নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আপন দুই ভাই আলম ও মিলন হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ী মোড়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এলাকার কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলীসহ আরো অনেকে। বক্তারা বলেন, আপন দুই ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ মাত্র ৫ জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল সাহাপুকুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে পরদিন ১৫ অক্টোবর মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সৈকত বলেন— ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই
আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় চাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা

আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় চাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০২৫ এ বিভাগীয় চাম্পিয়ন হওয়ায় মাসুদ উল হক ইনিস্টিউটের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে মাসুদ উল হক ইনিস্টিউট প্রাঙ্গণে কেক কেটে নারী দলের এ অর্জনকে উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসুদ উল হক ইনিস্টিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, সহকারী শিক্ষক সৈয়দ ওয়াহদেুল ইসলাম, সামিরুল ইসলাম, সংগঠক আসরাফুল আম্বিয়া সাগর, নারী উদ্যোক্তা শাহনাজ পারভিন রুমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, স্কাউটার আব্দুর রব নাহিদসহ অন্যরা। অনুষ্ঠানে চাম্পিয়ন দলের ২০ সদস্যকে ৫ হাজার করে টাকা ও তাদের কোচকে ১০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করা হয়।
সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতি বন্ধন এর মিলন মেলা উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট (এন,জি,বি) ক্রিকেট একাদশ। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় রহনপুর এ বি স্কুল মাঠে এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ম্যাচটি ছিল জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ, যেখানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ বনাম এন,জি,বি ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৮৬ রান তাড়া করতে নেমে জমজমাট এই খেলায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রথমে এন,জি,বি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। এনজিবির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন এবংএনজিবির বিপক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের দলীয় অধিনায়ক জোহুরুল ইসলাম। এসময় বক্তব্যে রাখেন দুই দলের অধিনায়ক, তাদের বক্তব্যে তারা বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। খেলা শেষে স্থানীয় জনগণের মাঝে আনন্দ-উাসের ঢেউ বয়ে যায় এবং এই ক্রিকেট বিনোদনকে আনন্দ আরও রঙিন করে তুলেছে বলে মত প্রকাশ করেন দর্শকরা।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত এলাকায় ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি। মহিষগুলো ভারত থেকে চোরাইপথে আনা আজ ভোরে মহিষগুলো জব্দ হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল শাহজাহানপুর ইউনিয়নের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টিসহ মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।
নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাচোলে দু’ভাই নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ্র ফুলবাড়ি, মারকইল, পাহাড়পুর গ্রামে গত ১৪ অক্টোবর স্থানীয় বিবাদমান দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন ও আলম নামে দুই সহোদরসহ অন্তত: ১৪ জন গুরুতর আহত হন। ওই সময় ভাংচুর ও হামলা করা হয় ১০/১২ বাড়িঘর। পরেরদিন ১৫ অক্টোবর দু’ভাই মিলন ও আলম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ভূক্তভোগি পরিবারের ব্যানারে ফুলবাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত মিলনের স্ত্রী সুমেরা খাতুন, আলমের স্ত্রী রেখা খাতুন, আলমের ছেলে সাদেক আলী, ইউপি সদস্য শাহজাহানসগহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নাচোল থানার পরিদর্শক(তদন্ত) নুরুল কাদির সৈকত বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় আরও ২টি সহ মোট ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ৩টি মামলায় এ পর্যন্ত এক সন্দেহভাজন ও ৪ এজাহারনামীয় আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ আরো অনেকে। সভায় মানসিক স্বাস্থ্য নিয়ে মাল্টিমিডিয়ায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান শাহীন। কর্মসূচিতে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিশু ও নারীর নিরাপত্তা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। ধর্ম আমাদের ন্যায়, ভালোবাসা আর মানবিকতার পথ দেখায়।” এস.এস.বি.সি. প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ের ক্ষতিকর দিক, আইন ও শাস্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আব্দুল কাদের। ওরিয়েন্টশনটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। তাই শিক্ষকতার সময় নির্ধারণ করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকরা পাঠদান করলেই শিক্ষার্থীরা শিখতে পারবেন এবং শিক্ষার মান বাড়বে। শিক্ষার্থীদের সমস্যাগুলো একজন শিক্ষককে বুঝতে হবে। তবেই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বাড়বে। তারা প্রতিষ্ঠানমুখী হবে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ যখন দ্বীনি শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, মানসম্মত শিক্ষায় পারে একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ধরে রাখতে। অন্যথায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উপবৃত্তি দিয়েও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী খরায় ভুগছে। বাংলাদেশের বেশকিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অপরদিকে মানসম্মত শিক্ষা প্রদানের কারণে কিছু নূরানী মাদ্রাসাসহ বেসরকারি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর চাপে কোটা পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাই আমাদের এমপিওভুক্ত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি, মানসম্মত শিক্ষা প্রদানকারী কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা ড. মো. কেরামত আলী, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জোবদুল হক, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হকসহ মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীগণ। শেষে মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষাবিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান। এর আগে তিনি সড়কপথে সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি আম খোদাই করা কাঁসার থালা উপহার দেয়া হয়।
নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার

নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। এদিকে উপজেলার কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একই স্থানে শিক্ষার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিনামূল্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য একটি করে কিডস বক্স তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ চারা রোপণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।