে পারিনি। ভালো ব‌্যাটিং করতে পারিনি। ভালো ফিল্ডিং করতে পারিনি। কোনো কিছুতেই সন্তোষজনক নয়।’’দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামার আগে ভুল শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশ। কারণ মাঝে একদিনের বিরতি। এদিন হোটেলেই কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশের দলপতি, ‘‘আমাদেরকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনো দুইটি ম‌্যাচ আছে।’’পাকিস্তান আগে ব‌্যাটিং করতে নেমে ২০১ রানের বিশাল পুঁজি পায়। অথচ ২ উইকেটে তাদের রান ছিল মাত্র ৫। জবাবে বাংলাদেশ ৪ ওভারে ৩৭ রান করলেও দুই ওপেনারকে হারিয়ে ফেলে। পরে প্রবল রানরেটের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ২০ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় কেবল ৩টি। বাকি ১৭টিতেই হার । প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার।তাতে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে।  বাংলাদেশ এই ম‌্যাচে একটি পরিবর্তন আনতেও পারে। সহ অধিনায়ক মাহেদী হাসানের জায়গায় খেলতে পারে মেহেদী হাসান মিরাজকে। অফস্পিনিং অলরাউন্ডার শুরুতে দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তাকে দলে যুক্ত করেন। তার সুযোগ হলে এবং দল শেষ পর্যন্ত জিতলে তা হবে বিরাট পাওয়া। এই পরাজয়ের মাধ্যমে টি২০’তে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ চারটি ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচের ১৭টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার। শুধুমাত্র ওপেনিং বাদে প্রথম ম্যাচে পাকিস্তান সব বিভাগেই সফল হয়েছে। বাংলাদেশ স্কোয়াড : লিটস দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। পাকিস্তান স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফকর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের ব্যাটারদের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এর মাধ্যমে টানা সাত ওয়ানডেতে হারের পর জয়ের দেখা পেল ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটিই সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। নিজেদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ইংলিশদের। বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোন  ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এই নিয়ে ষষ্ঠবার ৪শ রান করল ইংলিশরা। তবে এই প্রথম সেঞ্চুরি ছাড়া কোনো দল ৪শ রান করার নজির গড়ল। ইংল্যান্ডের হয়ে চার ব্যাটার হাফ-সেঞ্চুরি করেছেন। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে সর্বোচ্চ ৮২ রান করেন জ্যাকব বেথেল। এছাড়া বেন ডাকেট ৬০, অধিনায়ক হ্যারি ব্রুক ৫৮ ও জো রুট ৫৭ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ৮৪ রানে ৪ উইকেট নেন। ৪০১ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে  না পারলে  ২৬ দশমিক ২ ওভারে ১৬২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের কেউই ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেষ ব্যাটার সিলেস। এছাড়া অধিনায়ক শাই হোপ ২৫, কেসি কার্টি ২২ ও গুদাকেশ মোতি ১৮ রান করেন। ইংল্যান্ডের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এরমধ্যে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভারটন। ফিল্ডার হিসেবে এ ম্যাচে পাঁচ ক্যাচ নিয়েছেন ব্রুক। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের রেকর্ড স্পর্শ করেন ব্রুক। ম্যাচ সেরা হন বেথেল। আগামী পহেলা জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।

বিসিবি সভাপতির পদ নিয়ে অনিশ্চয়তা, নতুন মুখ চায় সরকার

বিসিবি সভাপতির পদ নিয়ে অনিশ্চয়তা, নতুন মুখ চায় সরকার গুঞ্জন চলছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন নিয়ে। গতকাল রাতে বর্তমান সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে সেদিকেই ইঙ্গিত যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি নতুন কাউকে বসাতে চায় এই পদে, এমনটিরই ইঙ্গিত দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র মতে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন। যদিও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ফারুক নিজেই। গত বছরের ২১ আগস্ট নিয়ম মেনে সভাপতি হয়েছিলেন ফারুক। সেই প্রক্রিয়াকে স্বচ্ছ বলেই দাবি তার। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না। ’ বর্তমানে কী সিদ্ধান্ত নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়। ’ তবে সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট সংকেত আসায় বাংলাদেশ ক্রিকেট অজানা অনিশ্চয়তার পথে হাঁটতে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের বিষয়টি খুবই স্পর্শকাতর আন্তর্জাতিকভাবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ধরনের হস্তক্ষেপে কড়া অবস্থানে থাকে এবং তাদের ‘জিরো টলারেন্স’ নীতি এর আগেও কার্যকর হয়েছে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে সেসব দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। ফারুককে যদি সরিয়ে দেওয়া হয়, কিংবা তিনি পদত্যাগ করেন। তবুও এটি যে সরকারের প্রত্যক্ষ ইচ্ছায় হয়েছে, সেটি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলে বাংলাদেশ ক্রিকেটের ওপরও আসতে পারে নিষেধাজ্ঞার সম্ভাবনা।

৩ কোটি ৫৫ লাখ টাকা পাচ্ছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা

৩ কোটি ৫৫ লাখ টাকা পাচ্ছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়েছিল বিপিএলের টিকিট বিক্রি থেকে আয়ের একটি অংশ দেওয়া হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে আয়ের ভাগ চূড়ান্ত করেছে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে সাতটি দলকে ৩ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হবে। প্লে-অফে ওঠা চার দলের জন্য বরাদ্দ ৫৫ লাখ টাকা করে, অন্য তিন দলের জন্য ৪৫ লাখ টাকা করে। তবে এই অর্থ প্রাপ্তির জন্য বিসিবি শর্ত জুড়ে দিয়েছে। তা হলো, যেসব দল খেলোয়াড়দের শতভাগ পাওনা পরিশোধ করেছে, তাদেরই দেওয়া হবে বিপিএলের টিকিট বিক্রি থেকে আয়ের এই অংশ। এছাড়া একাধিকবার নোটিশ দেওয়ার পরও যেসব ফ্র্যাঞ্চাইজি এখনো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেনি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি।  সবশেষ বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কম জল ঘোলা হয়নি। খেলোয়াড়দের চেক বাউন্স, অনুশীলন বয়কট, ম‌্যাচ না খেলার হুমকি, বিদেশীদের ম‌্যাচ বয়কট…কত কিছু হয়েছে।  এতো কিছুর মাঝেও বিসিবি এবার ফ্রাঞ্চাইজিদের পাশে দাঁড়িয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে টিকিট বিক্রি ও টিকিটের স্বত্ব বিক্রি মিলিয়ে মোট সোয়া ১৩ কোটি টাকার মতো আয় হয়েছে। সেখান থেকেই এবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে অর্থ বরাদ্দ দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ঈদুল আজহার আগেই এই টাকা দেওয়া হবে। তবে খেলোয়াড়েরা তাদের পারিশ্রমিক পেয়েছেন বলে প্রমাণ দেওয়ার পরই দলগুলো এই টাকা পাবে।

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড় আইপিএল ২০২৫-এর লিগ পর্ব চেন্নাই সুপার কিংস (সিএসকে) শেষ করলো দারুণ এক জয় দিয়ে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৮৩ রানে। এই জয় চেন্নাইয়ের জন্য মর্যাদার হলেও, গুজরাটের জন্য এটি প্লে-অফের আগে সতর্কবার্তা হয়ে উঠলো। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে চেন্নাই শক্তিশালী স্কোর গড়ে তোলে। এই ইনিংসটি গুজরাটের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায়। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলের নিচে থেকেই মৌসুম শেষ করেছে। তবে এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। এই ম্যাচটি প্রমাণ করলো যে, আইপিএলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ রেখে ও ভবিষ্যতের স্বপ্ন বুনে শেষ করলো।