প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা

প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ষাণ্মাসিক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সভায় সংস্থার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন— পরিচালক (মানবসম্পদ-প্রশাসন প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা। আলোচনার পর ক্ষুদ্র ঋণের বিভিন্ন ইন্ডিকেটরের ভিত্তিতে সফল ইউনিট ব্যবস্থাপকসহ সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ৭৪টি ইউনিটের ইউনিট ম্যানেজার, জোন প্রধান, আইটি এমআইএস স্টাফগণ অংশগ্রহণ করেন।

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা   শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুর ২টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ইংলিশ এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারক তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। আজ সকালে জেলা শহরের উপ-রাজারামপুর এলাকায় নিজস্ব কার্যালয়ে ১২৫ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সিসিডিবি কর্মকর্তা সবুয়েল অধিকারী, আলমগীর হোসেন, ইস্রাফিল হোসেনসহ অন্যান্য অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকা৩েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিশু পরিবারে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। এ সময় তিনি বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম এবং সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সংলাপে বক্তারা বাল্যবিয়ের কুফল, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহিংসতার নেতিবাচক প্রভাব এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইন ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। সংলাপে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় অংশীজনদের কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। জেলা মডেল মসজিদের খতিব মোক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, প্রকল্পের কমিউনিটি সহায়তাকারী পলাশ আলী এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল বাল্যবিয়ের বিভিন্ন কুফল সম্পর্কে তার প্রেজেন্টেশনে তুলে ধরেন। এ সময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক, ইমাম, সমাজকর্মীসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ওরিয়েন্টেশনে উপস্থিত সকলে তাদের জায়গা থেকে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় করণীয় বিষয়ে মতামত দেন। শেষে সভাপতি খতিব মোক্তার হোসেন সমাপনী বক্তব্যে বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষিত করে তুলতে অভিভাবকদের ভূমিকাকে তিনি গুরুত্ব দেন। ওরিয়েন্টেশনে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী, ১১-১৮ বছর বয়সী শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপ ও ওরিয়েন্টেশনের আয়োজন করে।

এরফান গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এরফান গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরফান সেন্টারে বুলুনপুর ও আতাহার এলাকার শীতার্তদের পাশাপাশি এরফান গ্রুপের কারখানায় কর্মরত কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম, ব্যবস্থাপক (পরিবহন) রায়হানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, এর আগে এরফান গ্রুপের সৌজন্যে জেলার তিনটি স্থানে মোট ২ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্ত নেই, ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্ত নেই, ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে চারজন ডেঙ্গু রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভর্তি থাকা রোগীদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এদিকে জেলায় ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হলেও এ সময়ের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৫৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শিল্পী ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শিশু শিল্পকর্ম প্রদর্শনী

শিল্পী ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শিশু শিল্পকর্ম প্রদর্শনী প্রয়াত শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল)-এর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক শিশু শিল্পকর্ম প্রদর্শনী। শনিবার বিকেলে শহরের চুনারিপাড়ায় অবস্থিত ‘রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল’ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে বাবুডাইং কোল ক্ষুদ্র জাতিসত্তার শিশুসহ শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত প্রায় ১০০ শিশুর আঁকা চিত্রকর্ম ও বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পমনস্কতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় আসরাফুল আম্বিয়া সগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কানাই চন্দ্র দাস, শহীদুল ইসলাম পারভেজ, আনিফ রুবেদ, প্রদীপ হেমব্রম ও মনোয়ারা খাতুনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূচনা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সমাজে মানবিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত কানাই চন্দ্র দাসকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু পাল) ১৮৯৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চিত্রকর্ম ও মাটির ভাস্কর্য নির্মাণে অসাধারণ দক্ষতার কারণে তিনি জেলার একজন খ্যাতিমান শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭৭ সালে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলা সীমান্তে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল ১১টার দিকে কিরণগঞ্জ বিওপির ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে অধিনায়ক কিবরিয়া বলেন, সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি। আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে আসা এসব গরু জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া থেকে ৪টি, মাসুদপুর বিওপি চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করাসহ যেকোন ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এসময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।