শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লতিফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা করার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে বহির্বিশ্বে উপস্থাপন করা যায়। এসময় কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কামরুজ্জামানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভোলাহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ভোলাহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ হয়ে যায়। এতে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। উদ্ভূত সংকটে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। আন্দোলনরত ফার্মাসিস্টরা জানান, বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তা বাস্তবায়নে সরকারের কোনও উদ্যোগ নেই। আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

নাচোলে পিঠা উৎসব উদযাপিত

নাচোলে পিঠা উৎসব উদযাপিত নাচোলে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্তরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মহলিা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ অন্যরা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা শনিবার বিকেলে মহিলা কল্যাণী সংস্থার মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রফেসর ইব্রাহিম হোসেন। কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু সভার কার্যক্রম উপস্থাপন করেন। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস যথাযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে কমিটির সব সদস্যকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন— রোকসানা আহমদ, মফিজ উদ্দিন, ডা. শফিক উল আলম, লুৎফর রহমান মাসুম, ফাইজুর রহমান মানি, হুমায়ন কবির, মমতাজ মহল, মেহেদি হাসান, হুমায়ন কবিরসহ অন্যান্য সদস্যরা।

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমে-বাড়ে চললেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও কিছুটা খারাপের দিকে। শনিবার সকাল পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। পূর্বে ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে মোট ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার প্রকাশিত জেলা হাসপাতালের দৈনিক ডায়রিয়া পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত 

স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, “চাঁপাইনবাবগঞ্জের শিশুরা সত্যিই সৌভাগ্যবান। দেশের স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই এ জেলার চারটি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে উপবৃত্তি বিতরণ ব্যবস্থাপনা উন্নয়নসংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। মহাপরিচালক জানান, উপবৃত্তির টাকা যেন সরাসরি শিক্ষার্থীদের কাজে লাগে, বিশেষ করে খাতা-কলম, স্কুলড্রেস ও ব্যাগ কেনার ক্ষেত্রে, এ বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিদ্যালয়গুলোর সার্বিক অগ্রগতি সন্তোষজনক। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, সহকারী শিক্ষকদের দাবি সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে এ বছর তিনটি পরীক্ষার পাশাপাশি শিখন-ঘাটতি নিরূপণে দুটি অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১ জানুয়ারি জেলার ৭০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের নতুন বই বিতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই দিনে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিকের নতুন শিক্ষার্থীদের বরণ করার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মীর্জা মো. হাসান খসরু এবং রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ।

পদ্মায় জেলের জালে ২০ কেজির বাঘাইড়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় জেলের জালে ২০ কেজির বাঘাইড় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর নিউ মার্কেট মাছবাজার সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকায় পদ্মা নদী থেকে নৌকায় করে কডজালে ধরা মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন এরশাদ আলী নামে এক জেলে ও তাঁর দল। পরে জীবন্ত মাছটি মেসার্স জুলমত ফিশ ট্রেডার্স নামে একটি আড়তে নিলামে কেজিপ্রতি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হয়। মেসার্স জুলমত ফিশ ট্রেডার্সের স্বত্বাধিকারী জুলমত আলী জানান, আজ সকালে মাছটি ধরা পড়ে। জেলের কাছ থেকে কেনার পর এটি বিক্রির জন্য ঢাকার বাজারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক অনুষ্ঠান তৈরী ও সম্প্রচারে ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক অনুষ্ঠান তৈরী ও সম্প্রচারে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে রেডিও মহানন্দার কলাকুশলী ও স্বেচ্ছাসেবক সহ ১৯জন প্রশিক্ষণার্থী অংশ নেন। আজ সকালে সদর উপজেলার চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বিসিআরএ এর প্রশিক্ষক মাহফুজ ফারুক। তিনি বলেন, সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সহজে সেবা পৌছে দিতে গ্রাম আদলত কাজ করছে। স্থানীয় সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির জনগণের মাঝে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অবহিত করতে কাজ করতে হবে। সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন, প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের টিম লিডার আহমেদ ফ্রান্সসহ অন্যরা। ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বিষয়ে অনুষ্ঠান নির্মাণের কৌশল ও সম্প্রচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি, ইউরোপিয়ার ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরী সহযোগীতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আসোসিয়েশন- বিসিআরএ এর ব্যবস্থাপনায়, ওরিয়েন্টেশনটির আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার শিশুপুত্র আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুসি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।