চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন জেলার অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যেচাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজসকালে জেলা শহরের শান্তি মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ডাঃ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ডাঃ রবিউল ইসলাম, ডাঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক আব্দুল বারেক ও রায়হানুল ইসলাম লুনা, জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, অ্যাজমা সেন্টারে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শিবগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএ মজিদ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়াসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মী ও ইমামসহ ৬০ জন অংশ নেয়। প্রশিক্ষণে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক
শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।
শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলী। এসময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন তিনি।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল জব্দ
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে আজ সকাল ১০টার দিকে দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় চালানো ফতেপুর বিওপি’র অভিযানে কেউ আটক হয়নি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, জব্দ মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি চলমান বলেও জানান অধিনায়ক।
নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাচোলে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মিনি কন্সফারেন রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মী ও অন্যান্য সদস্যবৃন্দ। সভায় মাদক, নাচোল পৌর এলাকার যানজট নিরসন, বিভিন্ন হাটবাজারে টোল আদায়ের তালিকা টাঙ্গানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিএমডিএ অপারেট নিয়োগ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ সাংবাদিক অলিউল হক ডলারকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদর্শন করার বিষয়টি আইন শৃংঙ্খলা কমিটির সভায় উপস্থান করা হলে উপজেলা নির্বাহী অফিসার নাচোল থানার প্রতিনিধিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সাংবাদিক ডলার সভায় জানান, তিনি নাচোল থানায় তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।
গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু
গোমস্তাপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। আজ সদর উপজেলার রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল। সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড় সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিআরটিসির চালক ও সহকারীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, রাজশাহী-আক্কেলপুর রুটে দীর্ঘদিন থেকে চলাচল করা বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদান করছে মালিক সমিতি। মানববন্ধন থেকে এ রুটে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিআরটিসির চালক ও সহকারীরা। তারা বলেন, যাত্রীদের আবেদনের প্রেক্ষিতেই রাজশাহী-আক্কেলপুর রুটে বিআরটিসির বাস চলাচল করে আসছে, এটি বন্ধ হলে যাত্রীরা দুর্ভোগে পড়বে। এসময় উপস্থিত ছিলেনÑ চালক ইব্রাহিম খলিল, সহকারী ফোরম্যান রকিবুল ইসলাম, সহকারী আসরাফুল ইসলামসহ আরো অনেকে।
কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ
কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্ভাষণের আয়োজন করা হয়। একাডেমির সুহৃদ-স্বজন ও প্রশিক্ষক-শিল্পীরা এর আয়োজন করে। সম্ভাষণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন। অনুভূতি ব্যক্ত করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরা নানাখ্যাত মাহবুব আলম, সংগীত প্রশিক্ষক আলাউদ্দিন, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, কবি ও কথাকার আনিফ রুবেদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ বিশিষ্টজনরা। সঞ্চালনা করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ফারুকুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দেয়- চাঁপাই গম্ভীরা, মহানন্দা সংগীত নিকেতন, একতারা শিল্পী গোষ্ঠী, আধুনিক আলকাপ দল, মহানন্দা ঝা-ী দল, চাঁপাই লগড়্যা গম্ভীরা, চাঁপাই নকশী গম্ভীরা, সারেগা সংগীত নিকেতন, হৃথিবী রথ, ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিসহ আরো অনেকেই।