চাঁপাইনবাবগঞ্জে ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে পর্দানশীন নারীদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

চাঁপাইনবাবগঞ্জে ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে পর্দানশীন নারীদের মানববন্ধন, স্মারকলিপি পেশ ছবি নয় বরং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে পর্দানশীন নারীরা। আজ সকালে জেলা নির্বাচন অফিসের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশীন নারী সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচীতে বিষয়টিকে পর্দানশীন নারীদের সাথে বৈষম্য দাবী করে গত ১৬ বছর যাবৎ এই কারণে পর্দানশীন নারীদের নারিকত্ব বঞ্চিত রাখার প্রতিবাদ জানানো হয়। সম্পূর্ণ পর্দা করার কারণে শিক্ষাক্ষেত্রেও নারীরা বঞ্চনার শিকার দাবি করে মানববন্ধন শেষে দাবিসমূহ পূরণের জন্য জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, মাকসুদা আক্তার, মাহফুজা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শুধু ছবির কারণে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। এ কারেনে ওইসব নারীরা মৌলিক ও নাগিরক অধিকার বঞ্চিত। এনআইডি না থাকায় তাঁরা বিভিন্ন সুবিধা ও সেবা বঞ্চিত। বিগত নির্বাচন কমিশন সমূহের কতিপয় কর্মকর্তা এজন্য দায়ী। তাঁদের বিচার হওয়া উচিত। বক্তরা আরও বলেন, ছবির সাথে চেহারা মেলানো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের (এআই) যুগে সেকেলে পদ্ধতি। পরিচয় শনাক্তের আরও অনেক আধুনিক ও নির্ভূল পদ্ধতি রয়েছে। অনেক সরকারি কর্তৃপক্ষই পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কারণ চেহারা পরিবর্তণশীল। এসবের কিছু উদাহরণ তুলে ধওে তাঁরা আরওে বলেন, ছবি ছাড়াই নাগরিকত্ব পাওয়া সাংবিধানিক ও মানবাধিকারের অন্তর্ভূক্ত বলে তাঁরা দাবি করেন। কাউকে চেহারা দেখানো বা না দেখানো একান্তই ব্যাক্তিগত বিষয়। এ ছাড়া ছবির অপব্যবহার ঝুঁকি রয়েছে। পর্দানশীন নারীরা বলেন, গত জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলন ছির বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। পর্দনশীন নারীরা এখন ১৬ বছরের বৈষম্যর সমাপ্তি চান। তাঁরা মূল তিনটি দাবি তুলে তরেন। এসব হচ্ছে, যে সব ইসি কর্মকর্তা ১৬ বছর পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে তাঁদের বিচার,পর্দানশীন নারীদের ব্যাক্তিগত গোপননীয়তা বজায় রেখে ছবি ছাড়াই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা এবং ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ক্ষেত্রে নারী কর্মীদের ব্যবহার করা।

শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় দুটি ড্রেজার মেশিন জব্দ, একলক্ষ টাকা অর্থদন্ড

শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় দুটি ড্রেজার মেশিন জব্দ, একলক্ষ টাকা অর্থদন্ড শিবগঞ্জ উপজেলার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন বা ভ্যাকু মেশিন জব্দ হয়েছে। সেই সাথে অবৈধভাবে মাটি বহনে ব্যবহৃত ট্রাক্টর-ট্রলির এক মালিককে একলক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে যে দুটি জমি থেকে মাটি কাটা হয়েছে তার এক মালিক ও এক নির্দেশদাতার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করা হয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আজ সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা পৃথক দু’টি অভিযানে এ সব ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে মোবাইল কোর্ট সূত্র। মোবাইল কোর্টের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ বলেন, গতকাল মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল (ঘোড়দাড়ার বিল) নামক স্থানে অবৈধভাবে মাটিকাটার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ভ্যাকু মেশিন জব্দ হয়। এচাড়া ট্রাক্টর-ট্রলির মালিক আব্দুল আলিমকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় ওই দন্ড দেয়া হয়। এছাড়া আজ সকালে ওই জমির মালিক প্রভাস দাসের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ আরও বলেন, এদিকে আজ চককীর্তি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে অভিযানকালে কাউকে পাওয়া যায় নি। এর আগে এইস্থানে মাটিকাটার নির্দেশদাতা সাদিকুল ইসলামের বিরুদ্ধে গত সোমবার নিয়মিত মামলা করা হয়। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও জানান ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহীবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাহীবাগে প্রতিষ্ঠানটির ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলামসহ হাইকেয়ার একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় সুধীম-লী।

পদ্মা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে আবু রায়হান শাহিন নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শাহিন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতের রশিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে সুন্দরপুরের ৬নং বাঁধ এলাকায় পদ্মা নদীতে শাহিন নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শাহিনের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে গত শনিবার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি। স্থানীয়রা জানান, সদর উপজেলার সুন্দরপুর ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন পাশাপাশি অবস্থিত।

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি ২ যুবকের ১৫ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি ২ যুবকের ১৫ বছর করে কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে বিনা লাইসেন্সে ২টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় ২ যুবককে ১৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইবুনাল। দন্ডিতরা হলেন- গোমস্তাপুর উপজেলার নরশিয়া পলাশবোনা গ্রামের মো: ফয়মদ্দিনের ছেলে মামুন ও একই গ্রামের  ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া। আজ চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মিজানুর রহমান উভয় আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া এলাকায় র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি  ও ২টি ম্যাগজিনসহ আটক হন মামুন ও  দুলু মিয়া।  এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ওই ২ জনকে আসামী করে  ২০২০ সালের ১ জানুয়ারী ভোলাহাট  থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩১ জানুয়ারী ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল আজ মামুন ও দুলু মিয়া উভয়কে দোষী সাব্যস্ত করে সাজা  ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগান্তরের সাবেক প্রতিনিধি জোবদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে। সে উল্লেখ্য, ১৯৮৪ সালে সাংবাদিকতা পেশায় তিনি প্রথমে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ শুরু করেন। এরপর বাংলার বাণী ও সর্বশেষ যুগান্তরে কাজ করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) মহোদয়ের সঙ্গে জেলার সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অুনষ্ঠিত মতবিনিময় সভায় ড. সৈয়দ জামিল আহমেদ বলেন-শিল্পকলা একাডেমিকে জনবান্ধব করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমুখি করতে হবে,আপনাদের তরফ থেকে শিল্পকর্ম যদি গণমুখি, জনবান্ধব হয়, শিল্প চর্চা যদি মানুষের কথা বলে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। শিল্পকলা একাডেমির মহপরিচালক বলেন-ঢাকায় মহিলা সমিতি মঞ্চে আমরা যখন নাটক করতাম তখন সেলিম আল দীনের কির্তন খোলা নাটক করেছি ভাঙ্গ মঞ্চে। কাজেই মঞ্চ কোনো বিষয় নয়, আপনারা ভালোভাবে শিখুন, দক্ষতা অর্জন করুন। ৭০, ৮০ কিংবা ৯০ এর দশকে তোকে ভর্তুকি লাগত না। এখন কেন লাগে। এসময় তো নিরাপত্তার দরকার হতো না, এখন কেন হচ্ছে। কারণ মানুষের কথা বলা হয় না। তাই মানুষের কথা বলতে হবে। সব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন, গম্ভীরার নানা খ্যাত মাহবুব আলম, সংগীত শিল্পী সাদরুল ইসলাম তাজ, আলকাপের জয়রাম পাল, লুৎফর রহমানসহ অন্যরা। মাহবুব আলম তার বক্তব্যে জেলায় গম্ভীরা একাডেমি স্থাপনের দাবি জানান। কেউবা মঞ্চ সংস্কার, মঞ্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ জেলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান। প্রেক্ষিতে মহাপরিচালক বলেন-আমি এইসব দেখার জন্যই এসেছি। কিন্তু আমাদের টাকা নেই। আমি টাকা চেয়েছি। সরকারের মূল বাজের দশমিক ৫ ভাগ টাকা হলেও আমরা সারাদেশে শিল্পকলা একাডেমিগুলোকে টাকা দিতে পারব। এসময় জেলা প্রশাসনের জেরাত ডেপুটি কালেক্টর-এনডিসি মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার অনুজ চন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুরে মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ। শনিবার রাতে মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এসময় তিনি বলেন, তার ভাই মুগ্ধ সেবা করতে করতে শহিদ হয়েছে, এই সেবার মনোভাব সে স্কাউটিং থেকেই অর্জন করেছিল। তোমরাও যারা এখন স্কাউটটিং করছ, আগামী দিনে তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এ প্রত্যাশা বাংলাদেশ স্কাউটসের। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক লিয়াকত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা। পরে ক্যাম্প ফায়ার, স্কাউট সদস্যদের একক, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের চারটি মুক্তদলসহ শতাধিক স্কাউট সদস্য তিন দিনের এ সমাবেশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি। প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, ব্যবসায়ি সাদরুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মিজানুর শিবগঞ্জ শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর নলডুবরি শান্তিমোড় এলাকার তৈমুর রহমানের ছেলে মিজানুর রহমান। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়নের অভিযানে নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইনসহ আটক হন মিজানুর। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মিজানুরকে একমাত্র আসামী করে মামলা করেন ৫৯ বিজিবির চকপাড়া তৎকালীন হাবিলদার ফিরোজ আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী ২০২২ সালের ৩ নভেম্বর মিজানুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ মিজানুরকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।