চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৪৩ জন।
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িছে ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এই হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন। অরপ দিকে ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার হাসপাতালটির প্রতিদিনের সংক্ষিপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যান্য উপজেলার খবর জানা যায় নি।
চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালু বোঝাই ট্রলি উল্টে এর চালক মো: আমিন ওরফে গুধা নামে ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সুন্দরপুর ইউনিয়নের পিরোজপুর নবাব জায়গীর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আজ সকাল ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামে একটি ইটভাটার নিকট দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে যাবার পথে দূর্ঘটনাটি ঘটে। ট্রাক্টর গর্তে পড়ে উল্টে গেলে এর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আহত হন আমিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই তাঁর মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, দূর্ঘটনার সময় নিহতের ভাগিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অন্য একটি ট্রাক্টর দিয়ে আমিনের ট্রাক্টরটি সরানোর পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি মাথায় গুরুতর ছোট পেয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ

সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ভোররাতে ও গতকাল দিবাগত মধ্যরাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, আজ ভোররাত ৪টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান চারায়। অভিযানে জব্দ করা হয় ২৫ বোতল মদ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে শিবগঞ্জ রবিবার ফাইনাল

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে শিবগঞ্জ রবিবার ফাইনাল ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চলছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে ভোলাহাট উপজেলা দলকে পরাজিত করে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল ফাইনালে চলে যায়। এর আগে গত বুধবারের খেলায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে গোমস্তাপুর উপজেলা দল। আগামী ৯ নভেম্বর রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের খেলায় উপস্থিত ছিলেন— জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ অন্যরা।
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে গোমস্তাপুর

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে গোমস্তাপুর ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চলছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে ৯ নম্বর জার্সি পরিহিত রনি একটি গোল করে গোমস্তাপুর দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোমস্তাপুর উপজেলা দল। আক্রমণে থেকেও গোল করতে ব্যর্থ হয় সদর উপজেলা দল। এসময় উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। খেলার শুরুতে সকলকে মাদকবিরোধী শপথ পাঠ করান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। আজ বৃহস্পতবিার বিকালে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে শিবগঞ্জ বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল। এর আগে গত মঙ্গলবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে ২ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৮ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬২৭ জন।
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক আ ন ম নাজিম উদ্দীন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মো. ইয়াছিন আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক।
বিজিবি’র অভিযানে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

বিজিবি’র অভিযানে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ২ কেজি ৩শ গ্রাম গান পাওডার এবং ককটেল তৈরির কিছু সরঞ্জামসহ মামুন নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার সূর্য নারায়নপুর বেলপাড়া গ্রামের বাবলু হকের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছেন মামুনের বড়ভাই নয়ন। বিজিবি জানায়, আজ দুপুর পৌনে ১টার দিকে বিশেষ তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি টহল দল মামুন ও নয়নের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে গান পাওডারসহ মামুন আটক হলেও তাঁর বড়ভাই নয়ন পালিয়ে যায়। বিকালে ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনায় জড়িতরা গরুসহ বিভিন্ন প্রকার সীমান্ত চোরচালানে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ আছে। অধিনায়ক আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু, মাদকদ্রব্য, মোবাইল ফোন সহ যে কোন পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে।