গোমস্তাপুরে কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে তার সহকর্মীরা। আজ বিকেলে কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব,মমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ গণমাধ্যম কর্মীরা।
আলোর পাঠশালায় আম উৎসব

আলোর পাঠশালায় আম উৎসব রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের গাছের আম পেড়ে প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে আম দেয়া হয়। আম পেয়ে সকলে উৎফুল্ল মনে বাড়ি ফিরে। এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, সোনিয়া খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বাবুডাইং আলোর পাঠশালায় কয়েকটি আম গাছ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নিয়ে থাকে। এসব গাছের আম দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব করা হয়।
ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে : রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা। ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহী চাঁপাইনবাবগঞ্জের তথা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। এ আম ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে।’ এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রদূত মি. আরিফ সোয়ুকু জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন— ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১ জন
চাঁপাইনবাবগঞ্জ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫১ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ৩৪ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বাকি ১৭ জন বহির্বিভাগে শনাক্ত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হননি। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৪ জন। তাদের মধ্যে ১৯ পুরুষ, ১৯ জন মহিলা ও ৬ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৩ জনকে। এই ৩৩ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এই ৭ জনরে মধ্যে ৬ জন পুরুষ, ১ জন মহিলা রোগী রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। তাদের মধ্যে ৭ পুরুষ, ২৭ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪৭ জন ডেঙ্গু রোগী জেলা হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে। এছাড়া বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬৩ জন।
গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুওে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
পলশায় প্রয়াসের দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন

পলশায় প্রয়াসের দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন চাঁপাইনবাবগঞ্জের পলশায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রয়াসের রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, পলশা আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা জাকিরুল ইসলাম, প্রয়াসের আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি, আকরাম আলী মোল্লা, আব্দুল আলিম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাতউল্লাহ । অনুষ্ঠানে শিক্ষার্থীদের ম্যাংগো ফ্লেভার ড্রিংকস খাওয়ানো হয়। এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোদাগাড়ী উপজেলার প্রয়াসের জাগরণ ও অগ্রসর ৫ হাজার সদস্যদের নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, গত ১ জুন ছিল বিশ্ব দুগ্ধ দিবস। এবারের প্রতিপাদ্য ‘ দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’।
চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা সদর উপজেলার আমনুরায় সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ আমনুরা মিশন স্কুল মাঠে সাঁওতাল বিদ্রোহের ১৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ প্রতিনিধি গ্রেগ ভ্যানডেরবিল্ট, প্রোগ্রাম অফিসার জেমস কিস্কুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর)’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন। অনুষ্ঠানে সাঁওতাল বিদ্রোহ দিবসের প্রবন্ধ পাঠ করেন এনএজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। আলোচনা সভায় আরো বক্তব্য দেন এনএজিআর’র নির্বাহী পরিচালনা পর্ষদ এর সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু, রবীন্দ্রনাথ হেমব্রম, ঝিলিম ইউপি সদস্য মাসুদ পারভেজ সহ অন্যরা। মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি)’র অর্থায়নে, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আমনুরা মিশন যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ হেমব্রম। অনুষ্ঠানে সাঁওতালি নেতৃবৃন্দ সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও তাদের বিভিন্ন সমস্যরা কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, আপনাদের যেকোন সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। আপনাদের সকল সমস্যা গুরুত্বসহারে সমাধানের সর্বাত্ত্বক চেষ্ঠা করব। অনুষ্ঠানে এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন বলেন, এমসিসি’র অর্থায়নে সাঁওতালি ভাষায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ১৫ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও এনএজিআর অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, শান্তি স্থাপন, ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষিত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা। নির্বাহী পরিচালনা পর্ষদ এর সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু বলেন, আজকে সাঁওতাল বিদ্রোহের ১৭০ বছর পরেও সাঁওতাল জাতিসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী নিপীড়িত। ব্রিটিশ মহাজন, জোতদারদের বিরুদ্ধে এই সাঁওতালরা তীর ধনুক নিয়ে বুক চিতিয়ে রুখে দাড়িয়েছিল। আজ আবারও আমাদের সংঘবদ্ধ হতে হবে সমাজে বৈষম্যর বিরুদ্ধে সম্মিলিতভাবে তবেই সিধু-কানহু-চাঁদ-ভাইরোর নেতৃত্বে সংগঠিত হুল স্বার্থক হবে। অনুষ্ঠানে সংস্কৃতি মেলার ৩টি স্টলে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও সাঁওতালি সংস্কৃতি তুলে ধরা হয়। এছাড়াও সাঁওতালি ঐতিহ্য ও রীতির ডোবঃ-যোহার, সাঁওতালি দং, লাগড়ে, সহরায়, লাকেড়বানাম, দাঁসায়, ডানটা গান ও নাচ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোদাগাড়ী ও নেয়ামতপুরের ৭’শতাধিক সাঁওতালি অংশ নেন।
রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী নামের এক নারীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে গত শনিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আজ দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গোমস্তপুর উপজেলার রোকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের মৃত্যু হয়। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসীকে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হবার পর তাকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে দুই বছরের শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ৩ জন নারী, ৬ জন পুরুষ ও ১ জন শিশু। এর মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ৫ জন রাজশাহীর আর ১ জন নওগাঁ সদরের। শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন গোমস্তাপুরে ফুটবলার আব্দুল বাশিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকবৃন্দের আয়োজন ও ব্যানারে ঘন্টা ব্যাপি চলে এই মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য দেন রহনপুর ক্রীড়া একাডেমির সভাপতি সাখাওয়াত হোসেন, রহনপুর ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাগর), সাবেক খেলোয়াড় মাসুদ রানা পালানু, রহনপুর ফুটবলার দলের সদস্য আজিজুল ইসলাম, সাবেক খেলোয়াড় ইউসুফ আলী, সাবেক খেলোয়াড় সামিউল ইসলাম বকুল, তহিদুজ্জামান প্রমুখ। পরে বর্তমান ও সাবেক ফুটবল খেলোয়াড়রা বিচার চেয়ে ইউএনও’র কাছে আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২৭ জুন আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে কৃতি ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করা হয়। এঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বক্তারা।