রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন গোমস্তাপুরে ফুটবলার আব্দুল বাশিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকবৃন্দের আয়োজন ও ব্যানারে ঘন্টা ব্যাপি চলে এই মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য দেন রহনপুর ক্রীড়া একাডেমির সভাপতি সাখাওয়াত হোসেন, রহনপুর ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাগর), সাবেক খেলোয়াড় মাসুদ রানা পালানু, রহনপুর ফুটবলার দলের সদস্য আজিজুল ইসলাম, সাবেক খেলোয়াড় ইউসুফ আলী, সাবেক খেলোয়াড় সামিউল ইসলাম বকুল, তহিদুজ্জামান প্রমুখ। পরে বর্তমান ও সাবেক ফুটবল খেলোয়াড়রা বিচার চেয়ে ইউএনও’র কাছে আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২৭ জুন আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে কৃতি ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করা হয়। এঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলায় সদর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা বারিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তাঁর হেফাজত হতে উদ্ধার হয়েছে চুরিকৃত ১০টি চোরাই মোটরসাইকেল। গ্রেপ্তার বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আকালুর ছেলে। গোপন খবরের ভিত্তিতে গতকাল ভোর থেকে দিনব্যাপী টানা অভিযানটি চালানো হয়। আজ দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ে একটি আমবগানে একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় ওই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন বারিকুল। এসময় তাঁর সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে বারিকুলের স্বীকারোক্তিতে তাঁর বসতবাড়ি থেকে উদ্ধার হয় চাঁপাইনবাবগঞ্জের সদরসহ জেলার বিভিন থানা এলাকা এবং পাশের বিভিন্ন জেলা থেকে চুুরিকৃত আরও ৯টি মোটরসাইকেল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় বারিকুল এবং তাঁর ৩ সহযোগীসহ ৪ জনের নামে মামলা করেছে পুলিশ। আজ গ্রেপ্তার বারিকুলকে আদালতে পাঠানো হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে বীজ সার ও গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বীজ সার ও গাছের চারা বিতরণ সদর উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭০টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেলের চারা; ২০ জন কৃষককে গ্রীষ্মকালীন কা- পেঁয়াজ বীজ; ৪৫০ জন কৃষককে ৫টি করে লেবু চারা; ২০০ জন কৃষককে ৫ প্যাকেট করে গ্রীষ্মকালীন সবজি বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৫৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, বেড়া ও কীটনাশক; ২০ জনকে তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি করে ডিএপি ও এমওপি, ২ কেজি বোরণ, বালাইনাশক ৩ প্যাকেট ও হরমোন ১টি দেয়া হয়েছে। এছাড়াও ১০০ জনকে ৫টি করে আমের চারা, ১ হাজার ৬০০ জনকে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা ১টি করে দেয়া হয়েছে। ৩৫০ জনকে তালবীজ ও বেড়া দেয়া হয়েছে। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণে ১২টি এয়ার ফ্লো মেশিন দেয়া হয়েছে। আজ সদর উপজেলা কৃষি অফিস এসব বিতরণের আয়োজন করে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এইসব বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৩২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৭ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩২ জন। তাদের মধ্যে মধ্যে ৬ জন পুরুষ, ১৯ জন মহিলা ও ৭ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪ জন পুরুষ ১ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া একজনকে রাজশাহীয় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রোগী ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। চলতি বছরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে। এছাড়া বহির্বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১০ জন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু; ১৫ মিনিটে মিলবে রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু; ১৫ মিনিটে মিলবে রিপোর্ট চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।  শনিবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের সকলে নেগেটিভ রেজাল্ট এসেছে। অর্থাৎ কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। মাসুদ পারভেজ আরো জানান, করোনা রোগীদের জন্য দুুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে। এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। করোনার দুই ঢেউয়ে সে সময় মারা যান ১৬৪ জন রোগী।

সোনামসজিদ স্থল ও রহনপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

সোনামসজিদ স্থল ও রহনপুর শুল্ক স্টেশনে ‘কমপ্লিট শাটডাউনে’ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর শুল্ক স্টেশনেও এই কর্মসূচি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। ফলে এই দুটি বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, শুল্কায়ন বন্ধ থাকায় আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সোনামসজিদ স্থলবন্দরে জিরো পয়েন্টে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান করেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনের সামনে ঝুলিয়ে দেয়া হয় তাদের কর্মসূচি সংবলিত কমপ্লিট শাটডাউনের ব্যানার। গতকাল শনিবার দুপুরে জিরো পয়েন্টে মেসার্স বাবুল এন্টারপ্রাইজের ও অপর এক রপ্তানিকারকের প্লাস্টিক সামগ্রীর ১৩টি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে অন্তত আড়াইশ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে বলে জানা গেছে। মেসার্স বাবুল এন্টারপ্রাইজের বাবুল হোসেন জানান, এনবিআরের এ কর্মসূচির কারণে রপ্তানির পণ্য সোনামসজিদ জিরো পয়েন্টে শুল্কায়ন না হওয়ায় তার ৬টি প্লাস্টিক সামগ্রী বোঝাই পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। এতে করে তাকে লোকসান গুণতে হবে। লোকসান মাথায় নিয়েই আজ রবিবার দুপুর পর্যন্ত পরিস্থিতি দেখার পর ধর্মঘট প্রত্যাহার না হলে ট্রাক ফেরত নেয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত শাটডাউনের কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতর উভয় দেশের ট্রাক থেকে পণ্য খালাস অব্যাহত রয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু রয়েছে। অন্যদিকে রহনপুর শুল্ক স্টেশনেও সব ধরনের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান রহনপুর স্টেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। সেখানেও কাস্টমসে কর্মরতরা তাদের কার্যালয়ে ব্যানার টানিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সোনামসজিদ কাস্টমসে কর্মরত এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে রহনপুর ও সোনামসজিদে তাদের শাটডাউন কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবিতে গতকাল শনিবার থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি সারাদেশের শুল্ককর কার্যালয়ে শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের হুজরাপুর, ওয়াল্টন মোড় বড় ইন্দারা মোড়, শিবতলা ও বারঘরিয়ায় বিপুল সংখ্যক দর্শনার্থীরা রথযাত্রায় অংশ নেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ রথযাত্রা সুষ্ঠুভাবে পালনে আগত দর্শনার্থীদের সহায়তা করেন। জেলাবাসীকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী।

চাঁপাইনবাবগঞ্জে সেরা সাঁতারুর খোঁজে সুইমিং ফেডারেশন

চাঁপাইনবাবগঞ্জে সেরা সাঁতারুর খোঁজে সুইমিং ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আজ ‘সেরা সাঁতারুর খোঁজে’ অর্থাৎ শিশু, কিশোর-কিশোরী সাঁতারুদের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই কার্যক্রমের আয়োজন করে। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার প্রায় ৩০০ জন সাঁতারু অংশ নেন। সকালে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) আতিকুর রহমান, নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বাংলাদেশের সাঁতারে যেসব জেলার অবদান উল্লেখযোগ্য, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। গত সাফ গেমসে স্বর্ণপদক জয়ী সাঁতারু মো. রনি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান। সুইমিং ফেডারেশনের সদস্য নূর-ই-আফরোজ জানান, সারা বাংলাদেশ থেকে ৯-১১ বছরের শিশু ও ১২ -১৫ বছর বয়সী ৬০০ জন কিশোর-কিশোরী বাছাই করা হবে। এদের ঢাকায় নিয়ে গিয়ে ১৫ দিনের প্রশিক্ষণের পর ৫০ জনকে বাছাই করা হবে। এই ৫০জনকে নৌবাহিনীর তত্তাবধানে দীর্ঘ দুইবছর প্রশিক্ষণ দেওয়া হবে। তখন তারা নৌবাহিনীর বিদ্যালয়ে লেখাপড়া করবে।  

আম চাষে বাংলাদেশী চাষিদের সুযোগ দিবে আলজেরিয়া

আম চাষে বাংলাদেশী চাষিদের সুযোগ দিবে আলজেরিয়া বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য জমি, সেচ ও বিদ্যুৎ ব্যবহারে ট্যাক্স ফ্রি সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রও গড়ে তুলতে চায় দেশটি। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলৌহাব সাইদানি এই তথ্য জানান। তিনি বলেন, আলজেরিয়ায় অনেক জমি অনাবাদি রয়েছে। সেই জমিতে আমরা আম বাগান গড়ে তুলতে আগ্রহী। এ জন্য বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন। তাছাড়া বাংলাদেশিরা সেখানে গিয়ে আম বাগান গড়ে তুলতে চায়লে বিনামূল্যে জমি দেয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টাও করা হচ্ছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভবনার দরজা খুলে যাবে। তিনি দুদেশের সাংস্কৃতিক বিষয় বিনিময়ের কথাও তুলে ধরেন। ‘আলজেরিয়ার সাথে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্সটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবিএফ এর সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা ও মফিজ উদ্দিন, মনিরুল ইসলাম, মো. শুকুরুদ্দিন, আরিফ উদ্দিন ইতি, মো. জাহাঙ্গীর আলম, এম কোরাইশী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যরা। এর আগে চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রদূত এবং পরে তিনি দেশের সব চেয় বড় আম বাজার কানসাট পরিদর্শন করেন।

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে : জেলা প্রশাসক

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মাদক প্রতিরোধে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। তিনি বলেন— মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সৎসঙ্গে চলতে হবে। মাকদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক ব্যবসায়ীদের চিনিয়ে দিতে হবে। সকলের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইকী ওদুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম সরকার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ।