মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মল্লিকপুরের জোড়া খুনের ঘটনায় সংবাদ সম্মেলন : আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের মামলার অন্যতম ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহিন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন- গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে শহীদ স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খলশী গ্রামের কিছু কিশোর অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে ১ নম্বর আসামি শাহিনের ভাতিজা তামিম নামের একজন তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিনশেডের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে শাহিন তার সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুজন নিহত হন এবং চারজন আহত হন। এ ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়। পুলিশ সুপার বলেন- গত ৬ জানুয়ারি মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেয়া হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানকে। এরপর মামলার এজাহারনামীয় আসাসিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাকার একটি চৌকশ টিম বিভিন্ন তথ্যউপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহিন রেজা (২২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মো. তোফজুল হকের ছেলে। একই দিন এজাহারনামীয় ৭ নম্বর আসামি মো. সামাদ আলী (৩০)কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামাদ বাহির মল্লিকপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন- তাদরেকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা অফিসে হাজির করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১ নম্বর আসামি মো. শাহিন রেজার দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো জায়গায় ঘটনাস্থলের পাশে ময়লার স্তূপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আদালতে হাজির করলে আসামি মো. শাহিন রেজা দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। হত্যাকা-ে জড়িত দুজনসহ মোট ৪ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। পুলিশ সুপার আরো বলেন- ঘটনার আগে খলসী গ্রামের একটি পেয়ারাবাগানে স্থানীয় সালাম ও শাহিন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহিন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসও হয়। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আসলে কি কারণে হত্যাকা-টি ঘটেছে তা অধিক তদন্ত করে বলা যাবে। সংবাদ সম্মেলনে চাপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।    

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনের মধ্যে দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কাউট দীক্ষা, কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ বিকেলে কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের নতুন সদস্যদের দীক্ষা পাঠ ও ব্যাচ লাগিয়ে দেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সহসভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, স্কাউট সদস্য তাহমিদ সরকারসহ অন্যরা। এ সময় এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরসহ অন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। উল্লেখ্য, রহনপুর মুক্তমহাদল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্কাউটিয়ের পাশাপাশি সরকারী-বেরকারী অনুষ্ঠানে সহযোগী ও প্রাকৃতিকবিপর্যয় অংশগ্রহণ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা পালন করে চলেছে ।  

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস নাজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক ইকবাল, প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এছাড়া তথ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সদরের তথ্যসেবা কর্মকর্তা আছিয়া খাতুনসহ জেলার সকল উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা থেকে ১০ জন করে মোট ৫০ জন লালসবুজ.কম’র উদ্যোক্তাকে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনযাত্রা আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

শিবগঞ্জে মতবিনিময় ও সমন্বয় সভা

শিবগঞ্জে মতবিনিময় ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত ইউএনও মো. আজাহার আলীর মতবিনিময় ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সাদিকুল ইসলাম। সভায় শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দুর্গাপুর মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। লিখিত বক্তব্যে তিনি বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিকদের সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করে বলেছেন, যারা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচে কর্মরত রয়েছেন, আপনারা অতিসত্বর আপনাদের সংগঠনে যোগদান করুন। আপনাদের একটি টাকাও খরচ লাগবে না। আপনারা যারা প্রকৃত মোটরের সদস্য ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও ক্লিনার আছেন, আপনাদের জন্য রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) সংগঠনটির দরজা খোলা রয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটি টাকাও আপনাদের ব্যয় করা লাগবে না। শহিদুল ইসলাম আরো বলেন- আমাদের সংগঠনের চালিকাশক্তি, সার্ভিস চার্জ। আমরা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচ পরিবহন মালিকগণের কাছ থেকে সংগঠন পরিচালনা ব্যয় বাবদ ৩০ টাকা সার্ভিস চার্জ নিই। আমাদের সংগঠনটি বৈধ রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) আমাদের সার্ভিস চার্জ উত্তোলনের জন্য আমরা আগামীকাল থেকে কার্যক্রম শুরু করব। এ জন্য সর্বস্তরের মহোদয়গণের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার, বিআরটিএ, সকল থানার অফিসার ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বাংলাদেশ সমগ্র কোচ প্রোপ্রাইটরদের অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ যুলমাতসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভুয়া পরিচয় দেয়ায় দুজন আটক

ভুয়া পরিচয় দেয়ায় দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে বাংলাদেশ বিমানবাহিনীর একজন ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী ও তার এক সহযোগী আটক হয়েছেন।  বুধবার বিকেল ৫টায় জেলার সদর উপজেলার পেয়ারাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদ্বয় হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী মো. শাহরিয়ার সুলতান বাবু (৪১) ও তার সহযোগী মো. আবু সালেহ বায়েজিদ (২৬)। শাহরিয়ার সুলতান বাবু পেয়ারাবাগান শ্মশানঘাট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। আর বায়েজিদ তারুনবাড়ী এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, শাহরিযার সুলতান বাবু কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে কথোপকথনের সময় তিনি নিজেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার ও তার সহযোগীর একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চান। পরবর্তীতে ৮ জানুয়ারি তিনি তার পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির পিতা বাংলাদেশ বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং বড়ভাই ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট। সেনাবাহিনী ও র‌্যাব বিস্তারিত তদন্তের জন্য তার এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুুপরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।