জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা
জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ম্যাংগো পার্কে এ সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দোর আলী, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্ঠা ডা. ইসমাইল হোসেন, মনিরুজ্জামানম মনির, রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম, ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল। স্বাগত বক্তব্য দেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী। আলেচনা ও সাধারণ সভা শেষে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলাম সভাপতি ও গোলাম ওয়াচের স্বত্বাধিকারী শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাহিমুল হক সিদ্দিকী, সহ-সভাপতি মোস্তাকিম হোসেন, তরিকুল আলম মোল্লা, আসরাফুল হোসেন, সহ-সস্পাদক মোখলেসুর রহমান, ইকবাল হোসেন, মোখলেসুর রহমান আলাল, আব্দুল হামিদ বাদশা, কোষাধ্যক্ষ ইয়াদুলহোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দুরুল হোদা, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাসির, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাওসারুজ্জামান বকুল, প্রচার সম্পাদক আশিক পারভেজ শাহীন, নির্বাহী সদস্য তুখসেরুল মিজান, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, সোহেল রানা, সাজেদুর রহমান, দুরুল হোদা ও শাহিন আখতার।
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁওএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সমষ্টির প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদুল হক খান, জেলা তথ্য অফিসারের সহকারি তথ্য অফিসার আব্দুল ওহাব, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার এবং প্রয়াসের পরিচালক(মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস। প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক(প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ নাচোল, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আদিবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক ৭টি কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। সেই কমিউনিটি সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শেয়ারিং ইভেন্ট এর আয়োজন করে রেডিও মহানন্দা। এই অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হল।
শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপারকালে ৪ চোরাকারবারি আটক
শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপারকালে ৪ চোরাকারবারি আটক শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ফতেপুর সীমান্তে অবৈধভাবে পারপারের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, আটকরা গরু ও মাদক চোরাচালানে জড়িত। আজ দুপুরে ফতেপুর বিওপির একটি টহলদল ৪ ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে টহল দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রানীনগর হাটপাড়া গ্রামের ফজলুর ছেলে নুহ নবী, একই গ্রামের পারুল আলীর ছেলে সুমন, আব্দুল মালেকের ছেলে এম ও সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা গতকাল চোরচালাদের উদ্দেশ্যে অবৈধধভাবে ভারতে প্রবেশ করে। এ ঘটনায় আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীণ। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, সীমান্তে বিজিবির জোর নজরদারি অব্যহত রয়েছে।
গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা
গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেলসহ অন্যরা। এছাড়া আলোচনার শুরুতে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইমপ্রুভড সাসটেইনেবল অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোমেনা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত ও প্রেজেন্টেশন মাধ্যমে বক্তব্য দেন মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার এমআরএসসি জেলা সমন্বয়ক আশিকুজ্জামান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাস,প্রত্যাশা প্রকল্পের সুবিধাভোগী বোয়ালিয়া ইউনিয়নের সাবেরা বেগম ও নাজিরা বেগম। এতে সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬২ হাজার ৯৩৩ জন বিদেশ গেছেন। গোমস্তাপুর উপজেলায় এই প্রকল্প ৪ টি ইউনিয়নে চলমান রয়েছে। মাইগ্রেশন প্রকল্পের কার্যক্রমে স্বেচ্ছাসেবক, বিদেশ ফেরত চিহ্নিতকরণ, প্রোফাইলিং তৈরি, মনোসামাজিক সেবা, অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণ সহায়তা, সচেতনতা, ক্যারিয়ার কাউন্সেলিং, উদ্যোগক্তা উন্নয়ন ও বাজার ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, রেফারেল সেবা, উঠান বৈঠক, ইউনিয়ন কর্মশালা, প্রবাস ফোরাম, স্কুল কুইজ কাজ করে যাচ্ছে। কর্মশালায় আরো জানানো হয়, এক কোটির বেশি বাংলাদেশি কাজ করেন প্রবাসে। প্রতিদিন নতুন করে হাজারো মানুষ যেমন বিদেশে কাজ করে যাচ্ছেন,তেমনি অনেকে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে ফেরত আসছেন। এ সকল বিদেশ-ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা-২ প্রকল্প। এর আওতায় দেশের ১৫টি জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) প্রতিষ্ঠা করা হয়েছে। যারা ২০২০ সালের ১ এপ্রিলের পর বিদেশ থেকে ফিরে এসেছেন তারাই এই সুবিধা পাবেন।
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর দেশ বিনির্মানে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর দেশ বিনির্মানে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে সভায় মূখ্য আলোচক ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। এসময় কলেজের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের উপদেশমুলক দিক নির্দেশনা দেন এবং মাদকমুক্ত দেশ গড়ার আহব্বান জানান। জেলা প্রশাসক তরুণ ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তারুণ্যের শক্তিই আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়েছে। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, তোমাদের প্রথম কাজ শিক্ষা গ্রহণ করা। তিনি বলেন, তরুণদের উদ্যম ও কর্মস্পৃহা যেন নষ্ট না হয়, সে বিষয়েও সজাগ থাকতে হবে।
শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্িঠত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৬ উইকেটে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজ কমিউনিটি ক্লাব ক্রিকেট দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য মাহমুদুর রশিদ তুহিন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আল বসরী সোহান ও তারিক মাহমুদ ও সাইমুন সাদাবসহ অন্যরা।
নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
নাচোলে ডোবায় ডুবে শিশুর মৃত্যু নাচোল উপজেলায় ডোবার পানিতে ডুবে মাহিম আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের মাধবপুর আহুড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনে গ্রামের অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিম। এর মধ্যে সে অসাবধানতাবশত নিকটে অবস্থিত একটি ডোবার মধ্যে পড়ে যায়। ঘটনা খেয়াল করে অন্য শিশুরা মাহিমের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে মাহিমের ফুপু দৌড়ে এসে মাহিমকে ডোবা থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে মাহিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। একজন গ্রাম্য চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংশ্লিস্ট ইউপি সদস্যের দেয়া খবরে পুলিশ মাহিমের বাড়ি পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা
বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে “স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য প্রারম্ভীক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো উন্নয়ন পরিকল্পনায় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ এবং বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার বলেন, এটা খুব ভালো একটি উদ্দ্যোগ যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি আমাদের সাথে সহযোগী হিসাবে সহায়তা করছে। সেজন্য আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি চেয়ারম্যান হিসাবে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় ও স্থানীয় কমিটিকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২টি বিষয়ে সর্বাত্বক সহাযোগীতা করবেন। ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, মি. জেমস বিশ^াস বলেন যে, আমরা ১৬দিন ব্যাপি নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান এবং এবং শিশুদের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী ও পুষ্টি সমস্যা নিরোসনে প্রচারাভিযান ২০২৪ পরিচালনা করছি। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সচেতন হই এবং শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করি। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী এবং রিপন গমেজ এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন। সভাটির আয়োজন করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল কেতাব বাজার এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। ১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, আজ ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।