এক লাফে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি

এক লাফে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আট-ময়দা, সকল প্রকার শাখ-সবজিসহ মাছ মাংসের দাম গত সপ্তাহের মতো থাকলেও এক লাফে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। গত সপ্তাহে দেশি ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৩৫-৪০ টাকা থাকলেও শুক্রবার হঠাৎ করে দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা। গ্রীস্মকালীন দেশি পেঁয়াদের মজুত শেষ হওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ও পুরাতন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। পুরাতন বাজারের পাইকারী ও খুচরা পেঁয়াজ বিক্রেতা মেহের আলী জানান, গ্রীস্মকালীন দেশি পেঁয়াজ শেষ হয়ে আসছে। এতে বাজারে সরবরাহ কমে গেছে। এখন শীতকালীন দেশি পেঁয়াজ একমাত্র ভরসা। তিনি জানান, বতর্মানে গ্রীস্মকালীন দেশি পেঁয়াজ পাইকারী বিক্রি করছেন ৩৫ টাকা ও শীতকালীন পেঁয়াজ বিক্রি করছেন ৪৬ টাকা প্রতি কেজি হিসেবে। এছাড়া মেহেরপুরের লাল পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা দরে। অন্যদিকে নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, গত সপ্তাহে ভালো মানের দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা। শুক্রবার বেড়ে হয়েছে ৬০ টাকা। তিনি জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ টাকা, সাদা স্বর্ণা ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৮০ টাকা। চিনি প্রতিকেজি ১১৭-১১৮ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটোর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা ও মুগ ডাল প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়। গত সপ্তাহেও এই দামই ছিল। তিনি আরো জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঝিঙ্গা ৫০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, দেশি করোলা ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশি সজনে ডাটা ১০০-১২০ টাকা, কাঁচকলা ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, গাজর ৪০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা। এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিড়কা মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, রুই ওজনভেদে ২৪০-৩৫০ টাকা, বড় কাতলা ৩২০-৪২০ টাকা, সিলভার কার্প ২১০ টাকা, শোল ৬৫০-৭০০ টাকা, ট্যাংরা ৬০০-৮৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, বোয়াল ৭৫০-৮০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, একজি ওজনের ইলিশ ২০০০-২২০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০০ টাকা, কালবাউস ৫০০ টাকা, বাচা ৩২০ টাকা। এদিকে মুরগি বিক্রেতা হজুরুল জানান, দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২০-৫৩০ টাকা। শরিফুল জানান, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা, লাল লেয়ার ২৯০-৩০০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা, প্যারেন্স মুরগি ৩০০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। তুলনামূলক দেশি ছাড়া অন্যান্য মুরগির দাম কিছুটা কমেছে। অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা প্রদক্ষিণ করে সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আব্দুর রাহিম, ৭ম সেমিস্টারের ছাত্র মো. রবিন, একই সেমিস্টারের ছাত্র মো. মুসফিক, মেকাট্রনিকস টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মেহদী, আরএসি টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মো. সালমান। বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। এর আগে গত গতকাল রাতে মশাল মিছিল করা হয়।
১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৫। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযেগিতায় এ মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ বেনারশি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি। আজ সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক শুকুর উদ্দিন, এম কোরাইশি মিল্লু, শহিদুল ইসলাম শহীদ, সদস্য শামীম আলী এবং বাংলাদেশ বেনারশি মুসলিন অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এম এ মঈন খান বাবলু ও সদস্য সৈয়দ আলতাফুর রহমানসহ আরো অনেকে। শেষে দোয়া করা হয়। চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম বলেনÑ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলসহ নানান পণ্য থাকবে এই মেলায়। এছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ বিদেশের পণ্যও স্থান পাবে। চিত্ত বিনোদনের ব্যবস্থাও থাকবে।
শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা

শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের হাতে ৫০ হাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে গতকাল হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।
প্রয়াসের স্মার্ট প্রকল্পের জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রয়াসের স্মার্ট প্রকল্পের জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পিকেএসএফের সাসটেইনেবল মাইক্রো-এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী। এসময় তিনি বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে পানি, মাটি, বায়ু সব দূষণ হচ্ছে। তাই সব প্রথমে আমাদের মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে তবেই আমরা ভালো ফসল পাবো। ভালো ফসল পেলে আমরা সুস্থ থাকবো। তিনি আরো বলেন, ভূউপরস্থ ৬ ইঞ্চি যে মাটি তার সব উপাদান ঠিক থাকলে সেটি কৃষি কাজের জন্য উপযুক্ত মাটি এবং জমিতে টিএসপি, ডিএপি একই সাথে ব্যবহার করা যাবে না, দুটিই একিই কাজের জন্য ব্যবহৃত হয় তাই যেকোন একটি ব্যবহার করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, আলহাজ্ব আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌস, সহকারী টেকনিক্যাল অফিসার আল মামুন শাহ, প্রয়াসের ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ আরো অনেকে। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মেয়াদকাল ৪ বছর। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী / আমচাষি / আম ব্যবসায়ী / আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার) / আমবাজারতাকারী (দেশ ও বিদেশ) / আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন / নার্সারি / জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত। প্রশিক্ষণে পরিবেশ ও জলবায়ু বিষয়ক ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব, রোধে করণীয়, পরিবেশ দূষণের প্রকারভেদ ( বায়ু, পানি, মাটি ও শব্দ), বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৩টি থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স সাথী ব্রিকসকে ৩ লক্ষ এবং মেসার্স তামিম ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।
হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। এদের মধ্যে মনিরুলের দুই কন্যাসন্তান এবং আব্দুল্লাহিল কাফির ২ বছর বয়সী ছেলেসন্তান ও ৬ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওড়ে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বজ্রপাতে মনিরুল ও কাফি নিহত হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. মাইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক নুরতাজ আলম প্রমুখ। এছাড়াও কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ-ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. বাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো. ফারুক, যেখানে তিনি ব্র্যাক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি “প্রত্যাশা-২” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মাইনুল হক বলেন, “ব্র্যাকের এমন কার্যক্রম এর আগে কখনো দেখিনি। আজকের এই কর্মশালায় এসে খুব ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারলাম। ব্র্যাকের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, তবে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।” তিনি ভবিষ্যতে প্রোগ্রামের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন, “আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব যেন প্রত্যাশা-২ প্রকল্পের সেবা বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কাছে পৌঁছায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন উদ্যোগ অভিবাসীদের সচেতন ও উপকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিদেশে গমনেচ্ছু ও বিদেশ ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ ঘন্টাব্যাপী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ ৬ দফা দাবিতে ৩ ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউট শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া চত্বর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট এর সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অবরোধটি চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর উপর বিস্তৃত হয়ে সেতুর দু’প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। অবরোধ চলাকালীন তীব্র গরমে গুরুত্বপূর্ণ ওই সড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। আটকা পড়ে আমদানী পণ্যবাহী শত শত ট্রাক। অবরোধকালীন ছয়দফা দাবি নিয়ে কথা বলেন সরকারি পলিটেকনিক ইনিষ্টিষ্টিউট শিক্ষার্থী জাহিদ হাসান (কম্পিউটার),আব্দুর রাহিম,মো:পলাশ,মো.মোারসালিন (ইলেকট্রনিক্স) প্রমুখ। তাঁরা বলেন,পলিটেকনিক ইনিষ্টিটিউট সমূহে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি গ্রহণযোগ্য নয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স আন্তর্জতিক কারিবুলাম ও মানদন্ড অনুযায়ী চার বছর মেয়াদী ইংরেজী মাধ্যমে করতে হবে। সকল প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেডে নিয়োগ নিশ্চিত করতে হবে। কারিগরি প্রশাসন কারিগরি জনবল দিয়ে পরিচালনা করতে হবে। সকল শুণ্য পদে নিয়োগ দিতে হবে। কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য একটি টেকনিক্যাল বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে ইত্যাদি। এদিকে দুপুর ১টার দিকে মানুষের ভোগান্তির কথা ভেবে ব্যস্ত মহাসড়ক থেকে অবরোধ তুলে নেবার অনুরোধ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। তিনি একটি প্রতিনিধিদলকে জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসার আহব্বান জানান। এ সময় অবরোধ তুলে নেবার অনুরোধ জানান সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট উপাধ্যক্ষ-১ ওমর ফারুক এবং উপাধ্যক্ষ-২ সেলিম আহমেদ,ইন্সট্রাকটর আজিজুল হক প্রমুখ। এরপর শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে দেখা কওে আলোচনার পর অবরোধ প্রত্যাহার শুরু হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদ এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সংম্লিস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে আলোচনার কথা জানান। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, সকাল ১০টার দিক থেকে মহাসড়কে শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। অবরোধ তুলে নেবার পর দুপুর ২ টা নাগাদ মহাসড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী হয়। দীর্ঘ সময়ে মানুষের ভোগান্তি ও যানজটের সৃষ্টি হলেও ভাংচুর বা কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। অবরোধকালীন পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ হোটেল রেস্তরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন হোটেল শ্রমিকরা। সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন এবং দাবিসমূহ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক দেলুয়ার হেসেন সবুজ, জেলা শাখার সহসভাপতি ইব্রাহিম খলিল, সংগঠনটির পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহসহ অন্যরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, হোটেল শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান, সার্ভিস বহি সংরক্ষণ করা, শ্রমিক রেজিস্টার সংরক্ষণ, মহিলা শ্রমিকদের প্রসুতি কল্যাণ সুবিধা প্রদান, বিশ্রাম বা আহারের জন্য বিরতি, সাপতাহিক ছুটি, মহিলা শ্রমিকদের সীমিত কর্মঘণ্টা ইত্যাদি।