দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। এ সময় একজন আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক সাদ্দাম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান

সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুদ্ধ ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়েছে। সোমবার দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের গঠিত ৩ সদস্যের প্রতিনিধি দলটি এ অভিযানে আসে। দলটি বিভিন্ন দপ্তরে অভিযান চালায় এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। কমিটির সদস্যরা হলেন- দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং অপর উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান। সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস কার্যালয়, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটিডের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। এ নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মঈনুল ইসলাম জানান, দুদকের একটি দল তাদের কাছে বিগত বছরগুলোর পণ্য আমদানির বিভিন্ন তথ্য দেখতে চান এবং যাচাই-বাছাই করেন। পরে তারা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পৃথক আয়োজনে এমন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক আকিব মিয়া, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ, শিক্ষার্থী সীমা খাতুন, ফরহাদ হোসেন, মাহিনুল ইসলাম, রাহাত আলী, মাহিন খান, খাতিজা খাতুন মীম, বায়োজিদ ইসলাম জীবন, শারমীন জান্নাত মিষ্টি। অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজার নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদস্য জাকির আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মিরাজ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঝিলিম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমান দেশীয় বাংলা মদ উদ্ধার

ঝিলিম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমান দেশীয় বাংলা মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির বুলনপুরে মনা ঠাকুরের মদের ভাটিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাতে এই অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা মদ ও সরঞ্জাম সদর থানায় জমা দেয়া হয়। সদর থানার এসআই হরেন্দ্র নাথ জানান, মনতোষ কুমার ওরফে মনা ঠাকুরের মদের ভাটি তল্লাশি করে সেনাবাহিনী ১১টি ট্রামে ২০০ লিটার করে দৈশীয় তৈরি বাংলা মদ, ৩ হাজার ১৫৫টি মদ ভর্তি বোতল, তিনটি মোটরসাইকেল ও ১৩ হাজার ৯৫৭ টাকা উদ্ধার করে সদর থানায় জমা দেয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল আমনুরার দিকে যাচ্ছিল। পথে মনা ঠাকুরের মদের ভাটির সামনে কয়েকজন লোকের ভিড় দেখে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। এসময় লোকজন পালিয়ে যায়। আদালতের মাধ্যমে এইসব মদসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানান সদর থানার ওসি মতিউর রহমান।
রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা

রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিবগঞ্জের ২ জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁনশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা

মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন নারী উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো ২শ জনের মধ্যে বিতরণ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে এই চেক বিতরণ বিতরণ করা হয়। বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যনেজম্যান্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং এই ৫ টি ট্রেডে ৫০ জন করে ২৫০ জন নারী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারা তাদের ভাতা বাবদ পাচ্ছেন প্রায় ২৭ লাখ টাকা। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জনের মধ্যে চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ সদর এই চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আসাদুজ্জামান।
শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায়

শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়ায়া হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতন সম্প্রদায়ের আয়োজনে বাবুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রামের সভাপতিত্বে বক্তব্য দেন, সদ্য বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী, শ্রী গণপতি বারেক ও নাড়ু গোপাল পালসহ অন্যরা। এ সময় কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া সনাতন সম্প্রদায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন। তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বালিয়াডাঙা ইউনিয়নে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবার থেকেই। কন্যাশিশুদের পড়াশোনা, আত্মনির্ভরশীল হবার জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন ও দক্ষতামূলক কাজ শেখাতে হবে। যাতে করে তারা ভূলপথে বা উন্নয়নের ধরাছোয়ার বাইরে চলে না যায়। এছাড়াও পরিবারে ছেলেমেয়ে উভয় সন্তানের জন্য সমান খাবার ও অধিকারের ব্যবস্থা করতে হবে।
শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় তর্তিপুর সেতু সংলগ্ন পাগলা নদীতে বাবার সাথে নিজেদের পোষা গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে মারুফ আলী নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে তর্তিপুর ব্রীজের পাশে পাগলা নদীতে বাবার সাথে নিজেদের গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে ডুবে যেতে থাকে সাঁতার না জানা মারুফ। তার বাবা ঘটনা টের পেয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পানি থেকে টেনে তুলে। উদ্ধারের পরপরই মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন। পুলিশ সুপার রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারিয়াডাঙা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরান হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন। এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ। আলোচনাসভায় স্বাগত বক্তব্যে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি। প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”