চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, ১টি হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র, নগদ ৬৩ হাজার ৪১০টাকা এবং একটি পত্রিকার দু’টি পরিচয়পত্র (আইডি কার্ড)সহ শ্যামল রবিদাস নামে এক ব্যাক্তি আটক হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে মিস্ত্রিপাড়া মহল্লার শ্যামলের ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে। আজ দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চোরাচালান চক্রের সদস্য শ্যামলকে ওইসব মালামালসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। এটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি রোডপাড়ার নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫)। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী মধ্যচর এলাকায় ফারুকের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক মজুত রয়েছে। এরপর র্যাবের একটি দল দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ফারুককে আটক করে র্যাব। ওই দিন র্যাবের এসআই মো. শাহজাহান আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আকতারুজ্জামান তদন্ত শেষে ফারুককে অভিযুক্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড দেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ডিএনসি। আটক দুজন হলেন- মোসা. রিমা (২৭) ও মো. রুবেল হোসেন (২৬)। পৃথক অভিযানে গাঁজাসহ এ দুজনকে আটক করা হয়। ১১ কেজি গাঁজাসহ আটক আটক রিমা জেলা শহরের স্বর্ণকারপট্টির মো. রবিউল ইসলাম এর স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন। তবে রিমার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলাশহরের পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি রিমাকে আটক করা হয়। তবে তার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন এবং বিশেষ কৌশলে পানিভর্তি ড্রাম ও বালতির মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখেন। অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আমনুরা থেকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্সের সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. মাসিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তার, সীমাসহ নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা যথাযথ কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা রাস্তায় নয়, কর্মস্থলে থাকতে চাই। তারা নার্সিং ডিপ্লোমা কোর্সকে স্নাতক (পাস কোর্স) সমমান দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ইসলামপুরে তিন শতাধিক গরু-ছাগলের ফ্রি চিকিৎসা

ইসলামপুরে তিন শতাধিক গরু-ছাগলের ফ্রি চিকিৎসা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খড়িতলা বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার শতাধিক খামারির তিন শতাধিক গরু ও ছাগলকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। পাশাপাশি বিনামূল্যে কৃমিনাশক, রুচিবর্ধক ওষুধ বিতরণ করা হয়। রেনাটা ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজিন বিন রেজাউল, সাধারণ সম্পাদক ডা. মীম ওবাইদুল্লাহ, সহসভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রক্সিসহ ডা. মাহমুদুল হাসান, ডা. নিয়ামত আলী, মো. মেহেদি হাসান ও মো. সাব্বির রেজা।
চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না : সুধী সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না : সুধী সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সুধীজনদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এখানে (চাঁপাইনবাবগঞ্জে) যেসব সন্ত্রাসীরা রয়েছে, তাদের আশ্রয়-প্রশয় দিয়েন না। আপনারা যদি আপনাদের সমর্থন প্রত্যাহার করেন, তাহলে এই মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা চাই, এখানে উপস্থিত সব দলের সমর্থন ও সহযোগিতা। এরই মধ্যে আপনারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা অটুট রাখেন। দেখেন আমরা কি করি। শনিবার বিকেলে শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আপনারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। কিন্তু আমি বলব, পুলিশ ভালো মানুষের বন্ধু। আর অপরাধী ও সন্ত্রাসীদের জম। তিনি বলেন— আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে। সর্বোপরি সমাজে শান্তি আসলে রাষ্ট্রে শান্তি আসবে। আমরা চাই নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে। যে সমাজে সকল অংশীজনের সহযোগিতায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় মানবাধিকার নিশ্চিত হবে এবং অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সহায়তা করবে। এটাই হচ্ছে আমাদের (পুলিশের) কাজ। আমরা চাই পেশাদার পুলিশ। সেই লক্ষে আমরা কাজ করছি। আসামি গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন— আপনারাই বলছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন যদি আবার আমরা সেই কাজটি করি, তাহলে আগের পুলিশের থেকে আমাদের পার্থক্য থাকবে কি? তাই আমরা কিছু প্রসিডিওর মেনে কাজ করার চেষ্টা করছি। আসেন না, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কী করতে পারি। মোহাম্মদ শাহজাহান বলেন— প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে সমাজ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা তা মানতে চাই না। আইন না মানার যে সংস্কৃতি তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন— আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরি। তারপর বড়ভাইয়ের ফোন আসে, তারপর আরো বড়ভাইয়ের ফোন আসে। কাজেই তারা ছাড়া পেয়ে যায়। তবে আপনারা পুলিশকে সহযোগিতা করলে আমি কথা দিচ্ছি— এখন থেকে আর কোনো কিশোর গ্যাং মাথাচাড়া দিতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর, মাদককারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সুধীজনদের মধ্যে বক্তব্য দেন— জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী, নায়েবে আমির সাবেক এমপি মো. লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক বুলু বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলবুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা। অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১

র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আটক যুবক গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের আব্দুল বাসিরের ছেলে ইউসুফ আলী। আজ সকাল সাড়ে ১০টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে আটক করে বলে র্যাব জানায়। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহ হবে এমন তথ্যে র্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের

৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের আয়োজনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেলে শহরের ফুড ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুঁলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে ৬২ জনকে বৃত্তি দেয়া হয়। তার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২১ জন, সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭ চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপ তরুন-যুবকের উত্তেজনার পর গত মঙ্গলবার রাতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির চাঞ্চল্যকর ঘটনায় আজ বিকাল পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। আজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারশেন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিমতলা মোড় এলাকায় এলোপাতাড়ি অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রুপ। এতে এক নারীসহ অন্তত: ৪ জন সাধারণ মানুষ আহত হয়। একটি দোকানের দুটি কম্পিউটার চুরমার হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ২টি ককটেল। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় প্রতিপক্ষ বেলাল গ্রুপের সাথে একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী ধারাল অস্ত্র সজ্জিত মিলু গ্রুপের ৫০/৬০ জন যুবক এলাকায় মহড়া দিয়ে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়। ঘটনার পর ওই রাতেই(২৩ এপ্রিল) নিমতলা মোড়ের দোকানদার সুমন হোসেন পাটোয়ারী ২৪ জনকে এজাহারনামীয় ও আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরকসহ দন্ডবিধির একাধিক ধারায় থানায় সদর মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলার পর ওই রাতেই পুলিশ বিবাদমান দু’গ্রুপের ৪ জনকে গ্রেপ্তার করে। চলমান অভিডানে আজ বিকাল পর্যন্ত গ্রেপ্তার হয় আরও ৩ জন। গ্রেপ্তার ৬ জন শহরের পিটিআই বস্তি ও একজন শহরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মালমার তদন্ত চলছে এবং জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের

স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্প্যাসে, শহরস্থ শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, শাহীবাগস্থ বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তারসহ অন্যরা। একই দাবিতে শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র মো. রউফ। অন্যদিকে বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শহরস্থ শাহীবাগে তাদের নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স শিক্ষার্থীদের ডিপ্লোমার মান বাদ দিয়ে সরাসরি ডিগ্রির (পাসকোর্স) সমমান দিতে হবে। আমরা এইচএসসি পাস করে তিন বছর কোর্স করার পরও আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। আমরা এই এইচএসসি সমমানের মান চাই না। এইচএসসি পাসের পর ডিপ্লোমার পরিবর্তে সরাসরি ডিগ্রি পাসকোর্সের সমমান চাই। তা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান তারা।