চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষ রোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষ রোপন কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে জুলাই-২৪ স্মরণে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াসের সমৃদ্ধি প্রকল্পের আওতায় চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-১ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক(কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারি পরিচালক মু তাকিউর রহমান, ইউনিট-১ এর ব্যবস্থাপক অজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ অন্যরা। এসময় ইউনিট-১ অফিস প্রঙ্গনে বনজ ও ফলদ গাছের চারা রোপনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির প্রায় ৫০জন তরুণ-তরুনীর মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)।

ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী

ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ভোলাহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা উপজেলার তরুণ তরুণী, কিশোর কিশোরী ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ। এসময় ভার্কের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হাজেরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরের এক পাশে আমড়া গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশু সন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মধু মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে একমাত্র আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দন্ডিত মধু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারী সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে স্বামীর হাতে খুন হন গৃহবধু তানজিলা। ধারাল ছুরি দিয়ে গলাকেটে তাঁকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী মধু মিয়াকে আটক করে পুলিশে দেয়। পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারী এ ঘটনায় নিহতের ভাই জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত আজ মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন।  

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিবগঞ্জে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরি ৪, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। পরে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে বহুবর্ষজীবি ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শনিবার দুপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আলোচনা সভার আয়োজন করে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দিবসটি উদ্যাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তা দুরুল ইসলাম, সফল রেমিট্যান্স যোদ্ধা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. লিটন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতার অভাবে কম দামে বেশি শ্রম বিক্রি করে থাকেন। তাই এখন থেকে যারা বিদেশে যাবেন, তারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে ভালো কাজও পাবেন, সেই সঙ্গে ভালো বেতনও পাবেন এবং দেশ পাবে অনেক বেশি রেমিট্যান্স। তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে যাবার জন্য সকলকে পরামর্শ দেন। পরে কয়েকজন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে তাদের স্বজনদের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ছয় মাসের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং দিকনির্দেশনা প্রদান করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম ও  শাহাদাত হোসেন, জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জোনের সকল জোনাল ম্যানেজার, আঞ্চলিক ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ। সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সভায় মোট ৯ জনকে উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়।  

চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা লিমা আকতার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সমাবেশে জুলাইয়ের মায়েরা, ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ তারেক হোসেনের বাবা-মা, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সকলের চোখ ছলছল করে ওঠে। বক্তারা শহীদ আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)। মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে। গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, শিবগঞ্জে ৯ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ৪ জন ও ভোলাহাটে ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ থেকে ১০ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন রোগী।

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। অন্যদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বহির্বিভাগে পরীক্ষা না হওয়ায় কেউ শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ জনকে। এই ১৭ জনের মধ্যে ১ জন পুরুষ, ১৬ জন নারী রয়েছেন। এছাড়া শিবগঞ্জে একজন পুরুষ রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।