চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৫ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। তবে তিন নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫১ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৭৪ মিটার। এই এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৫৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭২ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৫ মিটার। যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জের সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, কালেক্টরেট গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীন ও আব্দুল্লাহ আল মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের বনবিভাগ। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা, ফলদ বৃক্ষ, ঔষধি গাছ এবং বিভিন্ন প্রকার ফুল ও ফলের প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়াও, মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। মেলায় বনবিভাগ চাঁপাইনবাবগঞ্জ, আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষণা কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ১১স্টল অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে, ১ম, ২য় ও ৩য় হওয়ায় খামারবাড়ি নার্সারি, রবিউল বনসাই এ্যান্ড এডেনিয়াম নার্সারি ও ভুটু নার্সারিকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার মৃত গোলাম রাব্বানীর ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় শহরের আজাইপুর-আরমবাগ মহল্লায় জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শহরের প্রিয়মুখ তরুন সংগঠক গোলাম রশিদের মৃত্যুর খবর চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডে জড়িত গোলাম রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সামাজিক নিরীক্ষণ ও কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রশিক্ষনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি তারণ্যের উৎসব উপলক্ষ্যে রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর ভিশন স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। স্কুল চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন রহনপুর শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাসসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধাসহ জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত সম্মিলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেস ড. সফিকুল বারী, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ঢাকায় নিহত শহিদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, মতিউর রহমানের ছেলে ইসমাইল হোসেন, আহত জুলাই যোদ্ধা সাগর আহমেদ ও শহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, লিমা আক্তারসহ অন্যরা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক-জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে একটি বৈষম্যহীন দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। সম্মিলনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, পাবিলক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ উপস্থিত ছিলেন। এদিকে জুলাই যোদ্ধা সাব্বির আহমেদের বক্তব্যের শুরুতে জুলাই যোদ্ধাদের একাংশ তাকে বক্তব্য দিতে নিষেধ করে। এসময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় সাব্বিরের বক্তব্য পণ্ড হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শাহ নেয়ামতুল্লাহ কলেজের মানববন্ধন

শাহ নেয়ামতুল্লাহ কলেজের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজের লিজকৃত জমির ওপর দিয়ে রাস্তা অধিগ্রহণ ও গণশুনানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, কলেজ শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসেফসহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে রাস্তা নির্মাণের জন্য কলেজের লিজপ্রাপ্ত জমি অধিগ্রহণ এবং ঘোষিত গণশুনানি আগামীকাল বাতিলের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৯ সালের ১৩ জুলাই প্রতিষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজ দীর্ঘ চার দশক ধরে এ অঞ্চলের শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তৎকালীন মহকুমা প্রশাসকের অনুমোদনে মহারাজপুর ও হুজরাপুর মৌজায় মোট ৫.৫০৪৯ একর জমি কলেজের নামে ৩০ বছরের জন্য লিজ দেয়া হয়, যা পরবর্তীতে নবায়নের শর্তে আরো দুই দফা (৩০+৩০ বছর) নবায়নের অধিকার কলেজ কর্তৃপক্ষ অর্জন করে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও ৬টি অনার্স কোর্সসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, অডিটোরিয়াম, হোস্টেল, মসজিদসহ আধুনিক অবকাঠামো গড়ে উঠেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বরোড সংলগ্ন কলেজের উত্তর পাশ দিয়ে বেলেপুকুরমুখী সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা সরাসরি কলেজের লিজপ্রাপ্ত জমির মধ্য দিয়ে যাবে। এতে কলেজের মূল অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ, আইসিটি ভবন, অডিটোরিয়াম ও হোস্টেলসহ অবকাঠামোগত কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।      

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর ও কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় ৩ কেজি পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেনÍ মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মধ্যে ভাতা ও ঋণ বিতরণ সমাজসেবার

উপকারভোগীদের মধ্যে ভাতা ও ঋণ বিতরণ সমাজসেবার চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাবৃত্তি, ভিক্ষুক পুনর্বাসন, পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জনকে ভাতা ও ৩১ জনকে ঋণ দেয়া হয়েছে। এছাড়া ১৫ জন ভিক্ষুককে পুর্নবাসন করা হয়। আজ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করলেন স্কাউটাররা

বিভিন্ন আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করলেন স্কাউটাররা চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা স্কাউট ভবনে এই আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নেন। দুপুরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কোষাধ্যক্ষ আসলাম কবীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মাইনুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারবৃন্দ।