01713248557

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম টানা ৮দিন বন্ধের পর আজ পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দর সূত্র জানায়,৮ দিন বন্ধের মধ্যে গত ১৪ ও ২১ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিল। সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে বন্দর বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল। বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের রনজিত কর্মকার ওরফে ভুট্টু কর্মকারের ছেলে সুমন কর্মকার ও একই এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে শরিফুল ইসলাম। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গতরাত পৌনে ৯টায় তেররশিয়া মুন্নাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় সুমন ও শরিফুল। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

ঈদ উপলক্ষে টানা ৭ দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরে প্রবেশ করল আমদানী পন্যবাহী ভারতীয় ট্রেন

ঈদ উপলক্ষে টানা ৭ দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরে প্রবেশ করল আমদানী পন্যবাহী ভারতীয় ট্রেন পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উদযাপন উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত বৃহস্পতিবার (১৩জুন) থেকে গত বুধবার(১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন ছুটি শেষে পূণরায় শুরু হয়েছে আমদানী-রপ্তানী কার্যক্রম। রেল সূত্র জানায়,বন্দর চালুর প্রথমদিন বৃহস্পতিবারই (২০জুন) বন্দও কর্মচঞ্চল হয়েছে। বন্দরে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দর হয়ে প্রবেশ করেছে ভারত থেকে আমদানীকরা খইল বা ড্রাই ওয়েল কেক(ডিওসি) যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়)। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের পর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ৪২টি মালবাহী ওয়াগনের একটি খইলবাহী ট্রেন বা র‌্যাক বন্দরে প্রবেশ করেছে। ট্রেনটির গন্তব্য সিরাজগঞ্জ বাজার। ট্রেনটির কাষ্টমস কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। অনান্য কার্যক্রম শেষে বাংলাদেশী ইঞ্জিন ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশন নিয়ে যাবে। ভারতীয় ট্রেনটির সাথে ২ জন চালক ও একজন গার্ডসহ তিনজন ক্রু এসেছে। রহনপুর ষ্টেশন মাস্টার আরও বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর,মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছ্।ে রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান। এর আগে শেষ গত ৮জুন পাথরবাহী একটি ট্রেন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আব্দুল খালেক টিংকু নামের একজন নিহত হয়েছেন। নিহত টিংকু জেলার সদর উপজেলার বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলেদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে আব্দুল খালেক টিংকুর সঙ্গে তার ভাই ভাতিজাদের মারামারি হয়। এতে আব্দুল খালেক আহত হলে স্বজনরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়ি সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর

গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে প্রাণ গেল তাহমিদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের। গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন বিল সংলগ্ন পুণর্ভবা নদীতে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রাজশাহীর সিপাইপাড়ার আফতাব উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র আসফাক আহম্মেদ তাহমিদ ও তার বন্ধুরা গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইল সংলগ্ন পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুজি করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। রাতে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি তিনি।

নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। আজ নাচোল পৌরসভার ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার একটি আমবাগানে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ওই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যু প্রকৃত ঘটনা জানা যাবে বলেও পুলিশ জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তি ওই মহল্লার নিয়ামুল হকের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, সকালে স্থানীয় লোকজন হযরত আলীর মৃতদেহ দেখে থানায় খবর দিলে ঘটনা স্থলে যায় পুলিশ। সেখানে মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, শ্রীরামপুর মহল্লার অটোচালক তাজিমুল হত্যা মামলার ২নং আসামি ছিলেন হযরত আলী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তবে পুলিশের হাতে এখনও ওয়ারেন্ট এসে পৌঁছাইনি। ওসি বলেন-মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও লেডিস ক্লাব। আজ জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পৃথকভাবে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী মাহফুজা সুলতানা। জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদসহ অন্য কর্মকর্তা এবং লেডিস ক্লাবের বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের পতœী ডা. রেশমা খাতুন, ক্লাবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদস্য ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আনজুমান আরাসহ অন্যরা।

আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আমিন ও শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ ভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম মন্টুর ছেলে মেহেদী হাসান নয়ন। আজ সকালে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে  জেলা কারাগারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই দু’জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে গোমস্তাপুরের রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত ১৩জুন থেকে আগামী বুধবার ১৯ জুন পর্যন্ত টানা ৭ দিন  ছুটি বা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী ২০ জুন বৃহস্পতিবার যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে। রেল সূত্র জানায়, গত  ১৫মে মহাপরিচালকের দপ্তর, রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ব্যাংক, কাস্টমসসহ  সংশ্লিস্ট সকল  প্রতিষ্ঠান ছুটি থাকবে।  এ কারণে পত্রে ১৩ হতে ১৯ জুন পর্যন্ত ভারত থেকে মালবাহী ট্রেন  না পাঠাতে অনুরোধ করা হয়েছে। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচাল নির্বিঘœ করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র‌্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে  যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে অতিরিক্ত  ইঞ্জিনও (লোকোটিভ) প্রস্তুত রাখা হয়। দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন। ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন,রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই আভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর,মেইজ বা ভুট্টা ও  খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছে। রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে  বলেও তিনি জানান।

কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল শুরু

কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল শুরু আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে  চতুর্থ বছরের মত ৩দিনের জন্য ক্যাটল ষ্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে।  সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি গত সোমবার(১০জুন) ম্যাংগো ষ্পেশাল ট্রেনের সাথে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও বুধবার প্রথম কোরবাণী পশু বহন শুরু করল। এ বছর আম মৌসুমে কোরবাণী ঈদ হওয়ায় ট্রেনটি ম্যাংগো স্পেশাল ট্রেনের সাথে একত্রে চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। এজন্য একটি নতুন অত্যাধুনিক প্রতিটি ২৮টনের ৬ ওয়াগনের ট্রেন দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। প্রয়োজনে ওয়াগন সংখ্যা বাড়ানো হবে। প্রথম দিন ট্রেনটি ৪ ওয়াগন ভর্তি গরু-খাসি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে অধিকসংখ্যকই গরু (৭১টি) ও অল্প কয়েকটি ছাগল রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ। তিনি বলেন, ৪টি ওযাগন সম্পূর্ণ বুক হয়েছে। প্রতি ওয়াগনের ভাড়া ১৫হাজার ৪৭০টাকা।সেই হিসেবে প্রতিটি গরুর ভাড়া ৭৭৩.৫০ টাকা। একটি ছাগলের ভাড়া এর অর্ধেক। অর্থ্যাৎ দুটি ছাগল বা একটি গরুর ভাড়া একই। কোন ব্যবসায়ী বা খামারীকে একটি ওয়াগনের পুরোট্ইা ভাড়া করতে হবে। রেল কর্তৃপক্ষ ক্ষুদ্র খামারী ও ব্যবসায়ীদের সমন্বয় করে দিচ্ছেন ওয়াগন ভাড়ার সুবিধার্থে।  কারণ পশু পরিবহন কম করলেও ওয়াগণের পুরো ভাড়া দিতে হবে। বুধবার চরটি ওয়াগন ভাড়া করেছেন ঢাকার ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ সদরের শামীম মুন্সি, পান্না ও মাসুদ রানা নামে চার ব্যবসায়ী। সকলের গন্তব্য ঢাকার শাজাহানপুর,কমলাপুর ও সংলগ্ন পশুর হাট। শামীম মুন্সি বলেন, তিনি এর আগেও  গত তিন মৌসুমে ট্রেনে গরু নিয়ে ঢাকা গেছেন। রেলের নিরাপত্তা, ভাড়া ও ব্যবস্থপনায় তিনি সন্তুষ্ট। অন্য ব্যবসায়ীদেও প্রায় একই অভিমত। তবে ট্রেনে পাওয়ার কার না থাকায় ওয়াগনগুলোতে  ফ্যান থাকলেও চলছে না। এতে গরমে কষ্ট হচ্ছে পশু এবং  সাথের রাখাল ও ব্যবসায়ীদের। বৃহস্পতিবারের(১৩জুন) জন্য ২টি ওয়াগন আগাম বুক হয়েছে। রেলের পাকশী বিভাগের বানিজি্িযক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, এটি রেলের সেবামুলক পরিবহন। লাভ বিবেচনায় এসব ট্রেন চালানো হচ্ছে না । তবে এটি একসময় লাভজনক যেন হয় সে চেস্টাও রয়েছে। তিনি আরও বলেন, গত ২০২১ সালে প্রথম ক্যাটল ট্রেন ১৭ জুলাই থেকে ১৮জুলাই পর্যন্ত দুদিন চলে। পরিবহন করে ১১২টি ছাগল ও ১৩১টি গরু। আয় হয় ৯২হাজার ৩০ টাকা। ২০২২ সালেও দুদিন চলে ট্রেনটি ১৬০টি ছাগল ও ৩৬টি গরু পরিবহন করে। আয় হয় ৪২ হাজার ১২০ টাকা। ২০২৩ সালের ২৪ জুন থেকে ২৫জুন পর্যন্ত দুদিন চলে পরিবহন করে ১৬১টি ছাগল ও ৭৮টি গরু। আয় হয় ৮৬ হাজার ৮৪০ টাকা। গত তিনবার ভাড়া একই ও কিছু কম ছিল। এবার সামাণ্য্য বাড়ানো হয়েছে। গত তিন মৌসুমের মধ্যে প্রথম দুই মৌসুম ট্রেনটি ম্যাংগো ষ্পেশালের সাথে নয় বরং পৃথকভাবে  বঙ্গবন্ধ সেতু (যমুনা সেতু) দিয়ে পরিচালনা করা হয়েছিল। এবার সর্বাধিক পশু পরিবহন হবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা। তারা ভবিষ্যতে এসব ট্রেনের আরও সুবিধা বাড়ানোর কথাও বলছেন।