একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি.

একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি. জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ১৫ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১১ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁকা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ সেমিন্টমিটার। যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ছিল ১৯ দশমিক ৬২ সেন্টিমিটার। অন্যদিকে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৩ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ০৪ সেন্টিমিটার। যা শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।  

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) এর সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন। চাঁপাইনবাবগঞ্জে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম ১০ জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো চাঁপাইনবাবগঞ্জের আবারো ভালো দেখতে চান প্রধান অতিথি। এটি বাস্তবায়নে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

সোনামসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার। পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ^ব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছে। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ^ব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে। উপদেষ্টা আরও বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে। কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটি সহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেয়া যাবে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেণ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সভাকক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এবং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা সহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে, বিকেলে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।    

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে। বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে। রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত 

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গ পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৬ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে একজন রোগী ভর্তি আছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র‌্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র‌্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায়২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১২জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৮ জন : হাসপাতালে ভর্তি ৪৯

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৮ জন : হাসপাতালে ভর্তি ৪৯ চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৫৮ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ২৬ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়েছে, বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৩ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫২ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯৯ জনে।