জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা

জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শতাধিক জেলের মধ্যে থেকে ৩৩ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শিবতলা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩ জনকে পুরস্কারের জন্য বাছাই করা হয়। মৎস্য সপ্তাহের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুনসহ জেলা ও সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। জেলা মৎস্য দপ্তর এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।

পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আহাদ আলী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামে পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আহাদ ওই গ্রামের নুরুল হুদার ছেলে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আহাদ। এসময় তার সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে আহাদকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ভোলাহাটে রেশম চাষিদের উঠান বৈঠক

ভোলাহাটে রেশম চাষিদের উঠান বৈঠক ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশম চাষিদেও নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার চরধরমপুর গ্রামে রেশম চাষি মো. সমরুদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক তরিকুল ইসলাম। এ সময় সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট রেশম চাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক সেকাম শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মচারি মনিরুল ইসলাম বক্তব্য দেন। প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোন প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিওে আসবে।

নাচোলে মদ্যপ স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

নাচোলে মদ্যপ স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক নাচোলে উপজেলায় পাবিারিক কলহের জেরে মদ্যপ স্বামী গনেশ বাঁশফোড়ের লাঠিপেটায় স্ত্রী আাঁখি রানী খুন হয়েছেন। এঘটনায় পুলিশ স্বামী গনেশ বাঁশফোড়কে আটক করেছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গনেশ নাচোলের নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মৃত জগেন বাঁশফোড়ের ছেলে। নিহত আঁখি চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং সুইপার কলোনির হাবল জামাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে মদ্যপ স্বামীর লাঠিপেটায় হাতসহ বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন আঁখি। এঅবস্থায় গনেশ স্ত্রীকে গোপনে গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামে নিজ বড়ভাই বাবলু ভগতের বাড়ি নিয়ে যায় ও গোপনে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। কিন্তু আঁখির অবস্থার অবনতি হলে গতকাল দুপুরের দিকে তাঁকে মিথ্যা ঘটনা বলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আঁখির মৃত্যু হয়। এরপর গনেশ মরদেহ হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে নাচোলে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় ও নিজে আত্মগোপণে যাবার চেষ্টা করে। নাচোল থানা পুলিশ ঘটনা জানতে পেরে আজ ভোররাতে গণেশের বাড়ি থেকে আঁখির মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। এছাড়া ভোররাতেই গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় অবস্থিত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় গনেশকে গ্রেপ্তার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আঁখির ভাই মধু মঙ্গল জামাদার আজ ভোরে গনেশ,তাঁর প্রথম স্ত্রী বেলী, বেলির ঘরের ছেলে ও আঁখিকে গোমস্তাপুর নিয়ে যাওয়া ও মরদেহ নিয়ে আসা হৃদয় বাঁশফোড় এবং ভাই ভগত সহ ৪ জনের নামে মামলা করেছেন। ওসি আরও বলেন, ঘটনায় জড়িতরা পরিচ্ছন্নতা কর্মী। আঁখি গনেশের চতূর্থ স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী সংসার করছেন। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে ও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার বন্যাদূর্গত ৪টি ইউনিয়নের ১২শত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ইউনিয়নগুলো হচ্ছে উজিরপুর, পাঁকা, দূর্লভপুর ও মনাকষা। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা নিয়ে পানিবন্দী এলাকার মানুষের দোড়গোড়ায় গিয়ে খাবার প্যাকেট বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দিনব্যাপী পর্যায়ক্রমে উজিরপুর, পাঁকার বোগলাউড়ি, নিশিপাড়া, কদমতলী, দূর্লভপুরের পিয়ালিমারি ও মনাকষার হাঙ্গামী গ্রামে ত্রাণ হিসেবে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, আধা কেজি গুড় ও খাবার স্যালাইন। তিনি বলেন, পানি কমলেও পদ্মা’র বন্যায় এখনও পনিবন্দী রয়েছেন দূর্গম চরাঞ্চলের অনেক মানুষ। তাঁদের হাতে কাজ নেই। অনেকে খাবার সংকটেও রয়েছেন। এ অবস্থায় সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আগামীকাল সদর উপজেলার দূর্গত নারায়নপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। সমিতি জেলাবাসীর বিপদে পাশে থাকার এ ধারা অব্যহত রাখবে বলেও জানান এড. দেলোয়ার। ত্রাণ বিতরণে অংশ নেন, সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সমাজেসবো সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর আটভিঘি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১১টায় নিজ গ্রামের একটি আমবগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও দূর্লভপুরেরর সাবেক ইউপি চেয়ারম্যান বজলার রহমান সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বটতলাহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃ*ত্যু

বটতলাহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃ*ত্যু চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মুহিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মীরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মুহিন জোড়গাছি জয়নগর মহল্লার আব্দুল মতিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে মীরের পুকুরে মুহিন গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিনকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিমক ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বাদ আসর তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানান সাবেক কাউন্সিলর আব্দুল বারেক।

মৎস্য খাত নিয়ে তরুণদের ভাবনা বিষয়ে মতবিনিময়

মৎস্য খাত নিয়ে তরুণদের ভাবনা বিষয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোছা. এলিজা খাতুন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মাহবুবুর রহমান ও কন্ট্রলার অব এক্সাম ড. মো. সাহেব আলী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মো. একরাম হোসেন, বরেন্দ্র কৃষি উদ্যোগের মো. মুনজের আলম মানিকসহ আরো অনেকে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য দপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ১১ জন। এছাড়া শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৫ জনকে। এই ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। এছাড়া শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ২ জন রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৬১ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

কমছে পানি, ভাঙছে নদী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কৃষক

কমছে পানি, ভাঙছে নদী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জে এবারের বন্যায় ১০ হাজার ২১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতি হয়েছে রোপা আউশসহ ২ হাজার ২৫২ হেক্টর জমির ফসল। অন্যদিকে পানি নামার সঙ্গে সঙ্গে পাঁকা ও নারায়ণপুর ইউনিয়নে পদ্মার ভাঙন শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবারের বন্যায় সদর, শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ জেলায় ২ হাজার ১৯ হেক্টর রোপা আউশ, ২০ হেক্টর ভুট্টা, ৮৭ হেক্টর রোপা আমন, ১০৮ হেক্টর শাকসবজি, কলাবাগান ৫ হেক্টর, ১৩ হেক্টর হলুদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শূন্য দশমিক ৩৫ হেক্টর পেঁয়াজ বীজ নষ্ট হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী এইসব তথ্য নিশ্চিত করে বলেন— পানি তো নেমে গেছে। আমরা আগামী রবি-সোমবারের মধ্যে সরেজমিন পরিদর্শন করে সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করব। আশা করা হচ্ছে কিছু ধান হয়ত পাওয়া যাবে। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, তিন ফুট মতো পানি নদীর পাড়ের নিচে নেমেছে। এর ফলে চরপাঁকা, কদমতলা, লক্ষ্মীপুর, শেয়ালপাড়া এলাকায় পদ্মার ভাঙনে প্রতিদিন ৪ থেকে ৫টি বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া বন্যার পর স্বাস্থ্যঝুঁকিও দেখা দিয়েছে। পাঁকাবাসী কষ্টে আছে বলে জানান তিনি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এবারের বন্যায় পাঁকা, উজিরপুর সম্পূর্ণ এবং দুর্লভপুর ও মনাকষার আংশিক মিলিয়ে পানিবন্দি হয় সাড়ে ৭ হাজার পরিবার। তাদের মধ্যে ২০ মেট্রিক টন চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ১৩০ পরিবারে ১০ কেজি করে চালসহ শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার করে টাকা ও চালসহ শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়া আগামী রবিবার পাঁকা ইউনিয়নে ৬০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে বলে তিনি জানান। এদিকে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম জানান, এবার বন্যায় নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নে ১ হাজার ২০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তাদের মধ্যে ১৫ কেজি করে চাল, শুক্রনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।