চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৪ জন ও বহির্বিভাগে ২ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৫১ জন। অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে চলতি বছরের এ পর্যন্ত ১ হাজার ৯৫৯ জন ও বহির্বিভাগে ১ হাজার ৩৫০ জন শনাক্ত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেলাশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন— পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান। এসময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাত ধোয়ার নায়ক হোন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, যেখানে-সেখানে এবং ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনাদের নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিটি হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকার আব্দুল মান্নান খানের ছেলে আজিজুর রহমান পাভেল খান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কিচনিদহ গ্রামের আবুল কাশেমের ছেলে সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাভেল ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় ইউটার্ন নেয়ার সময় দূরপাল্লার একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়। পাভেলের স্বজনরা জানিয়েছেন, সইবুর রহমানের জন্য মোটরসাইকেল ক্রয় করতে রাজশাহীতে যাচ্ছিলেন তারা। গেল ৬ অক্টোবর সইবুর রহমান দেশে এসেছেন। তারা দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সিটি হাটের কাছে দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী আসছিলেন। হাটের কারণে সেখানে যানজট থাকায় রাজশাহীর দিক থেকে যাওয়া একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আজিজুর রহমান পাভেল মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান সইবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছে। পরিবার চাইলে মামলা করতে পারে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে আজ বৃহস্পতিবার ফকিরপাড়া ঈদগাহ ময়দানে সকল ৯টায় নামাজে জানাজা শেষে পাভেলকে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার ধিনগর গ্রামের মো. কামালের ছেলে সিহাব (২২) ও মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজান (২১)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সিহাব, মিজান ও ইমন নামের তিন তরুণ। পথে কেন্দুল এলাকায় একটি কালভাটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তারা। এসময় তাদের উদ্ধার করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মিজান মারা যায় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিহাব। এ ঘটনায় আহত আমনুরা কলোনির শফিকুলের ছেলে ইমন (২৫) রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলা না করায় স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান মডেল থানার ওসি (তদন্ত)।

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে ১০টি হেলমেট দেয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেশৗলী নাহিনুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, জেলা নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম মিঠু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। সড়ক দুর্ঘটনা রোধে কাউকে দোষারোপ না করে যে যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন ও সাইন মেনে চলার আহ্বান জানান।

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানিতে ডুবে আহাম্মদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডুবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গোয়ালডুবি গ্রামের মো. সোহাবুল ইসলামের ছেলে। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন— আজ দুপুর ১টার দিকে আরো কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু আহাম্মদ। একপর্যায়ে সে ডুবে যায়। জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী ও শিশুটির পরিবার দুপুর ২টার দিকে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চত করেছেন।

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পারকালীনগর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) ও লক্ষ্মীনারায়ণপুর গাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫০)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, কালীনগর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য জন্য অবস্থান করার সংবাদ পেয়ে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ নাসির উদ্দিন ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও টাইফয়েডমুক্ত আগামীর পথে’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার এস.এস.বি.সি. প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এস.বি.সি. প্রকল্পের সহায়তাকারী আয়াতুল্লাহ। প্রচারণায় শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্ব কুমার ঘোষ। অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন পলশা যুব মহিলা কল্যাণ সংস্থার শামসুন নাহার পলি ও সানপুর যুব উন্নয়ন সোসাইটির ফাইজুল কবির। অনুষ্ঠানে জানানো হয়, মৎস্য চাষ, নকশী কাঁথা, গরু মোটাজাকরণ, ছাগল পালন, গাভী পালনদর্জি বিজ্ঞান, সমন্বিত সবজি চাষ বৃক্ষ রোপণ, হাঁস-মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা হলো। এই ১৬ টি যুব সংগঠনের মধ্যে ১টিকে ৭৫ হাজার টাকা এবং অন্য ১৫টিকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে; মাদক তৈরির উপাদানসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে; মাদক তৈরির উপাদানসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ সহ এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতার ব্যক্তি ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকারপাড়া গ্রামের সুনীল কর্মকারের ছেলে রঞ্জিত কুমার বিশ^জিত। আজ সকাল ৭টার দিকে কর্মকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে জেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।