গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে পুকুর ডুবে ২ বছর বয়সী রেদওয়ান ওরফে রিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের বাড়ির পাশে কাজলাদিঘি নামক পুকুরে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রিহান পরিবারের অগোচরে বাড়ির আশেপাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে ওই পুকুর পাড়ে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। তাকে কোন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। সেখানে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, উপকারিতা এবং বাংলাদেশের বাস্তবতা তুলে ধরা হয়। বিশেষ করে ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পানের ওপর গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে আলোচনা করা হয়। এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে শিশুদের পরিবারকে আরো সচেতন করার পরামর্শ দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য, এমওসিএস ডা. সুলতানা পাপিয়া। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস ।

শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চর পাঁকা এলাকায় উপজেলা প্রশাসনের এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগীদের ভাতার নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় বানভাসীদের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী আহরাম আলী, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমানসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পদ্মার ভাঙনের শিকার পাঁচশ পরিবার

পদ্মার ভাঙনের শিকার পাঁচশ পরিবার এবারের বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙনে অন্তত ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবারগুলো বর্তমানে কষ্টে দিন পার করছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ৮ থেকে ৯ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করে। পরিবারগুলোর মধ্যে চাল-ডালসহ শুকনো খাবার বিতরণ করে প্রশাসনসহ বেসরকারি বিভিন্ন সংস্থা। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পাঁকা ইউনিয়নে ১২৫টি বাড়ি এবার পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে। এছাড়াও মসজিদসহ বিভিন্ন স্থাপনাও নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, তার ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে এবার ইউনিয়ন পরিষদ ভবন ও বিভিন্ন স্থাপনাসহ ১৯০টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। তাদের মধ্যে ৫৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, তার ইউনিয়নে পদ্মার ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়েছে ১৭০ পরিবারের। শত শত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে অসহায় ৬০০টি পরিবারে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, এবারের বন্যায় পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের অন্তত ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তাদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপি ক্যাম্প, আইয়ুব বিশ্বাসের ঘাট ও সদর উপজেলার পোল্লাডঙ্গা বিওপি ক্যাম্প এলাকা এবং আলাতুলি ও নারায়ণপুরসহ প্রায় ৬ কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এর মধ্যে রঘুনাথপুর বিওপি ক্যাম্প ও পোল্লাডাঙ্গা বিওপি ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়াও মহানন্দা নদীর মহিপুর এলাকায় ঢান্ডপাড়া ঘাট ও দেবীনগরের হড়মা এলাকায় নদী ভাঙন চলছে বলে তিনি জানান।

ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহার বিষয়ক ওরিয়েন্টশন

চাঁপাইনবাবগঞ্জে ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহার বিষয়ক ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহারকারীর গ্রহনযোগ্যতা পরীক্ষা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর আয়োজনে আজ সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইজ আপ ল্যাবস এর সিনিয়ন ম্যানেজার রাকিব হাসান দিপু, সফটওয়ার ডেভেলপার আনোয়ার হোসেন, ইউনিসেফ রংপুর বিভাগের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ফারজানা ফেরদৌসী ও ইউনিসেফ বাংলাদেশ এর ডিজিটাল এনগেজমেন্ট কনসালটেন্ট শিহাব উদ্দিন সানি। এই সময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, প্রতিনিধি আব্দুর রহিম, রেডিও মহান্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম সহ অন্যরা। ওরিয়েন্টেশনে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার মো ৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫ জন, শিবগঞ্জে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ৮ জন ও ভোলাহাটে ২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৯ জন, শিবগঞ্জ থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে বাড়ি ফিরেছেন ৬ জন রোগী। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন রোগী।

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক, জেলা সেক্রেটারি প্রফেসর মুনিমুল হক, পৌরসভা সভাপতি মো. এনায়েতুল্লাহ, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম। প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন, শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও তাদের কল্যাণে ট্রেড ইউনিয়নের ভূমিকা অপরিসীম। সংগঠিত শ্রমিকরাই জাতির উন্নয়ন ও শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

পানি কমেছে পদ্মা মহানন্দা পুনর্ভবায়

পানি কমেছে পদ্মা মহানন্দা পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি দ্রুত কমে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি কমেছে ১৪ সেন্টিমিটার, মহানন্দায় কমেছে ১৪ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি কমেছে ১৯ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ২৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২০ দশমিক ১৪ মিটার। অন্যদিকে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৯ মিটার; যা ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭৫ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ৪৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ১৯ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৯ দশমিক ২৭ মিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।

নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ

নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। সমিতির সহসভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলামের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রি বিতরণ করেন। বিতরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া, বাতাসী মোড়, নিশিপাড়াসহ বন্যা কবলিত কয়েকটি এলাকায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আলী। সমিতির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুমসহ অন্যরা। ত্রাণ বিতরণ আয়োজনে মেজর (অব.) মো. আমিরুল ইসলাম বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রি এনেছি আপনাদের সাময়িক সহায়তার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এটা পর্যাপ্ত নয়, তারপরও সাময়িক সময়ের জন্য যদি আপনাদের উপকারে আসে তবে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি সমিতির জন্য দোয়া কামনা করেন। ত্রাণ সামগ্রি হিসেবে প্রতি ব্যাগে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া ও আধা কেজি গুড়। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গতকাল শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ৬০০ মানুষের মধ্যে অনুরূপ ত্রাণ বিতরণ করে।