দীর্ঘ ৮ মাস শূণ্য থাকার পর, চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশবিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

দীর্ঘ ৮ মাস শূণ্য থাকার পর, চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশবিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান দীর্ঘ প্রায় ৮ মাস পদ শূণ্য থাকার পর চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো: সফিকুল বারী। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার এবং জনসংযোগ কর্মকর্তা মুসা বাপ্পি জানান, গত ২২ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখা) সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেষ্ট্রি এন্ড এনভায়ারনমেন্টের অধ্যাপক ড. মো: সফিকুল বারীকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর গত ১ জুলাই ড. মো: সফিকুল বারী ঢাকায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডে যোগদানপত্র জমা দেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান ক্যাম্পাসে তাঁকে বরণ করে নেয়া হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড এবং এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো: নজরুল ইসলাম (স্বপন)। বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড সদস্য হাবিবুল্লাহ ডেনর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং আমিনুল ইসলাম,এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আমিন ফারুক, খন্দকার মামুন, এস এম রেজাউল করিম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ, এক্সিম, ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ক্যাপ্টেন (অব:) জিয়াউল আহসান,ভারপ্রাপ্ত রেজিষ্টার ড.মাহাবুবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডীন,বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মূখে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০২৪ সালের ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানকে অব্যহতি প্রদান করে। এরপর থেকেই এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় উপাচার্য শূণ্য ছিল।
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ র্যাবের হাতে ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ র্যাবের হাতে ২ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সদর এবং গোমস্তাপুর উপজেলায় র্যাবের পৃথক দুটি অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ দ্ু’জন গ্রেপ্তার হয়েছেন। গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন সদরের দেবীনগর এলাকার আফসার আলীর ছেলে আনারুল হক। ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন জেলার ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের এরফান আলীর ছেলে এমদাদুল বধু। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল দুপুরে চালানো অভিযানগুলো সম্পর্কে জানানো হয়। র্যাব জানায়, গতকাল দুপুর ২টার দিকে সদরের চরঅনুপনগর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে মহানন্দা নদীর খসমুলের ঘাট থেকে গাঁজাসহ গ্রেপ্তার হন আনারুল। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোমস্তাাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামে গোমস্তাপুর থেকে রহনপুরগামী সড়কের উপর একটি ব্যাটালিচালিত ভ্যানের যাত্রী সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটতনের মধ্যে লুকিয়ে রাখা ফেনসডিলিসহ গ্রেপ্তার হন এমদাদুল। র্যাব আরও জানায়, এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৩ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৩ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬২ জন। এছাড়া গত কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২২ জন নারী এবং ১০ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ জনকে। এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এছাড়া ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। এই ৬০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ১১ জন শিশু রয়েছেন। এছাড়া শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৭৭৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৪ জনে।
চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা থেকে মিতু রানী নামে এক তরুনী গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। তিনি গোবরাতলা এলাকার আমপাড়া শ্রমিক শ্রী আনন্দের স্ত্রী এবং সদর উপজেলার আমনুরা মিশন গুচ্ছগ্রামের সচীন কর্মকারের মেয়ে। মিতুর দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ পারিবারিক কলহের জেরে মিতু স্বামীর বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাললেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধারকারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম প্রাথমিক তদন্তের পর বলেন, গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এরই জেরে আজ সকালে মিতু গ্যাস ট্যাবলেট খায়। সকাল ১০টার দিকে জেলা হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা আরিফ।
চাঁপাইনবাবগঞ্জে বড়ভাইকে খুনের দায়ে ছোটভাই ও তাঁর দুই ছেলের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে বড়ভাইকে খুনের দায়ে ছোটভাই ও তাঁর দুই ছেলের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাইনুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আপন ছোট ভাই এবং তাঁর দুই ছেলে (নিহতের ভাতিজা) সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত সহিমুদ্দিন মন্ডলের ছেলে মো: মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন আলী ও মিলন আলী। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় নিহত মাইনুল ও দন্ডিত মোস্তফার অপর ভাই আব্দুল কাদের এবং শরিফুল ইসলাম নামে অপর দু’জনকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় বাড়ির সামনে ছোটভাই মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনের হামলার আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৬ জুন তিনি মারা যান। এর আগে মাইনুলকে হত্যাচেষ্টার ঘটনায় ২০২১ সালের ৩ জুন শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। পরবর্তীতে যা হত্যা মামলায় রুপান্তর হয়। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বরুন সরকার আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ এবং শুনানী শেষে আদালত সোমবার মোস্তফা এবং তাঁর দুই ছেলে নয়ন ও মিলনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।
আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : এনসিপি’র আহ্বাক নাহিদ ইসলাম

আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : এনসিপি’র আহ্বাক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘বিচার, সংস্কার, ও দেশ পূনর্গটনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে জেলা শহরে শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হয়। এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। পদযাত্রাটি বাতেন খাঁর মোড়-নিমতলা-বড়ইন্দারা মোড় ও গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন-এটি একটি ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্বেও এই জেলার আম শিল্পকে বিশ্বাজারে তুলে ধরতে অতীতে কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি। তা ছাড়া আমরা জানি এই চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু দিনে দিনে এই রেশম শিল্প হারিয়ে যাচ্ছে। আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে কোনো ধরনের উদ্যোগই নেয়া হয়নি। আমরা চাই বাংলাদেশের যেসব শিল্প রয়েছে সেগুলোগে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নেয়। এনসিপি নেতা নাহিদ বলেন—চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তের প্রতিরোধের প্রতীক। সীমান্ত মানে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান। বুক পেতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুলেট গুলি বুক পেতে নিয়েছি। এই মঞ্চে শহিদ তাকের হোসেনের পরিবার উপস্থিত রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুইজন সন্তান শহিদ হয়েছেন। জুলাই গণঅথুত্থানে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সেদিন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, আমরা যেন সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।’ নাহিদ বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা নিয়ে এসেছি, যে বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’ নাহিদ ইসলাম আরো বলেন, ‘সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এইসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহাদুরি করেছে দাদারা। সীমান্তে আর যদি কোনো দাদাগির করতে দেয়া হবে না। সীমান্তে আর যদি আগ্রসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যা চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।’ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনার জন্য নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মৌলিক সংস্কারকে কেউ যদি বাধাগ্রস্থ করে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকেকেউ যদি আটকে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জ এনসিপি’র প্রধান সমন্বয়কারী আলাউল হকের সভাপতিত্বে এবং এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক তাসনুভা জারিন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল। কর্মসূচিতে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটওয়ারী, তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এনসিপি নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানে শহিদ চাঁপাইনবাবগঞ্জের তারেকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন।
নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক নাচোল উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক তিনি নাচোল পৌর শ্রীরামপুর মহল্লার শামিমের ছেলে রকি। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে নাচোল রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন শ্রীরামপুর এলাকা থেকে রকিকে আটক করা হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রকির নামে পূর্বের একটি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কিছুটা কমলেও হাসপাতালে ভর্তি ৫০ জন রোগী। গত শুরুবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৫ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জে আক্রান্ত হয়েছেন ২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল শনিবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৩৮ জন। তাদের মধ্যে ৬ পুরুষ ও ২০ জন মহিলা এবং ১২ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে। এই ৪ জনের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৪৯ জন। এই ৪৯ জনের মধ্যে ১০ জন পুরুষ, ২৪ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর থাবা : জেলায় নতুন আক্রান্ত ৬২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর থাবা : জেলায় নতুন আক্রান্ত ৬২ চাঁপাইনবাবগঞ্জে সদর, গোমস্তাপুর, শিবগঞ্জের পর এবার নাচোল ও ভোলাহাটেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট, ড্রেন, খাল, ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। ইতোমধ্যে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর বিস্তার ঠেঁকাতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৬২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৬জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। এছাড়া বহির্বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২২ জন রোগী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে শিবগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮ জন, গোমস্তাপুরে ১১ জন, নাচোলে ৫ জন ভোলাহাটে২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৭ জন। তাদের মধ্যে ১২ পুরুষ ও ৩৪ জন মহিলা এবং ৯ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ জনকে। এই ২৯ জনের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। এই ৩৮ জনের মধ্যে ৬ জন পুরুষ, ২০ জন মহিলা ও ১২ জন শিশু রয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৬জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।
নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় এবং রেলওয়ে সূত্র এবং পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কসবা ইউনিয়নের কালইর এলাকায় রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনগামী ১২৫ আপ পূর্ণভবা কমিউটার ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। সদর উপজেলার আমনুরা জংশন স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশহাী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে রাজশাহী জিআপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। সিআইডি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। জিআরপি কর্মকর্তা স্থানীয় সূত্রের বরাতে আরও বলেন, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ষ্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এবং আমনুরা জংশন ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।