চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। ৭ বছরে পর্দাপণ উপলক্ষে বুধবার বেলা ১১টায় শহরের বিশ্বরোড মোড়ে মডেল প্রেস ক্লাবের হল রুমে এসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাওলানা মো. আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জহুরুল হক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধি ও স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন মডেল প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক শান্ত। সঞ্চালনা করেন মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেন, সময় টিভির জাহাঙ্গীর আলম, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি রিপন জামান, মডেল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন রুবেলসহ সব সদস্য। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ক্লাবের সাবেক সদস্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার লক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণতন্ত্র উৎসব-২০২৫ (যুব ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। এর আগে সকালে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন- ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ। অলোচনা শেষে অতিথিবৃন্দ নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জেলা সমন্বয়কারী রেজাউল করিম, মনিটরিং অ্যান্ড রিপোটিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, রংপুর জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, আস্থা প্রকল্পের এসএফও নাদিমা বেগম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য জোনাব আলী, মোস্তাক হোসেনসহ আরো অনেকে। ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় গণতন্ত্র দিবসের আয়োজন করে জেলা প্রশাসন এবং আস্থা-নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম। বিকেলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে যুব ফোরামের সদস্যদের ও স্থানীয় ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের এবং আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করার উদ্দেশ্যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা ও সচেতনতা গড়ে তোলা।
চরবাগডাঙ্গা ইউনিয়নে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

চরবাগডাঙ্গা ইউনিয়নে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ইমন আলী (১৩) নামে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারের ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন। এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে ট্রাক্টর ইমনকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা খানম। এতে আরও উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর (নন-টেক) বাংলা নূর নবী। এতে বক্তব্য দেন অধ্যক্ষ ফাতেমা খানম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) এম. এম. মাসুদ রানা এবং ইন্সট্রাক্টর (রসায়ন) আব্দুর রাজ্জাক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ বিন আউয়াল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ ফাতেমা খানম। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী রাখতে এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে উৎসাহিত করতে হবে। তিনি আরও ঘোষণা করেন যে, শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানে মোবাইল ফোন না নিয়ে আসে এবং পুরো ক্যাম্পাস ধূমপান মুক্ত রাখা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও সদর উপজেলার বারঘরিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা বেলা ১১টার দিকে পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন- এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম। আলোচনায় সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বরঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গীতিকার ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের শিক্ষক জনাব আলী। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. সবুজ মিঞা, মো. নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি এবং ইউনিয়ন পরিষদরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র প্রদর্শনী এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ

কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন- কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিনা শিরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নূহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, শিক্ষক তরিকুল আলম, সমাজসেবক মনিমুল হক।
গোবরাতলার আমারকে শসা চাষ বিষয়ক মাঠ দিবস

গোবরাতলার আমারকে শসা চাষ বিষয়ক মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জে মালচিং পেপার ব্যবহার করে শসা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলার আমারকে প্রয়াসের কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক। এসময় তিনি বলেন, ফসলের ক্ষেতে আর্দ্রতা সংরক্ষণে মালচিং বিশেষভাবে উপকারী। এ প্রযুক্তি ব্যবহারে ফসলে পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রুত উড়ে যায় না। ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ লাগে অনেক কম। মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়। তিনি আরো বলেন, এ পদ্ধতি ব্যবহার করে নিরাপদ উপায়ে সবজি চাষ করা যায়। খরচ কম লাগে এবং জমিতে আগাছা কম জন্মে। মালচিং পদার্থের পুরুত্ব বেশি হলে তা গাছপালার অনাকাক্সিক্ষত মূল গজাতে সহায়তা করবে। এমনকি সঠিক মালচিং প্রয়োগে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়। এই বৈজ্ঞানিক কর্মকর্তা আরো বলেন, শীতকালে মালচিং ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠাণ্ডা থাকে, এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়। সবচেয়ে বড় কথা, মালচিং প্রযুক্তি ব্যবহার করলে পানি লাগে অনেক কম। সেচ খরচ বাঁচে, লাভ হয় বেশি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটের (কৃষি খাত) সহযোগিতায় এর আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মাঠ দিবসে অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা। এসময় অন্যানোর মধ্যে প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এসময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।
সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা

সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার বালুগ্রামে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন দেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। তাদের ব্র্যান্ডিং তেলগুলো হচ্ছে- ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। এসময় স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে এবং বাংলা প্রভাষক নুরতাজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইকতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারূল ইসলাম, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য একরামুল হক, অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ।