সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন

সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনকে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়। মারুফ আফজাল রাজন ৩৬তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা জেলার বাসিন্দা।  

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামচন্দ্রপুর হর্টিকালচারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন ও সিএমও সিভিল রোকনুজ্জামানসহ ২০ জন সিসিএজি সদস্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন সবার জন্য মানসম্মত পরিসংখ্যান-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন শিবগঞ্জ মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম ও পরিসংখ্যান বিষয়ক তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজিব কুমার কর্মকার। তিনি তার উপস্থাপনায় পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন।

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদসহ অন্যরা। এসময় উপজেলায় ৪ হাজার ৪৯০জন প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০  কেজি করে গম বীজ অথবা ১  কেজি করে সরিষা বীজ অথবা ১০ কেজি করে চিনাবাদাম বীজ বা ১  কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ৫ কেজি করে মুগ বীজ বা ৫ কেজি করে মসুর বীজ বা ৮ কেজি করে খেসারি বীজ অথবা ২  কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষকরা সড়কের উপর ব্যানার নিয়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষকরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫’শ টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর বিশ^াসপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৪টায় বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে বাবুপুর বিশ^াসপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভুমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহববুর রহমান মিজানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে সওজ কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে সওজ কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীররা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। আজ বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা সড়ক ভবনের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখা এই কর্মসূচী পালন করে। সওজ  মাষ্টাররোল কর্মটারীদের বেতন সমস্যা নিরসন ও রাজস্বখাকে অর্ন্তভূক্ত করা সহ ৭ দফা দাবি আদায়ে এসব কর্মসূচী পালন হয়। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখা সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অনান্যরা। বক্তারা বলেন, দ্রুত মাসিক বেতন সমস্যাসহ সওজের ২৭ ও ৭ মামলার অর্ন্তভূক্ত কর্মচারীদের বেতন ও পেনসন নীতিমালা চূড়ান্ত করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ৫ জন এবং গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৬ জন, শিবগঞ্জ থেকে ১ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুরে ২ জন এবং ভোলাহাটে ১ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।          

জেলা প্রশাসক আব্দুস সামাদকে বিদায় সংবর্ধনা

জেলা প্রশাসক আব্দুস সামাদকে বিদায় সংবর্ধনা   চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। আজ সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও বিকেলে জেলা পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জুলাইযোদ্ধা আব্দুর রহিমসহ অন্যরা বক্তব্য দেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ বিকেলে তাদের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে। এতে বক্তব্য দেন- জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদ। এসময় জেলা পরিষদের বর্তমান কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা জেলা প্রশাসক আব্দুস সামাদের গত এক বছরের কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন।