চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন ও বহির্বিভাগে ১১ জন এবং নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭ জনকে। এই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক টুডুর স্মরণে রবিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কার্তিক টুডুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, গ্রাম্য মোড়ল সাইদুর রহমান, রুমালি হাঁসদা, লগেন সাইচুরি, প্রয়াতের ছেলে বিশ্বনাথ টুডু, মেয়ে ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সাবিত্রী টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিক্ষার্থী বৃষ্টি মুরমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। উল্লেখ্য, কার্তিক টুডু গত ১৯ জুলাই নিজ বাড়িতে মারা যান।

উন্নতি হয়নি ডায়রিয়া পরিস্থিতি: একদিনে আক্রান্ত আরও ৫৪ জন

উন্নতি হয়নি ডায়রিয়া পরিস্থিতি: একদিনে আক্রান্ত আরও ৫৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৬ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ১০ জন, নাচোলে ৬ জন ও ভোলাহাটে ৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩৩ জন, শিবগঞ্জ থেকে ৮ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৫ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন রোগী।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু সনাক্ত আরও ১৭ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু সনাক্ত আরও ১৭ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১১ জন ও বহির্বিভাগে ৬ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ জনকে। এই ২০ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ২ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৬৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা। রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য দেন— পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। মশক নিধন সম্পর্কিত বিষয় তুলে ধরেন উচ্চমান সহকারী গোলাম ফারুক এবং বর্জ্যবিষয়ক তথ্য উপস্থান করেন কঞ্জা. সুপারভাইজার রজিবুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার কর নির্ধারক এনামুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন। এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। গোলাম ফারুক তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫, ১৩ ও ১৪নং ওয়ার্ডের মসজিদপাড়া, আরামবাগ, পিটিআই, রেহাইচর, আজাইপুর, পোল্লাডাঙ্গা এলাকাকে রেড জোন হিসেবে অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সীমিত লোকবল ও ফগার মেশিন দিয়ে সাধ্যমত মশক নিধনের চেষ্টা করা হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন সম্ভব নয়। ডেঙ্গু বা মশার হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন হতে হবে। নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে এরই মধ্যে মাইকিংসহ ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৯ জন, শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৬ জন ও ভোলাহাটে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৬১ জন, শিবগঞ্জ থেকে ৭ জন, গোমস্তাপুর থেকে ১২ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে ৪ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন রোগী।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ১০ জন

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ১০ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৭ জন মহিলা রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১৫ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৫৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা 

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা রাজশাহীর গোদাগাড়ীতে আর্থিক পরিষেবায় নারীর আগ্রযাত্রা শীর্ষক ‘‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ’’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ গোদাগাড়ীর সাফিনাপার্কে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মহাব্যবস্থাপক সেলিনা শরীফ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির যুগ্ম-পরিচালক (গবেষণা ও পাবলিকেশন শাখা) রনজিত কুমার সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(সুপারভিশন) শামসুল আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক পঙ্কজ কুমার সরকার, এনজিও শতফুল বাংলাদেশ এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ও তাদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল পরিদর্শনের সময় প্রয়াসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, শাহদাৎ হোসেন সহ অন্যরা।  

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সদর উপজেলার আতাহারে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ- প্রতিপাদ্যে আজ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে আতাহর যুগিডাইং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সদর উপজেলা পারগানা কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ উত্তম মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখা সভাপতি ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা ষবা শেষে বিকেলে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি এসআইএল ইন্টারন্যাশন্যাল বাংলাদেশের সহযোগিতায় গ্রাম কমিটি, সিবিও ও পারাগানা পরিষদ আয়োজন করে। এদিকে, নানা আয়োজনে গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল কিনুপাড়া ফুটবল মাঠে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি পালনে গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার অধিবাসীরা অনুষ্ঠানে অংশ নেয়। সকালে শোভাযাত্রাটি ফুটবল মাঠ থেকে বের হয়ে ওই এলাকার গ্রামগুলো ঘুরে একই স্থানে এসে শেষ করে। ডেসকো-থ্রাইভ প্রকল্প সহযোগিতায় পার্বতীপুর ইউনিয়ন নারী মঞ্চ ও কাঁশরইল কিনুপাড়া যুব উন্নন ক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারীমঞ্চের সভাপতি ও ইউনিন পরিষদের নারী সদস্য শ্রীমতি লক্ষি র্তিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হেসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন হেকস/ইপার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী, পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড অ্যাডভোকেসী সাইবুন নেসা, সিনিয়র পার্টনারশিপ কো অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রামস জাহাঙ্গীর আলম খানসহ অনেকে। আলোচনা শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাধানগর নারী ফুটবল দল বনাম পার্বতীপুর নারী ফুটবল দল অংশ গ্রহণ করে। নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে পার্বতীপুর নারী ফুটবল দল জয়লাভ করে। খেলা শেষে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হয়। অন্যদিকে, নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদপাতি হয়েছে। আজ সকালে আদিবাসী একাডেমি চত্বও থেকে নাচোল আদিবাসী একাডেমি আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ সহযোগীতা আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রংবেরঙের ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, নাচোল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এ্যডভোকেসী প্লার্ট ফর্মে সভাপতি-অলিউল হক ডলার, ক্রীড়া ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ইসরাইল সেন্টু, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, এসেডোর সংস্থার ফাইনান্স ম্যানেজার আজাহার আলী, একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, সদস্য রঞ্জনা বর্মন। এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহন করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এসেডোর মাঠকর্মী ডেইজি ও সুমি খাতুনসহ আদিবাসী নারী-পুরুষ।

শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার  শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকার ৬ মাসের শিশু সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের বরাতে র‌্যাব জানায়, বাবা সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতা এবং নিজেদের নির্মাণাধীণ বাড়ির কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাঁর বাবা-মা ও বোনও আহত হন। এ ঘটনায় নিহতের পিতা শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও গ্রেপ্তার অভিযান শুরু করে। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।