চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে নারী উদ্যোক্তা মেলা

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে নারী উদ্যোক্তা মেলা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের নারী উদ্যোক্তা মেলা। ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় এই মেলার আয়োজন করেছে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শনিবার দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে পুরাতন স্টেডিয়ামের পূর্ব-পশ্চিমের দেয়াল ঘেঁষে স্টল সাজানোর কাজ চলছে। মেলায় প্রায় ৬৬টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের নানান ধরনের পণ্য সামগ্রি বিক্রয় করবেন বলে জানা গেছে। তিনদিনের মেলায় নারী উদ্যোক্তাদের নানান ধরনের তৈরি পোশাকসহ বিভিন্ন গার্মেন্টস পোশাক, চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নকশিকাঁথাসহ নানান বৈচিত্র্যের হস্তশিল্প, প্রসাধনি, নানান ধরনের খাবারসহ অন্যান্য পণ্যসামগ্রি বিক্রয় করা হবে। এদিকে মেলা সুষ্ঠুভাবে করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরবাটী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বক্তব্য দেন মহবুল আলম, নাজিফা সামসাদ, বাইজিদুল ইসলাম, শাহারুজ্জামান, দুরুল হোদা, মিজানুর রহমান, মাসুমা আখতার, জিন্নাত আরা, আব্দুল হামিদ, নবগঠিত কমিটির সভাপতি কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ। উল্লেখ্য, সম্প্রতি (রেজিস্ট্রেশন নম্বর-১৮০৮/৭৫, ৬২-৬৩ খ্রি.) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন ৫১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেন। কমিটিতে মোহা. কামাল উদ্দীনকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল। আজ বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল ৮ ওভার ৩ বল খেলে ৪৪ রান তুলে নেয়। উইকেট খোয়াতে হয় ৬টি। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আশিক নেহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব মিয়া। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ প্রতিষ্ঠান, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা ক্রিকেট দল অংশগ্রহণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।

রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের সমাপনী

রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের সমাপনী রাজশাহীর রাজাবাড়িতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ৩দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রয়াসের রুরাল মাইক্রোএন্টারপ্রাইজেস ট্রান্সফরমেশন (আরএমটিপি) প্রকল্প আয়োজিত প্রশিক্ষণে গরুর খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ ও গর্ভবতী গাভীর পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, থেরিওজনোলজিস্ট ডা. নাজনীন নাহার। এছাড়া গরুর প্রজনন সংক্রান্ত রোগবালাই ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের প্রধান ল্যাবরেটরী ডা. অসীম কুমার প্রমানিক, গরুর প্রসব ও নবজাতক বাছুরের যতœ নিয়ে রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের উপপরিচালক ডা. গোলাম মোস্তফা, গরু পালনের আধুনিক প্রযুক্তি বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান। গরুর দুধের পুষ্টি বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেসের প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান। প্রশিক্ষণের শুরুতে গরু পালনের ক্ষেত্রে গরু নির্বাচন, সুস্থ গরুর বৈশিষ্ট্য, গরুর জাত, গরুর বাসস্থান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। আবাসিক প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী আংশগ্রহণ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ রাজশাহী বিভাগ এর মধ্যে গোদাগাড়ী, পবা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়। প্রকল্পের আওতায় ৫ হাজার জন খামারি এই প্রকল্পের আওতাভুক্ত। ইতোমধ্যে এই প্রকল্পের খামারিদের মধ্যে ইতিবাচক ফলাফল এবং আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়।

দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত সদর উপজেলায় বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প সংলাপের আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, গোবরাতলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম, ইমাম সেরাজুল ইসলাম, ডাসকো’র সুপার ভাইজার নির্মলা রাণী রায় সহ অন্যান্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস-২০২৫ উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি’র আয়োজনে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় অনুষ্ঠিত ওয়েবিনারে সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুজান ভাইজ এক ভিডিও বার্তায় বলেন, “রেডিও সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর সর্বাধিক বিস্তৃত এবং কার্যকর মাধ্যম। রেডিওর জন্য ইন্টারনেট, ব্যয়বহুল ডিভাইস বা এমনকি সাক্ষরতার প্রয়োজন নেই। এ কারণেই রেডিও এত কার্যকর। এই শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে পারি।” দিবসের প্রতিপাদ্যের ওপর উপস্থাপনা করেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। এরপর সাংবাদিক, কমিউনিটি রেডিওকর্মীসহ অন্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি রেডিওগুলো তাদের অনুষ্ঠানের মাধ্যমে জরুরি ইস্যুগুলো নীতিনির্ধারকদের নজরে আনতে এবং জলবায়ু ন্যায্যতার বিষয়ে জনপরিসরে আলোচনা তৈরিতে মতামত গঠন ও নীতি প্রভাবিত করতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক জাগরণ তৈরিতে কমিউনিটি রেডিওগুলো প্রহরীর ভূমিকা পালন করতে পারে। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, “যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবেলায় কমিউনিটি রেডিও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রচার, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে জলবায়ু অভিযোজন এবং জরুরি পরিস্থিতিতে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।” নূরে জান্নাত প্রমা বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার বিষয়গুলো কমিউনিটি রেডিওতে আরো জোরালো ভাবে উপস্থাপিত হলে তাদেরকে সমতার অবস্থানে আনার পথ সুগম হবে।” ওয়েবিনারে রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন ও রেডিও মহানন্দার প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। মুক্ত আলোচনায় অংশ নিয়ে রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিব হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের কমিউনিটিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চেলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার ফলে এই এলাকার টিউবওয়েলে পানি উঠেছে না। ডিপ টিউবওয়েল গুলোতে পানি আগের চেয়ে অনেক কম উঠছে। ঠিকমত কৃষি জমিতে পানি দেওয়া দেওয়া যাচ্ছেনা। এতে বেড়েছে চাষিদের উৎপাদন খরচও। এদিকে খরার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে প্রয়াসের ড্রট প্রকল্প কাজ করছে বলেও জানান তিনি। এছাড়াও ওয়েবিনারে বিভিন্ন কমিউনিটি রেডিও’র কর্মী, মিডিয়া পেশাজীবী, প্রতিবন্ধী অধিকার কর্মী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত

বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বেতার প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভায় বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার মো: ফয়সল আলম, উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন, উপ আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল সহ বিভিন্ন কমিউনিটি রেডিওর কর্মকর্তা, কলাকুশলী, বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা, শুভানুধ্যায়ীবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য মো. আসিফ নেহাল, জেলা আহ্বায়ক মো. আব্দুর রাহিম, জেলা সদস্য সচিব মো. সাব্বিরসহ অন্যরা। এছাড়া ক্রীড়ামোদি দর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে। আগামীকাল শুক্রবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে জামিলা বেগম। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, পদ্মা ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সায়েদ, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বাবর আলী, মো. হাকিম আলীসহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন। বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে সংলাপে। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’, বিশেষ অভিযান, নিয়মিত মামলা ও ওয়ারেন্টে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো। এর মধ্যে সদরে ১, গোমস্তাপুরে ১৬, নাচোলে ১ ও ভোলাহাটে ১ জন গ্রেপ্তার হয়েছে। জেলার শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মো. বাবলু অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। জেলায় ডেভিল হান্টে এটাই প্রথম গ্রেপ্তার। এদিকে, গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মাদকসহ নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামীরা রয়েছে বলে জানিয়েছেন ওসি খাইরুল বাশার। নাচোলে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। ভোলাহাটে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহীনুর রহমান।