ভোলাহাটে ৯৩ বোতল বিদেশী মদ জব্দ

ভোলাহাটে ৯৩ বোতল বিদেশী মদ জব্দ ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ বোতল ‘ব্লাক হান্ট’ ব্রান্ডের বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ চাঁন শিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামে ফরেষ্ট ক্যানালের পাশের ধানক্ষেতে বিশেষ অভিযান চালায়। অভিযানে টহল দল ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল মদ উদ্ধার করে। সন্ধ্যায় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এগুলো ভোলাহাট থানায় আইনী প্রক্রিয়ায় জমা দেয়া হবে। তিনি বলেন, মাদকসহ যে কোন পন্য চোরচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ, সদর মডেল থানার সেকেন্ড অফিসার রাজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যরা। সভায় এলাকার বিভিন্ন সমস্যা মাদক চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উন্নয়নমূলক কাজ, নিরাপত্তা, যানজট নিরসন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অদিদপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা বেগমসহ অন্যরা। সভা সঞ্চালনা ও গ্রাম আদালতের চাঁপাইনবাবগঞ্জ জেলার অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালত চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার হাফিজ আল আসাদ। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত ‘আত্মহত্যা বিষয়ে দৃষ্টিভোঙ্গি পরিবর্তন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ সিভিল সার্জন অফিস র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে। সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহম্মদ মশিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন। মুক্ত আলোচনায় অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মো. গোলাম কিবরিয়া, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিশির শবনম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী মোসা. তামান্না খাতুন, নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী মোসা.আবিদা সুলতানা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহবুবা ফেরদৌস। আলোচনা সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। মাল্টিমিয়া প্রেজেন্টেশনে বাংলাদেশসহ বিশ্বের আত্মহত্যার পরিসংখ্যান, মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন আগত্মহত্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. শাহীন। তিনি তার উপস্থাপনায় জানান, বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার মানুষ আত্মহত্যা করে এবং বিশ্বে প্রতিবছর ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। তিনি জানান, পরিবারের অবহেলাসহ নানান কারণে ১০ থেকে ১৯ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। ৯০ ভাগ মানুষ জানে না মানসিক স্বাস্থ্য কী। ডা. শাহীন জানান, দেশে ১০ টি জেলায় মানসিক স্বাস্থ্য নিয়ে সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জও রয়েছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একটি করে কর্নার আছে যে খানে প্রশিক্ষিত চিকিৎসক ও সেকমোগণ কাজ করছেন। আলোচনা সভায় বক্তারা সন্তানদের ওপর মানসিক চাপ না দিয়ে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার করার জন্য অভিভাবক বা মা বাবার প্রতি আহ্বান জানান।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এতে বক্তব্য দেন— রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরিদ উজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যরা। সভায় আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক।  আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, গানিউল হক, মিঠুন চন্দ্রসহ উপকারভোগী কৃষকরা। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরো ৪৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরো ৪৯ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা সদরে ২১ জন, শিবগঞ্জে ১২ জন, গোমস্তাপুরে ৭ জন, নাচোলে ২ জন ও ভোলাহাটে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ২৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন আক্রান্ত

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৪ জন ও বহির্বিভাগে ৩ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন এবং শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।    

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসার সময় ১ জোড়া নতুন ওয়াকিটকি সেট ও সেগুলোর আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এটি চোরচালান তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্য বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতরাত ১১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে একটি কার্টূন জব্দ করে সোনামসজিদ বিওপির নিয়মিত টহল দল। পরে ওই কার্টূন খুলে ২টি নতুন ওয়াকিটকি সেট, ২টি এন্টেনা ও ২টি চার্জার পাওয়া যায়। আজ দুপুরে ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ধরণের পণ্য চোরাচালানের প্রথম চালান। এর আগে ওয়াকিটকি চোরচালানের তথ্য জানা যায় নি। ওয়াকিটকি গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় জব্দ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবতলা ইউনিয়নে বাস্তবায়িত প্রয়াসের বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তেন প্রয়াসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এতে প্রয়াসের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন, নিরীক্ষা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, ফারুক আহমেদ, আব্দুস সালাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।