কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘কিশোর অপরাধ প্রতিরোধে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা’য় তিনি এ আহ্বান জানান। আক্তার জামীল বলেন- আমাদের নিজের ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, যে যার অবস্থান থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার মো. কবির হোসেন, শেহালা যগদীশ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকি। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।

চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, বাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. রবিউল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের মো. নাজির হাসান। অনুষ্ঠানে প্রকাশ্যে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রায় অর্ধকোটি টাকার কৃষি ঋণ প্রদান করে। জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।

চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন কাকনহাট আলিম মাদ্রাসার শিক্ষক মো. মতিউর রহমান। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সমির আলী, শিক্ষার্থী মোসা. হাবিবা খাতুন খুসি সহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।

পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ

পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পলশা বাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে ৩০০ জনকে কম্বল এবং সমিতির ৩৫ জন সদস্যকে ২৫ লাখ ২০ হাজার টাকা কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল। সমিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী পলাশ কুমার প্রামিনক, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য আব্দুস সামাদ।

সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাকিব হাসান তরফদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, “তারুণ্য আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম।” তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্মার্ট সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে  তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি। বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “আমাদের ইউনিয়নের তরুণরা শুধু বারঘরিয়া নয়, পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।” তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পরিষেবাগুলো আরো সহজ ও আধুনিক করতে চাই। সভায় আরো বক্তব্য দেন- ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা. সুলেখা বেগম, মনোনীত প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরজাহান খাতুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ও ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন। সভায় ইউনিয়ন পরিষদের কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহা. শাহ আলম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় এইসব কম্বল বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ   চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে দরিদ্র অসচ্ছল পরিবারদের মধ্যে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২৩টি ছাগল, ১১টি সেলাইমেশিন, ৬টি হুইলচেয়ার, ১টি ড্রিল মেশিন ও ৫ জনকে নগদ টাকা দেয়া হয়। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন- রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিতে হবে। শহীদদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। জনগণ চায়, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হোক। সংস্কার ও গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন দিলে ওই নির্বাচন হবে শহীদের রক্তের সাথে তামাশা আর আহতদের সাথে ঠাট্টা করার শামিল। তিনি আরো বলেন, মানুষের প্রয়োজনে মানবিক সেবা করাই জামায়াতে ইসলামীর বৈশিষ্ট্য, যেখানেই মানুষ বিপদে-আপদে পড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেখানেই সবার আগে ছুটে যান। জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরি সহায়তা নিয়ে হাজির হয় আমাদের নেতাকর্মী। আমরা সমাজসেবা দলমত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বিবেচনা করি। জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে। পরে মাদ্রাসা মাঠে চকবহরম লাকী স্টার ক্লাবের আয়োজনে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মো. নূরুল ইসলাম বুলবুল। খেলায় নিচুধুমী একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ান হয়। এতে রানার্সআপ হয় জমজম ফার্মেসি। চুনাখালি এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এন্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. হাবিবুর রহমান।

জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি আগামী ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবার ভোটার রয়েছেন ২১৫ জন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তি ও শুনানি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল বুধবার প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ করা হবে। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মো. ওবায়দুল হক, মো. আব্দুল ওদুদ, আলহাজ মুহাম্মদ ইসাহাক, আলহাজ মো. মনিরুল ইসলাম ও মোহা. আকরামুল ইসলাম আকরাম; সিনিয়র সহসভাপতি পদে আলহাজ মো. হাসান জামিল বাবলু, মোহা. ইউনুস মিঞা ফিটু, মিসেস আঞ্জুমান আরা; সহসভাপতি পদে মোহা. তারেক আজিজ, আল. মোহা. সোহরাব আলী-২, মোহা. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক পদে মোহা. শামসুদ্দীন, মোহা. ফেরদৌসুল আলম ডলার, মোহা. নূরুল ইসলাম সেন্টু, মোহা. মাহমুদুল ইসলাম কনক; সহ-সাধারণ সম্পাদক পদে মোহা. গোলাম মোস্তফা-৫, ফরিদ আহাম্মেদ জনি, মো. ইকবাল আজম হীরা, মোহা. মাইনুল ইসলাম-২, এম আব্দুস সালাম; অর্থ সম্পাদক পদে তরিকুল ইসলাম আজিজি, মোহা. তসিবুর রহমান, মোহা. ফরহাদ হেসেন মিলন; গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ, শাহিন কাদির; সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান নীতু, শেখ মো. শফিকুল ইসলাম বুলু, নাহিদ ইবনে মিজান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ৪টি নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিটি মনোনয়নপত্র ১ হাজার টাকা, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ৭০০ টাকা, অনান্য সকল পদে প্রতিটি ৬০০ টাকা এবং ভোটার লিস্ট প্রতি সেট ১০০০ টাকা দাম ধরা হয়েছে। নির্বাচন আচরণ বিধি যথাযথভাবে সবার জন্য বাধ্যতামূলক অনুসরণীয় বলে ঘোষিত তফসিলে বলা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। আচরণবিধিতে বলা হয়েছে, ১. কোনো প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা চালাতে পারবেন না। তবে যদি কোনো ভোটার অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করেন, তবে কেবলমাত্র সেই ক্ষেত্রে এই বিধি শিথিলযোগ্য হবে। ২. প্রার্থীগণ দলবদ্ধভাবে বিভিন্ন উপজেলা বা থানা পর্যায়ে নির্বাচন প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন প্রচারণা কেবলমাত্র আইনজীবী সমিতির ভবন এলাকায় সীমাবদ্ধ থাকবে। ৩. ভোট গ্রহণের আগের দিন ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা কার্যক্রম চলবে। রাত ১২টার পর ভোটের প্রচারণা কার্যক্রম করা যাবে না। ৪. অসুস্থ ভোটারকে কোনো আইনজীবী সাথে করে ভোট কেন্দ্রে (কক্ষে) নিয়ে যেতে পারবেন না। অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজন বা অন্য কেউ না থাকলে নির্বাচন কমিশনের সদস্যগণের মধ্যে একজন সেই অসুস্থ ব্যক্তিকে ভোট কেন্দ্রে (কক্ষে) ভোট প্রদানে সহায়তা করতে পারবেন। ৫. ভোট কেন্দ্রের (কক্ষে) লাগা উত্তর দিকের ঘরে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী অযথা ঘুরাঘুরি করতে পারবেন না এবং ওই ঘরে চেয়ার নিয়ে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী বসতে পারবেন না। ৬. যে কোনো পক্ষ প্যানেল পরিচিতি ব্যানার : প্যানেলের প্রার্থীগণের সকলের একত্রে ব্যানার তৈরি করতে পারবেন সর্বোচ্চ দুটি। ব্যানার দুটি বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবে। ব্যানারের সাইজ সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্যানেলের প্রার্থীর একক ব্যানার করা যাবে না। ৭. একক প্রার্থীর ব্যানার পরিচিতি : প্যানেলের বাইরে এককভাবে কেউ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি এককভাবে সর্বোচ্চ দুটি ব্যানার তৈরি করে বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবেন। ব্যানারের সাইজ সর্বোচ্চ ৫ ফুট বাই ৩ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ৮. প্রার্থীগণ প্রচারের স্বার্থে হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল রবিবার বিকেল ৩টায় দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিমের ছেলে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে ৬০০ পিস নেশা-জাতীয় মাদকদ্রব্য (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ সুজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ পরিচালিত ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার প্রত্যেককে ৫ লাখ টাকা করে এই অনুদান দেয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ-চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান, জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদসহ অন্যরা। নিহতদের মধ্যে ২০২৪ সালের ১৫ মে জেলার নাচোল উপজেলার জোবদুল হকের ছেলে আতাউর রহমান, ৩০ মে সদর উপজেলার সুলতান আলীর ছেলে রেজাউল্লাহ, ১৪ জুন নাচোল উপজেলার আব্দুল মতিনের ছেলে জাহিদ হাসান, ২৮ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার আফসার আলীর ছেলে শাহজাহান আলী এবং ১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার আইনাল হকের ছেলে নূর আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত হবার পর পরিবারগুলো বিআরটিএ কর্তৃক পরিচালত ট্রাস্টি বোর্ডে ক্ষতিপুর দাবি করে আবেদন করলে এই ৫ জনের পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মঞ্জুর করা হয়। রবিবার জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ এই চেকগুলো বিতরণের আয়োজন করে।