চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান ‘প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ শপথ পাঠ, আলোচনা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আজ বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন— স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। এছাড়াও বক্তব্য দেন— নারী উদ্যোক্তা শামসুন নাহার পলি ও যুব সংগঠক আব্দুর রহিম। সূচনা বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান। আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে প্রযুক্তিনির্ভরতা অর্জন করতে হবে, প্রযুক্তির জ্ঞান অর্জন করে সৃজনশীল কাজে লাগাতে হবে। প্রযুক্তির ভালোটা গ্রহণ করে নিজের ভাগ্য গড়েত হবে। তাহলে নিজেদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। জুলাই যোদ্ধারা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন তার জন্য আমাদের কাজ করতে হবে। পরে ৫ জন উদ্যোক্তার মধ্যে সাড়ে ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের ফাইজুল এগ্রো ফার্মের মালিক ফাইজুল কবিরের মৎস্য, গরু খামার, ডেইরি ফার্ম, ফল বাগানের ভিডিও চিত্র দেখানো হয়। ফাইজুল কবির জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কোটায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র‌্যাবের হাতে আপন আমীর হামজা নামে এক কারবারী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজলোর সরজন মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল হক ওরফে ভগুর ছেলে। র‌্যাব জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে থেকে আপনকে হাতনোতে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত জামার মধ্যে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আজ বিকেলে র‌্যাব-৫ ব্যটালয়িনরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো পসে বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাসস্টান্ডে হেরোইন বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন সংবাদরে ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‌্যাবরে উপস্থিতি টের পেয়ে আপন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত

গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ কর্মসূচী অব্যহত রয়েছে। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টারও বেশী সময় ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক বারিউল ইসলাম, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সোনা,ইমরান আলী,সেতাউর রহমান,শামসুন্নাহার সোহানা, উপজেলা সুজন’র সদস্য মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, চিকিৎসক মুরাদ হোসেন, শ্রমিক নেতা আল আমিন সহ অন্যান্যরা। বক্তরা বলেন, দেশ কাঁপানো এই নির্মমতায় জড়িত কয়েকজন চিহ্নিতকে গ্রেপ্তারের পর তাদের দম্ভোক্তিতে দেশের নাগরিকরা হতবাক হয়েছেন। দেশে সভ্যতা এখন ভূ-লুণ্ঠিত। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, প্রমাণ এমনকি ভিডিও ফুটেজ রয়েছে। কাজেই এ ঘটনার বিচারে কালক্ষেপণের কোন সূযোগ নেই। অবিলম্বে এর বিচার সম্পন্ন করা উচিত। সাথে সাথে ঘটনায় জড়িতদের পেছনে শক্তির মদদদাতাদরও শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য এ ঘটনায় গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে শতাধিক সাংবাদিক বিক্ষোভ ও মানববন্ধন করেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরস্থ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। র‌্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মারুফ হোসেন, প্রয়াস হসপিটালের ব্যবস্থাপক রুহুল আমিন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। এদিকে, সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নের যুব সমাজ কার্যক্রমের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলা অফিসে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ সমৃদ্ধি টিম। এছাড়াও স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ঘোড়া পাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোশাররোফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ ইউনিনের যুবসদস্য বৃন্দ। অনুষ্ঠানগুলোতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারবে গৃহ নির্মাণের জন্য ১৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ববস্থাপনা অধিদপ্তর থেকে এই সহায়তা প্রদান করা হয়। আজ দুপুরে পরিবারগুলোর মধ্যে এই টিন ও টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম। এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চর কুমার দাস, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সারোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ ওইদিন গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক সোহেল রানা ও শিহাব আলী নামে ২ যুবককে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে, পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।  

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রফিকুল হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী পারুল হককে মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার পারুল হক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের আহসান আলীর ছেলে। আজ র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১টার দিকে মিরপুর থানার কল্যাণ নতুন বাজার এলাকা হতে পারুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য পারুল হক গত ১২ জুন শিবগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গোমস্তাপুরে পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বিষয়ক অবহিতকরণ এবং উপজেলার সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানী ও মতামত সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক লুতফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ারপো পরিচালক (পরিকল্পনা) নুর আলম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ ভোলাহাট উপজেলায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। ভিডব্লিউবি কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। দারিদ্র্যসীমার নিচে থাকা নারীদের জন্য সরকার পরিচালিত এই কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও এই কার্ড বিতরণ করা হবে।