01713248557

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময় ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে শিবগঞ্জে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোস্তারি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অর্ফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উজ্জল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। এ সময় সভায় উপজেলা পর্যায়ের ৩২ জন শিক্ষিকা অংশ নেয়।

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের আমবাজারে গত শনিবার থেকে আম বাজারজাত শুরু হয়েছে। তবে বাজারে আমের দাম চড়া। গতবছরের চেয়ে এবছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আম। সোমবার আমের বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারে লক্ষণভোগ আমের দাম প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ, যা গতবছর ছিল ৬০০ থেকে ৮০০ টাকা মণ। খিরসাপাত ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হলেও বাজারে তেমন দেখা মেলেনি। গতবছর এ আম বিক্রি হয়েছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গুটি আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গতবছর ছিল ৬০০ থেকে ৭০০ টাকা মণ। এছাড়া আগাম জাতের সুমিষ্ট গোপালভোগ আমের দেখা মেলেনি বাজারে। চড়া দামের ব্যাপারে আম ব্যবসায়ী লাল দেওয়ান, মো. মোয়াজ্জেম হোসেন, ভুট্টু মেম্বার, মো. মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম জানান, এবছর যেসব গাছে আগাম মুকুল এসেছিল, সেসব গাছে আম হয়েছে। বাকি যেসব গাছে পরে মুকুল এসেছিল, বৃষ্টির কারণে সেসব গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম আসেনি। গত বছরের তুলনায় ৭৫ শতাংশ আম কম হওয়ায় এবার আমের দাম চড়া। দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী বলেন, গতবছর এ সময় বাজারে প্রচুর আম বিক্রি হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন খুব কম হওয়ায় বাজারেও আম কম আসছে।

উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ

উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস। সোমবার এ শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস। এ সময় রেইজ প্রকল্প থেকে কাজ শিখে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান দেয়া একজন উদ্যোক্তা ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ট্রেডের এমসিপি ও শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম দেখেন বিভূতি ভূষণ। এসময় তিনি তাদের লগবুক, ফার্স্ট এইড বক্সসহ হাজিরা খাতাও দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, এলএসইডি মারুফ হোসেন, প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম ও ইউনিট ব্যবস্থাপক সোহেল রানা।

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন জার্মানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড’র একটি প্রতিনিধি দল আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে সিটি লেভেল স্টেকহোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোখলেছুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত সভায় জিআইজেড’র প্রতিনিধি দলে ছিলেন, মিস জেসমিন রেমলিঞ্জার, মি. টারা, টিম স্টেইনার ও মেহেদী হাসান। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, পৌর নির্বাহী কর্মকতা মামুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টিএলসিসি’র দরিদ্র প্রতিনিধির সদস্য মুনিরা বেগমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, টিএলসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পৌরসভার কর্মকা- উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, জার্মান সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিবেশ সহনশীল অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রতিনিধি দলটি পৌরসভার প্রডাকশন ডিপ টিউবওয়েল এবং রেলবাগান বস্তি পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৪ শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে আপনারা সম্পৃক্ত, এখানকার ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই আপনারা দুর্নীতিমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন। প্রশিক্ষণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মানারুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। আজ একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছর ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। মানারুল শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বাবুপুর গ্রামের মৃত ফজলু আলীর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাতে কানসাট বিয়েনবাজার কলককলিয়া গ্রামে সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যরা। অভিযানে ওইসব অবৈধ অস্ত্রসহ মানারুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন নাায়েব সুবেদার রবিউল ইসলাম পরদিন শিবগঞ্জ থানায় মানারুলকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক মানারুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ মানারুলকে দন্ডিত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাহবুব আলম জুয়েল।

চাঁপাইনবাবঞ্জে আমের ঝুড়িতে বহনকালে ফেনসিডিলসহ আটক ১

সদর উপজেলায় আমের ঝুড়িতে (ক্যারেট) বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে র‌্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম থানার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। র‌্যাব জানায়, গতকাল রাে মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সায় তল্লাশী করে আমের ঝুড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে ফেনসিডিলসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব পূবপরিকল্পনা অনুযায়ী অবস্থান নিয়ে ফেনসিডিলসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

মাদক কারবারিদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে ওলামা-মাশায়েখগণের ভূমিকা’ শীর্ষক জেলাপর্যায়ে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। তিনি ওলামা-মাশায়েখদের বলেন- মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীসহ সকল প্রকার অপরাধীদের ধরিয়ে দিতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। সাধারণ মানুষ আপনাদের মান্য করে, আপনাদের কথা শোনে, তাই সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন সম্পর্কে তাদেরকে বোঝাবেন। কোনো ধরনের গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো বিষয়ে জেনেবুঝে মতামত দেবন, এমন কোনো মতামত দেবেন না, যে মতামতের কারণে সমাজে বিভেদ তৈরি হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মনে রাখবেন, আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বাল্যবিবাহের ক্ষেত্রে মানুষকে বোঝাবেন, নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দিলে বিয়ে রেজিস্ট্রেশন হবে না, ফলে পরবর্তীতে প্রয়োজন হলে আইনি সহায়তা পাবে না। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য- দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. আবুল কালাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ ভোলাহাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহদাৎ হুসাইন। সূচনা বক্তব্য দেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এ.বি.এম.জি. কিবরিয়া। সম্মেলন সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুখতার আলী। সম্মেলনে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ৮০ জনের অধিক ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করেন।